পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লোপামুদ্র [ ৩১৬ l

লোভ আমায় ঋষিকে সম্প্রদান করুন। অনস্তর বিদর্ভরাজ কস্তার বাক্যানুসারে বিধিপূৰ্ব্বক অগস্ত্যকে এই কস্তা সম্প্রদান করিলেন। তখন অগস্ত্য লোপামুদ্রাকে ভাৰ্য্যালাভ করিয়া কহিলেন, তুমি এখন বহুমূল্য বসন ভূষণ পরিত্যাগ করিয়া চীর বন্ধল পরিধান কর। লোপামুদ্র স্বামীর আজ্ঞানুসারে বসন ভূষণ পরিত্যাগ করিয়া চীর-বরল পরিধানপুৰ্ব্বক অগস্ত্যের অনুগমন করিলেন । অগস্ত্য গঙ্গাতীরে আসিয়া অমুকুলা সহধৰ্ম্মিণীর সহিত উৎকট তপস্যা করিতে লাগিলেন । এইরূপে বহুকাল অতীত হইলে একদা অগস্ত্য তপঃপ্রদীপ্ত লোপামুদ্রাকে ঋতুস্নাত দেখিতে পাইলেন, এবং তাহার পরিচর্য্যাভিজ্ঞতা, জিতেন্দ্রিয়তা ঐ ও রূপলাবণ্যে সস্তুষ্ট হইয়া রতিমানসে তাহাকে আহবান করিলেন। তখন লোপামুদ্রা অতিশয় লজ্জিত হইয়া কহিলেন, আপনি অপত্যার্থে ভাৰ্য্যা পরিগ্রহ করিয়াছেন, কিন্তু আমার অভিলাষ এইরূপ যে, আমার পিতৃগৃহে যেরূপ শয্যা, বসন ও ভূষণাদি ছিল, তদ্রুপ শয্যা ও বসনভূষণে বিভূষিত হইয়া আমি আপনার সহিত সঙ্গত হই। তখন অগস্ত্য কহিলেন, আমি তপস্বী, রাজেচিত বসন ভূষণ ও শষ্য কোথায় পাইব ? তাহাতে লোপামুদ্রা কহিলেন, আপনি তপোধন, তপঃপ্রভাবে ক্ষণকাল মধ্যেই সমস্ত সংঘটিত হইতে পারে। অগস্ত্য কহিলেন, ইহা সত্য, এরূপ করিলে আমার তপোবিঘ্ন ঘটবে, অতএব যাহাতে আমার তপোবিঘ্ন না হয়, এইরূপ আদেশ কর। তখন লোপামুদ্র কহিলেন, তপোধন ! এক্ষণে আমার ঋতুকাল ষোড়শ দিবসের স্বল্পমাত্র অবশিষ্ট আছে, কিন্তু অলঙ্কারাদি ব্যতীত আপনার নিকটবৰ্ত্তিনী হইতে আমার কোন প্রকারে ইচ্ছা হইতেছে না, এবং কোনরূপে আপনার ধৰ্ম্মলোপ করিবারও আমার ইচ্ছা নাই ; অতএব যাহাতে ধৰ্ম্মলোপ না হয়, এরূপে আপনি আমার অভিলাষ সম্পাদন করুন। ইহাতে অগস্ত্য কহিলেন, সুভগে! যদি তোমার এই প্রকার অভিলাষ দৃঢ় হইয়া থাকে, তাহা হইলে আমি ধনাহরণ করিতে যাত্র করি, এখানে থাকিয়া তুমি যথাভিলষিত আচরণ কর। তখন অগস্ত্য শ্রুতব্বা মহীপালের নিকট গমন করিয়া কহিলেন, রাজন! আমি ধনার্থ হইয়া আপনার নিকট আসিয়াছি, আপনি আমাকে অন্তের ব্যাঘাত ব্যতিরেকে এবং বিভাগানুসারে যথাশক্তি ধনদান করুন। তখন রাজা শ্রুতৰ্ক আপনার আয়ব্যয়ের নুনাধিক্য না থাকায় তাহাকে কছিলেন, আমার এই আয় ও ব্যয় পরীক্ষা করিয়া যাহা আপনার অভিমত হয়, তাহা গ্রহণ করুন। তখন অগস্ত্য রাজার আয় ও ব্যয় সমান দেখিয়া ཨ་ཀཱ་ཅ།རྨ། হইতে ধন গ্রহণ করিলে রাজা ও প্রজার ক্লেশের সম্ভাবনা বিবেচনা করিয়া ধনগ্রহণ করিলেননা এবং রাজা শ্রতর্কার সহিত ত্রশ্বের নিকট গমন করিলেন, তথায় কৃতকাৰ্য্য না হইয়া পুরুকুৎস এসদস্থ্য প্রভৃতির নিকট গমন করিলেন, তথায়ও অপরিমিত অর্থ না থাকায় বাতাপির ভ্রাতা ইবল দানবের নিকট গমন করিলেন। ইবল মেম্বরূপধারী বাতাপির মাংসে ঋষিকে পরিতৃপ্ত করিলেন। অনস্তর ইবল বারংবার বাতাপিকে আহবান করিতে লাগিলেন, তখন অগস্ত্য কহিলেন আমি বাতাপিকে জীর্ণ করিয়াছি, তখন ইম্বল অতি বিষয় ও ভীত হইয়া ঋষিকে প্রচুর ধন দিলেন। তখন রাজগণ স্ব স্ব স্থানে প্রস্থান করিলেন। অগস্ত্য অর্থ সংগ্ৰহ করিয়া লোপামুদ্রার নিকট উপস্থিত হইলেন। তখন লোপামুদ্রা কহিলেন, ভগব ! আপনি অতি পবিত্র এবং বলবান একটী পুত্র উৎপাদন করুন। ঋষি তথাস্তু বলিয়া লোপামুদ্রার সহিত যথাসময়ে সঙ্গত হইলেন। লোপামুদ্র গর্ভবতী হইলে, ঋষি বনগমন করিলেন। লোপামুদ্র ৭ বৎসর গর্ভধারণ করিয়া একটী পুত্র প্রসব করিল। এই পুত্র সাঙ্গোপাঙ্গ বেদজ্ঞানসম্পন্ন এবং অতিশয় রূপবান। ঋষিগণ ইহার নাম ইষ্মবাহ রাখিলেন । এই ইষ্মবাহও তপঃপ্রভাবে পিতারই অনুরূপ হইয়াছিলেন। (ভারত বনপৰ্ব্ব ৯৫-৯৮ অঃ ) লোপামুদ্রাপতি (পুং) লোপামুদ্রায়া পতিঃ। অগস্ত্য। লোপাশ (পুং ) খ্যাক্শিয়ালের অনুরূপ আকৃতিবিশিষ্ট শৃগালভেদ। লোপাশক ( পুং ) লোপং আকুলীভাবং চকিতমশ্নতি অশ খুল। শৃগালভেদ। (হারাবলী ) লোপাশিক (স্ত্রী) লোপাশক-স্ক্রিয়াং টাপ, অত ইত্বং । শৃগালী। লোপিন (ত্রি) ক্ষতিকারক। মন্দকারী। বিলোপকারী। লোপ্ত (ত্রি) নিয়মভঙ্গকারী। ক্ষতি-কারক। লোপ্ত ( ক্লী) লুপ-স্ত্রন। ১ স্তেয়ধন, লোত। "তে তস্তাবলাখ লোপ্তং দস্তব কুরুসত্তম। নিধায় চ ভয়ামীলাস্তত্ৰৈবানাগতে বলে ॥” (ভারত ১১০৭৫) লোপ্তী (স্ত্রী) লোপ্ত -যিত্বাং উীষ, । লোপ্ত । ( শারা- ) লোপ্য (ত্রি) লোপযোগ্য। লোভ (পুং ) লুভ-ঘঞ, ১ আকাঙ্ক, পরদ্রব্যাভিলাষ, পরের জিনিস লইবার ইচ্ছ। পৰ্য্যায়—কৃষ্ণ, লিঙ্গা, বশ, স্পৃহা, কাজা, শংসা, গাদ্ধা, বাঞ্ছ, ইচ্ছা, তৃত্ব, মনোরথ, কাম, অভিলাষ। (হেম) ইহার লক্ষণ“পরবিত্তাদিকং দৃষ্ট নেতুং যে হৃদি জায়তে। অভিলাষে দ্বিজশ্রেষ্ঠ স লোভঃ পরিকীৰ্ত্তিতঃ ॥” (পদ্মপু• ক্রিয়াযোগদাৰ ১৬ অ• )