পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

तम्रै [ 8t-२ ] বটক গেলে অথবা দাত কনকনানি হইলে সেই ক্ষত স্থানে বা দস্ত | থাকে। এই বৃক্ষ ছায়াবৃক্ষ, ইহার ছায়া অতিক্ৰীতদ মাড়িতে আটা লাগাইয়া দিলে যাতনার উপশম হয়। ইহার | এই বৃক্ষ সুদীর্ঘকাল জীবিত থাকে। ছালের কাখ বলকর, বহুমূত্ররোগের ইহা বিশেষ গুণদায়ক । ২ কপর্দ, কড়ি । ( মেদিনী ) ৩ গোল। ৪ ভক্ষ্যবিশেষ, BBD gg BBB B BBS BB BBB BBS BBB S SBBB BBSS S BBB S SBBS করিয়া ফেগড়ার উপর দিলে পুস্টিসের কার্য্য করে। গণোরিয়া রোগে ইহার শিকড়চূর্ণ বিশেষ উপকারী। উহা সালসার কাৰ্য্য করে । কচি শাখার কাখ রক্তোৎকাশনাশক, ঝুরির কচি অগিা গুলি বমননিবারক, শুষ্ক বটের আট ও ফল স্বপ্নদোষ (Sperma to rhaea ), z(taiw ( gonorrhaea )-at** S *faxiîðîo*, কচি কুড়ি ও দুগ্ধগুলি ধারকগুণ বিশিষ্ট এবং অজীর্ণ ও উদরাময়রোগে উহা বিশেষ হিতকর । ইহার লাল বর্ণ পাকা ফল দুর্ভিক্ষের সময় দরিদ্রলোকে পেটের জালায় খায়, হস্তী-গবাদিও ইহার পাতা খাইতে ভাল বাসে । ইহার কাষ্ঠ বিশেষ উপকারে আইসে না। কেবল সরু সরু শুষ্ক ডালগুলি সমিধরূপে ব্যবহৃত হইয়া থাকে মাত্র ! Ficus elastica i afĒi-jō Rf:n artą g; ceist? বটবৃক্ষ দেখা যায়। উহার আটা রবারের স্থায় গুণযুক্ত। [ রবার দেখ। ] গুণ-কষায়, মধুর, শিশির, কফ, পিত্তজরাপহ, দাহ, তৃষ্ণ, মেহ, ত্রণ ও শোফনাশক । ( রাজনি• ) ভাবপ্রকাশ মতে— “বট: শীতো গুরুগ্রাহী কফপিস্তুত্ৰণাপহঃ । বর্ণ্যে বিসর্পদাহত্নঃ কম্বায়ে যোনিদোষহৃৎ ॥” (ভাবপ্র ) . শীতল, গুরু, গ্রাহক, কফ, পিত্ত ও ব্রণনাশক, বর্ণকর, বিসর্প ও দাহনাশক, কষার ও যোনিদোষ-নিবারক । বৃক্ষের মধ্যে বট ও অশ্বথ এই দুইটা বৃক্ষ পূজনীয় এবং বটবৃক্ষ স্বয়ং রুদ্রস্বরূপ । “কথং ত্বয়াশ্বখবটে গোব্রাহ্মণসমে কৃতে । সৰ্ব্বেভ্যোহপি তরুভ্যস্তে কথং পুজাতমে কৃতে ॥ অশ্বথরূপে ভগবান বিষ্ণুরেব ন সংশয়ঃ। রুদ্ররূপো বটস্তদ্বৎ পলাশে ব্রহ্মরূপধৃক্ ॥ দর্শনম্পর্শসেবাস তে বৈ পাপহরা: স্মৃত: । দুঃখাপদব্যাধিষ্টোনাং বিনাশকারিণে ধ্রুবম্ ॥” (পাম্নোত্তরখ• ১৬০ আ০ ) এই বৃক্ষের দর্শন, স্পর্শ ও সেবা করিলে পাপ বিদূরিত এবং ৫:থ আপদ ও ব্যাধি প্রভৃতি প্রশমিত হইয়া থাকে। এই জন্ত এই বৃক্ষ অতিশয় পূজ্য, অতএব এই বৃক্ষ রোপণ করিলে অশেষ পুণ্য সঞ্চয় হয়। বৈশাখাদি পুণ্য মাসে এই বৃক্ষে জলসেক করিলে পাপ ধ্বংস ও নানাবিধ মুখ সম্পদ লাভ হইয়৷ ( ক্লী ) ৬ ব্রজমগুলের অভ্যন্তরস্থ বটসংজ্ঞক ষোড়শ বন । এই ষোড়শ বট যথা—১ সঙ্কেত বট, ২ ভাওঁীর বট, ৩ ধাবক বট, ৪ শৃঙ্গারবট, ৫ বংশীবট, ৬ জীবট, ৭ জটাজটুবট, ৮ কামাখ্যবট, ৯ অর্থবট, ১ • আশাবট, ১১ অশোকবট, ১২ কেলিবট, ১৩ ব্রহ্মবট, ১৪ রুদ্রবট, ১৫ শ্রীধরাখাবট, ১৭ সাবিত্ৰাখ্যবট । এই ষোড়শ বটবন । * (ত্রি ) বটতীতি বটক (পুং ) বট এব স্বার্থে কন্‌। পিষ্টকবিশেষ, চলিত বড়। গুণ—বিদ্যহী ও তৃষ্ণীকারক। ভাবপ্রকাশে বটকপ্রস্তুতের প্রণালী ও গুণাদির বিষয়ু লিথিত আছে ;–মাষকলায়ের দাইল ভিজাইয়া উহাকে উত্তমরূপে পেষণ করিতে হয় ; পরে লবণ, আদা ও হিং মিশাইয়৷ বটক বা বড় প্রস্তুত করবে, পরে উহা তৈল দ্বারা মৃদ্ধ অগ্নির উত্তাপে ভাজিলে उद्दारकर्डीक বা বড় কহে । গুণ-বলকারক, শীরের উপচয়কারক, বীৰ্য্যবৰ্দ্ধক, বায়ুরোগনাশক, রুচিকারক ; বিশেষতঃ আদিত, বায়ুনাশক, ভেদক, কফকারক এবং তীক্ষাগ্নির পক্ষে হিতকর । জীরা ও হিং ভাজিয়া লবণের সহিত ঘোলে নিক্ষেপ করিবে, পরে ঐ বটক উক্ত ঘোলের মধ্যে ভিজাইয়া রাখিলে তাহা শুক্রবদ্ধক, বলকারক, রুচিকারক, গুরু, বিবন্ধনাশক, বিদাই, কফকারক ও বায়ুনাশক । ইহা অত্যন্ত রোচক ও পাচক । ইহা রায়তার ( দধি ও লবণ মিশ্রিত স্বগ্ন অঙ্গাৰু খণ্ডাদির ) সহিত ভক্ষণ করিতে হয় । বটক অনেক প্রকার, ভিন্ন ভিন্ন দ্রব্যের কটক প্রস্তুত করা যায়, তাহার প্রস্তুত প্রণালী ভিন্ন প্রকার । কাঞ্জাবটক-একটা নূতন পাত্রে কটু তৈল লেপন করিয়া নিৰ্ম্মল জল দ্বারা পূরণ করবে। পরে তন্মধ্যে রাই সরিষ, জীব, লবণ, হিং, শুঠ, ও হরিদ্র এই কএকটা দ্রব্যের চুর্ণ এবং বটকগুলি ভিজাইয়া ঐ পাত্রের মুখ বন্ধ করিয়া তিন দিন রাথিয়া দিবে। তিন দিন পরে বটকগুলি অঙ্গরসাস্বাদ হয় । ইহাকে কাঞ্জীকবটক কহে । এই বটক রুচিকারক, বায়ুনাশক, কফকারক এবং শূল, অজীর্ণ ও দাহনাশক এবং নেত্ররোগের পক্ষে বিশেষ হিতকারক । অগ্নিকাবটক-তেঁতুল জলে ডিজাইরা চট্‌কাইতে হইবে, পরে যখন দেখা যাইবে যে, তেঁতুলের শস্ত জলে মিশ্ৰিত