পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাখানা লায়ক (পুং ) সংলগ্ন। লার্কাকোল, পশ্চিমবঙ্গোলার পাৰ্ব্বত্যপ্রদেশবাসী প্রসিদ্ধ কোলজাতির একটা শাখা । ইহারা অতিশয় তুৰ্দ্ধৰ্ষ । [ কোল দেখ। ] লাখানা, বোম্বাই-প্রেসিডেন্সীর সিন্ধুপ্রদেশের শীকারপুর জেলার অম্বুর্গত একটা উপবিভাগ। লার্থন, লবরিয়া, কমর রতদেরে ও সিজাবল নামে এটা তালুক লইয়া গঠিত। ভূপরিমাণ ১৮৯৪ বর্গমাইল। ইহার উত্তরসীমায় খিলাতের খাঁর অধিকৃত প্রদেশ, পূৰ্ব্বে সিন্ধু ও শঙ্কর নদী এবং শীকারপুর উপবিভাগ, দক্ষিণে ও পশ্চিমে মেহর, খেলাৎ এবং ধীরথর পর্বতমালা । ধীরথয় পৰ্ব্বতের নিকটবর্তী স্থান ভিন্ন অপর সকল স্থানই সমতল। এই বিস্তীর্ণ সমতল প্রাস্তরে দৃষ্ট আকর্ষণকারী কোনরূপ প্রাকৃতিক শোভা নাই ; কেৰলমাত্র সিন্ধুনদ ও পশ্চিম নারানদী এবং নার হইতে গার-থাল পর্যন্ত ভূভাগ খামল শস্তক্ষেত্রে পরিপূর্ণ। এখানেই ধনজনপূর্ণ গ্রামাদি আছে, অপর সকল স্থান “কালর” বা লবণময় উষর ভূমি। সিন্ধুকূলের বালুকাময় প্রদেশের স্থানে স্থানে বাব লা প্রভৃতি বৃক্ষের ক্ষুদ্র জঙ্গল কৃষ্ট হয়। এখানে অনেকগুলি খাল আছে। উহার জলেই স্থানীয় চাসবাসের সুবিধা হইয়া থাকে। ঐ সকল থালের কতকগুলি স্থানীয় জমিদারদিগের যত্নে এবং কতকগুলি ভারত গবমেন্টের ব্যয়ে সাধিত হইয়াছে। গবমেন্টের খালের মধ্যে পশ্চিম নারাই সৰ্ব্বপ্রধান, উৎ ৩ মাইল লম্বা ও প্রায় ১০ ফিট গ্রন্থ। এতদ্ভিন্ন গার-(২২ মাইল, ৮০ ফিট, নৌরঙ্গ (২১ মাইল- • ফিট), বীরেজি-কুর (২৭ মাইল ও ৪৮ ফিট) এবং ইনেবাহ ২৩ মাইল লম্বা। জমিদারী খালের মধ্যে শাহজিকুর এবং দাতেজি কুর ২২ মাইল এবং মীরথাল ২০ মাইল লম্বা। লার্থান এথানকার প্রধান নগর ও বিচার সদর । এখানে স্থানীয় প্রাচীন কীৰ্ত্তির নিদর্শনস্বরূপ একটী পুরাতন কেল্লা,শাহাল মহম্মদ কলহোর এবং তাহার প্রধান মন্ত্রী শাহ বাহরার সমাধিমন্দির বিদ্যমান আছে। শাহাল মহম্মদের পৌত্র আদম শাহ একজন প্রসিদ্ধ ফকির ছিলেন । তাহার বংশধরগণ পরে সিন্ধুপ্রদেশের অধীশ্বর হন। রতো দেরো ও কম্বর নগর এখানকার অন্ততম প্রধান নগর ও প্রসিদ্ধ বাণিজ্যস্থান । ১৮৪৭ খৃষ্টাব্দে মেজর গোল্ডন এথানকার জরিপ ও রাজস্বের বমোবস্ত করেন। উক্ত উপবিভাগের অন্তর্গত একটী তালুক। ভূপরিমাণ ২৯০.৬ বর্গমাইল । ৩ উক্ত উপবিভাগের প্রধান নগর। গারখালের দক্ষিণকূলে অবস্থিত। অক্ষা ২৭° ১৩' উঃ এবং দ্রাঘি• ৬৮, ১৫ পু.। [ २8० ] লালকাটাবাটানা এই স্থানের প্রাকৃতিক সৌন্দৰ্য্য অতীব মনোরম দেখিয়া ইংরাজভ্রমণকারিগণ ইহাকে সিন্ধুপ্রদেশের নন্দনকানন ( Eden of Sind ) বলিয়া বর্ণনা করিয়া থাকেন। এখানে ৩টা বাজার ও কতকগুলি রাজকাৰ্য্যালয় আছে। তালপুর মীর রাজগণের অধিকারকালে পূর্বকথিত দুর্গ অস্ত্রাগাররূপে ব্যবহৃত ছিল। ইংরাজাধিকারে আসিবার পর হইতে উহার কতকাংশ হাসপাতাল ও কতকাংশ কারাগৃহরূপে ব্যবহৃত হইতেছে। শাহবহারার সমাধিমন্দির ও পুৰ্ব্বোক্ত দুর্গ এখানকার প্রাচীনত্বের পরিচায়ক । লাখনী ( লাড়খানী), রাজপুতনার প্রসিদ্ধ দম্যসম্প্রদায়। খৃষ্টীয় ১৯শ শতাদের প্রারম্ভে উহার দস্যবৃত্তির দ্বারা বিশেষ প্রক্তিপত্তি লাভ করিয়াছিল। ক্রমে পেন্ধারি ও কজক দম্যসম্প্রদায়ের ছায় একটী সুপ্রণালীবদ্ধ দলগঠন করিয়া তাহারা নিকটবৰ্ত্তী জনপদবাসীর ভীতির কারণ হইয়া উঠিয়াছিল। এই দলে প্রায় ৫ শত অশ্বারোহী দম্য সৈন্ত এবং বহু সংখ্যক পদাতিক ও লাঠিয়াল ছিল। তাহারা যখন ভীমবেগে কোন স্থান আক্রমণ করিত, তখন তথাকার অধিবাসিবর্গ ঘরবাড়ী ছাড়িয়া পলাইত। লারখান মারবাড় রাজ্যের সীমান্তস্থিত শম্বররাজের অধীনস্থ দস্তুরামগড় ভূভাগ জয় করিয়া ক্রমশ: একটা ক্ষুদ্র সামন্ত রাজ্য বিস্তারে অগ্রসর হইয়াছিলেন । উক্ত দস্তুরামগড় ব্যতীত এই দক্ষ্যসম্প্রদায় নমুল তঃ ও ৮০ট মৌজা লাভ করিয়াছিল। এই দস্যসম্প্রদায়কে শাস্ত রাখিবার জন্ত মারবাড় ও বিকানেররাজ তাহাদিগকে অনেকগুলি মৌজা প্রদান করেন। লাল (পারসী )১ রক্তবর্ণ। ২ রৌপ্য । ৩ ক্ষুদ্র পক্ষিবিশেষ। (Fringilla Amendava ) লাল উদ্দীন, নাজিবাবাদের নবাব ভ্রাতা । ইনি ১৮৫৭ খৃষ্টাব্দে সিপাহীবিদ্রোহে যোগদান করিয়াছিলেন বলিয়া ১৮৫৮ খৃষ্টাব্দে এপ্রিল মাসে ইংরাজরাজের বিচারালীন হইয়াছিলেন। লাল (পুং ) ১ একজন জ্যোতির্কিং ও সুপ্রসিদ্ধ পণ্ডিত। দেবীদাসের পিতা, কান্তকুঞ্জ ইহার জন্মস্থান। ২ একজন লুসাই দলপতি। ইনি ইংরাজ বিপক্ষে যুদ্ধ করিয়া বিশেষ বীরত্বের পরিচয় দিয়াছিলেন। (ত্রি ) রক্তবর্ণ। লালক (ত্রি) লালনকারী, যত্নকারক। (পুং ) একজন হিন্দু রাজা । ই হার পৌত্র হথিসিংহের কন্যাকে কলিঙ্গরাজ খারবেল ( ভিখুরাজ ) বিবাহ করেন। লালকঙ্ক, লোহিতবর্ণ কঙ্কজাতীয় পক্ষিভেদ ( Ardea purpurea) | লালকরবী (দেশজ রক্তকরবীর বৃক্ষ। লাল কবি, বুন্দেলখণ্ডবাসী একজন হিন্দুকবি। লালকাটাবাটান (atta) orwfrew (Quercus arnata)