পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লবঙ্গ ছিলেন। খোরাসানপতি আমর ইবন সেইর সমসাময়িক (৮৭৪৯০১ খৃঃ ) ছিলেন। লম্বুজালাল (পুং) একজন গ্রন্থকার। লব (ক্লী ) লু-অপ, ১ জাতীফল । ( শব্দচ" ) ২ লবঙ্গ । ও লামজ্জ্বক। ৪ ঈধং। (পুং ) লবণমিতি লু-অপ, ৫ লেশ। “বক্রেতরাগৈরলকৈস্তকুণ্যশ্চ ধারণা বালিবা বমন্তি।” ( রঘু ১৬৬৬ ) ৬ বিনাশ । ৭ ছেদন । ৮ কালভেদ। অষ্টাদশ নিমেষে ७क कॉछै, छ्शे रुॉर्छांग्न ७क शद । 'অষ্টাদশ নিমেষাস্তু কাষ্ঠা কাষ্ঠায়ং লব ।’ (হেম ) ৯পক্ষিভেদ, লাবানামক পক্ষী। ( রাজনি • ) ১• কিঙ্কন্ধ । ১১ পক্ষ। ১২ গোপুচ্ছলোম । রঘুটাকায় মল্লিনাথস্থত বৈজয়ন্তী) ১২ রামচন্দ্রের পুত্র । রামায়ণের উত্তরকাণ্ডে লিখিত আছে যে, রামচন্দ্র সীতাদেবীর গর্ভাবস্থায় লোকাপবাদভয়ে ভীত হইয় তাহাকে বর্জন করিতে লক্ষণের প্রতি আদেশ দেন, লক্ষ্মণ সীতাকে লইয়া গিয়া বাল্মীকির তপোবনে রাখিয়া আইসেন। সীতা বাল্মীকির আলয়ে যমজ টুইটা সস্তান প্রসব করেন, এই পুত্রদ্বয়ের নাম লব ও কুশ । বাল্মীকি હરે পুত্রদ্বয়কে ক্ষত্রিয়োচিত সংস্কৃত করিয়া রামায়ণ গান শিক্ষা দেন। লব ও কুশ রামচন্দ্রের সভায় রামায়ণ গান করিলে , রামচন্দ্র তাহাদিগকে পুত্র বলিয়া জানিতে পারিয়া পুত্রদ্ধয়কে গ্রহণ করেন। রামায়ণ উত্তরকাণ) { সীতা ও রাম শব্দ দেপ । ] লবক (পুং ) ১ ছেদক । ২ দ্রব্যভেদ | লবঙ্গ (ফ্ৰী ) লুনাতি শ্লেষ্মাদিকমিতি লু (তরত্যাদিভ্যশ্চ । উ৭, ১।১১৯ ) ইতি অঙ্গচ ৷ স্বনামখ্যাত বণিকূদ্রব্যভেদ । ( Caryophyllus aromaticus = Cloves ) fè-ςπερ, αττα , মহারাষ্ট্র ও কলিঙ্গ—লবঙ্গকলিকা, লবিঙ্গ ; তামিল-কিরম্বের, কিরামু, ইলবঙ্গ-অগু, করুবা ইক্রস্থ তৈলঙ্গ-লবঙ্গলু, দ্রাবিড়-লবঙ, । মলয়ালম্–ছঙ্কি, শিঙ্গাপুর-বরল ; পারস্ত— মেখক্‌ ; বাঙ্গালা-লঙ্গ, লবঙ্গ। সংস্কৃত পৰ্যায়-দেবকুমুম, শ্ৰীসংজ্ঞ, শ্ৰীপ্রস্থন, লবঙ্গক, লবঙ্গকলিক, দিব্য, শেখর, লব, খ্ৰীপুষ্প, রুচির, বারিসম্ভব, ভৃঙ্গার, গীৰ্ব্বাণকুসুম, চন্দনপুষ্প । এই বৃক্ষ মালাক্কা দ্বীপে প্রভূত জন্মে। ওলন্দাজ বণিকেরা যখন আম্বয়ন দ্বীপে লবঙ্গের চাস একচেটিয়া করিতে সচেষ্ট ছিলেন, তখন কোন সুযোগে দক্ষিণভারতে ও অন্যান্ত গ্রীষ্মপ্রধান স্থানে উহার চাস বিস্তৃত হইয়া পড়ে। বাজারে বাণিজ্যার্থ আনীত যে লবঙ্গ আমরা দেখিতে পাই উহা উক্ত বৃক্ষের ফুলকলিকামাত্র। উত্তম সারযুক্ত মৃত্তিকায় লবঙ্গ রোপণ করাই নিয়ম। প্রথমে [ »१० l লবঙ্গ যথারীতি মৃত্তিকার পাট করিয়া ১২ ইঞ্চ অস্তুর এক একটী ফল পুতিত্তে হয়। ৫ সপ্তাহের মধ্যে গাছের কলা বাহির হইয়া থাকে। ঐ সময়ে গাছের উপর আতপতাপ না লাগে, এইরূপ ভাবে আচ্ছাদন দেওয়া আবশুক । সময় মত জমিতে জল না দিলে গাছ নষ্ট হইবার সম্ভাবনা । গাছ ৪ ফিট আন্দাজ বড় হইলে এক একটা উঠাইয়া ৩• ফিন্টু অন্তর পুতিতে হয় । বালুকাময় অথবা আগ্নেয়-শৈলোগারিত মৃভূমে রোপণ করিলে ইহার ফল অধিক হয়। বৃক্ষরোপণের ছয় বৎসর পরে ফল হইতে আরম্ভ হয় এবং ১২ বৎসর পর্য্যন্ত পৰ্য্যাপ্ত পরিমাণে লবঙ্গ উৎপন্ন হইয়া থাকে। তদনন্তর বৃক্ষের প্রৌঢ়াবস্থা । ঐ সময়ে এক একট বৃক্ষে বৎসরে /৩ হইতে /৩॥• পৰ্য্যস্ত ফুল পাওয়া যায়। তৎপরে ক্রমশঃ কমিতে থাকে। সুমাত্রা দ্বীপে প্রায় এক বৎসর অন্তর ফুল হয় । সেখানে ২• হইতে ২৪ বৎসর পর্য্যস্ত গাছ জীবিত থাকে। ঐ সময়ে গাছের পল্লবগুলি ছিন্ন বিচ্ছিন্ন হইয়া শ্ৰীশ্ৰষ্ট হইয়া যায়। আম্বয়ন দ্বীপে ১২ হইতে ১৫ বৎসর পর্য্যস্ত গাছের ফুল ধরে না । তার পর প্রচুর ফুল হয়। ৭৫ হইতে ১৫০ বৎসর পর্যন্ত ফল হইতে দেখা যায়। এই কারণে প্রতি ৮ বৎসর অন্তর তথায় লবঙ্গের চাস হইয়া থাকে। তাহাতে ফুলকলিকার হ্রাস উপলব্ধি হয় না। ফুলকলিকাগুলি উজ্জ্বল লালবর্ণ হইলেই বৃক্ষ হইতে তুলিয়া লওয়া হয়। হাতে করিয়া এক একটী কলিকা উত্তোলন করাই প্রকৃষ্ট উপায়, কারণ তাহা হইলে ফুল নষ্ট হইবার কোন ভয় থাকে না। উচ্চ ডালে যে ফুল থাকে, তাহ ছিড়িয়া লইবার জন্য একস্থান হইতে অন্তস্থানে লইয়া যাইবার উপযোগী সিঁড়ি ব্যবহৃত হয়। অনেক সময় গাছের নিম্নে কাপড় বিছাইয়। বৃক্ষোপরি বংশযষ্টি দ্বারা আঘাত করা হইয়া থাকে। এই প্রথায় গাছের ডালপালা ভাঙ্গিয়া গাছ নষ্ট হওয়া মই সম্ভাবনা । ইহার পর উত্ত্বোলিত কলিকাগুলিকে নিয়মিত প্রণালীতে শুকাইয়া কটাশেবর্ণ ( Brown ) হইয়া আসিলে থলিতে ভরা হয় । " সুমাত্র দ্বীপে মাছুরের উপর কলিকা বিছাইয়া স্বৰ্য্যতাপে শুকান হইয়া থাকে, কিন্তু অন্যান্য স্থানে চেটাইর উপর মান্থর বিছাইয়া তদুপরি লবঙ্গ-কলিকা ছড়াইয় দেয় এবং তাহাই মৃদ্ধ অগ্নির উত্তাপে রাখিয়া কলিকাগুলিকে ধূমনিষিক্ত বা স্বেদ্যুক্ত করিয়া লয়; কিন্তু এই ধূমনিষিক্ত করিবার পূৰ্ব্বে কখনই গরম জলে সিদ্ধ করিয়া লয় না। যখন লবঙ্গগুলি অজুলদ্বয়ের মধ্যে টিপিলে ভাঙ্গিয় যায়, তখনই তাহ বাণিজ্যের উপযোগী হইয়া থাকে। লবঙ্গের কলিকা ও তাহার বেঁটা জলে চোয়াইলে এক প্রকার মুগন্ধ তৈল পাওয়া যায়। উহা বর্ণহীন এবং কখন কখন সামাক হরিদ্রাবর্ণের হইতে দেখা যায়। সুগন্ধি দ্রব্য