পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२... লোধিক [ ৩১৪ ] লোনেলী বিচার করেন । এই তহসালে সৰ্ব্বসমেত ১৭৯টী নগর ७ ॐांभ श्रद्भिश् ॥ লোধ, ঠগী দস্থাসম্প্রদায়ের মুসলমানবিভাগের একটা শাখা। ইহার অযোধ্যার মুসলমান ঠগীবংশসমুদ্ভূত। নেপালের তরাই প্রদেশে ও অযোধ্যার সীমান্ত প্রদেশে ইহাদের বাস আছে। লোধি, কৃষিজীবী হিন্দু জাতিবিশেষ। মধ্যভারত, যুক্তপ্রদেশ ও ভরতপুরের সমীপবৰ্ত্তী স্থানে ইহাদের বাস দেখা যায়। আচার ব্যবহার ও সামাজিক প্রথায় ইহারা কুৰ্ম্মী জাতির অনুরূপ। এক সময়ে ইহারা জব্বলপুর ও সাগর জেলায় বিশেষ প্রতিপত্তি বিস্তার করিয়াছিল। সম্ভবতঃ ইহার খৃষ্টীয় ১৬শ শতাদে বুন্দেলখণ্ড হইতে মধ্যভারতে আসিয়া বাস করে। তৎপরে কুৰ্ম্মীরা অনুমান ১৬২০ খৃষ্টাব্দে দোয়াব হইতে তদেশে গমন করিয়াছিল । মহারাষ্ট্রদেশে এই কারণে উত্তরভারতের লোধির ‘লোধি পরদেশী’ নামে কথিত । তথায় ইহারা রাখাল ও ঘরামীর কার্য্য করিয়া থাকে। ইহার দৃঢ়কায়, বলিষ্ট ও কৰ্ম্মঠ। কৃষিকার্য্যে কুৰ্ম্মীদিগের তুল্য ; কিন্তু তাহাদের স্তায় শান্তিপ্রিয় নহে। ইহার দাম্ভিক, অত্যাচারী, পরস্বাপহরণপ্রিয় ও প্রতিহিংসাপরায়ণ। নৰ্ম্মদ সন্নিহিত প্রদেশে কৃষিকাৰ্য্য ব্যতীত ইহারা দসু্যর স্তায় অপরের অর্থ লুণ্ঠন করিয়া আত্মসাৎ করে। বিদ্রোহের সূচনা দেখিলে সৰ্ব্বাগ্রে বিদ্রোহি-দলে যোগ দিয়া আপনাদের অর্থাপহরণস্পৃহা চরিতার্থ করিয়া থাকে। মৃগয়ায় ইহারা বিশেষ পটু ৷ ইহাদের অব্যর্থ লক্ষ্য হইতে দূরস্থ শিকার পবিত্ৰাণ লাভ করিতে পারে না। তীর অথবা বন্দুক-চালনায় ইহার বিশেষ ক্ষিপ্ৰহস্ত। এই কারণে ইহারা সৰ্ব্বতোভাবে সৈনিকের কার্য্য করিবার উপযুক্ত। দক্ষিণভারতে এই জাতীয়ের অনেকেই সৈনিকবৃত্তি অবলম্বন কবিয়াছে । ইহাদের মধ্যে বহুবিবাহ ও বিধবাবিবাহ প্রচলিত আছে। বিবাহিত বিধবা পত্নী ও শাস্ত্রমতে পরিণীত ভাৰ্য্যায় কোনরূপ পার্থক্য নাই। সাগাই মতে বিবাহিতা বিধবা স্বজাতীয় না হইলে স্বামী গ্রহণ করিতে পারে না। অধিকাংশ স্থলে বহু দূরসম্পৰ্কীয় হইলেও বিধবাগণ দেবরকে বিবাহ করিয়া থাকে। এইরূপে বিবাহিত পত্নীর সস্তানাদির পিতৃসম্পত্তিও যেরূপ অধিকার, অগ্নিসাক্ষাতে পরিণীত পত্নীর পুত্ৰগণেরও সেইরূপ সমান অধিকার । লোধিক, বোম্বাই প্রেসিডেন্সীর কাঠিয়াবাড় বিভাগের হল্লার প্রাস্তস্থিত একটী ক্ষুদ্র সামন্তরাজ্য। এই সম্পত্তি এখন দুই অংশে বিভক্ত হইয়াছে। উক্ত উভয় সামন্তরাজবংশের মোট আয় ২৫ হাজার টাকা, তন্মধ্যে ইংরাজরাজকে বার্ষিক ১২৮৭ ও জুনাগড়ের নবাবকে ৪.৫ টাকা কর দিতে হয়। লোধিক ७धांभ ग्राखय्कोप्ने श्रेष्ठ ४८ भाहेण ७ cो७ण श्हे८ठ ४८ भाहेज উত্তরপশ্চিমে অবস্থিত । লোধিখের, মধ্যভারতের ছিন্দবাড়া জেলার সেসর তহসীলের অন্তর্গত একটী নগর। অক্ষা ২১°৩৫ উঃ এবং দ্রানি ৯৮° ৫৪′ পূ: মিউনিসিপালিট থাকায় নগরে রাজকীয় সমৃদ্ধির অভাব নাই। স্থানীয় শিল্পের মধ্যে উৎকৃষ্ট পিত্তলের বাসন ও তামার হাড়ি পাওয়া যায়। এতদ্ভিন্ন এখানে এক প্রকার মোট কাপড় প্রস্তুত হইয়া থাকে। নিকটবৰ্ত্তী স্থানবাসীরা উহ। পরিধানার্থ ক্রয় করিয়া থাকে। লোধ (পুং ) রুণন্ধীতি রুধ-বাহুলকাৎ রন রন্ত লত্বম্। লোধবৃক্ষ। racemosa) লোধকাঠ। হিন্দী-লোধ, তৈলঙ্গতেল্ললোট্টগচেষ্ট্র, গর্জ, লোদর, লোগ । মহারাষ্ট্র—হর । সংস্কৃত পৰ্য্যায়—গালব, শাবর, তিরীট, তিত্ব, মার্জন, এই গুটী শ্বেত লোঞ্জের পর্য্যায়। রক্ত লোঞ্জের পর্য্যায়—লোএ, ভিল্পতর, তিত্বক, কান্তকীলক, হেমপুষ্পক, ভিল্লী, শাবরক। ইহার গুণ কযায়, শীতল, বাত, কফ ও অন্ত্রনাশক, চক্ষুর হিতকর, বিষনাশক । ( রাজনি" ) এই বৃক্ষ নেপাল ও কুমায়ুনের পাৰ্ব্বত্যপ্রদেশে, কোটার জঙ্গলে, বাঙ্গালার সমতলক্ষেত্রে বিশেষতঃ মেদিনীপুর ও বর্ধমান জেলায় এবং বোম্বাই প্রেসিডেন্সীর ঘাট পৰ্ব্বতমালার অত্যুচ্চ জঙ্গল মধ্যে এই বৃক্ষ জন্মিতে দেখা যায়। এই ক্ষুদ্র বৃক্ষ ১০ হইতে ১২ ফিটু পর্যন্ত উচ্চ হয় এবং গুড়ির পরিধি ২০ ইঞ্চির অধিক হয় না । ইহার কাঠ দৃঢ়, শ্বেত বা ঈষৎ হরিদ্রাড। ইহাতে উৎকৃষ্ট খোদাই হইতে পারে। লোধ গাছের শিকড়ের ছাল হইতে এক প্রকার লাল রঙ, পাওয়া যায়। তৈল, বস্ত্র ও অন্যান্ত দধ্য রঙ করিতে ইহার বহুল ব্যবহার আছে। ঐ শিকড় এখানে সাধারণতঃ প্রতি টাকায় /৪ সের মাত্র বিক্রীত হয়। শিকড় চূর্ণ করিয়া আবীর প্রস্তুত হয়। হিন্দুমাত্রেই দোলপর্কে ঐ ফাগ ব্যবহার করিয়া • থাকে । [ আবীর দেখ। ] উত্তেজক, বলকর ও রেচকাদি গুণযুক্ত হওয়ায় বৈদ্ধকে এই ভেষজের যথেষ্ট ব্যবহার দেখা যায়। লোপ্রকবৃক্ষ (পুং ) লোএ এব লোএক স এব বৃক্ষঃ। লোধ । লোধপুষ্প (পুং ) মধুকবৃক্ষ, চলিত মউল গাছ। (বৈষ্ঠকান") লো পুষ্পক (পুং ) শালিধান্তবিশেষ। ( ভাবপ্র০ ) লোধু,পুপিণী (স্ত্রী) স্বধাতকী, ক্ষুদ্র ধাইস্কুল। (বাকনি) লোনারা, অযোধ্যা প্রদেশের হাদে ই জেলার অস্তুগত একটা নগর। প্রায় সাৰ্দ্ধত্রিশতা পুৰ্ব্বে নিকুন্তগণ মুহমড়ী হইতে