পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৫৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরাহ Verrat, Cochon, Pourceau ; Gffte Eber, Schwein ; গোড়-পদি ; গ্রীক-Choirok, হিন্দি—শুদ্ধার, জঙ্গলীশোর, ইতালী ও পর্তুগাল —Verro, Porco; 23a Sus Porcus, মলয়—ববি, ববি-আলস, ববিউটান ; মহারাষ্ট্র কুকর, রুষSvinza, cosa Verraco, Puerco, vềrga Svin ; czws আদাবি-কোকু, পণ্ডি ; ওয়েলস--Hweh Hweh, হিব্রু—হাজির ছজির ; শিঙ্গাপুর-বলুর। এসিয়ার নানাস্থানে এবং ভারত সমীপবৰ্ত্তী স্থানে যে বিভিন্ন বরাহশ্রেণী দেখা যায় তাহা সাধারণতঃ ৭ ভাগে বিভক্ত, ঐ ৭টি শাখার সংক্ষিপ্ত বিবরণ নিয়ে উদ্ভূত হইল : Sus Indicus Al S. scrofa sfR ÉG Hfq fqs qarqāfg– জৰ্ম্মণীর বন্তবরাহ হইতে এই জাতির অনেক পার্থক্য, কিন্তু তন্নিবন্ধন ইহাদিগকে একটি স্বতন্ত্র শাখাভূক্ত করা যায় না। ভারতীয় বরাহের মস্তক বৃহৎ ও কোণাকার এবং কপালাস্থিতল চেপটা, কিন্তু য়ুরোপায় বরাহগুলির উহা কুঞ্জগৃষ্ঠবৎ। ভারতীয় বরাহের কাণ ছোট ও ছুচাল, পক্ষাস্তরে পাশ্চাত্য বরাহের বড় ও লোটান। ভারতীয় বরাহ দৃঢ়কায় এবং দ্রুতগমনশীল ; জৰ্ম্মণদেশীয় বরাহ দৃঢ়কায় হইলেও স্থলোদর। এই দুই দেশের বন্য ছাড়া, পালিত বরাহের মধ্যেও নানাবিষয়ে এইরূপ পার্থক্য দেখা যায়। ভারতে উক্ত শ্রেণীর বল্লাহই প্রধান । বাঙ্গালার নানা স্থানে এই শ্রেণীর বরাহ দেখিতে পাওয়া যায়। আহারান্বেষণে বন হইতে গ্রামে বরাহ প্রবেশ করিলে গ্রামবাসিগণ দস্তাঘাতে আহত হইবার ভয়ে সশঙ্কিত হইয় পড়ে এবং বহু লোক একত্র ছইয়া বরাহ মারিতে উষ্ঠত হয় । দেশীয় লোকে বনমালাচ্ছাদিত ভূমে যাইয়া কুকুর সাহায্যে বরাহ শীকার করে ; কিন্তু যুরোপীয় শীকারীর প্রধানতঃ অশ্বপৃষ্ঠে আরোহণপুৰ্ব্বক বড়সা হস্তে শীকারের পশ্চাৎ পশ্চাৎ প্রধাবিত হয়, ইহাকে ইংরাজী ভাষায় Pig-sticking of প্রাণিতত্ত্ববিদগণের ধারণা এই যে, এই শ্রেণীর বরাহের চীনদেশ জাত শাবকাদি হইতে য়ুরোপের ও উত্তর-আফ্রিকার শূকরকুলের উৎপত্তি। উত্তরপশ্চিম ভারতে এই শ্রেণীর শূকরগুলি কখনও ৩৬ ইঞ্চের উদ্ধ হয় না। কিন্তু বাঙ্গালায় সাধারণতঃ উহার ৪৪ ইঞ্চ পৰ্য্যস্ত বড় হয়। রোমরাজ্যে যে সকল শূকর দেখা যায়, তাহার প্রধানতঃ চীন, কোচীন-চীন ও গুামরাজ্য-জাত শাবকাদি হইতে উৎপন্ন ; আন্দালুসিয়া, হাঙ্গেরিয়া, তুরুষ্ক, সুইজলও এবং দক্ষিণপূৰ্ব্ব যুরোপে বিদ্যমান শূকরগুলি এই শাখারই অস্তভুক্ত। বাঙ্গালায় অপর এক শ্রেণীর শুকর ( S. Bengalensis ) XVII \లిసి [ &te 1 বরাহ আছে। পূৰ্ব্বোক্ত শ্রেণীর সহিত এই শ্রেণীর শারীরিক গঠন বিষয়ে বিশেষ পার্থক্য দেখা যায়। আন্দামান দ্বীপের শূকরগুলি S. Andamensis এবং মলয়-প্রায়োদ্বীপ ও তৎ সমীপবৰ্ত্তী স্থান-জাত **R* S. Malayensis atta virs qțītotā stra gttn S. verrucosus শ্রেণীর শূকব আছে। উহাদের গওহরের পাশ্বস্থ মাংসপিণ্ড অপেক্ষাকৃত স্থল ও দীর্ঘ, মুখাকৃতি দেখিলেই ভয়ের উদ্রেক হয় ; কিন্তু অপরাপর বরাহশ্রেণীব অপেক্ষ ইহার স্বভাবতঃই ভীরু । সিংহল, বোর্ণিও প্রভৃতি দ্বীপের S. barbatus শ্রেণীর শূকব S. Indicus শ্রেণী হইতে সম্পূর্ণ বিভিন্ন। বোর্ণিও দ্বীপজাত বরাহের করোটাব সাদৃশু এবং অন্তান্ত অঙ্গ প্রতাঙ্গের পার্থক্য দেখিয়া মিঃ ব্লাইথ, S. Zeylanonsis atrą wtws একটা শাখার উল্লেখ করিয়াছেন । নিউগিনিদ্বীপজাত বরাহ ৪ Papuenais নামে খ্যাত । উত্তর-ভারতের শাল-বনে এক প্রকাৰ ক্ষুদ্রকায় শূকর ( Porcula sylvania ) attē, gwistą লোকে উহাদিগকে ছোট শূয়র বা সানো বেনেল বলে। উহাবা বনের নিবিড়তম দেশে দলবদ্ধ হইয়া বাস করে। উহাদের পুং শূকরগুলি প্রধানতঃ দলরক্ষা করিয়া থাকে। Guinea. pig নামে আরও একটা অতিক্ষুদ্র শুকর জাতি দেখিতে পাওয়া যায়। উহারা সাধারণতঃ মৃত্তিকাগর্ভে বা তৃণমণ্ডিত ক্ষেত্রে বাস করে এবং তৃণপল্লবদি দ্বারা জীবন ধারণ করিয়া থাকে। aftsfri 8 Ft útgi ệzo Sus leucomystax zifra *if* 2 একশ্রেণীর শূকর দেখিতে পাওয়া যায়। এতদ্ভিন্ন জাপানে আরও এক প্রকার বিকৃতমুখ ও দীর্ঘ-শৃঙ্গবিশিষ্ট শূকর আছে। প্রাণিতত্ত্ববিদগণ উহাদিগকে S, pliciceps শাখাভূক্ত করিয়াছেন । উহাদের গাত্ৰচৰ্ম্ম লম্বমান গভীর ও কুঞ্চিত। ইংরাজীতে ইহাদিগকে musked pig Rz 1 offIFF 8 Musked Boargo অভাব নাই । যুবোপজাত অপরাপর বরাহের অপেক্ষ ইহাদের গণ্ডাস্থি প্রবর্কিত, শৌবন-দস্তু-স্থালীর অস্থি অপেক্ষাকৃত বিবৰ্দ্ধিত ও উন্নত ; এই কারণে ইহাদের উভয় দিকের হযুদেশ (maxillary bone) ও দন্তমূলাস্থির মধ্যে একটা খাল (Canal) হইয়া পড়িয়াছে। তজ্জন্ত উহার শেষভাগে মাংসের gå (Tubercle) সমুৎপাদিত দেখা যায়। পাশ্ব গওদয় শীত এবং নাসিকান্থি সমুন্নত না হওয়ায় ইহাদেব মুখ অতি কদাকার ও ভীতিপ্রদ হইয়াছে। প্রাণিতবিদ F. Cuvier বিশেষ পর্যবেক্ষণ দ্বারা Babiuaa নামে আর একটা বরাহশ্রেণীর উল্লেখ করিয়াছেন। তিনি মলয় ভাষার ববি শব্দে বরাহ ও রসা’ শব্দে হরিণ গ্রহণ করিয়া এই শ্রেণীকে একটা মাঝামাঝি নাম দিয়াছেন ।