পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৰ্ম্মর-প্রস্তরে একটি স্ববৃহৎ মন্দির প্রতিষ্ঠা করেন । উহা অদ্যাপি লালাবাবুর কুঞ্জ’ নামে পরিচিত আছে। রাজপুতনায় মৰ্ম্মরপ্রস্তর ক্রয় করিতে আসিয়া তিনি কয়েকটি রাজকীয় কাৰ্য্যে বিব্রত হইয় পড়েন, পরে তাহা হইতে নিস্কৃতি লাভপূৰ্ব্বক পুনরায় বৃন্দাবনবাসী হইয়া ঐকান্তিকচিত্তে ভগবান নারায়ণের ধ্যানে নিরত হন। বৃন্দাবনবাসীর বিশ্বাস, তিনি শ্ৰীকৃষ্ণের মোহন মুরলী ধ্বনি শ্রবণ করিয়া যমুনাকুলে প্রধাবিত হইতেন। বৃন্দাবন-বাসকালে তিনি মথুরা জেলার অন্তর্গত “রাধাকুণ্ড" নামক তীর্থের চতুর্দিক শ্বেতপ্রস্তরসোপানদ্বারা বাধাইয়া দিয়াছিলেন। শ্রীকৃষ্ণের চরণধ্যান করিয়া বৃন্দাবনেই তিনি দেহত্যাগ করেন। যে স্থানে তাহাত্ন সমাধি হইয়াছিল,ব্ৰজবাসীরা তাহা একটি তীর্থ বলিয়া যাত্ৰাদিগকে দেখাইয়া থাকে। তাছার মৃত্যুর পর তদীয় বালকপুত্র দেওয়ান গ্রনারায়ণসিংহ ঐ সম্পত্তির অধিকারী হন । লালাবিষ (পুং ) লালায়াং বিধং যন্ত । লীলায় বিষ । লালাত্রব (পুং ) ১ লালা-নিঃসরণ। ২ লুতা, মাকড়সা। লীলাম্রাব (পুং) লালাং স্রাব্যতীতি স্ব-পিচ-অর্ণ। ১ উৰ্ণনাভ। ( হেম ) (ত্রি ) ২ লালাক্ষারক। “লালাস্ত্ৰাবী স বিজ্ঞেয়: ক ধুমান শোষিরে গদঃ।” (মুশ্রত ২১৬) লালাত্ৰাবিন (ত্রি ) লাল-স্রাবকারী। লালিক । পুং ) মহিষ । ( হেম ) ললিত (ত্রি) যাহাদিগকে লালন করা হইয়াছে। (ক্ল) ২আহলাদ, উল্লাস । - ললিতপুর, যুক্তপ্রদেশের একটি নগর ও জেলা। [ললিতপুর দেখ} ললিত্য (ক) ললিত-ঘ্যঞ, ললিতের ভাব বা ধৰ্ম্ম, ললিত গুণবিশিষ্ট । “সক্ষিপ্তাক্ষরকোমলানলপদৈললিতালীলাবতীং ।” ( লীলাবতী ) ললিয়াদ, কাঠিয়াবাড়-বিভাগের ঝালাবারপ্রান্তস্থ একটা সমস্ত রাজ্য ও তদীন গণ্ডগ্রাম, ভাবনগর গো গুলি রেলপথের চুড়া ষ্টেসন হইতে ১০ মাইল উত্তরপূৰ্ব্বে অবস্থিত। বর্তমান সম্পত্তির দুই জন অংশীদার। তাহারা ইংরাজগবমেন্টকে বার্ষিক ৩৬২ টাকা কর দিয়া থাকেন। লীলা, একজন ফরাসী সেনাপতি। সমগ্র নাম কাউন্ট লালী টেল্লেগুল । ফরাসী রাজাধিকৃত ভারতীয় প্রদেশসমূহের প্রধান সেনাপতি হইয়া ইনি ১৭৫৮ খৃষ্টাব্দে ভারতে পদার্পণ করেন। ইছার পিতা সর জিরার্ড ও’লালী আয়লণ্ডবাসী ছিলেন। লিমারিক যুদ্ধে বিশেষ বীরত্ব দেখাইয়া তিনি ফরাসী সেনার অধিনায়ক লুতাদি, ইহাদিগের f সাক্ষাৎলাভ করিয়াছিলেন, কখন কথন প্রেমোন্মাদে তাহার } হইয়াছিলেন। তিনি তথাকার সামরিক বিভাগে থাকিয় *আইরিশ জিগেড়” নামক সেনাদল সংগঠন করেন এবং তাহার পুত্র টমাস আর্থার এক বৎসর বয়সেই (১৭•২ থ: ) ফরাসী সেনাদলের প্রাইভেট পদে মনোনীত হন। ৪৩ বৎসর বয়ঃক্রম কালে (১৭৪৫ খৃ: ) তিনি স্বীয় জ্যেষ্ঠতাত কাউন্ট ডিল্লেীর পরিচালিত ব্রিগেড সেনাদলের অধিনায়কত্ব লাভ করিয়া ফণ্টিনর রণক্ষেত্রে অমিত বিক্রমের পরিচয় দিয়াছিলেন। অটল ইংরাজবাহিনী তাহার আক্রমণ-বেগ সস্থ করিতে না পারিয়া পরাজিত হয় এবং সেই দিন হইতেই ফরাসী সৈন্তের রণপাণ্ডিত্য-থ্যাতি স্বপ্রতিষ্ঠিত হয়। অতঃপর লালী রুযযুদ্ধে বিশেষ বীরত্ব দেখাইয়া স্বীয় গুণে ফরাসী রাজপুরুষদিগের চিত্তাকর্ষণ করিয়াছিলেন। তৎপর তিনি ফরাসী সেনাপতি Marshal Saxcএর অধীনে যেরূপ যুদ্ধকৌশল ও কাৰ্য্যতৎপরতার পরিচয় দিয়াছিলেন, তাহাতে তিনি এই বীর পুরুষকে প্রকৃতই ফ্রান্সের ভাবী সেনাR## (Marchal de France) #ri #f## RGR RGĩ rlại করিতে অবসর পাইয়াছিলেন। ইহারই কিছু পরে ১৭৫৬ খৃষ্টাব্দের ৩১এ ডিসেম্বর চুয়ার বৎসর বয়সে তিনি এসিয়াস্থ ফরাসী অধিকারসমূহের (French possessions in the East) of Gatoso হইয়া ভারতসীমাস্তে আসিয়া উপনীত হইলেন। তিনি নীতিতন্ত্রের পক্ষপাতী ছিলেন । ভারতে আসিয়া সেই স্বভাবসিদ্ধ নীতিমার্গের অনুসরণপূর্বক তিনি ভারতীয় ফরাসী সেনাদলের শিক্ষা ও সংস্কারকার্য্যে ব্ৰতী হইলেন । এই সময়ে মদগৰ্ব্বে এবং স্বীয় শক্তিপ্রাধান্তে মত্ত হইয়া তিনি যথেষ্ট হঠকারিতার ও শক্তিচালনার পরিচয় দিয়াছিলেন । তাহার বীরত্ব ও দাম্ভিকতা অচিরে তাহাকে অবনতির পথে আনিয়াছিল। ভারতে আসিয়া তিনি রাজনীতিবিশারদ ডুপ্লের সাম্যবাদ বিসর্জন দিলেন এবং রাজা প্রজা সম্বন্ধ জ্ঞাপন করিবার উদ্দেশে ফরাসীর অধিকৃত প্রদেশসমূহে স্বীয় প্রভাব বিস্তার মানসে প্রজাবর্গের উপর কঠোর শাসন প্রবর্তিত করিলেন । যাহা ম্পর্শ করিলে শরীর অশুচি হয়, এরূপ নিষিদ্ধ বস্তুও ব্রাহ্মণকে • বহন করাইতে অথবা শূদ্রদিগের সহিত তাহাদিগকে এক্কা গাড়ী টানাইতে বাধা করিয়াছিলেন । এইরূপ যথেচ্ছকাও *s of De Layrit s of Tel (Council) &to অনুষ্ঠিত কাৰ্য্যাবলির নিলাবাদ করিয়া যথেষ্ট প্রতিবাদ করিলেন। তাহাতে তিনি বিরক্ত হইয়া তাহাদিগকে উৎকোচগ্রাহী অপরাধে অভিযুক্ত করিয়া তাহাদের প্রতি তদুপযোগী ব্যবহারে কৃতসঙ্কল্প হইলেন । মাজুজে যুদ্ধকালে মাম্রাজ নগরের সম্মুখে আসিয়া তাহার