পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৬৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৰ্দ্ধমান হইতে চাউল, তামাক, নানাপ্রকার ফলায়, গোম, সরিষা, পাট, চিনি, লবণ, দেশী ধুতি, তুলা প্রভৃতি অন্ত স্থানে রপ্তানী হয় এবং এখানে বিলাতী কাপড়, বিলাতী জিনিস, লৌহ, লবণ, গরম মসলা, নারিকেল ও এরও তৈল আমদানী হুইয়া থাকে । এই জেলায় ইষ্ট ইণ্ডিয়া রেলওয়ের মেমরি, শক্তিগড়, বৰ্দ্ধমান, কামুজংসন, মানকর, পানাগড়, দুর্গাপুর, অগুলি, রাণীগঞ্জ, সিয়ারসোল, নিম্চ, আসনসোল, সীতারামপুর, বরাকর, গুস্কর ও ভেদিয়া প্রভৃতি ষ্টেলনেই অধিকাংশ আমদানী রপ্তানীর চালান হইয়া থাকে। রাগীগঞ্জে বরণকোম্পানীর এক বৃহৎ কারপানা আছে, তাহতে পাইপ, ইষ্টক ও নানা প্রকার মুখ টালিখোলা প্রস্তুত হইতেছে। এই জেলায় ৪টি জেল ও ১৭টি থানা আছে। এতন্মধ্যে ৮টি থানা সদরের অধীন যথা—বৰ্দ্ধমান, সাহেবগঞ্জ, খওঘোষ, রায়না, গাঙ্গুড়, সলিমাবাদ, বুদবুদ ও আউসগ্রাম। ৩টি থান রাণীগল্পের অধীন যথা-রাণীগঞ্জ, আসনসোল ও কক্সা । ৩টি থান কাটোয়ার অধীন যথা-কাটোয়, কেতুগ্রাম ও মঙ্গলকোট এবং ৩টি থান কালনার অধীন যথা-কালনা, পূৰ্ব্বস্থলী ও মন্ত্রেখর । ঐ গুলি আবার ৭১টি পরগণায় বিভক্ত । ৩ উক্ত জেলার সদর মহকুমা, অক্ষা” ২২° ৫৭৩০% হইতে ২৩° ৩২' উঃ এবং দ্রাধি” ৮৭°৩২৪৫% হইতে ৮৮°১৬৪৫' পূঃ । डू°बिभा१ २२8२ दर्शभाहेल । ৪ উক্ত জেলার প্রধান নগর ও সদর, বাক নদীর তীরে অবস্থিত । অক্ষা” ২৩:১৪/১০% উঃ ও দ্রাঘি” ৮৭°৫০৫৫' পূঃ। লোকসংখ্যা প্রায় ৩৫ হাজার। ১৮৬৩ খৃষ্টাব্দ হইতে অনর্থকর জরে এই সহর উৎসন্ন প্রায় । এখন মহারাজের ব্যয়ে জলের কল ও মিউনিসিপালিটির চেষ্টায় বৰ্দ্ধমান সহরের অনেকটা উন্নতি হইয়াছে। পূৰ্ব্বে এখানে বৰ্দ্ধমান বিভাগের কমিসনব সাহেব বাস করিতেন। এখানকার বদ্ধমান-মহারাজের সুবৃহৎ প্রাসাদ, তাহাদের প্রতিষ্ঠিত অষ্টোত্তরশত শিবমন্দির এবং পীরবহরমের মসজিদ দেখিবার জিনিস। ১৬২৪ খৃষ্টাব্দে শাহজাদা খুরম (পরে শাহজাহান ) বৰ্দ্ধমান অধিকার করেন। ১৬৯৫ খৃষ্টাব্দে শোভাসিংহ বৰ্দ্ধমানাধিপতিকে নিহত করিয়া বৰ্দ্ধমান অধিকার করেন। অবশেষে বৰ্দ্ধমান-রাজকুমারীর হস্তে র্তাহার আয়ু শেষ হয় ; বৰ্দ্ধমান জেলার ইতিহাস প্রসঙ্গে পূৰ্ব্বেই সে কথা বলা হইয়াছে। এখানে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর বড় ষ্টেসন আছে। এখানকার সীতাভোগ ও মতিচুর প্রসিদ্ধ। বদ্ধমান (মেরু বর্ধমান ), উত্তরভারতের কাশ্মীর উপত্যকার পুৰ্ব্বপার্শ্ববৰ্ত্তী একটা মুদীর্ঘ উপত্যক। একটা উচ্চচুড় পৰ্ব্বতवाब फेख फेख्द्र फेशकाका •ब्र-गtद्र दिश्छि। ऐश फेडब्र XᎳᎥᎥ [ ७७१ ] ళ్కీ বৰ্দ্ধমানপতি جحجيجيتيسبيعي يعية দক্ষিণে প্রায় ৪• মাইল লম্ব এবং প্রন্থে প্রায় সিকি মাইল। ইহার চতুঃসীমাস্থিত পৰ্ব্বতরাজি তুষারাবৃত শিখরে দণ্ডায়মান। এই উচ্চচূড় পৰ্ব্বতগুলি চারিদিকে বিদ্যমান থাকায় ইহার নিম্নদেশে সূৰ্য্যকর স্পর্শ করিতে পারে না । বৰ্দ্ধমান নদী এই পৰ্ব্বতমালা ভেদ করিয়া চন্দ্রভাগায় মিলিত হইয়াছে। এখানে কয়েকখানি গ্রামে অতি অল্পলোকেরই বাস আছে, তাহারা এখানকার কঠোর শীত সন্থ করিতে সমর্থ। বৰ্দ্ধমান, স্বনামখ্যাত কএকজন গ্রন্থকর্তা। ১ কাতন্ত্রবিস্তুররচয়িত । ২ ক্রিয়া গুপ্তক, সিন্ধরাজবর্ণন ও গণরত্নমহোদধিপ্রণেতা। ইনি ১১৪০ খৃষ্টাব্দে শেষোক্ত গ্রন্থখানির একখানি টীকা রচনা করিয়াছিলেন। সুপ্রসিদ্ধ পণ্ডিত গোবিন্দ স্থরি ইহার গুরু ছিলেন । ৩ নানাশাস্ত্রার্থনির্ণয়রচয়িতা । ৪ শ্রাদ্ধপ্রদীপ প্রণেতা । ৫ একজন প্রাচীন কবি । ও একজন বিখ্যাত জ্যোতিৰ্ব্বিদ, বরাহমিহির ইচ্ছার নামোল্লেখ করিয়াছেন । বৰ্দ্ধমান উপাধ্যায়, ১ কিরণাবলী প্রকাশ,খগুনথওখাষ্মপ্রকাশ, তত্ত্বচিন্তামণি প্রকাশ, স্তায়কুসুমাঞ্জলি প্রকাশ, স্তায়নিবন্ধ প্রকাশ, স্তায়পরিশিষ্টপ্রকাশ, স্তায়লীলাবতী প্রকাশ এবং প্রমেয়তত্ববোধ প্রভৃতি গ্রন্থ রচনা করেন। ইনি গঙ্গেশ বা গঙ্গেশ্বরের পুত্র মধ্যে পরিগণিত । ২ এক জন ৰিখ্যাত পণ্ডিত । ইনি কবিশ্রেষ্ঠ ও মহাধৰ্ম্মধিরাজ ভবেশের পুত্র ; পিতার নিকট বিদ্যাশিক্ষা লাভ করেন। গঙ্গীকৃত্যবিৰেক, দণ্ডবিবেক, ধৰ্ম্মপ্রদীপ, পরিভাষাবিবেক, স্মৃতিতত্ববিবেক, স্থতিতৰামৃত, স্থতিতত্বামৃতসারোদ্ধার ও স্মৃতিপরিভাষা প্রভৃতি গ্রন্থ ইষ্ঠার রচিত বলিয়া প্রকাশ। রঘুনন্দন, কমলাকর ও কেশব ইহার মত উদ্ধত করিয়াছেন। বৰ্দ্ধমানক (ত্রি ) বর্ধমান স্বার্থে সংজ্ঞায়াং বা কন। ১ বৃদ্ধি বিশিষ্ট্র। ( পুং ) ২ শরাব । ( অমর ) ৩ এরওবৃক্ষ । ও আরত্রিক, আরতি । “নটনৰ্দ্ধকগন্ধৰ্ব্বৈ পূর্ণকৈবর্ধমানকৈ । নিত্যোদযোগৈশ্চ ক্রীড়াতিস্তত্রাপ্যপরিহর্ষিতা ।” বর্ধমানগণ, কুমারপ্রশস্তিকাব্যরচলিত। ইনি হেমচক্সের শিষ্য ছিলেন । বৰ্দ্ধমানবীর (রা) ১ বর্ধমানের প্রবেশপথ। ২ হস্তিনাপুর রাজ্যের প্রবেশদ্বার । বৰ্দ্ধমানপুর (র) গ্রামবিশেষ গুজরাতের একটি প্রধান নগর । বৰ্দ্ধমানপুরীয় (ত্রি ) বৰ্দ্ধমান নগর সম্বন্ধীয়। তন্নগরজাত । ৰংমনপতি (পুং) বর্ধমানন্ত পতিঃ । বৰ্দ্ধমানপুরের অধিপতি ।