পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিতকান্ত । "] 1 وافق لا ললিতপুর ২ পুকষ । ( রযুটীকায় মল্লিনাথস্থত যাদব ) ললামবৎ (ত্রি) সুন্দর অলঙ্কত। ললামী (স্ত্রী) কর্ণভূষণবিশেষ, কানের গহন । পৰ্যায় উৎ ক্ষিপ্তিকা । ( শব্দমাল ) ললিত (রা) লল-ক্ত। ১ পৃঙ্গারভাবঙ্গ ক্রিয়াবিশেষ। সুকুমার রূপে ক্রনেত্রাদির ক্রিয়ার সহিত করচরণাদির অঙ্গবিদ্যাস । "ক্রনেত্রাদিক্রিয়াশালিমুকুমারবিধানতঃ । হস্তপদাঙ্গবিন্যাসস্তরুণ্য ললিতং বিদ্যুঃ ॥” (অমরটীকা ভরত) সুকুমাররূপে অঙ্গবিষ্ঠাস মসৃণ হইলে তাহাকে ললিত কহে। “মুকুমারাঙ্গবিন্যাসে মন্থণা ললিতং ভবেৎ।” ( ভরত ) উজ্জ্বলনীলমণিতে লিখিত আছে, যে স্থলে অঙ্গসমূহের বিন্যাসভঙ্গি সুকুমার এবং দ্রুবিলাসাদি দ্বারা মনোহর হয়, তথায় । ললিত হইয়া থাকে। “বিষ্ঠাসভঙ্গিরঙ্গাণাং ক্ৰবিলাসমনোহর । সুকুমারা ভবেদ যত্র ললিতং তীেরিতম্ ॥” (উজ্জ্বলনীলমণি) | “সন্ধ্রভঙ্গং করকিশলয়াবৰ্ত্তনৈরাপতত্ত্বী স লিম্পন্ত্রী ললিতললিতা লোচনস্তাঞ্জনেন । বিস্তান্তস্তী চরণকমলে লীলয়া স্বৈরযাতেনিঃশঙ্কা চ প্রথমবয়সা নষ্ঠিতা পঙ্কজাঙ্গী ॥"(অমরটীকায় ভর") (পুং ) ললাতে ঈপাতে ইতি লল কৰ্ম্মণি স্ত। ২ রাগবিশেষ । এই রাগ প্রাতঃকালে গান করিতে হয়। ইহার রূপ-এই রাগ প্রস্টত সপ্তস্থা (পুপমালাধারী, যুব, অতিশয় গৌরবর্ণ, লোচনী অলস, ( ভাবে ঢলঢল ) বিলাসবেশে বিভূষিত হইয়া প্রভাতকালে গৃহ হইতে বিনির্গত হইতেছেন। “প্ৰফুল্পসগুচ্ছদমালাধারী যুবাতিগোরোহলসলোচনী । বিনিঃসর বাসগৃহৎ প্রভাতে বিলাসিবেশে ললিত: প্ৰদিষ্ট:" গানসমর“প্রাতর্গেয়াস্তু দেশাগো ললিত: পটমঞ্জরী। বিভাষা ভৈরবী চৈৰ কামোদ গোগুকীৰ্য্যপি ॥”(সঙ্গীতদামো”) ( ত্ৰি ) ৩ সুন্দর, মনোহর, মনোজ্ঞ । “জণ তস্ত বিবাহকৌতুকং ললিতং বিভ্রত এব পার্থিবং "রঘু৮১) ৪ ঈপিাত । (মেদিনী । ৫ চলিত । ( বিশ্ব ) ললিতক (ক্লী) প্রাচীন তীর্থভেদ। ললিতকান্ত ( স্ত্রী) ললিত কাস্তা চ । মঙ্গলচণ্ডিকা, দুর্গা । লোকে মঙ্গলকামনায় এই দেবীর পূজা করিয়া থাকে। “যৈষ ললিতকান্তাখ্যা দেবী মঙ্গলচণ্ডিকা । বরদাভয়হস্তা চ দ্বিভূজা গৌরদেহিকা । রত্নকোষেয়বস্থা চ স্থিতবত্ত শুভাননা। নবযৌবনসম্পন্ন চাৰ্ব্বঙ্গী ললিত প্ৰভা ॥” । তিথিতত্ত্ব ) ললিতচৈত্য (পুং ) চৈত্যভেদ । ললিততাল (পুং ) সঙ্গীতের তালভেদ। t ললিতপদ (ত্রি) ১ স্বন্দর পদযুক্ত। ২ ছন্দোভেদ। এই ছন্দের প্রতিচরণে ১২টা করিয়া অক্ষর আছে। তন্মধ্যে ১, ২, ৩, ৪, ৬, ৭, ৯, ১• বর্ণ গুরু, তড়ির বর্ণ লঘু। ললিতপুর ( ক্লী ) নগরভেদ । ( রাজতরঙ্গিণী ৪i১৮৭ ) ললিতপুর (পালিতপুর), যুক্ত প্রদেশের ইংরাজাধিকৃত একটা জেলা। ঝাসি-বিভাগের অন্তর্গত ও তথাকার ছোটলাটের শাসনাধীন। ভূপরিমাণ ১৯৪৭ বর্গমাইল। অক্ষা ২৪৯৩% হইতে ২৪°১৪’ উঃ এবং দ্রাঘি• ৭৮°১২২•র্ণ হইতে ৭৯’২১৫% পূঃ মধ্য। ইহার উত্তর ও পশ্চিমে বেতবা (বেত্রবর্তী) নদী, দক্ষিণপশ্চিমে নারায়ণ নদ, দক্ষিণে বিন্ধ্যাচল আটমালা ও সাগর জেলা, দক্ষিণপূৰ্ব্বে ও পূৰ্ব্বে উচ্ছৰ্গরাজ্য ও ধসান নদী; এবং উত্তরপূৰ্ব্বে যামুনী নদী। ললিতপুর নগর ইহার বিচার সদর । বুন্দেলখণ্ডের পাৰ্ব্বত্যপ্রদেশ লইয়া এই জেলা গঠিত। সেই ক্রমোচ্চনিম্ন পাৰ্ব্বত্য ভূমিভাগে বেত্রৰতী ও যামুনী নদী প্রবাহিত । দক্ষিণের বিন্ধ্যাচল-সীমান্তর্বর্তী প্রদেশ বনমালাসমাচ্ছন্ন লালবর্ণের কঙ্কর পূর্ণ ভূমিভাগে চাসবাসের বিশেষ সুবিধা হয় না। মধ্যে মধ্যে কৃষ্ণবর্ণ পলিমাটি দৃষ্ট হয় ; উহা স্থানবিশেষে মোড়ি ও মার নামে খ্যাত । এই সমগ্র জেলাই নদীমালায় পূর্ণ। বিদ্ধপাদনিঃস্থত নানা গিরিনদী পৰ্ব্বতগাত্রবিধৌত করিয়া এই জেলার মধ্যদিয়া যমুনা নদীতে মিশিয়াছে। ঐ সকল ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতস্বিনী এই ক্রমোচ্চনিম্ন অববাহিকার মধ্যদিয়া প্রবাহিত হওয়ায় সমগ্র জেলাটী যেন নদীসমূহে সমাচ্ছন্ন হইয়া পড়িয়াছে। প্রধানতম নদীর মধ্যে বেত্রৰতী, ধসান ও যমুনা উল্লেখযোগ্য। নদী ভিন্ন এখানে অনেকগুলি বড় বড় র্যাধ ও দীর্ঘিকা আছে। তন্মধ্যে তালবেহাত সৰ্ব্বাপেক্ষ বড়, উহার জলকর প্রায় ৪৫৩ একার। ধৌরীসাগর, দুধী, বাড় প্রভৃতি কতকগুলি প্রাচীন , দীর্থিক আজিও স্থানীয় কীৰ্ত্তির পরিচয় দিতেছে । স্থানীয় বনমালার মধ্যে বালা বহৎ ও লক্ষ্মণজীর বন উল্লেখযোগ্য। এখানে সহরিয়া নামে এক পাৰ্ব্বত্যজাতির বাস আছে। তাহারা বনজাত মহুয়া, চিরোল্পী, লাক্ষা, মধু, মোম, গদ ও অন্তান্ত মূলাদি নিকটবৰ্ত্ত নগরাদিতে আনিয়া বিক্রয় করে। এই সকল বনে ব্যাঘ্ৰ, চিতা, ভল্লক,হায়ন, নেকড়ে, বনবরাহ, বন্যকুকুরও শাস্তর, চিতল, চৌশিঙ্গা প্রভৃতি হরিণ দেখিতে পাওয়া যায়। ললিতপুরের প্রাচীন কোন ইতিহাস নাই, পূৰ্ব্বে এখানে অসভ্য গোড় জাতির বাস ছিল। এখনও বিন্ধ্যশৈলমালার চূড়াদেশে সেই পাৰ্ব্বত্যজাতির প্রতিষ্ঠিত দেবমন্দিরাদি সেই অতীত