পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাম! [ ২৩৬ ] וזכה বদ্ধ হইল না । সাংসারিক প্রলোভন হইতে নির্লিপ্তভাবে অবস্থান করাই বৌদ্ধযতিদিগের প্রধান কৰ্ম্ম, কেন না তাহ হইলে তাহারা নিশ্চিন্তু মনে ঈশ্বরের উপাসনা করিতে পারেন ; এই কারণে র্তাহারা নির্জন ও প্রলোভনশূন্ত বিজন প্রদেশে আসিয়া বাস করিয়া থাকেন। ঐ সকল বাসভূমিই বৌদ্ধদিগের সঞ্জারাম বা মঠ নামে খ্যাত । লামীধৰ্ম্মবিস্তারকল্পে তিববত রাজ্যে এবং তৎপার্থস্থ চীন, মোঙ্গলীয়, রুষ প্রভৃতি বিভিন্ন দেশে নানা সঙ্ঘারাম ও মঠ প্রতিষ্ঠিত হইয়াছে। ঐ সকল স্থান তোটভাষায় গোল-প (নির্জন স্থান) নামে পরিচিত। নিম্নে কএকটা বিভিন্ন দেশীয় প্রসিদ্ধ সঙ্ঘারামের নামমাত্র উদ্ধত হইল,— তিব্বত-তধিলঙ্কশপে, শাস্থ্য, মিন্দোলিঙ, হীম (লাদক), সঙ-ঙ ছো-লিঙ, পদ্ম-যঙ-ৎসে ( পেমিওঙ্গছি), ত-ক-তর্ষি দিওঁ, ফো-দঙ, ল-ব্রঙ, দোর্জেলিঙ (দাৰ্জিলিং ), দেঠাঙ, রিগোন, তৃ-লুঙ এন্‌চে, ছব-দ,ফেনজঙ, কচো-পলারি, মণি, সে-নোন, যঙ গঙ, লচ্‌ন্‌ৎসে, নম-২সে, তমুন-ঠাঙ, রব লিঙ, নুব-লিঙ দে-ক্যি-লিঙ। এইগুলি স্থানের নামানুসারে, প্রসিদ্ধ। এতদ্ভিন্ন সম-যাস, গা:লম্বন, দে-পুঙ্গ, সের-র, নম্গ্যল-ছোই-দে, রমো-ছে ও কৰ্ম্মক্য, দেষেরিপ-গয়, জন-লছে, ছন্নমরিন (১২২২• ফুট উচ্চে), দেীর্ক্য-লুগু-দোঙ, শাক্য বা শস্ক্য, র-দেঙ্গ, তিঙ্গ-গে, ফুল-তযোগস্গ্রিঙ, সম-দিওঁ, (১৪৫১২ ফিট উচ্চ),দি-কুঙ্গ (ব্রি-গুঙ) স্মিন গ্রোল মিঙ (মিন্দোল্লিঙ্গ), দোর্জে-দগ, পেলারি, যালু, গুরু ছো-বঙ, সঙ্গ কর-গুথোক্, কছুছ, গ্যান-২সি, দেজ, ছাবদো, কার্থোক, রিছচে দোজে যু, মর-পুঞ্জ লেক-পুঙ, মেনদেলদো ফু-প-রোন, কোন-দেম, ভো-লুন, ছম্নক, কোন্‌স, নতোন, রিণ-ছেনমুন, ৎসেনচুক, গ্যপুন, গিলিন ও দেমু প্রভৃতি প্রধান প্রধান কএকটী সত্তারাম বিদ্যমান আছে। সমগ্র তিব্বতের মঠাশ্রম বা সত্তারাম লইয়া গণনা করিলে প্রায় ৩ হাজার হইবে । এই সকল প্রসিদ্ধ সঙ্ঘারামের পাশ্বে পবিত্র ছোতেন (চৈত্য বা স্ত,প) এবং মেনদোঙ ( স্মৃতিস্তম্ভ ) বিদ্যমান দেখা যায়। চীন-যুন-হো-কুঙ্গ বা প্রসিদ্ধ পেকিন-সঙ্ঘারাম, কুতৈ-ষান, কুম্বুম ( এখানে এক শ্বেতচন্দন বৃক্ষ আছে। প্রবাঙ্গ ঐ বৃক্ষ ৎসোঙু-খ’পার জন্মকালীন নিঃস্তাবিত রক্তে উৎপন্ন হইয়া ছিল । উস্থার প্রত্যেক পত্রই বিচিত্র চিত্রসম্বলিত। উহাতে নরসিংহ তথাগতের মূৰ্ত্তি অঙ্কিত অাছে। পাশ্চাত্য প্রত্নতত্ববিৎ ছক ঐ পত্র পর্যবেক্ষণ করিয়া লিথিয়াছেন যে, উহার পত্রে তিববতীয় বর্ণমালা বিন্যস্ত রহিয়াছে। এই অনৈসর্গিক ব্যাপার উপেক্ষার বিষয় নহে । ) এবং জোবো-খ ঙ নামক স্ববৃহৎ মন্দির। 墨 :הסמטיט মোঙ্গলীয়া-উগ্য কুরেন ও তারানাথমদির—এখানে ৩৯ হাজার বৌদ্ধযতি এবং কুকু-খোতুন বিভাগের &টর সঙ্গারামে প্রায় ২০ হাজার লামার বাস আছে। সাইবেরিয়া—বৈকাল হ্রদের নিকটবর্তী সেলিজিনস্কের উত্তরপশ্চিমে অবস্থিত একটা গঙ্গারাম। এখানকার মঠাচাৰ্যx বুরিয়াৎদিগের মধ্যে খানপো পণ্ডিত নামে পরিচিত। যুরোপ-ভঙ্গঙ্গা নদীতীরবর্তী কালমাক তাতারদিগের মঠ ছুরুল্ল’ নামে কথিত। উহা সাধারণতঃ তাবুতেই নিৰ্ম্মিত হইয়৷ থাকে। ঐ সকল তাম্বু প্রধানতঃ দুইভাগে বিভক্ত :-যে স্থানে পুরোহিতগণ বাস করেন, তাহার চুরুলুন-ওএৰ্গে। এবং যেখানে দেবমূৰ্ত্তি ও ধৰ্ম্মসংক্রান্ত চিত্রাবলী সজ্জিত থাকে, তাহ শ্চিতানী বা বুচ্ছানুন-ওএর্গে নামে প্রসিদ্ধ। এক একট চুরুর মধ্যে শতাধিক পুরোহিত থাকিতে দেখা যায় । লদাক্ বা ছোট তিব্বত—হেমি বা ইমিস, লম-যুর রু, থোগ্নিঙ (তুর্কিস্থানের মানচিত্রে থোৎলিঙ্গমঠ ), থেগ-ছোস, কোর দজোগস, বম লে, মযে, ম্পিযুগ ; শের-গল, ক্ল্যি-লঙ, গু-গে, কদুম দুব-লিঙ, পোয়ি ও পঙাগি । নেপাল-এখানকার নিম্ন উপত্যকায় কোন সঙ্ঘারাম দৃষ্ট হয় না । উত্তরদিগন্ত্ৰী অধিত্যকাবিভাগে আছে কি না তাহাও জানিবার উপায় নাই। এখানকার বৌদ্ধতীর্থসমূহে কতকগুলি লামার বাস আছে। ভোটান-তাষি-ছো-সোঙ্গ, পুণ-থাঙ, উ-গান-হুসে, বাক্রে, বাহ, ত ছোগ-র্গন, ক্র-ই-লি, সমাঝিন, থা-ছাগস-গন-খা, ছাল-ফুগ, কালিমপোঙ্গ, পেছোঙ্গ প্রভৃতি। ভোটানের মহালাম ধৰ্ম্মরাজ ও দেবরাজ তাষিছোদসক্তত্ব সজারামে বাস করেন । সিকিম-সঙ্গছেলিঙ, দুবংদি, পেমিওলছি, খণ্টোক, তষিদিঙ্গ, সেন, রিল্চিনপোঙ্গ, রলোঙ্গ, মলি, রম-থেক, কচুঙ্গ ( ফেব্রঙ ), ছেউজটো, কেটমুপেরি, লচুঙ্গ, তলুঙ্গ • ( দে4-লুঙ ), এণ্টছি, ফেন্‌ক্ষঙ্গ, কতোক, দলিঙ্গ (দোমিঙ) যনগঞ্জ ( গাঙ-সগঙ) লব্রঙ, লছুঙ্গ, লম্বন-হুসে, সিনিক (জিমিগ, ), রিঙ্গিম ( থাগোন), লিঙ-থেম, ৎসগনেস, লছেন, লিঙ্কো, ফঙ্গ (ফগসর্গল), নোব্লিঙ্গ (মুব-মিঙ ), সমৃছি ( নৰ্মংসে ), পবিয়া ম্পে বিওগ,), সঙ লতাম্। এই সকল সত্যারামবাসী বৌদ্ধধতিগণ তিব্বতীয় বিভিন্ন সম্প্রদায়কে আশ্রয় করিয়া আপন আপন সাম্প্রদায়িক মত রক্ষণ করিয়া মাসিতেছেন । ধৰ্ম্মসম্প্রদায়ের পার্থক্য অনুসারে উহাজের লাল ও হরিদ্রাবর্ণ উকীষ দেখা যায়। সিকিমে যতগুলি মষ্ট্র