পাতা:বিশ্বকোষ অষ্টাদশ খণ্ড.djvu/৫১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুরু ইয়াছেন, এতদিল সীতারামেরশুমে একরূপ জড় গুরতরূপে স্বাস ক্ষরিতেছিলেন। তাছার হৃদয়ে রাজ্যশাসনোপযোগী কোমরূপই বল ছিল লা। তিনি সৰ্ব্বাণী ও সীতারামের সমকক্ষ হইতে ন পারায় নিয়মিত সময়ে পেশকস দিতে পারেন মাই। এই कांक्रण छैशत्र न"डि बारी शछ अप्रैौकूठ श्रेश गझिण। ঋণদায়ে ও রাজ্যের উদ্ধৃঙ্খলতায় রাজার মস্তিষ্ক ক্রমশঃ বিকৃত হইয়া উঠিল। রাজকাৰ্যের সর্ববিষয়ে বিশৃঙ্খলত ঘনীভূত इहेब मैंफाईन । देश्ब्रांजररुणांनौ tीक श्रांशtबन्न अछ ‘भभन' পত্র পাঠাইলেন। রাজা তাহ পালন করিতে অস্বীকৃত হইলেন এবং ইংরাজের বিরুদ্ধে যুদ্ধ করিতে উদ্যোগ করিতে লাগিলেন। এই সময়ে তিনি স্পষ্টই বলিয়াছিলেন যে, জীৰিত থাকিয় যদি পশুপতি রাজবংশধরের স্তায় রাজ্যশাসন করিতে না পারি, তাহ হইলে তাকাদের একজনের স্থায়ও আমি রণক্ষেত্রে বীরের মত মরিতে পারিব । ১৭৯৪ খৃষ্টাব্দের ১০ই জুন, কর্ণেল প্রেণ্ডারগাষ্ট পদ্মনাভম্ নামক স্থানে রাজা বিজয়রামকে আক্রমণ করিলেন । রাজা এক ঘণ্টাকাল ঘোরতর যুদ্ধ করিলেন ; কিন্তু ইংরাজসেনার সম্মুখে রাজসৈন্ত টিকিতে পারিল না। তাহারা ছত্রভঙ্গ হইয়া পলাইতে বাধ্য হইল। এই যুদ্ধে বিজয়নগরমের অধীনস্থ অনেক প্রধান প্রধান সামন্ত এবং স্বয়ং রাজা বিজয়রামরাজ নিহত হইয়াছিলেন। রাজা বিজয়রামরাজের মৃত্যুর পর হইতে পশুপতি-রাজবংশের অদৃষ্টাকাশ পরিবর্তিত হইতে থাকে। কিন্তু খুষ্ঠায় ১৮শ শতান্ধে পুনঃ পুনঃ পরিবর্তন হেতু পশুপতি-রাজবংশের ঐতিহাসিক প্রাধান্ত পরিবর্দ্ধিত হয়। এই রাজবংশের অধিকৃত রাজ্য বং তদধীন সামন্তগণের শাসিত ভূভাগ একত্র বর্তমান বিজাগাপাটম্ জেলার সমতুল্য। এই বিস্তীর্ণ ভূভাগের শাসকরাজগণও অধীন করদরাজের সর্তে সত্ববান ছিলেন। . এই রাজবংশের সর্বপ্রধান ব্যক্তি মীর্জা ও মুষ্ঠা মুলতান লামে সন্মানিত হইতেন। র্তাহারা প্রকৃত প্রস্তাবে বিজাগাপাটম্ রাজের অধীন ছিলেন ; কিন্তু বলদৰ্পে পুষ্ট হওয়ায় তাহারা সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিতেন না। যখনই বিজয়নগররাজ আপনার প্রভু বিশাখপত্তমপতির সহিত সাক্ষাৎ করিতে ঘাইতেন, সেই সময়ে মহামান্ত ইষ্টইণ্ডিয়া কোম্পানী তাহার সন্মানের জন্য ১৯টা সম্মানসূচক তোপ লাগিতেন। ১৮৪৮ খৃষ্টাৰে ঐ তোপ সংখ্যা ১৩টা করিয়া দেওয়া হয়। বংশের সন্মাণস্বরূপ छैहांग्र ४ाथम७ ब्रांछनद्ध छैनॉर्षि cठांनं করি আলিতেছেন। * বর্ধমান সময়ে এই জমিদারী চিরস্থায়ী গঙ্গাবপ্তের অধিকারভূক্ত হওয়ার ইহার রাজশ্বের কিছু পরিবর্তন ঘটিয়াছে বটে, ( * दिअग्ननशं★यू তথাপি প্রকৃতগ্রস্তাৰে এই রাজবংশের বংশগত মক্কা বিশেষ गायब इद्र नारे। ४४४५ ६डेोग हैंरब्रांज श्रव%यके टैशrनद्र जस् चैौकांद्र कब्रिइी,भूमब्रांब्र ब्रांtजां★ॉदि ज्ञांश्न कrइन *द१ शांक्षांव्रण জমিদার অপেক্ষ তাহাজের উচ্চ সন্মানের অধিকার স্থান করিয়াছেন। " - शृङ ब्रांज विजब्रङ्गांमब्रांtजब्र नांदांनरू गूंज बांब्रांप्रभंषांबू *ग्रলাভের যুদ্ধের পর স্বরাজ্য হইতে পলাইয়া পাৰ্ব্বত্য জমিদারদিগের আশ্রয় গ্রহণ করেন। তাহাঙ্কে লইয়া সামঙ্গণ ইংরাজদিগের বিরুদ্ধে বিদ্রোহবছি প্ৰজলিত করিতে চেষ্ট পান । ইংরাজগণ পূৰ্ব্বাস্তুে এই সংবাদ পাইয়া যথাসময়ে তাহার প্রতি বিধান করিয়ছিলেন। অতঃপর ইংরাজের সহিত রাজার সন্ধিস্বচক কথাবার্তা চলিতে থাকে। রাজা স্বয়ং ইংরাজকরে আত্মসমৰ্পণ করেন। তখন ইংরাজগণ র্তাহার সত্ব সাব্যস্ত ও তাহার স্বাধিকার রক্ষা করিয়া তাহাকে একখানি "কাউল' বা সনদ দান করিয়াছিলেন। এই সময় হইতে পাৰ্ব্বত্য সর্দারগণ আর রাজার অধীন রছিলেন না। ইংরাজ গবমেণ্ট তাহাদিগের শাসনভার স্বহস্তে রাখিলেন। এই সময়ে বিজয়নগরমের কতকাংশ ইংরাজকোম্পানী বাজেয়াপ্ত করিয়া “হাবিলি-জমি” নামে নির্দিষ্ট করেন। এইরূপে বিজয়নগর জমিদারীর আয়তন অনেক ক্ষুদ্র হইয়া পড়িল। ইংরাজকৰ্ম্মচারীরা তাহার উপর পেশকল দ্বিগুণ করিলেন। রাজাকে ৬ লক্ষ টাকা পেশকস্ দিতে বিশেষ কষ্ট স্বীকার করিতে হইয়াছিল এবং এই স্বত্রে তাহাকে কতকটা ঋণজালে জড়িত থাকিতে হয়। ১৮০২ খৃষ্টাৰো এখানে চিরস্থায়ী বন্দোবস্ত হয়, তাহাতে দেখা যায় যে এই জমিদারী তৎকালে ২৪টি পরগণায় ও ১১৫৭টা &ামে বিভক্ত থাকে , তৎকালে এই তালুকের রাজস্ব ৫ লক্ষ ধাৰ্য্য হয়। রাজা বিজয়রামের পুত্র নারায়ণবাবু ১৭৯৪ খৃষ্টাৰো রাজ্যাধিকার করেন এবং ১৮৪৫ খৃষ্টাব্দে কাশীধামে মানবলীলা সম্বরণ করিলেন। তখন তাহান্ন সম্পত্তি ঋণজ্যলে বিশেষরূপ জড়িত ছিল। তাহার রাজ্যঞ্চালের প্রার অদ্ধেক স্মল্প হইতে ইংরাজগৰমেণ্ট রাজার ঋণপরিশোধার্থে স্বহস্কে শাসনভার গ্রহণ করেন। তাছার পরৰক্ত উত্তরাধিকারী রাজা বিজয়রাম গজপতিরাজ পূৰ্ব্বঙ্কত ঋণ পরিশোধার্থে সাত বৎসরকালে ঐরূপ ব্যবস্থা বলবৎ রাখেন। অবশেষে ১৮৫২ খৃষ্টাব্দে মিঃ ক্রোজিস্বারের নিকট হইতে তিনি রাজ্যভার গ্রহণ কৱিয় স্বহস্তে শাসন কাৰ্য পরিচালন করিতে থাকেন। তাৰ এইঞ্জিনায়। - তালুক্ষেয় অনেক শ্ৰীবৃদ্ধি আতি ফুছ બાં .شن - કાર ৰ লক্ষ টাকা উন্মুক্ত হইতেছে। : ;