পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশাখপত্তন পত্তন বিশেষ বিখ্যাত। এস্থানে ইংরেজ ও ফরাসীদের কএকটা কারখানা আছে এবং কলিকাতা হইতে ব্ৰহ্মদেশ পর্য্যন্ত ইংরেজের যে ষ্টীমার যাতায়াত করে, এই বন্দর উছার একটা প্রসিদ্ধ ষ্টেশন । ধিমালপত্ত্বনে একটা হাসপাতাল, একট খৃষ্টানের গির্জা, একটী বিদ্যালয় ও একটী পাঠাগার এবং এ ছাড়া বিজয়নগরম জেলার দেশীয় পদাতিক সৈন্তের একটা নাতিবৃহৎ কুর্গ আছে । জলবায়ু-স্থানের বিভিন্নতা অনুসারে সর্বত্র একপ্রকারের স্বাস্থ্য মহে। সমুদ্র তীরসন্নিহিত স্থানসমূহের স্বাস্থ্য সাধারণতঃ মৃত্যুমধুর ও নিহারক। কতকছুর গ্রামের ভিতর অগ্রসর হইলেই অত্যন্ত গরম ৰোধ হইবে। পূৰ্ব্বঘাট পৰ্ব্বতমালার সন্নিহিতস্থল অভ্যস্ত ঠাও ও ম্যালেরিয়া প্রধান। সহরে রোগের মধ্যে ম্যালেরিয়া জরের প্রাদুর্ভাবই বেশী। পাৰ্ব্বত্য প্রদেশে জঙ্গ লম্বর বা অবিরাম পিত্তম্বরের প্রকোপ অত্যধিক । এতদ্ব্যতীত কলেরা ও বসন্তের প্রাদুর্ভাবও সচরাচর ঘটয়া থাকে। সমতল, বিশেষতঃ স্তাত স্তাতে স্থান সমূহে বেরি-বেরি’ নামক এক প্রকার ব্যাধি হইয়া থাকে । তটসংলগ্ন প্রদেশে শ্বেতরোগ, ' গোদ ও গলগণ্ডের প্রভাব ও কম নহে। যাহা হউক, সৰ্ব্বোপরি বিশাখপত্ত্বনের স্বাস্থ্য উৎকৃষ্ট । মুক্সিাজপ্রেসিডেন্সীর অন্তর্গত বিশখপত্তন মহাকুমার একটা তালুক। ভূপরিমাণ ১৪২ বর্গমাইল । ৩ মাস্ত্রাঞ্জ েপ্রসিডেন্সীর অধীন বিশাখপত্তন জেলার প্রধান अरु द्र । २१° १Y ९०° उँढुद्र अभ* ७ ४७ २०° २०^ शूर्व দাশিমায় অবস্থিত। ইহা মিউনিসিপালিটীর অধীন একটা প্রসিদ্ধ বন্দর। এখানে একটা প্রধান সেনা-নিবাসের কার্য্যালয়, ৫ঞ্জসাহেব, ম্যাজিষ্ট্রেট ও সবম্যাজিষ্ট্রেটের কাছারীত্রয়, জেলখানা, পুলিস-অফিস, পোষ্ট ও টেলী গ্রাফ অফিস, গির্জা, স্কুল, স্থাসপাতাল, অনাথাশ্রম, পাগ্লাগারদ ইত্যাদি বচবিধ গৃহ বৰ্ত্তমান আছে । f বিশাখপত্তন সছর বঙ্গোপসাগরের উপকূলে স্থাপিত। একটী । নদী সহর হইতে সাগরাভিমুথে আসিয়াছে। | এ সহরট দুর্গের স্তায় । সাধারণতঃ ইহাকে বিশাখপত্তন দুর্গও বলা হয়। এখানে বহুসংখ্যক যুরোপীয় পদাতিক সৈন্ত । মাছে । মিউনিসিপালিটীর চেষ্টায় ও অর্থে এখানকার স্বাস্থ্য ও রাস্তাধাটের যথেষ্ট উন্নতি দেখা যায় এবং তস্থির উহার সাহায্যে । একটা পাঠাগার, পুস্তকাগার ও কয়েকটা স্কুল পাঠশালাও স্থাপিত | হইয়াছে । সহরের উন্নতিকল্পে বিজয়নগরের মহারাঞ্জ অকাতরে অর্থব্যা སྣ་ན་ཨཱ། থাকেন । | به لا ] বিশাখ 够 প্রবাদ-চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে অন্ধু রাজ এই নগরের পত্তম করিয়াছিলেন । মুসলমানদের দিগ্বিজয়কালে কলিঙ্গ প্রদেশের অবশিষ্ট ভাগ সমেত এই মগরও মুসলমানদের অধিকারভুক্ত হইয় পড়ে। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে ইষ্টইণ্ডিয়া কোম্পানী এখানে কুঠী নিৰ্ম্মাণ করেন। ১৬৮১ খৃঃ অঃ এই কারখানা মোগলগণ আক্রমণ করিয়া তত্রত্য কৰ্ম্মচারিগণকে নিহত করিয়া ফেলে। পর বৎসরেই ইংরেজগণ পুনরধিকার করিয়া অনতিবিলম্বে এখানে একটা তুর্গ নিৰ্ম্মাণ করেন। খৃষ্টীয় অষ্টাদশ अंशांकौष्ठ छांश व्र श्रांलेि या डांझांब्र भग्नांॐ क्षल क्ल विभजिश्रद्धन ও তাহার চতুষ্পার্শ্ববৰ্ত্তী স্থান লুণ্ঠন করিয়াও বিশাখপত্তনের বিশেষ অনিষ্ট করিতে পারে নাই। অতঃপর সেনাপতি বুশী কিছুদিনের জষ্ঠ নগর অধিকার করেন, তৎপরে বিজয়নগর এর রাজা ফরাসীগণকে বিতাড়িত করিয়া ১৭৫৮ খৃঃ অব্দে এদেশ পুনরায় ইংরাঞ্জের হস্তে প্রদান করেন। ১৭৮৯ খৃষ্টাব্দের সিপাহী বিদ্রোহ ভিন্ন ইতিহাস প্রসিদ্ধ আর কোন ঘটনা এখানে ঘটে নাই । পূৰ্ব্বেই বলিয়াছি বিশাখপত্তন একটা প্রসিদ্ধ বলার। সুতরাং गाभिछा दाबमारग्र ७हे झुन नि नि छँझङ झंडेङ्ग डेीिएज्रएछ । জামদানী প্রব্যের মধ্যে বিদেশজাত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ও ইংলগুের ধাতু ; এবং রপ্তানীর মধ্যে শস্ত ও গুড়ের বাণিজ্য উল্লেখযোগ্য । এস্থানে বহুবিধ দেশীকাপড়, কারুকার্য্যময় দ্রব্য সম্ভীর, চন্দনকাষ্ঠ ও রৌপ্যের সামগ্ৰী প্রস্বত হইয়া থাকে। এতদ্ব্যতীত বাক্স, ডেক্স, পাশার কোট এবং অন্তবিধ আবশুষ্কীয় ও বিলাসোপযোগী সামগ্ৰীও যথেষ্ট নিৰ্ম্মিত হইয়া থাকে ! বিশখপত্র (পুং ) বালরোগভেদ । বিশাখযুপ (পং) ১ একজন প্রাচীন রাজা। ২ নৃসিংহপুরাণোক্ত প্রাচীন জনপদম্ভেদ । কেহ কেহ ইহাকেই বিশাখপত্তন বলিয়া মনে করেন । [ বিশাথপত্তন দেখ । ] বিশাখল ( ক্লী ) যুদ্ধকালে অত্যন্ত ব্যবধানে পাদদ্বয়ের বিন্যাস । বিশালাস্তুর-বিদ্যস্তে পাদযুগে বিশাখলম। ( শলমাল ) বিশাখ ( স্ত্রী ) ১ কঠিল্পক । ( মেদিনী ) ই অশ্বিনী আদি সপ্তবিংশতি নক্ষত্রের অন্তর্গত ষোড়শ নক্ষত্র। ইহার পর্য্যায়, রাধা । এই নক্ষত্রের রূপ তোরণাকার ও তাহাতে চারিটি তারকা ংযুক্ত আছে । ( মুহূর্তচিন্তামণি ) ইহার অধিদেবতা শক্র এবং অগ্নি, কেননা একই নক্ষত্র দুইটী• । এই নক্ষত্র মিত্ৰগণের অন্তর্গত । ( জ্যোতিস্তত্ব ) এই নক্ষত্রে জন্মগ্রহণ কৰিলে

  • **ारङ्गांभ थाश्रफखद्ध श्शौबः प्रशtभ**: ।

विलाषtग्रामभागठ: गन्भू4 हेच कठबा: ॥“ ( ब्रांभाइ१) ब्राप्राधt१ब्र भरे cन्नाकश्निाप्र७ इशौ चित्रt२ा नभtजब्र यभा१ गtसब्र बांग्ल,