পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৬৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৰ্দ্ধমান [ ৬৩৬ ] বৰ্দ্ধমান বৰ্দ্ধমানের ৩• ক্রোশ দূরে সামস্তপত্তন, (এখানে করতোয়ানদীधवांश्उि ) । ( १ श्रशाब्र) উদ্ধৃত গ্রামনগরারি নাম হইতে বোধ হইতেছে যে, বর্তমান হুগলী,নদীরা ও পাবনা জেলার কতকাংশ পূৰ্ব্বে বৰ্দ্ধমান প্রদেশের অস্তুতি ছিল । বর্তমান সময়ে বৰ্দ্ধমান জেলায় জনাকীর্ণ নগরসমূহের মধ্যে বৰ্দ্ধমান, কালনা, শুামবাজার, রাণীগঞ্জ, জাহানাবাদ, বালী, কাটোয়া,দাইহাট এই ৮ট সন্থর প্রধান। এই ৮টির মধ্যে বদ্ধমানে প্রায় ৪০ হাজার এরং ট্রাইহাটে প্রায় ১০ হাজার লোকের বাস। বর্তমান গওগ্রামসমূহের মধ্যে থওঘোষ, ইন্দাস, সলিমাবাদ, গাঙ্গুরিয়া, সাহেবগঞ্জ, ভাতুরিয়া, মঞ্জেশ্বর, ভাউসিংহ, ভগবতীপুর, মঙ্গলকোট, উদ্ধানপুর, বুদবুদ, আউসগ্রাম, সোণামুখী, কসবা, দিগনগর, মানকর, কাক্সা, নিয়ামতপুর, গোঘাট, কোতলপুর, রায়ন ও সলিমপুর এই ২৪ খানি গ্রাম প্রধান। ঐ সকল গওগ্রামে বহু লোকের বাস । উক্ত নগর গ্রামাদির মধ্যে কালনা একটি বাণিজ্যকেন্দ্র, এখানে সহস্ৰাধিক বিপণী সুশোভিত। মুসলমান আমলেও এই স্থানের বিশেষ সমৃদ্ধি ছিল। সে সময়ে কালনার পাশ্ব দিয়া গঙ্গা প্রবাহিত ছিল। প্রাচীন কালনায় আর বাণিজ্যকেন্দ্র না থাকিলেও তথায় বহু সম্রাস্ত লোকের অস্থাপি বাস আছে। বহু বিপণীমণ্ডিত নুতন কালনা বদ্ধমানের মহারাজের যত্নে নিৰ্ম্মিত। রাণীগঞ্জের কয়লার থনি জগদ্বিখ্যাত । [ রাণীগঞ্জ দেখ। ] দারিকেশ্বরনদীর তীরে জাহানাবাদ, এখানে মহকুমা ও বহু সম্বাস্তু লোকের বাস আছে। বালিগ্রাম ও দারিকেশ্বরের তীরে, পূৰ্ব্বে এই স্থান ব্রাহ্মণকায়ন্থের সমাজ বলিয়া গণ্য ছিল। ভাগীরথী ও অজয়ের সঙ্গমস্থানে প্রসিদ্ধ কাটোয় নগরী, এখানে বহু ধনী বণিকের বাস। বহু পূৰ্ব্ব হইতেই কাটোয়ার সমৃদ্ধির পরিচয় পাওয়ায় যায়। নবাব আলীবর্দীর সময়ে মরাঠাদিগের উৎপাতে কঁাটোয়ার যথেষ্ট ক্ষতি হইয়াছে। এখনও ফঁাটোয়া একটি প্রধান বাণিজ্য স্থান বলিয়া খ্যাত । [ কাটোয়া দেখ। ] ভাগীরথীর তীরে দাইহাট অবস্থিত।—পূৰ্ব্বে এই স্থানও বিশেষ সমৃদ্ধিশালী বলিয়া গণ্য ছিল। এখনও এখানে নানা ব্যবসায়ীর বাস দেখা যায় ও বাণিজ্যের জন্ত প্রসিদ্ধ। বৰ্দ্ধমান জেলায় পতিত জমি নাই। সকল জমিতেই প্রায় চাষ হইয়া থাকে । এখানে বন্ত পখাদির মধ্যে রাণীগঞ্জের জঙ্গলে আল্পসংখ্যক বা, ভয় ক ও নেকড়ে দেখা যায়। বিষধর স্বপের অভাব নাই । পক্ষীর মধ্যে বস্ত কুকুট, পাতি স্থাস, बबूझ, রাজহাস, বল্প কপোত, তিত্তির ও বটের পাখী প্রায়ই দেখা যায় । ■ 縣 এই জেলার শতকরা ৮• জন হিন্দু, ১৮ জন মুসলমান, বাকী ভিন্ন ধৰ্ম্মাবলম্বী। হিন্দুর মধ্যে বাদী ও সগোপের সংখ্যাই অধিক। তৎপরে সংখ্যানুসারে যথাক্রমে ব্রাহ্মণ, বাউরি, গোয়ালা, চামার, ডোম, বেশিয়া, কায়স্থ, কৈবর্ত, তেলী, কলু, হাড়ী, তত্ত্ববায়, কৰ্ম্মকার, শুড়ি, নাপিত, চণ্ডাল, কুম্ভার, মোদক, ছুতার ( বড়ই ) । মুসলমানের মধ্যে সকলেই প্রায় স্বল্পী, অল্পই শিয়া । খৃষ্টান সম্প্রদায়ের সংখ্যা সহস্ৰাধিক হইবে না। তন্মধ্যে যুরোপীয় ও ইউরেসিয়ানদিগের সংখ্যাই বেশী, দেশী খৃষ্ঠানের সংখ্যা সাৰ্দ্ধ শতাধিক হইবে না । পূৰ্ব্বে বৰ্দ্ধমান জেলায় বহু লোকের বাস ছিল। ১৮৬৬ খৃষ্টাব্দে ম্যালেরিয়া দেখা দেয়, সেই পৰ্য্যস্ত ম্যালেরিয়ায় এখানকার লোকসংখ্যা বড়ই কমিয়া আসিতেছে। অল্প দিন হইতে সামান্স উন্নতি বোধ হইতেছে। মাঘ হইতে আষাঢ়ের প্রথমাংশ পৰ্য্যন্ত এই জেলা বেশ স্বাস্থ্যকর থাকে, তৎপরে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে জরেরও প্রাদুর্ভাব ঘটে। জলে অধিকাংশ স্থলই আর্দ্র থাকে, জলনিকাশের ও তেমন সুবিধা না থাকায় ঠাণ্ডীয় ও আহারের দোষে অনেকেই পীড়িত হইয় পড়ে। কোন কোন বর্ষে আবাব ভীষণাকার ধারণ করে। সাধারণের বিশ্বাস, যে রেলেওয়ে বাধ হওয়া পৰ্য্যন্ত জল নিকাসের অসুবিধা ঘটায়, বড় বড় নদীৰ গতি পরিবর্ধিত হওয়ায়, বন্ত আসিয়া পূৰ্ব্ব সঞ্চিত আবর্জন সকল ধৌত করিবার সুবিধা না থাকায়, ছোট ছোট নদী নাল শুষ্ক হওয়ায় এবং সেই সঙ্গে অনেক স্থলে বিশুদ্ধ পানীয় জলের অভাব ঘটায় ৰদ্ধমান জেলা এরূপ অস্বাস্থ্যকর হইয়া পড়িয়ছে । তাই জেলার উন্নতিবিধানের জন্য দামোদর হইতে এডেন খাল, বৰ্দ্ধমান সহরে জলের কল ও অপরাপর স্থানে ভাল পানীয় জল সরবরাহের বন্দোবস্ত করা হইয়াছে ও হইতেছে। রেলওয়ের সুবিধার জন্ত দামোদবের বাধ নিৰ্ম্মিত হইবার পূৰ্ব্বে বৰ্দ্ধমান জেলায় নিয়ত বস্ত হইত। ১৭৭৭,১৮২৩ ও ১৮৫৫ খুঃাৰো যে বস্ত হইয়াছিল, তাহাতে বহু লোক ধনে প্রাণে মারা যায়। বাধ হওয়া পৰ্য্যস্ত বস্তার প্রকোপ কমিয়াছে। ১৮৬৬ খৃষ্টাব্দে বৰ্দ্ধমানে তুর্ভিক্ষ দেখা দেয়। এ সময়ে মোট চাউলের মণ ১০ টাকা হইতে ৫০ টাকা হইয়াছিল। g এখানে দেশীরগণের যত্নে ধুতি, সাড়ী প্রস্তুত হইয়া নান স্থানে প্রেরিত হইয়া থাকে। সোণ, রূপা ও পিত্তল কাসার জিনিসও এখানে যথেষ্ট তৈয়ারী হুইতেছে। এখানকার জমি বেশ উর্বর, সেই জন্য একটুও পড়িয়া নাই। শস্তাদিও যথেষ্ট উৎপন্ন হয়। এখানকার খরচ কুলাইয় উদ্ভূক্ত থাকে। এখান