পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লোহাগু [ ৩২৫ ] লোহারভাগ লোহাকর (কী) লোহত আকরং। লোহের স্বাক্ষর, লোহাভিসার (*) লোহানশানা बनििन्तका লোহার খনি । লোহাভিহার। ( ভয়ত ) লোহাকৰ্ণ (ত্রি) লোহিতবর্ণ কৰ্ণবিশিষ্ট। (কাতা শ্রেীহ২১১২৯) লোহঃখ্য (ক্লী) লোহমেব আখ্যা যন্ত। ১ অগুরু। ২ লোহ। লোহাগড়, বাঙ্গালার যশোর জেলার অন্তর্গত একটী নগর । মধুমতী নদীকূল হইতে অদূরে অবস্থিত। অক্ষা" ২৩, ১১ ৪৫ উঃ এবং দ্রাধি’ ৮৯° ৪১' ৪০" পূঃ। এখানে গুড় ও চিনি বিক্রয়ের বিস্তৃত কারবার আছে। খাজুর প্রভৃতি নিকটবর্তী গ্রামবাসিগণ এখানে চাউল থরিদের জন্ত গুড় বিক্রয় করিতে আসে। ঐ গুড় হইতে এখানে পাকা চিনি প্রস্তুত হয়। ঐ চিনি কলিকাতা ও বাখরগঞ্জে রপ্তানী হইয়া থাকে। এখানে | এক কালী মূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছে। বহু দূরদেশ হইতে অনেক যাত্রী ভক্তির সহিত তাহার পূজা দিতে আইসে। লোহাঘাট (খঙ্কেশ্বর , যুক্তপ্রদেশের কুমায়ুন জেলার অন্তর্গত একটা সেনাবাল । ক্ষুদ্র লোহানদীর বামকূলে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ হইতে ৫৫৬২ ফিট, উচ্চ। এই গোরাবারিকের চারি পাশ্ব উচ্চ পৰ্ব্বতশৃঙ্গে পরিবেষ্টত। পূৰ্ব্বে এই নগরের ৩ মাইল দক্ষিণে চম্পাবৎ নগরে গোরাবারিক ছিল। তথাকায়ু স্বাস্থ্য ভাল না হওয়ায় এই স্থানে স্থানান্তরিত হয়। ঐ সেনাবাস ১৮৮৩ খৃষ্টাব্দে পরিত্যক্ত হইয়াছে। এক্ষণে এখানে চা’র চাস হইতেছে। আলমোরা হইতে এই নগর ৫৪ মাইল দক্ষিণপূৰ্ব্বে অবস্থিত। - লোহাগাও, যুক্তপ্রদেশের বুন্দেলখণ্ড বিভাগের অজয়গড় রাজ্যের অন্তর্গত একটা গওগ্রাম, আলাহাবাদ হইতে ১৯৮ মাইল দক্ষিণপশ্চিমে সাগর যাইবার পথে অবস্থিত । অক্ষা • ২৪” ২৯ ৩০% উঃ এবং দ্রাধি” ৮•* ২২/২৫% পুঃ । পান্না ও বানৈারশৈলমালার মধ্যবৰ্ত্তী নিম্ন স্থানে সমুদ্রপৃষ্ঠ হইতে ১২৬০ ফিট, উচ্চে এই গ্রাম স্থাপিত। পূৰ্ব্বে এখানে ইংরাজরাজের একটা সেনানিবাস ছিল, পরে উহা পরিত্যক্ত হওয়ায় স্থানীয় সমৃদ্ধির অনেক হ্রাস ঘটিয়াছে। লোহাঙ্গারক (পুং ) নরকতেদ। লোহাচল (পুং ) পৰ্ব্বতভেদ। মহিমুরের অন্তর্গত সম্পূররাজ্যে অবস্থিত একট তীর্থ। লোহাচল বা কুমার মাহায্যে এই স্থানের বিবরণ উদ্ধৃত আছে। লোহাজ (পুং ) লালবর্ণ ছাগজাতি। লোহাজ-বক্ত (পুং স্থার মায়ঙ্গ। { ভারত ৯ প” ) লোহাও (ত্রি ) লালবর্ণ অণ্ডযুক্ত জীৰ বিশেষ। স্থিয়াং উীপ, ( পাণিনি গোঁয়াদিগণ ৪।১।৪১ ) XVII wo লোহাভিহার (পুং ) লোহানামভিহারে যত্র। শস্ত্ৰধারী রাঙ্গাদিগের নীরাজনা বিধি । ‘মহানবমীণীক্ষায়াং অখাদীনাং নীয়াজনে সতি পশ্চাৎ শব্বধারিণাং রাজ্ঞাং যঃ শাস্ত্রোক্তে নিৰ্ম্মঞ্চনপ্রধামে বিধিঃ প্রস্থানাৎ প্রাক্ স লোহাভিহারঃ’ ( ভয়ত ) লোহামিষ (স্ত্রী) লাল লোমযুক্ত ছাগমাংস। লোহায়স (ক্লী) তাম্র সংযুক্ত মিশ্র ধাতু। লোহারডাগা, পশ্চিম বাঙ্গালার অন্তর্গত একটি জেলা । ছোট নাগপুর বিভাগে অবস্থিত ও পৰ্ব্বতময় ভূভাগে ভূষিত। অক্ষা” ২২• ২৪ হইতে ২৪° ৩৯′ উঃ এবং দ্রাঘি” ৮৩° ২২% হইতে | s۹۹tat3 . د لا ،gfritا آب : " . و ه» ه» ইহার উত্তরসীমায় শোণ নদী হাজারিবাগ, গয়া ও শাহাবাদজেলাকে পৃথক্ রাখিয়াছে ; উত্তরপশ্চিম ও পশ্চিমে মীর্জাপুর জেলা এবং সরগুজা, যশপুর ও গাঙ্গপুর সামন্তরাজ্য ; দক্ষিণে ও পূৰ্ব্বে সিংহভূম ও মানভূম জেলা। ইহার পূর্ম, সীমার একপাশ্ব দিয়া সুবর্ণরেখা নদী প্রবাহিত। রাচী নগর এখানকার বিচারসদর। বঙ্গেশ্বর ছোট লাটের অধীন স্থানীয় কমিসনর কর্তৃক পরিচালিত। প্রাকৃতিক গঠন-বৈলক্ষণ্য হেতু এই জেলা প্রধানতঃ তিনভাগে বিভক্ত হইয়াছে। উহা আসল ছোট নাগপুর, পঞ্চপরগণা ও পালামে উপবিভাগ নামে খ্যাত । এই জেলার মধ্য ও দক্ষিণ অধিতাক লইয়া ছোট নাগপুর বিভাগ গঠিত। এখানে জেলার বিচারসদর স্থাপিত হওয়ায়, উহা আসল ছোট-নাগপুর নামে খ্যাত। এই অধিত্যক পশ্চিমাভিমুখে ক্রমোন্নত ও বিস্তৃত হইয়া মধ্যভারতের সাতপুরা শৈলশ্রেণীতে মিশিয়াছে। উহা সমুদ্রপৃষ্ঠ হইতে সৰ্ব্বত্রই ২••• ফিট, উচ্চ। উত্তরদিকে ইহা তোড়ী পরগণার মধ্য দিয়া বিস্তৃত হইয়া হাজারিবাগের মধ্য অধিতাকায় মিলিত হইয়াছে। এই কারণে সমগ্র ছোট নাগপুরবিভাগ পাৰ্ব্বত্য ক্রমোচ্চ নিম্ন ভূমিতে পরিণত। ঐ ঢালু ভূমিতে স্তর কাটরা ধান্তের চাস হইয়া থাকে । সিল্লী, রাহী, বুদ, বরোঁদ ও তমস লইয়া পঞ্চপরগণা ভূভাগ গঠিত। এইস্থান উপরোক্ত মধ্য অধিত্যকার বাট প্রদেশ হইতে পূৰ্ব্বাংশে মানভূম পৰ্যন্ত বিস্তৃত। এতদ্ভিন্ন বালিয়া পরগণার দক্ষিণাংশ, চীরুপরগণা ও টোরী পরগণা ছোট নাগপুরের উত্তর ও মধ্য অধিতাকার দক্ষিণে, সমুদ্রপৃষ্ঠ হইতে ১২. ফিট উচ্চে অবস্থিত। t হাজারিবাগ ও ছোট নাগপুরের পূর্ব ও দক্ষিণাভিমুখী

  • ն