পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१* [ ૭8: ] বংশ আসাম, শ্ৰীহট্ট ও ভোটানের গ্রামাদির প্রান্তদেশে এই বঁাশঝাড় দেখা যায়। ভূপৃষ্ঠ হইতে ৭ হাজার ফিটু পর্যন্ত উচ্চ স্থানে জন্মে। এই গাছ দেখিতে অনেকটা তলা বাশের মত, তিতর কিন্তু ফাঁপা নহে, নিরেট বলিলেও চলে। মোটা বঁাশগুলির ভিতর কিছু ফাপ হয়, খুব শক্ত ও ভারসহ। বাঙ্গালায় ইহ নল বঁাশ, নেপালে মহল বঁাশ, লেপছা দেশে মহলু, ভূটয়া কিউসিঙ্গ, আসামে বিজুলী ও মুকিয়াল এবং গ্ৰহট্টে পিছলে নামে খ্যাত । ২৪ B. Orientali৪—একমাত্র দক্ষিণভারতেই উৎপন্ন হইয়া থাকে। ১৫ B. Pallida-পূৰ্ব্ববঙ্গ ও আসামে জন্মে, ৫০ ফিটু দীর্ঘ হয়। খশিয়ার ইহাকে উসকেন এবং কাছাড়ীর বৃৰ্বল ও বগাল বলে। " ১৬ B. Picta-সিরাম, কেলঙ্গ, নেলিতিস ও তন্নিকটস্থ অদ্যান্ত দ্বীপে এই বৃক্ষ প্রচুর দেখিতে পাওয়া যায়। দুই ইঞ্চের অধিক মোটা হয় না। প্রায় ৪ ফিট অন্তর এক একটী গাইট আছে । কাষ্ঠ পাতল, কিন্তু অতিশয় কঠিন। এই কারণে ইছ সৰ্ব্বতোভাবে লাঠির উপযোগী হইয়াছে। ২৭ B. Proud-আম্বয়নার উপকূল দেশে ও অন্যান্য স্থানে ইহার বনমালা দৃষ্ট হয়। ইহার পাতা সাধারণতঃ ১৮ ইঞ্চ লম্বা ও ৩৪ ইঞ্চ চওড়া হইয়া থাকে। উহাতে কঁাটার স্থায় শুয়া আছে। ঐ বাশ বিক্রয়ার্থ উপকুল ভাগে আনা হয়। ২৮ B. Polymorph৫—পেগুযোমা শৈলে এবং মার্তাবান বিভাগের পর্বত সামুদেশে এই বঁাশবন দৃষ্ট হয়। ব্রহ্মবাসী ইহাকে ক্যাথোঁজা বলে । ১৯ B. Pubescens—ইহার দও ৩৯ ফিটু দীর্ঘ হয়, কিন্তু ১॥চ ইঞ্চ ব্যাসের অধিক মোট হয় না। ঝাড় বাধিয়া উৎপন্ন ट्रग्रं न । ৩• B. Spina—দক্ষিণাত্যের গঞ্জাম ও গুম্মুর জেলায় উৎপন্ন হয়, এই বঁাশ ৮০ ফিটু পর্যন্ত লম্বা হইতে দেখা যায়। উড়িষ্যাবাসীরা ইহাকে কাটা বঁাশ বলে। ৩১ B. Spinosa-ভারতের পূর্বাঞ্চলজাত প্রসিদ্ধ বংশজাতি। হিন্দী-র বা বেহুর বঁাশ ; বাঙ্গালা-বেউড় বঁাশ ; আসাম-কোটে ; কাছাড়—ফিঙ্কৈটু ; ব্রহ্ম—যকংবা । বাঙ্গালা, আসাম ও ব্রহ্মরাজ্য, যুক্তপ্রদেশ, মাত্রাজ প্রেসিডেন্সীর উত্তরপূৰ্ব্বাংশ এবং ভারতের অন্তান্ত স্থানে ঝাড় বাধিয়া এই গাছ উৎপন্ন হইয়া থাকে। ইহা দেখিতে সুন্দর, গঠন মধ্যমাকৃতির হইয়া থাকে। কলিকাতার নিকট সহরতলী ও ব্রহ্মরাজ্যে ৩০ হইতে ৫০ ফিটের অধিক দীর্ঘ হয় না । ইহার কঞ্চি এরূপ বিস্তৃত XVII {յ Ե ও কঠিন হয় যে, সে বঁাশ বনে প্রবেশ করা হুঃসাধ্য। পাতা ক্ষুদ্র ও নীচের দিকে শুয়াযুক্ত। জ্যৈষ্ঠ মাসে বর্ষারম্ভের প্রাক্কালে প্রাচীন গাছগুলিতে পুষ্পোদগম হয়। এই বঁাশ চেরাই করিয়া গৃহাদি নিৰ্ম্মিত হইয়া থাকে যজ্ঞসূত্র ধারণ কালে এই বঁাশেব যষ্টি প্রস্তুত করিয়া ব্রাহ্মণ-সন্তানের হস্তে দণ্ড দিবার বিধি আছে। ৩২ B, Striata-চীন দেশে জন্মে। ঝাড় হয় না । ইহার দণ্ড সরু, হরিদ্রাবণ, সুচিৰুণ ও সবুজ ডোরাকাটা, এই বিচিত্র গঠন নিবন্ধন ইংলণ্ডের ভেষজ্যেষ্ঠানের উষ্ণ-নিকেতনে ( hot-houses ) ইহার চাস হইতেছে। এই গাছ ৩০ कि পৰ্য্যন্ত উচ্চ হয় । ৩৩ B. Strieta-কতকাংশে ঝাড় বাধিয়া থাকে। হিন্দুস্থানে ইহা বাড়-বঁাশ নামে প্রসিদ্ধ। দাক্ষিণাত্যের তেলগু ভাষায় ইহার নাম সন্নপবেছর । অতিশয় দৃঢ়, নিরেট ও সরল হওয়ায় ইহা দ্বারা বরশার দণ্ড প্রস্তুত হইয়া থাকে। ইহা পুংজাতি বলিয়া খ্যাত । ৩৪ B. tobacaria–আস্বয়না, যব ও মনিপা দ্বীপে প্রভূত জন্মে। ইহার গাত্রে ৩ ৪ ফিট, অন্তর এক একটী গাইট, প্রায়ই নিরেট। কনিষ্ঠাঙ্গুলীর অপেক্ষ কখনও মোটা হয় না। এই কারণে ইহার উপর পালিস দিয়া উৎকৃষ্ট যষ্টি প্রস্তুত হইতেছে। ঐ দণ্ডের বহিরাবরক এরূপ কঠিন যে, তদুপবি কুঠারাঘাত করিলে অগ্নিস্ফূলিঙ্গ নির্গত ইয়া থাকে। ৩৫ B, teres—বাঙ্গাল ও আসাম প্রদেশে প্রধানতঃ উৎপন্ন হইয়া থাকে। ৩৬ B, trild৫-বাঙ্গালার সাধারণ বঁাশ । পেগুপ্রদেশের জলময় বনভাগেও উৎপন্ন হয় । বাঙ্গালায় তলদা বঁাশ, পিকার্বাশ, জোব বা জাওয়া বাশ ; মিটেঙ্গা, মাটেলা ও স্তোব বঁাশ ; হিন্দী—পেক, সাওতাল-মাক, কোল—পেপেসিমান ; গারো-বিঘি ; মঘ—মদইবা (মহাদেব ? ), ব্রহ্ম—থিইবী, থেীকৃব প্রভৃতি নামে পরিচিত। এই বঁাশ গাছ শীঘ্র শীঘ্র বাড়িয়া উঠে। ত্রিশ দিনের মধ্যে পূর্ণাবস্থা প্রাপ্ত হয়। প্রায় ৭০ ফিট, পর্যন্ত দীর্ঘ হইতে দেখা যায়। ইহার দও ১২ ইঞ্চ পরিধিবিশিষ্ট মোটা হইয়া থাকে। পাতাগুলি মধ্যমাকৃতি, কোমল ও শিরাবিশিষ্ট। গাইটগুলি কিছু উচু উচু, তাহার চারি পাশ্বে গুয়ার একট চক্র আছে। এই বঁাশ চিরিয়া কিছু দিন জলে ডুবাইলে অতিশয় শক্ত ও দীর্ঘকালস্থায়ী হয়। ইহাতে ঘরের খুচী, বাত, ও বেড়ার বাখার প্রভৃতি এবং দক্কম, গুড়, পাখা ও চিক প্রভৃতি দ্রব্য ইহাতে উৎকৃষ্টরূপ প্রস্তুত ই 常 § থাকে। জাওয়া বঁাশ এই শ্রেণীর হইলেও অপেক্ষাকৃত বড় হয়। তলা বাঁশের অপেক্ষ ইহার গ্রন্থিগুলি অধিকতর দৃঢ়।