পাতা:বিশ্বকোষ অষ্টাদশ খণ্ড.djvu/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ઉરના ] বিজগোপাটীম্‌ הלוויןזיןfs মোগলের এখানে সুশাসনবিস্তার করিতে পারেন নাই। তাহার এখানে কেবলমাত্র সাময়িক প্রভুত্ব স্থাপন করিতে সমর্থ হইয়াছিলেন । তাহারা এতৎপ্রদেশ জমিদার বা সামরিক সর্দারদিগের মধ্যে বিভাগ করিয়া দেন, কেবল বিজাগাপাটমৃ সম্রাটের প্রতিনিধির অধীনে পরিচালিত হইয়াছিল। ঐ মোগলরাজ প্রতিনিধি চিকাকোলে থাকিতেন। খৃষ্টীয় ১৭শ শতাদের মধ্যভাগে ইংরাজের বিশাখপত্তনে প্রথম বন্দর স্থাপন করেন। ১৬৮৯ খৃষ্টাব্দে বাঙ্গালার বিরোধ লইয় অরঙ্গজেব বাদশাহের সস্থিত ইংরাজকোম্পানীর মনান্তর ঘটে । তজ্জষ্ঠ মুসলমান-প্রতিনিধি কোম্পানীর কৰ্ম্মচারীদের বন্দী করিয়া ইংরাজের কুঠী লুট করিয়া লন এবং তথাকার অধিবাসী ইংরাজদিগকে নিহত করেন । কিন্তু পর বৎসর গোলকো গু! স্ববার অন্তর্গত মাম্রাজ মস্লীপত্তন, মদপন্নমু, বিশাখপত্তন প্রভৃতি সমুদ্র তীরবর্তী প্রসিদ্ধ বন্দরে অবিবাদে বাণিজ্য করিবার জন্ত সেনাপতি জুলফিকার র্থ সম্রাটের পক্ষ হইতে আদেশপত্র দান করেন। অতঃপর ১৬৯২ খৃষ্টাব্দে জুলফিকার খা ইংরাজ কোম্পানীকে আপন সম্পত্তি রক্ষার জন্ত বিশাখপত্তন বন্দরে দুর্গ নিৰ্ম্মাণের আদেশ দিলে, ইংরাজের বহিঃশত্রু হইতে আত্মরক্ষার্থ একটা সুদৃঢ় দুর্গ নিৰ্ম্মাণ করাইয়া ছিলেন। মোগলশক্তির অবসানে “উত্তর সরকার” প্রদেশ হায়দরাবাদের নিজামের করতলগত হয় । নিজাম রাজ্যশাসন ও রাজস্ব আদায় সম্বন্ধে পূৰ্ব্বকার অপেক্ষ অনেক স্বব্যবস্থা করিয়াছিলেন র্তাহীদের অধিকারকালে রাজমহেশ্রী ও ঐকাকোলে একজন মুসলমান রাজকৰ্ম্মচারী বাস করিতেন। প্রথম নিজামের মৃত্যুর পর, হায়দরাবাদের সিংহাসনাধিকার লইয়া উত্তরাধিকারিগণের মধ্যে বিরোধ উপস্থিত হইলে ফরাসীরা সলাবৎজঙ্গকে হায়দরাবাদ সিংহাসনে বসাইতে বিশেষ উদ্যোগের সহিত কাৰ্য্য করিয়াছিলেন, এই উপকারের জন্ত সলাবৎ তাহাদিগকে মুস্তফানগর, ইল্লোর, রাজমহেন্দ্রী ও শ্ৰীকাকোল নামক চারিট সরকার দান করেন । ১৭৫৩ খৃষ্টাব্দে ফরাসী সেনানী মহাবীর বুশী সলাবৎ জঙ্গের নিকট এতদ্বিষয়ক একপ্লানি ফৰ্ম্মাণ প্রাপ্ত হন। ইহার কিছু পরে ১৭৫৭ খৃষ্টাব্দে বুশী কর্ণাটক বিভাগের গবর্ণর হয়েন। এই সময়ে তৎকৃত অভিযানগুলির মধ্যে ববিলীর বিখ্যাত অবরোধ সংঘটিত হয়। এই যুদ্ধে ফরাসী লৈষ্ঠ যে রণচতুর্য্য ও বীরত্ব প্রদর্শন করিয়াছিল, তাহ তথাকার হিন্দুদিগের হৃদয়ে গভীর রেখায় অঙ্কিত হয় এবং তাহারা ঐ ভয়াবহ ঘটনা উল্লেখ করিয়া আজিও গান গাইয় থাকে । এই সময়ে সরকার প্রকাকোলের সন্ধান্ত হিন্দুসামন্তদিগের মধ্যে বিজয়নগরমের সিংহাসনে গজপতি বিজয়য়ামরাজ সমাসীন ছিলেন। ফরাসী সেনাপতি মুসো বুীর সহিত র্তাহার সম্ভাব ছিল। হিন্দু নরপতির প্রতি কৃতজ্ঞতা বা পুরস্কার স্বরূপ তিনি অতি অল্প রাজস্ব নিৰ্দ্ধারিত করিয়া রাজা গজপতি বিজয়রামকে ঐকাকোল ও রাজমহেশ্রী সরকার সমর্পণ করেন। এই সময়ে বিজয়নগরম্রাজের সহিত বঝিলিরাজ রঙ্গরাওর বংশগত শত্রুত উদ্দীপিত হয় । বিজয়নগররাজ ফরাসীসেনাপতি বুশীকে তাহার শক্ৰক্ষর করিতে বিশেষ অনুরোধ করেন। এদিকে অকস্মাৎ একটা দুর্ঘটনা ঘটে । রঙ্গরাওপ্রেরিত একদল সৈন্স ভ্রমক্রমে একটা ফরাসীবাহিনী আক্রমণ করায়, ক্ষতিগ্রস্ত ফরাসীগণ ইহার প্রতিবিধানে অগ্রসর হয়। বিজয়নগরস্ হইতে একদল সৈন্ত এই অবকাশে ফরাসীদিগের সহিত যোগ দিয়া ববিবলির পাৰ্ব্বতাদুর্গ অবরোধ করে । ক্রমেই ব্যাপার গুরুতর হইয়া দাড়ায়। নররক্তে রণক্ষেত্র প্লাবিত ও ভীষণদৃষ্ঠে পরিণত হয় ; তথাপি রঙ্গরাও ও তাহার অনুচরবর্গ ফরাসীর পদানত হইতে স্বীকৃত হইলেন না ; কিন্তু যখন তাহারা বুঝিতে পারিলেন, ঐ বিপুল শত্রসৈন্তর সম্মুখে অল্পমাত্র দুর্গবাসী সেন লইয়া আত্মরক্ষার চেষ্টা করা বৃথা, তখন তাহারা অপেক্ষাকৃত দৃঢ়তার সহিত দুৰ্গন্থ রমণী ও বালকবালিকাদের স্বহস্তে শিরচ্ছেদ করিয়া তরবারি হস্তে রণক্ষেত্রে উন্মত্তমাতঙ্গের দ্যায় অবতীর্ণ হইলেন। কোন কোন সামস্ত রঙ্গরাওকে আশ্রয় দিতে স্বীকৃত হইলেও তিনি তাহ উপেক্ষা করিয়া শক্রবল ক্ষয় করিতে করিতে রণক্ষেত্রে প্রাণত্যাগ করেন। রঙ্গরাও'র একমাত্র নাবালকপুত্র এই বিষম হত্যাকাণ্ড হইতে পরিত্রাণ লাভ করিয়াছিলেন । রাজার কৃতজ্ঞ কোন অনুচর র্তাহাকে লইয়া পলাইয়া যায়। রাজা রঙ্গরাওকে রণক্ষেত্রে পতিত দেখিয়া, তাছার চারিজম বিশ্বস্ত অনুচর রাজজীবনের প্রতিশোধগ্রহণের নিমিত্ত প্রতিজ্ঞাবদ্ধ হর এবং তাহারা নিশাকালের গভীর অন্ধকারে নিকটবৰ্ত্তা জঙ্গল হইতে নিষ্ক্রান্ত হইয়া রাজা বিজয়রামরাজের শিবিরে প্রবেশ করে এবং তাহাকে নিহত করিয়া গোপনে চলিয়া যায়। উপরিউক্ত ভাবে ঐকাকোলের শাসনব্যবস্থা স্থির করিয়া সেনাপতি বুী বিশাখপত্তনে আসিয়া ইংরাজের কুঠী অধিকার কয়িলেন । কিন্তু ফরাসীরা অধিককাল তাহার ফলভোগ করিতে পারেন নাই। বাঙ্গালায় এই সংবাদ পৌছিলে লর্ড ক্লাইব ১৭৫৯ খৃষ্টাৰো একদল সৈন্ত সহ কর্ণেল ফোর্ডকে প্রেরণ করেন। ফোর্ড উত্তরসরকারে উপনীত হইয়া বিজয়নগরম রাজেয় সহিত মিলিত হইলেন। উক্ত রাজা তাহার পিতার প্রতি ফরাসীদিগের মৈত্র ব্যবহারে বিরক্ত হইরা ফরাসীদিগের হস্ত হইতে উক্ত রাজ্য বিচ্ছিন্ন করিয়া লইবার জন্ত পুর্বেই ইংরাজদিগকে আহবান করিয়াছিলেন । উক্ত বর্ষের ২•এ