পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদেশ ( জনসংখ্যা ) [ سان8 } বঙ্গদেশ ( জনসংখ্যা ) নিমজ্জিত করিয়াছিল। উক্ত দুর্ঘটনার প্রায় দুই লক্ষ লোকের श्रृङ्का श्ब्र । ५४१७ थुट्टेप्च ७० 4 अप्छेदत्र cरु सकियर्ड ঘটে, তাহ সৰ্ব্বাপেক্ষ মারাত্মক। তাহাতে মেঘনা ও বঙ্গোপসাগরের জল বাখরগঞ্জ, নোয়াখালী ও চট্টগ্রাম প্রদেশে প্রবিষ্ট হইয়া প্রায় তিন লক্ষ লোক, বহুসংখ্যক গবাদি জন্তু, • এবং অগণ্য নৌকা ও গৃহ বিনষ্ট করিয়াছে। दांत्रांलां★ मांनभ-क्रूश्मां ब्रो । পূৰ্ব্বেই উল্লেখ করিয়াছি যে, ১৮৭১ খৃষ্টাব্দে বাঙ্গালার প্রথম লোকসংখ্যা গণনা করা হয়। তদনন্তর ১৮৮১ খৃষ্টাব্দে, ১৮৯১ খৃষ্টাব্দে ও ১৯০১ খৃষ্টাব্দে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবার লোকসংখ্যা অবধারিত হইয়াছে। এই লোকসংখ্যা গণনা উদ্দেশে বাঙ্গালার গ্রাম, নগর,জেলা ও বিভাগের সীমা ও তত্তদবিভাগবাসী বিভিন্ন শ্রেণীর হিন্দু, অৰ্দ্ধ-হিন্দু, পাৰ্ব্বত্য অসভ্যজাতি, মুসলমান ও পৃষ্ঠান প্রভৃতি বিভিন্ন জাতির জাতীয় ইতিহাস ও তাহদের সাম্প্রদায়িক বিবরণ লিপিবদ্ধ হইতেছে। শুধু তাহাই নহে, এই বিবরণীতে বর্তমান বাঙ্গালার কোন কোন জাতি—কি কি ব্যবসায় লিপ্ত, তাহারা কোথায় কিরূপভাবে কোন কোন দ্রব্যের বাণিজ্য চালাইতেছে ; প্রজাগণ কৃষিকার্য্যের কিরূপ উন্নতি সাধন করিতেছে ; কোথায় কত নদী, কত খাল, কত রাস্তা ও কত মাঠ কিরূপভাবে বিন্যস্ত থাকিয়া দেশবাসীর হিতসাধন করিতেছে, তাহ ইংরাজ গবর্মেন্টের এই মানবসংখ্যাবিবরণ গ্রন্থখানি পাঠ করিলে সঠিক বুঝা যায়। এক কথায় ইহাতে বাঙ্গালার ঐতিহাসিক, নৈতিক, সামাজিক ও ব্যবসা বাণিজ্যসম্পৰ্কীয় যাবতীয় বৃত্তান্ত বর্ণিত আছে। প্রথম দুইবারের মানুষ গণনায় ইংরাজ গবর্মেন্ট কতদূর কৃতকার্য হইয়াছিলেন, তাহা ওডোনেল সাহেবের বিবরণীতে বিবৃত আছে। ১৮৯১ খৃষ্টাব্দের সংখ্যা গণনায় ৭ লক্ষ টাকা ব্যয় পড়ে, কিন্তু ১৯০১ খৃষ্টাব্দে সবে মাত্র ৩ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয় হইয়াছিল, অর্থাৎ প্রতি ১ হাজার লোকের হিসাবে ৫ টাকা মাত্র ব্যয পড়িয়ছিল। যাহা হউক এরূপ বহু ব্যয় করিয়া ইংরাজ গবর্মেন্ট যে এতাদৃশ মহাদেশু সমাধা করিয়া সফল মনোরথ হইয়াছেন, ইহা পরম আহলাদের বিষয় ; অধিকন্তু দু:ধর বিষয় এই যে, এরূপ ব্যয়বাহুল্যসত্ত্বেও সংবাদদাতাদিগের অজ্ঞতাদোষে অথবা ভ্রমনিবন্ধন এই বিবরণীতে অনেক প্রমাদপুর্ণ বৃত্তান্ত সন্নিবেশিত হইয়াছে। বিগত ১৯০১ সালের মার্চ মাসে নৌকগণনা কাৰ্য্য নিষ্পন্ন ফর ; সুতরাং উহা বর্তমান ১৯০৬ সালের বঙ্গ-বিচ্ছেদের পূৰ্ব্বেই সংঘটিত হইয়াছিল। এ কারণ উহাতে রাজসাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ বাদ দিয়া গণনা করা হয় নাই। পুৰ্ব্বতন বাঙ্গালার সীমা ধরিয়া গণনা হইয়াছিল। সংখ্যা-গণনার স্ববিদ জন্য ঐ সময়ে বাঙ্গাল ৮ট স্বতন্ত্র বিভাগে গঠিত হয় ; যথা,১ পশ্চিম-বাঙ্গালা-বৰ্দ্ধমান বিভাগ । ২ মধ্য-বাঙ্গালা-প্রেসিডেন্সী বিভাগ, খুলনা বাদে । ৩ উত্তর-বঙ্গ-রাজসাহী বিভাগ, মালদহ, কোচবিহার ও সিকিম। ৪ পূৰ্ব্ব-বঙ্গ—ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, খুলনা ও পাৰ্ব্বতাত্রিপুর। * উত্তর-বেহার-মুজঃফরপুর, দরভাঙ্গা, চম্পারণ, সারণ, ভাগল, পুর ও পূর্ণিয় । ৬ দক্ষিণ-বেহার-পাটনা, গয়া, শাহাবাদ ও মুঙ্গের । ৭ উড়িষ্যা-উড়িষ্যা বিভাগ, অঙ্গুল বাদে । ৮ ছোট নাগপুর অধিত্যকা—ছোট নাগপুর বিভাগ, সাওতাল পরগণা, অঙ্গুল, উড়িষ্যার সামন্তরাজ্যসমূহ ও ছোট নাগপুর। এই ৮টা বিভাগ প্রকৃতিকর্তৃক যেন পরস্পরে বিযুক্ত। পশ্চিমবঙ্গ ভাগীরথীর পশ্চিম পারে অবস্থিত এবং ইহা প্রাচীন রাঢ়ভূমির অন্তর্ভুক্ত। এখানে প্রধানতঃ বাগদী, বাউলী, কোড়া, মাল, কৈবর্ত, সাওতাল, আগুরী, শুক্লী, সগোপ, কায়স্থ ও রাজু প্রভৃতি অসভ্য ও হিন্দুধৰ্ম্মাশ্ৰিত অৰ্দ্ধ সভাজাতির বাস আছে। এতদ্ভিন্ন এখানে ব্রাহ্মণ, কায়স্থ, বৈঃ এবং নাপিত, স্থত্ৰধার ও কামার প্রভৃতি জাতিরও অভাব নাই। ইহারা আপনাদিগকে রাঢ়দেশী বলিয়া গৌরব করে এবং স্ব স্ব শ্রেণীর বঙ্গজ বা বীরেন্দ্রবাসী লোকের সহিত আদান প্রদানে কুষ্ঠাবোধ করে। পশ্চিমে ভাগীরথী, উত্তরে পদ্মা এবং পূৰ্ব্বে মধুমতীর মা বৰ্ত্তী গাঙ্গেয় বদ্বীপ-ভাগ মধ্যবঙ্গ বলিয়া পরিচিত। খুলনা জেলা এই নদী সীমাভুক্ত হইলেও উহার নিম্নাংশ এখনও পলি দ্বারা গঠিত হওয়ায় উহাকে পূৰ্ব্ববঙ্গের সীমা সন্নিবিষ্ট করা হইয়াছে। এখানে একমাত্র পোণ, চণ্ডাল, কৈবৰ্ত্ত ও বাগদী জাতির প্রাধান্ত দেখা যায়। পদ্মার উত্তর হইতে দার্জিলিঙ্গ পৰ্ব্বত পৰ্য্যস্ত উত্তর বঙ্গ বলিয়া গৃহীত। মৃত্তিকার প্রকৃতি নিৰ্ব্বিশেষে উত্তর-বঙ্গের সহিত অনেক সোসাদৃশু থাকায় বর্তমান কালে মালদহ জেলা উত্তরবঙ্গের অন্তর্গত হইয়া পড়িয়াছে। এখানে মেচ, কোচ, পাৰ্ব্বতীয় ভোটিয়া এবং দীক্ষিত মুসলমানেরই সংখ্যা অধিক। পূৰ্ব্ব-বঙ্গে নমঃপূদ্র বা চণ্ডাল, কোচ, গারে, টিপরা, কুকী ও মা প্রভৃতি পাৰ্ব্বত্য অসভ্য ও অৰ্দ্ধসভ্যজাতি এবং দীক্ষিত মুসলমান, এইরূপে বেহার, ছোটনাগপুর ও উড়িষ্যারিভাগে বিভিন্ন শ্রেণীর পাৰ্ব্বত্য অনাৰ্য্য জাতিরই বহুল বাস দেখা যায়। এই আটটা বিভাগের বর্তমান ভূপরিমাণ ও লোকসংখ্য এইরূপ নির্ণীত হইয়াছে—