পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশাখপত্তন [ 58 ) বিশাখপত্তন " জিলাভূক্ত করা হইয়াছে, পূৰ্ব্বে তাহ! (১) হাবিলী জমি, (২) বিশাখপত্তন-খামার ও (৩) বিজয়নগরমূ-জমিদারী নামে তিন অংশে বিভক্ত ছিল । হাবিলী জমি সম্পূর্ণভাবে সরকারী অধিকারে ছিল । ৩৩থানি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম বিশাখপত্তন-খামারে এবং অন্ধ, গোলকেও, জয়পুর ও পালকোও রাজ্য বিজয়নগরম জমিদারীর মধ্যে ভুক্ত করা হইয়াছিল। এ পর্য্যস্ত বিশাখপত্তনের রাজা ও রাজসভাই এই প্রদেশের শাসনদণ্ড পরিচালন করিতেছিলেন । কিন্তু ১৭৯৪ খৃঃ অব্দে এই প্রাদেশিক সভা উঠাষ্টয়া দেওয়া হয় এবং সমস্ত উত্তরসরকার বিভাগ করিয়া, কয়েকজন কালেক্টরের হস্তে তাহার শাসনভার মপণ করা হয় । বিশাখপত্তন জিলাকেও তখন তিনভাগে বিভক্ত করা হইয়াছিল । এই সময়ে রাজা এবং রাজভ্ৰাত সীতারাম রাজের মধ্যে বিদ্বেষবহ্নি ক্রমশঃ উজ্জ্বলতর হইয়া উঠিতেছিল। বন্দোবস্তের শৈথিল্যে জমিদারীর রাজস্ব ও দিন দিন বাকী পড়িতে লাগিল । গবমেন্টের আদেশ অমান্ত করিয়া রাজা রাজ্যমধ্যে অধিক সৈন্ত নিযুক্ত করিতেছিলেন ; অধিকন্তু জিলার অন্ততম জমিদারীর . মধ্যেও রাজার প্রতাপ অক্ষুণ্ণ হইয়া উঠিল । এই সকল কারণে সরকারবাহাদুব অত্যন্ত শঙ্কিত হইয়া উঠিলেন এবং রাজস্ব বাকীর জন্য রাজসম্পত্তি ক্রোকের ছলে বিশাথপত্তনে একদল যুরোপীয় সৈন্ত ও সিপাহী প্রেরণ করিলেন । ইহার শীঘ্রই বিজয়নগরম্স্থিত রাজার দুর্গ অধিকার করিয়া লইল । এইরূপ অন্যায় ব্যবহারে রাজা অত্যন্ত বিরক্ত হইয়া সরকারের বিরুদ্ধে ঘোর প্রতিবাদ করিতে লাগিলেন। তিনি পদ্মনাভ নামক স্থানে তাহার বাসস্থান উঠাইয়া লইলেন । কিন্তু এখানেও কর্ণেল প্রেওরিগাই নামক ইংরেজ-সৈন্তাধ্যক্ষ তাহার গতি রোধ কবিলেন । ১৭৯৪ খৃষ্টাব্দে ১০ই জুলাই রাজসৈন্ত ও ইংরেজসৈন্তের মধ্যে এইস্থলে একটা ঘোরতর যুদ্ধ ঘটে। এই যুদ্ধে কয়েকজন বিশ্বস্ত জুমুচরের সহিত রাজা নিহত হন। অনেক চেষ্টার পর কনিষ্ঠ রাজকুমার নারায়ণ বাবা পিতৃরাজ্যাধিকারের একখানি সনন্দ প্রাপ্ত হন। কিন্তু ইতঃপূৰ্ব্বেই গবমেণ্ট জমিদারীর কতকাংশ পাৰ্ব্বতীয় জাতির শাসনাধীন করিয়া দেন এবং রাজ্যের কতকাংশ থাসমহালভুক্ত করা হয়। এই প্রকারে ঐ প্রদেশের প্রধান নৃপতি বুটশ গবমেন্টের অধীন জয়পুরের জমিদারস্বরূপ ক্ষুদ্র একজন ভূস্বামীমাত্র হইয়। পড়েন । বর্তমানকালেও ঐ সকল স্থানের অধিকাংশ সম্পত্তিই জয়পুর-রাজবংশধরগণ ভোগদখল করিয়া আসিতেছেন। ১৮০২ খৃষ্টাব্দে উত্তর সরকারে স্থায়ী বন্দোবস্তের কার্য্য করা श्छ । fहे नभएग्न ७झे ख्रिजांब्र ४७फ़ौ शूद्रांडम छभिमांद्रो हिल । ७हे गकण खमिमाञौ श्हेष्ठ v•,२ev•९ फेॉक ब्राछत्र आमाब्र হইত। মান্দ্রাজের অন্তান্ত জিলার স্তায় এস্থানের সরকারী জমিও জমিদারীর নিয়মানুসারে শাসিত হইতে থাকে। কাজেই ঐ জমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাগ করিয়া নিলামে বিক্রয় করা হয়। এই প্রকারে এই স্থানকে ২৬ অংশে বিভক্ত করা হয়। পূৰ্ব্বোক্ত ১৬টী পুরাতন জমিদারী ও এই বিভক্ত ২৬ অংশ একত্র করিয়া নূতন বিশাখপত্তন জিলা গঠিত হয় । এই অভিনৰ ব্যবস্থায় জমিদারগণ অত্যস্ত অসন্তুষ্ট হইয়া উঠিলেন । এই অসন্তুষ্টি ক্রমে ক্রমে অবাধ্যতার অীকার ধারণ করিল । চারিদিকে নানারূপ অত্যাচার উপদ্রব সারস্তু হইল । অৰশেষে ১৮৩২ খৃঃ অন্ধে এই জিলায় ও গঞ্জাম সহরে এতদূর উপদ্রব হইতে লাগিল যে গবমেণ্ট অশাস্তি নিবারণার্থ একদল ফৌজ প্রেরণ করিলেন । এই সঙ্গে ঐ সকল অশাস্তির কারণ নির্ণয় ও উহ দমনের উপায় নিৰ্দ্ধারণার্থ মি: জর্জ রাসেলকে কমিশনার নিযুক্ত করা হইল । মিঃ রাসেল বিশাখপত্তনের অশাস্তির মুলীভূত কারণস্বরূপ দুইজন লোককে নির্দেশ করেন। ইহার মধ্যে একজন তৎক্ষণাৎ ঘৃত হয়। অপর ব্যক্তি সহর ত্যাগ করিয়া পলাইয়া যায়। পালকোও সহরেও এ সময়ে বিদ্রোহ উপস্থিত হয় । কিন্তু ইংরাজ গবমেন্টের কৌশলে শীঘ্রই তাহা দমিত হইল । মিঃ রাসেলের পরামর্শামুসারে এই সময়ে রাজ্যের প্রচলিত শাসনপদ্ধতি সম্পূর্ণ পরিবর্তিত হয় । { বিজাগাপাটামু ও বিদ্যানগর শব্দে বিস্তৃত বিবরণ দ্রষ্টব্য। ] ১৮৬৩ খৃঃ অদ পর্যন্ত এইরূপ ব্যবস্থায় কাৰ্য্য চলিতেছিল। এই সময়ে দেশের অশান্তি অত্যাচারও অনেক পরিমাণে দুরীভূত হইয়াছিল। বুটশ গবমেন্টের নিযুক্ত রাণীকে হত্যা করা অপরাধে পাৰ্ব্বত্য গোলকোও রাজ্যও অবশেষে গণমেণ্ট অধিকার করিয়া লইলেন । ১৮৪৯-৫০ ও ১৮৫৫-৫৬ খৃষ্টাব্দে জয়পুরে বিদ্রোহ উপস্থিত হয়। রাজা ও রাজকুমারের মধ্যে প্রায়ই বাদবিসংবাদ চলিতেছিল। এই বিরোধের ফলে রাজানাশের আশঙ্কায় তত্ৰত এজেণ্ট জয়পুরের তালুক চারিট স্বীয় শাসনাধীন করি। রাখেন। এবং ১৮৬১ খৃঃ অব্দে রাজার মৃত্যুর পর উহা পুনরায় রাজকুমারকে প্রত্যপণ করা হয়। এই সঙ্গে গবমেন্টের পক্ষীয় একজন সহকারী এজেণ্ট, ও সহকারী পুলিসসুপারিন্টেণ্ডেণ্টকে জয়পুরে রাখা হইল। এবং রাজ্যের শাসন ও বিচারের ভার এজেণ্ট, ও পুলিসের হস্তে দ্যস্ত করা হয় । ১৮৭৯-৮০ সালে রম্পপ্রদেশে বিদ্রোহবহ্নি জলিয় উঠে , কালক্রমে তাহা গুড়েম রাজ্য দিয়া জয়পুর পর্য্যস্ত বিস্তায়লাভ করে । ১৮৮৯ খৃষ্টাব্দের শেষভাগে এই বিদ্রোহ দমন করা হয় । বিজয়নগরম্রাজ্যের বর্তমান ইতিবৃত্ত,--স্বালীয় রাজা অত্যন্ত t