পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লুণাবাড় [ २४७ ] লুণবাড় সেট, । লট, লোটতে। છે. ੋਣਾ i সূত্র আলাঙ্গ। প্রপুট – তি, অপহব, চৌর্য । ভদি, পরীক্ষ্মণ সক, সেট। এই ধাতু ইদিৎ। লট, লুটতি । লুঙ, আলুন্ট7ৎ । এই অর্থে চুরাদি পরস্মৈ সক, সেট, লট, লুণ্টয়াত। লুঙ, আলুলুন্টৎ । লুটু (শের ) লুণ্ঠন শব্দের অপভ্রংশ। পরস্বাপহরণ। লুটপাট (দেশজ লুণ্ঠন। লুট পুটান ( দেশজ ) গোলে পড়া । বিশৃঙ্খলার মধ্যে হাতড়ান। লুট (দেশজ) ১ গড়াগড়ি। ২ লুণ্ঠন করা । লুটান (দেশজ) ১ লুণ্ঠনকার্য। ২ ধূলায় বিলুঠত করণ। লুটিয়ারা (দেশজ) ডাকাইত। বুটেরা। লুট (দেশজ) ১ গোলাকার স্বতার পিও। ২ জড়ান বস্ত্রখণ্ড । লুটীমটী (দেশজ ) গোলযোগ। বিশৃঙ্খলা। লুটের দ্রব্য ( দেশজ } লুণ্ঠনদ্বারা লন্ধ পদার্থ। লুঠ, ১ উপাত। ২ আগন্ত। ৩ স্তের। ৪ থোড়ন। । প্রতীঘাত। ৬ লোট। উপাতার্থে ভাদি, পরীষ্ম, প্রতীবাতার্থে আত্মনে চৌর্য্যার্থে চুরাদি পরস্মৈ লোটার্থে তুদাদি পরষ্মৈণ উভ• সেট, । লট, লুণ্ঠতি, লোঠতে, লুঠতি। লুঙ, অলোঠাৎ, অলুলুণ্ঠৎ । লুঠন (রা) বুঠভাবে ব্যুট ভূমিতে অর্থের পুনঃ পুন: শ্রমোপহনন, চলিত লোটা, গড়াগড়ি দেওয়া, পৰ্য্যায় বেল্লন । (ত্রিকা0 ) লুঠনেশ্বরর্তীর্থ (লী) তীর্থভেদ। ইহাকে লুঠের বা লুকের তীর্থও কহে। হেমচন্দ্র এই তীর্থের নাম উল্লেখ করিয়াছেন। লুঠিত (ত্রি) বুঠ্যক্ত। মুহমু হুঁ: ভূমিতে পরাবৃত্ত হওয়া । শ্রমশাস্তির জন্য যে সকল অশ্ব ভূমিতে বারংবার গড়াগড়ি দেয়, তাহাকে লুঠত কহে। পৰ্য্যায় বেল্পিত, অপাবৃত্ত, পরাবৃত্ত। (হেম) "শিলাকলাপো লুঠিত; কিমঞ্জনগিরেবয়ং। কিমুতাকালকল্লাস্তমেঘেঘ পতিতে ভুবি।” ( কথাসরিৎসা • ১০২ ৷ ৭৭ ) লুড়, ১ মন্থন, আলোড়ন । ২ সংস্কৃতি । ৩ শ্লেষ। মন্থনার্থে— ভদি পরীষ্ম সক, সেট সংস্কৃতি ও শ্লোর্থে তুৱাদি পরীক্ষ। লট, লোড়তি। লুট, লোড়িত। লুঙ, আলোড়ং, ক্ত লোড়িত, শিচ, লেড়িয়তি। আ +ণুড়= আলোড়ন। বি+বুড়-বিলোড়ন। তুমিপক্ষে লুট, লুড়তি। লুড় অলুড়াৎ। छूকুড় ( (Roig ) szMESH ( Casearia glomerata ) লুড় বুড় ( দেশজ ) এদিক ওদিক্‌ নড়িয়া বেড়ান। লুড়া (দেশজ ) উপলখও । । লুণ ( দেশজ ) লবণ । লুণাবাড়, বোম্বাই প্রেসিডেন্সীর গুজরাত প্রদেশের রেবাকাস্থ পলিটিকাল এজেন্সীর অন্তভূক্ত একটি দেশীয় সামস্তরাজ্য। ইহার উত্তর সীমার রাজপুতনার অন্তর্গত দুঙ্গরপুর সামন্ত রাজ্য, পুৰ্ব্বে রেবাকাস্থার অন্তর্গত শুথ ও কছানা রাজ্য, দক্ষিণে পঞ্চ মহলের অন্তর্গত গোধ ড্রা উপবিভাগ এবং পশ্চিমে মহীকান্থার ইদর রাজ্য ও রেবাকাস্থার অন্তর্গত বালাসিনোর রাজ্য' অক্ষা ২২°৫০′ হইতে ২৩°১৬ উঃ এবং দ্রাঘি” ৭৩°২১ হইতে ৭৩°৪৭ পুঃ মধ্য। ভূপরিমাণ ৩৮৮ বর্গমাইল। এখানে সৰ্ব্বসমেত ১টি নগর ও ১৬৫টি থানি গ্রাম আছে। মহীনদী এই রাজ্যমধ্যে প্রবাহিত। মধ্যে মধ্যে বিস্তৃত বাধ আছে। কুপাদি খনন করিয়া তথাকার লোকে চাসবাস করে এবং তাছাই স্থানীয় জলাভাব দূরীকরণের এক মাত্র উপায়। গুজরাত হইতে মালব পৰ্য্যন্ত একটি বিস্তৃত পথ লুণাবড়ি নগরের পাশ্ব দিয়া গমন করায় এথানকার মাণিজ্যসমৃদ্ধির যথেষ্ট উন্নতি হইয়াছে। গম, কলাই এবং সেগুণ কাষ্ঠ এথানকার প্রধান বাণিজ্য দ্রব্য। গুজরাতের অন্তাষ্ঠ স্থানাপেক্ষ এই স্থানের জলবায়ু অপেক্ষাকৃত শীতল । জর ভিন্ন এখানে সাধারণতঃ अछ बाधि छूटे श्य ना । অন্হিলবাড়পত্তনের-রাজপুত রাজবংশ হইতে এথানকার রাজবংশ উৎপন্ন। প্রবাদ, এই রাজবংশের পূর্বপুরুষগণ ১২২৫ খৃষ্টাব্দে বীরপুর নগরে রাজধানী স্থাপন করিয়াছিলেন। তদনন্তর ১৪৩৪ খৃষ্টাব্দে ঐ বংশীয় কোন রাজা লুণাবাড়ে রাজপাট পরিবর্তন করেন। অধিক সম্ভব,গুজরাত প্রদেশে মুসলমান-রাজগণের প্রভাব বিস্তৃত হইলে, তাহার রাজ্যভ্রষ্ট হইয়া মহীনদী অতিক্রমপুৰ্ব্বক এখানে আসিতে বাধ্য হন । অতঃপর এখানকার সামস্তরাজগণ গাইকোবাড় ও সিন্দেরাজের অধীন সামন্তরূপে রাজ্যশাসন করিতে থাকেন। ১৮১৯ খৃষ্টাব্দে ইংরাজগবমেণ্ট সিন্দেরাজের কর্তৃত্ব অনুমোদন করিয়াছিলেন। .৮২৫ খৃষ্টাব্দে লুণাবাড় মহীকান্থার পলিটিকাল এজেন্সীর অন্তভুক্ত হয় । ১৮৩১ খৃষ্টাব্দে সিন্দেরাজ পঞ্চমহল জেলার সঠিত এই রাজ্যের শাসনকর্তৃত্বও ইংরাজগবমেন্টের হস্তে সমর্পণ করেন । り মহারাণা ৰথং ( ভক্ত ) সিংহজী ১৮৮০ খৃষ্টাব্দে রাজ্যাভিষিক্ত হন । তিনি সোলান্ধীবংশীয় রাজপুত । পলিটিকাল এজেণ্টের বিশেষ অনুমতি ব্যতীত তিনি স্বীয় অপরাধী প্রজাদিগকে প্রাণদণ্ডে দণ্ডিত করিতে পারেন। ইংরাজরাজের নিকট হইতে তিনি মান্তহুচক ৯টা তোপ পান। জ্যেষ্ঠ পুত্রই রাজ্যাধিকারী হইয়া থাকেন। রাণার দত্তকগ্রহণের ক্ষমতা নাই। মোট রাজস্ব ১৬২২৬°N টাকা, তন্মধ্যে ইংরাজরাজকে ও বড়োদার গাইকোবাড়কে বার্ষিক ১৮• • • টাকা দিতে হয়। রাজসৈন্তসংখ্যা ২০৪ জন। এখানে ১২টী বিদ্যালয় আছে।