পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লক্ষীবিলাসরস • [ ১৩০ অধিষ্ঠিত ছিলেন। ইহার মৃত্যুর পর পুত্র হরিশ্চন্দ্র ও পরে পৌত্র উদয়বায়দেব সিংহাসন অধিকার করেন। লক্ষীপল্লভ (পুং ) লক্ষ্যাঃ বল্লভঃ । ১ বিষ্ণু । ২ প্রাচীন গ্রন্থ কারভেদ । লক্ষীবসতি (স্ত্রী) পদ্মপুষ্প। লক্ষীবহিষ্কৃত (ত্রি) ধনহীন। ঐশ্বৰ্য্যশূন্ত। চলিত কথায় "লক্ষ্মীছাড়া’ বলে । লক্ষীবাঈ, একজন মহারাষ্ট্র ভূম্যধিকারিণী। ইনি ১৮৫৭ খৃষ্টাদের বিদ্রোহের সময় চান্দার বিদ্রোহী দলপতি বাবু রাওকে কৌশলে ধৃত করিরা ইংরাজকরে সমর্পণ করেন । [ চান্দা দেখ। ] লক্ষীবার (পুং ) বৃহস্পতিবার--ঐ দিন লক্ষ্মীর পূজা প্রশস্ত। লক্ষীবিলাস তৈল, বাতব্যাবিরোগের ঔষধবিশেষ। প্রস্তুতপ্রণালী;-মঞ্জিষ্ঠ, চোরকাচকী, দেবদারু, সরলকাষ্ঠ, ব্যাখ্ৰী.(গন্ধদ্রবাবিশেষ ), বচ, গুবাকবৃক্ষের ছাল, গুড়ত্বক, গন্ধতৃণ, শচী, হরীতকী, বহেড়া, আমলা ও মুত প্রত্যেক ২ পল ; এই গন্ধকত্ব দ্বারা তিল তৈল ৪ দের প্রথম পাক করিবে। পরে জটমাংস, মুরামাংসী দন, চম্পকপুষ্প, প্রিয়ঙ্গু, গুড়ত্বক, গেটেল, বালা, কুড়, মরুবকপুষ্প, পিড়িংশাক প্রত্যেক ২ পল এবং গন্ধবিরাজ, কুন্দুরথোটী, নপী, নালুক শুল্ফা প্রত্যেক ১ পল ; ইহার দ্বারা দ্বিতীয় কন্ধ পাক করিবে। অতঃপর এলাইচ, লবঙ্গ, শিলারস, শ্বেতচন্দন, জাতীপুষ্প, খটাশী, কঁকিলা, অগুরু, লতাকন্তু,ী, কুম্কুম্ প্রত্যেক ৪ তোলা, মৃগনাভি ২ তোলা, কপূর ১ তোলা বা ৬ মাযা ৪ রতি, এই সকল দ্রব্য দ্বারা তৃতীয় কন্ধ পাক করিবে। পাক সাঙ্গ হইলে তৈল হইতে খাটাশ উদ্ধৃত করিয়া উত্তমরূপ শিলাপেষিত করিয়া তৈলে মিশ্ৰিত করিয়া দিবে। অন্তবিধ-বিধাদি পঞ্চপল্লব কাথ দ্বারা প্রথম কন্ধ পাক করিবে, গন্ধান্তু দ্বারা দ্বিতীয় কঙ্ক এবং অগুরু ধূপিত গন্ধবারি দ্বারা তৃতীয় কন্ধ পাক করিবে। এই তৈলেও গন্ধ দ্রব্য সকল শোধন করিয়া লইতে হইবে । ইহা ব্যবহারে বিবিধ বাতব্যাধি প্রশমিত হয় । ইহা মহাসুগন্ধি তৈল নামে খ্যাত । উল্লিখিত সমস্ত দ্রব্য দ্বিগুণ পরিমাণে তৈলে দিয়া পাক করিলে উহাকে লক্ষ্মীবিলাস তৈল কহে। (ভৈষজ্যরত্না" বাতাধি") লক্ষীবিলাসরস (পুং ) ঔষধবিশেষ। প্রস্তুতপ্রণালী ;-অভ্র ৮ তোলা ; পারদ, গন্ধক, কপূর, জৈত্রী, জায়ফল প্রত্যেক ৪ তোলা ; বৃন্ধদারকবীজ, সিদ্ধিবীজ, ভূমিকুয়াওমূল, শতমূলী, গ্রেগনিত, বেড়েলামূল, গোকুরবীজ ও হিজলবীজ এই সকল দ্রব্য প্রত্যেক ২ তোলা করিয়া লইতে হইবে । পরে এই সকল দ্রব্য উত্তমরূপে চূর্ণ করিয়া একত্র পালের রসে মাড়িয়া ৩ গুঞ্জ প্রমাণ বট করিতে হইবে। অনুপান দুগ্ধ, দধি ও কাজি l লক্ষীবিলাসরস | প্রভৃতি। এই ঔষধসেবনে সকল প্রকার জর, প্রমেহ, নাড়ীব্ৰণ প্রভৃতি বিবিধ রোগ আগু প্রশমিত হয়। (ভৈষজ্যরত্না- জরাধিs) ২ কাসাধিকারে ঔষধবিশেষ। প্রস্তুতপ্রণালী –পারদ, হরিতাল প্রত্যেকে দুই ভাগ, খপর, বঙ্গ, কান্তলোঁহ, মূত্ৰ, তাম্র, কাংস্ত, গন্ধক এই সকল দ্রব্য প্রত্যেক ৮ তোলা লইয়া উত্তমরূপে মৰ্দ্দন করিয়া কেগুরের রসে ভাবন দিবে, পরে উহা কুলখকলায়ের রসে ৭ বার ভাবন। দিয়া এলাচি, জাতীফল, তেজপাতা, লবঙ্গ, যমানী, জীর, ত্রিকটু, ত্রিফল প্রত্যেকে এক একভাগ মিশাইয়া চণক পরিমাণ বটিকা করিয়া ছায়ার শুকাইতে হইবে । অকুপান শীতলজল। এই ঔষধসেবনে সকল প্রকার কাস আশু প্রশমিত হয় । ঔষধসেবনকালীন পথ্য—মৎস্ত, মাংস, দুগ্ধ ও স্নিগ্ধভোজন । শাক, অম, ভাজা ও পোড়া জিনিস নিষিদ্ধ । এই ঔষধ ক্ষয়কাস, শ্বাস, হলীমক, পাণ্ডু, শোখ, শূল, প্রমেহ, ও অর্শ প্রভৃতি রোগেও বিশেষ উপকারক । ( রসেস্ত্রসারস • কাসাধি• ) ৩ বাতব্যাধিনাশক ঔষধবিশেষ। প্রস্তুতপ্রণালী ;-কৃষ্ণঅভ্র, পারদ, গন্ধক, বেড়েলা, নাগবল, শতমূলী, ভূমিকুয়াও, কৃষ্ণধু রবীজ, হিজলবীজ, বৃদ্ধারকবীজ, গোকুরবীজ, ভাঙ্গের বীজ, জার্তাফল, জৈী, কপূর প্রত্যেকে ২ তোলা ; স্বর্ণভন্ম ২ মাযা এই সকল দ্রব্য একত্রে উত্তমরূপে মৰ্দ্দন করিয়া চণক পরিমাণ বট করিতে হইবে । অনুপান ত্রিফলার জল বা দোষের বলাবল অনুসারে স্থির করিতে হইবে। এই ঔষধ পুষ্টিকারক, বলকর এবং বাতব্যাধি, কুষ্ঠ, পাণ্ডু, প্রমেহ প্রভৃতি রোগনাশক । ( রসেন্দ্রসারস বাতব্যাধিরোগাধিকান ) ৪ রসায়ন ও বাজীকরণ রোগাধিকারে ঔষধবিশেষ। প্রস্তুতপ্রণালী-কৃষ্ণাগ্রচুর্ণ ৮ তাল, পারদ, গন্ধক, কপূর, জায়ফল, জৈত্রী ; বুদ্ধারক বীজ, ধুস্ত,রবীজ, ভাঙ্গের বীজ, ভূমিকুমাও, শতমূলী, বেড়েলা, গোরক্ষচাকুলে, গোকুর, হিজলবীজ, প্রত্যেকে ২ তোলা, এই সকল দ্রব্য একত্র চুর্ণ করিয়া পানের রসে মর্দন করিয়া তিনরতি পরিমাণ বট প্রস্তুত করিতে হইবে । এই ঔষধ সেবনে ঘোর সন্নিপাত, অষ্টাদশ প্রকার কুষ্ঠ, বিংশতি প্রকার প্রমেহ, মাড়ীব্ৰণ প্রভৃতি রোগ প্রশমিত হয়। ঔষধ সেবনানন্তর দুগ্ধ, দধি, মাংস, সুরা প্রভৃতি পানে কামবৃদ্ধি ও বৃদ্ধ যুবার স্তায় হয়। কাচ শুক্রক্ষয় ও লিঙ্গ শিথিল হয় না । মত্তহস্তীর স্থায় বলী হইয়া নিত্য শত স্ত্রীসংসর্গে সক্ষম হয়। নেত্রের তেজোবৃদ্ধি হইয়া থাকে মহাত্মা নারদের উপদেশে জগৎপতি ভগবান বাস্থদেব এই রস সেবনে লক্ষ নারীর বল্লভ হইয়াছিলেঞ্জ। ( রসেস্ত্রসারস, রসায়নাধিকাe )