পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৬৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ষাধিপ নরপতিরা পরস্পর প্রীতিকামনায় অদ্ভুত দর্শন ও তুষ্টকর দ্রব্য সকল পরম্পরকে দান করিতে অভিলাষী হন। কর্তা ও ত্রয়ীশাস্ত্র জগতে অবিকল ও সত্য থাকে। কাহারও বুদ্ধি শাস্ত্রজ্ঞানে অভিনিবিষ্ট এবং কেহ কেহ আম্বীক্ষিকী শাস্ত্রে পরম পদ লাভে চেষ্টত হয়। বুধগ্রহের নিজবর্ষ ও মাসে এইরূপে পৃথিবী হাস্যজ্ঞ, দূত, কবি, বালক, নপুংসক, যুক্তিজ্ঞ, সেতু জল ও পৰ্ব্বতবাসিগণের তৃপ্তি ও পৃথিবীতে ওষধিগণের প্রচুরতা সম্পাদন করেন । বৃহস্পতি বর্ষাধিপতি হইলে, যজ্ঞোচ্চারিত বিপুল আকাশগামী বেদধ্বনি যজ্ঞদ্রোহিগণের মন বিদীর্ণ করিয়া, দ্বিজবর ও যজ্ঞাংশভাগীদিগের হৃদয়ানন্দকররূপে ভ্রমণ করে । ক্ষিতি উত্তম শস্তবতী, অনেক হস্তী, অশ্ব, চতুরঙ্গ সেনা, মহাধন, গোকুল ও ধনশালিনী হইয়া নরপতিগণে পালিত ও বৰ্দ্ধিত হইতে থাকে । জনগণ স্বগীয় লোকের ন্যায় স্পৰ্দ্ধার সহিত বিরাজ করে । গগনোন্নত বিবিধ বর্ণের পয়োদগণ তৃপ্তিকর জল দ্বারা পৃথিবী পূর্ণ করিতে থাকে স্বরগুরু বৃহস্পতির শুভবর্ষে এইরূপে পৃথিবী বহু শস্তযুতা ও সমৃদ্ধিশালিনী হইয় উঠে। শুক্র বর্ষাধিপতি হইলে, ধরাধর তুল্য জলদপটল বারিধাব বর্ষণ করিতে থাকে। তাহাতে পৃথিবী পূর্ণ হইয়া যায়, তড়াগ সুন্দর সরোরুহজালে আকীর্ণ হয় । পৃথিবী নবালঙ্কারে অলস্কৃত হইয়া উজ্জ্বলাঙ্গী নারীর দ্যায় শোভা পায় এবং বহু শালী ও ইক্ষু উৎপাদন করে। ভূপতিগণের জয়শব্দে দিওঁ মণ্ডল ধ্বনিত হয়। শত্রদল বিধ্বস্ত হয়, রাজগণ দুষ্ট দমন ও শিষ্টপালন করিয়া নগর ও আকর সহ সমুদায় পৃথিবী পালন করিতে থাকেন । বসন্ত ঋতুতে মানবগণ কামিনীগণসহ পুনঃ পুনঃ মধুপান করিয়া বেণু বীণ সহ বার বার শ্রবণমধুর গান গাইতে থাকে এবং অতিথি সুহৃৎ ও স্বজনগণসহ একত্র অন্নভোজন করে । শুক্রের বর্ষে এইরূপে মঙ্গলপ্রাধান্তই সুচিত হয় । শনি বর্ষাধিপতি হইলে দুৰ্ব্বত্ত দস্থ্যগণের উপদ্রবে ও বহু সংগ্রামে রাজ্য সকল আকুল হইয়া উঠে, অনেক ধৰ্ম্ম ও পশু নষ্ট হইয়া নরগণ বন্ধুজন বিয়োগে অতিশয় রোদন করিতে থাকে । ক্ষুধ ও সংক্রামক ব্যাধির প্রকোপে মানুষ আকুল হইয় পড়ে। অন্তরীক্ষে বায়ু বিক্ষিপ্ত মেঘ আর দেখা যায় না। ধরাতলে একটী পল্লব ও অক্ষত বা অকল্প অবস্থায় থাকে না । আকাশে চন্দ্র ও স্বৰ্য্যকিরণ অত্যধিক ধূলিপতনে ঢাকিয় ফেলে । জলাশয় জলহীন এবং সরিৎ সকল ক্ষীণস্রোত হইয়া পড়ে । কোথাও জলাভাবে শস্ত সকল নষ্ট হইয়া যায় । কোথাও বা জলসিক্ত ভূভাগে উহারা পুষ্টি প্রাপ্ত হয়। এইরূপে দিবাকরবংশধর শনির বর্ষে ইন্দ্র পঞ্চশস্ত প্রদ জল বর্ষণ করিয়া থাকেন। ৬৫৪ ] বর্ষাবর্তী ফলতঃ যে গ্রহ ক্ষুদ্র, অপটুকিরণ, নীচগামী বা অন্তদ্বারা বিজিত হন, তিনি সকল ফল ও পুষ্টিদাতা হইতে পারেন না । অশুভগ্রহ বর্ষাধিপতি ও মাসাধিপতি হইলে তাহার মাসজাত ফলের বৃদ্ধি হয়, অন্তথা শুভফল ও যাপ্য হইয়া থাকে। ( বৃহৎসং ১৯অঃ ) বর্ষায়ুত (ত্রি) বর্ষাকালে লন্ধ। বৰ্ষাপ্রাপ্ত। (কাতা শ্ৰেী ৪,৬১৮) বর্ষাপ্রভঞ্জন (পুং ) ঝটিকা । বর্ষাপ্রিয় ( পুং ) চাতকপক্ষী । ( ত্রিক{• ) বর্ষাবীজ ( ক্লী ) মেঘ । বর্ষাভ ( দেশজ ) ভেক। বর্ষাভব (পুং) বর্ষাক্ষ ভবতীতি ভূ-অচ, বর্ষাস্থ ভব উৎপত্তি র্যন্ত বা । রক্তপুনন বা । ২ পুননবা । ( রাজনি" ) (ত্রি ) ৩ বর্ষায় উৎপন্ন মাত্র । বর্ষাভূ (পুং স্ত্রী) বর্ধাস্ক, ভবতীতি ভূ-ক্ষিপ, ১ ভেক। “মওক প্রবগে ভেকো বর্ষাদ্ভুদ রে হরি।” (ভাবপ্রঃপূঃ) ২ ইন্দ্রগোপ । ( রাজনি• ) ৩ ভূলতা । ( মেদিনী ) ( স্ত্রী ) ৪ রক্ত পুননবা । (পৰ্য্যায়মুক্তাবলী) ও শ্বেতপুনন বা । ( চক্রদ") ৭ পুননবা । “তিলপর্ণিকা বর্ষাভূ চিত্রমূলকপোতিকালম্বনপলাধুকলায়প্রভূতীনি।” ( মুশ্রুত সুত্রস্থান ৪৫ অঃ ) ৭ ভেকা । ( ভরতধৃত রসরত্নাকর ) ( ত্রি ) ৮ বর্ষণজাত মাত্র । বর্ষাভুশাক (পুং ) পুনন বা শাক, চলিত শ্বেতপুণ্য শাক । মরাঠী-ঘেণ্টল, কণাড়ী-বেল্লভূকিলু। ইহার গুণ-কফ, অগ্নিমান্দ্য ও বাতহর, রুক্ষ্মজর এবং গুল্ম, প্লাহ ও শুলনাশক। বর্ষাভী ( স্ত্রী) বর্ষাভূ-উীপ, । ১ ভেকী। ২ পুননবা । বর্ষামদ ( পুং ) বর্ষাস্থ মাস্থতি ইতি মদ-অচ, । ময়ূর। বর্ষান্ধু । ক্লী ) বৃষ্টিজল। বর্ষাসুপ্রবাহ (পুং ) বর্ধাঞ্জলসঞ্চয়ার্থ জলধারা । বর্ষাস্তুঃপারণ ব্রত (পুং ) বর্ষাস্তে বৃষ্টিজলং তস্ত পারণং উপ বাসাস্তে পানং ব্রতমিব ব্ৰতং যন্ত । চাতকপক্ষী । বর্ষাযুত ( ক্লী) অযুত বৎসর। বর্ষারাত্র (পুং ) বর্ষাণাং রাত্রি: ততঃ সমাসান্তোহচ। ১ বর্ষ। কালীন রাত্রি। ২ বৰ্ষাঋতু। বর্ধার্টিস (পুং ) বর্ষায় অর্জিীপ্তিরস্ত। মঙ্গলগ্রহ (শঙ্করা) বর্ষাল (পুং ) পৃক্ক, চলিত পিড়িং। (বৈষ্ককনি), বর্ষালঙ্কায়িকা ( স্ত্রী) পৃক্কা, পিড়িং শাক । ( ভরত ) বর্ষালা, পাণিনীয় উর্যাদিগণোস্থত একটা শব্দ। ( পা ১৪৬১ ) বর্ষাবৎ (ত্রি ) বর্ষাসদৃশ । বর্ষাবর্তী ( স্ত্রী ) ভূকীটবিশেষ, চলিত ইন্দ্রগোপ কীট। ২ ভেক পত্রী। ৩ পুননবা । ( অমরমাল )