পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বয়নবিদ্যা [ ৫৩৬ ] বয়নবিদ্যা প্রাতঃকাল হইতে ৯টা বা ১০টা পৰ্য্যস্ত তাহারা মাঝারী সুতা কাটে। বৈকালে ৩ বা ৪ টার সময় হইতে স্বৰ্য্যাস্তের অদ্ধ ঘণ্টা পূৰ্ব্ব পর্য্যস্ত স্বতা কাটা হইয়া থাকে। ডাঃ ওয়াটসন ঢাকাই, ফরাসী ও ইংলিস মসলিন স্থতার অণুৰীক্ষণযোগে পরীক্ষা করিয়া লিথিয়াছেন, যুরোপে যত প্রকার যুগ্ম স্থত। প্রস্বত ইষ্টয়াছে, তাহার সকলগুলির অপেক্ষ ঢাকাই মসলিনের স্তাব ব্যাস অনেক কম এবং যুরোপীয় স্থত অপেক্ষা প্রত্যেক ঢাকাই সূতার অশিও (filaueuts ) অনেক পরিমাণ কম দেখা যায় ; কিন্তু ঢাকাই স্থতার অাশের ব্যাস ( diameter of the ultimate filamen:s or fibres ) HLAfc*f STT LEfK তুলা অপেক্ষ অনেক বড়। এই দুই কারণেই ঢাকার স্থত। সঙ্গতায় ও দৃঢ়তার অন্তান্ত সকল দেশীয় সূতাকে পরাস্ত করিয়াছে। আরও বিশেষত্বের মধ্যে এই যে তুলার অাশ মোট হু ওয়ায় এবং স্থত চৰকায় কাটা হয় বলিয়া প্রতি ইঞ্চ স্থতায় পাক বেশী হয় ।x এখনও ফরাশডাঙ্গা ( চন্দন নগর ), সিমল ( কলিকাতা ), বগড়ী, যশোর, শান্তিপুর, কলমে, রাধাবল্লভপুর প্রভৃতি স্থানে কার্পাস-বস্ত্ৰ-বয়নের বিস্তৃত আড়ত আছে। বারাণসী ধামে রেশমী স্থতা ও কাপাস স্থতাব উপর যেমন জরির ফুলদার বা গুলবাহার সাট প্রস্তুত হয়, অধুনা ঢাকার সহবে ও একমাত্র স্বল্প কাপাস বস্ত্রের উপর ও বিভিন্ন বর্ণের নীলাম্বরীর উপর জরির ফুলদার পাড় কাপড় প্রস্তুত হইতেছে। এতভিন্ন মান্দ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সীর নানা স্থানে বস্ত্রবয়নের বিস্তৃত কারবার আছে। গুজরাট, আহ্মদাবাদ, সুরাট ও ভরোচে, নানারূপ ছিটের সাড়ী পাওয়া যায় । রঙ্গপুরে লাল ও কাল স্থতার একপ্রকার সুন্দর ছিট প্রস্তুত হয়, তাহাতে নানা পৌরাণিক চিত্র অঙ্কিত দেখা যায়। পুণা, য়ে ওলা, নাসিক ও পরিবাড়ে নানারূপ রঙ্গিন স্থতাব সাড়ী প্রস্তুত হয়, মহারাষ্ট্রবমণীগণের উচ্চা বড়ই আদরের জিনিষ । নন্দৈর, মুটকল, ধনবরস্থ, অমরচিস্তা ও আর্ণিতে এখনও ঢাকার অনুরূপ মসলিন প্রস্থত হইয়া থাকে। বারাণসী সাট বা ধুতি, কিংখাব প্রভৃতি বঙ্গের স্থায় বস্তুসমূহ পৈঠান, বুৰ্বাণপুৰ, নারায়ণপেট, ধনবরম, য়ে ওকলা প্রভৃতি স্থানে প্রস্তুত হইতেছে । কাশ্মীর, নূরপর, লুধিয়ান, অমৃত সর প্রভৃতি স্থানে পশমী শাল বুনা হয়। রঙ্গপুর,

  • “ These causes—coubined with the ascertained result that the number of twists in each of length in the Dace." yarn amounts to 1101 and 80-7, while in the British

It was only 68-8 and 56.6—not only account for the r $' * superior fineness, but also for the durability of tils * : over the Europian fabric." Balfour's Cyclo. India. ** ভাগলপুর, বারাণসী, আগ্রা, লাখনৌ, বরেলী, ফতেগড়, লাহোর, মূলতান, হিসার প্রভৃতি স্থানে কার্পাস ও পশমী কাপেট প্রস্তুত হয়। সাধারণতঃ কাপাস কাপেটগুলি আকৃতি 's Hazfool costs, stifosi safotsi (Cotton pile carpet) নামে খ্যাত। পশমী গুয়া উচ্চ হইলে গালিচ (Woollষ্ঠn pile carpet ) বলা যায়। মছলিপটমের ছিটু, পালমপোর ও কাপেট এবং গোদাবরী ব’দ্বীপস্থিত মাধম-পলম্ নামক স্থানঞ্জাত মাডাপালম্ আজকাল ‘বৃটিশ গুডস” রূপে ভারতে আমদানী হইতেছে । মাধবপলমে আর সে বস্ত্র বোন হয় না । ইংরাজবণিকৃগণ ঐ বস্ত্র একচেটিয়া করিবার জন্ত তথায় কুঠী স্থাপন করিয়াছিলেন । পরে তাহারই নমুনা লইয়া স্বদেশ হইতে সেই মাডাপালম্ বস্ত্র রপ্তানী কবিতেছেন। দুঃখের বিষয়, তাহাদেরই কুহুকে এ স্থানের সেই বস্ত্রবাণিজ্য লুপ্ত হইয়াছে। এখনও ভারতবর্ষের নানা স্থানে বয়নশিল্পের যথেষ্ট সমাদব আছে । স্থান বিশেষে উত্তম কাপে ট, কোন স্থানে বা উৎকৃষ্ট গালিচা, কোথা ও কার্পাস রেশমাদি বিনিৰ্ম্মিত স্বক্ষবাস, কোথা ও পশমজ শাল কম্বল এবং কোথাও জরি, সলমা প্রভৃতির পাড় বোন হইতেছে । বর্তমান ( ১৯০৬ খু: ) স্বদেশী আন্দোলনে উক্ত শিল্পের উত্তরোত্তর উন্নতি ঘটিবার সম্ভাবনা । নিম্নে উৎপন্নবস্ত্রাদি ও তাহাব স্থান ও বিভাগের নাম নির্দেশ করা গেল । আজমীঢ়, আলই, আলিগড়, আলাহাবাদ, আলবার, অম্বালা, অমৃতসর, অনন্তপুর, অন্ধগাও, আর্কট, আদোনী, আগ্রা, আহ্মদাবাদ, আর্ণি, আর, আসাম, আরঙ্গাবাদ, আজমগড়, বগরু, বহাবরী, বরাইচ, বঙ্গলুর, বাকুড়া, বন্ধ, বারাবাকী, বরাহনগর, বরাড়, বৰ্দ্ধমান, বরেল্লী, বহরমপুর (মাম্রাজ, বহরমপুর (মুর্শিদাবাদ ), বড়োদা, বসাহর, বস্তি, বতাল, বক্সার, বেলগাম, বেল্লারী, বারাণসী, ভাচুয়া, ভাগলপুর, ভাণ্ডার, বহাবলপুর, ভের, বিকানের, বীরভূম,বিষ্ণুপুর, বগুড়া, বোম্বাই, ভরোচ, ঝুলন্দসহর, বুর্হানপুর, কলিকাতা, কালিকট, কাম্বে, কাণপুর, চম্বা, চম্পারণ, চান্দা, চন্দেরী, ছত্রিশগড়, চিঙ্গলপৎ, কাকনাড়া, কাঞ্চীপুর, কড়াপা, কটক, ঢাকা, দরভাঙ্গা, দত্তিয়া, দিল্লী, দেরা গাজী খাঁ, দেরা ইসমাইল খ, ধরবাড়, দিনাজপুর, দীন নগর, দোগাছি, এলিমবড়, ইশোর, খরুধাবাদ, ফিরোজপুর, গোদাবরী, রাজমহেন্দ্রী, গোলকগু, গুরু, গুগৈর, গুজ রাস্বাল, গুজরাট, গুলবগা, গুরুদাসপুর, গোয়ালিয়র, গয়া, হায়দরাবাদ ( দাক্ষিণাত্য ), হায়দরাবাদ ( সিন্ধু ), হামামকুও, হর্গা, হসনসার, হোসঙ্গাবাদ, হাবড়া, হসিয়ারপুর, - জাফরগঞ্জ,