পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৬৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসহদ্বীপ [ Sèg }. बनईवैौत्र · মরাঠালৈভ প্রথমে জর্ণানদীর পরপারে অবস্থিত একটী ক্ষুদ্র তুর্গ অধিষ্কার করিয়া বসিল। এই সময়ে লুই-ডি-ৰটেলহে আলসেটার শাসনকর্ত, তিনি করঞ্জরক্ষায়, কাপ্তেন পেরিয়া ৰসই চুৰ্গরক্ষায়, এবং কাপ্তেন কেরাজ বলোর সেনাবাল-রক্ষার নিযুক্ত হইলেন। এদিকে তোল্লুরা গোয় আক্রমণ করিলেন। मशंत्रांड्रेप्नमां★छि किंमनांछि अश्न दश् नछ लहेब्रा ठू#खन कब्रिग्री পর্তুগীজদিগের সহিত সন্মুখ যুদ্ধে অগ্রসর হইলেন। অপরদিকে মরাঠালৈষ্ট বালসেটা অবরোধ করিয়া বরসোবা ও ধারাৰি দ্বীপ দখল করিয়া বসইর পূর্বাংশের খাড়ী জাটুকাইয়া বসিল, কাজেই বাহির হইতে পর্তুগীজদিগের সাহায্যের আশাও দূর হইল। ১৭০৯ খৃষ্টাব্দে ১৭ই ফেব্রুয়ারী মরাঠালৈষ্ঠ বসই দুর্গ অবরোধ করে, তিন মাসের অধিককাল অবরোধের পর পর্তুগীজের | পরিত্যাগ করিল। হইল। এ সময়ে বসই নগরে সম্রাস্ত হিন্দুর বাস ছিল না, এখানকার অধিকাংশ অধিবাসীই পর্তুগীজনিগ্রহভয়ে খৃষ্টধৰ্ম্ম গ্রহণ করিতে বাধ্য হইয়াছিল। পেশবা মাধবরাও তাহাদিগকে পুনরায় হিন্দুসমাজে তুলিয়া লইবার জন্ত কএকজন ব্রাহ্মণ নিযুক্ত করিয়া দিলেন। সেই সকল ব্রাহ্মণের ভরণপোষণের জন্য এক কর নির্ধারণ করেন। বলিতে কি পেশবার এই সহৃদয়তায় বহু জাতিচু্যত হিন্দু প্ৰায়শ্চিত্ত করিয়া আবার হিন্দুসমাজে স্থান পাইল । ক্রমে ক্রমে মহারাষ্ট্র ও গুর্জর হইতেও বহু সন্ত্রাস্ত লোক আসিয়া এখানে বসতি করিল, তন্মধ্যে প্রভুকায়স্থগণই প্রধান। অদ্যাবধি বসই সহরে প্রভুকায়স্থগণই ধনে জনে শ্রেষ্ঠ। বর্তমান বসই সহর বাঞ্জিরাওর নামানুসারে বাজিপুর নামে খ্যাত এবং সমস্ত বসই জেলা ১৬১ট মৌজায় বিভক্ত, ইহার মধ্যে ৪ খানি ইনাম। এই সকল মৌজা গ্রামের মধ্যে খানিবড়েমে একটা ছোট বন্দর, দক্ষিণপূৰ্ব্বে মাণিকপুর মহলে রেলওয়ে ষ্টেসন, উত্তরে অবনালি বা অগাসি মহাল, সর্বনে প্রসিদ্ধ ई{, শৈলময় ফুলারিতে প্রসিদ্ধ তুঙ্গারেশ্বরের মন্দির, নিৰ্ম্মলে প্রসিদ্ধ বিমলেখয়তীর্থপূর্ণারকে বা স্থপারে প্রাচীন তীর্থ ও প্রসিদ্ধ বদর, এবং বাজীপুরের নিকটবর্তী পাপরি গ্রামে বহু সংখ্যক চিৎপবন, করাঢ় ও দেশস্থ ব্রাহ্মণ এবং পলশ,সোণার প্রভৃতি অপরাপর নিম্ন আত্মসমর্থন করিতে বাধ্য হইল। সেই পরাজয়ের সহিত এখান কার পর্তুগীজদিগের গৌরব্য অন্তমিত হইল, অষ্টাহের মধ্যে | পর্তুগীজের স্ব স্ব ধনজন লইয়া চিরদিনের জন্ত সাধের বসই । | বসই মরাঠাদিগের হস্তগত হইলেও এখানকার রাজধানীর সৌন্দর্য্য নষ্ট হয় নাই, অল্প দিন মধ্যেই একজন ‘সরস্বভা’ নিযুক্ত হইলেন, বাণকোট নদী হইতে দমন পর্যন্ত তাহার শাসনাধীন। শ্ৰেণীয় বাল আছে। বাৰুি রাজস্ব আদায় প্রায় ১৮•৩৭ টাকা। o ४१v० भूहेitण ऐ१ब्रांज cननांगठि १७ोॐ ५२ निमजदरब्रांरभग्न পর বসই অধিকার করেন, তৎপরে ১৭৮২ খৃষ্টাৰে সলৰাইর সন্ধি जळूनांरब्र हेडैहेसिब्र ८कांग्wiांनैौ भद्रां#ांमिश्रंक ७ोहे शांम शंक्लिग्नां দেন। অবশেষে ১৮১৮ খৃষ্টাব্দে পেশৰাকে পদচ্যুত করিয়া তাহার অপরাপর অধিকারের সহিত বসইদ্বীপও বোম্বাই-প্রেসিডেন্সীর সামিল হইল। ১৮৪• খৃষ্টাব্দে বসইর পাশ্ববৰ্ত্তী কল্যাণ-খাড়ীতে বাধ প্রষ্ঠতের জষ্ঠ কোর্ট অব ডিরেক্টার আদেশ করেন। এই বাধ হওয়ায় সমুদ্রের জল আর উঠিতে পারে না, তাহাতে অনেক জমি উদ্ধার হইয়াছে। ১৮৭২ খৃষ্টাৰে রেলওয়ে কোম্পানি একটা সুদৃঢ় লৌহ-সেতু নিৰ্ম্মাণ করিয়া বসইকে বোম্বাইর সহিত সংযোজিত করিয়াছেন। মহারাষ্ট্র অধিকারে আসিলে এখানকার বহু প্রাচীন হিন্দুতীর্থ যেমন উদ্ধার হইয়াছিল, সেইরূপ বহু পর্তুগীজ কীৰ্ত্তি নষ্ট হইয়াছিল, তন্মধ্যে ১৯টি প্রাচীন গীর্জ খৃষ্টান পাদ্রীদিগের যত্নে পুনরুস্কার বা পুনঃসংস্কার হইয়াছে ; ঐ সকল গীর্জার কারুকার্য ও শিল্পনৈপুণ্য দেখিবার জিনিস। ডিপো-দ্রো-কোটাে লিথিয়াছেন যে, পর্তুগীজেরা বসই অধিকার করিয়া এখনকার প্রসিদ্ধ মন্দির ( এলিফান্ট ) ধ্বংস করিতে যান। তাছারা মন্দিরের সিংহদ্বারে একখানি স্থাপ্ত প্রস্তরে লিপি খোদিত দেখিনে পান। সেখানে উঠাইয়া আনিয়া পর্তুগীজ গবর্ণর এখানকার হিন্দুসলমানের দ্বার পাঠোদ্ধারের চেষ্টা করেন। কিন্তু কেহই পাঠোদ্ধার করিতে না পারায় তিনি পর্তুগালরাজের নিকট পঠাইয় দেন। পর্তুগীজপতি ডি জোরাও (৩য়) পাঠোদ্ধার করাইবার জন্ত সাধ্য মত যত্ন করেন। র্তাহার চেষ্টা বিফল হয়। অবশেষে ১৭৯৫ খৃষ্টাব্দে জেমস মফি (একজন স্থপতি) তাহার ‘পর্তুগাল-ভ্রমণ পুস্তকে উক্ত শিলাফলকের প্রতিকৃতি প্রকাশ করেন। সম্প্রতি ঐ প্রতিকৃতির পাঠোদ্ধারের সঙ্গে উহা সংস্কৃতলিপি এবং এখানকার দেব ও হিন্দুরাজের প্রশস্তি বলিয়া জানা গিয়াছে। বর্তমানকালেও বসই অতি উৰ্ব্বর ও শস্যশালী ভূভাগ বলিয়া পরিগণিত। এখানে ইক্ষু, কদলী ধান্ত ও তামূলের যথেষ্ট চাষ আছে। স্বাস্থ্যকর স্থান ভাবিয়া অনেকেই এখানে বায়ুপরিবর্তনের खमुछ किञिां थीं८कम ॥ * ـــبـی . কিপৰিও এম্বে ৰসই দ্বীপের পরিচয় ও ইতিহাস পাওর বাইৰে- * Periplus Maris Erythraei ; Hudson, Geog. Wol I. 30, Hist du Christianisme des indes, by V. La Croze, vol. i. p. 40-50, Linschoten, Voyages into the East and west India, Boke I. ch 44 Brigg" Ferishta, vol I р, 80I-804 ; Travels of Marco Polo ; P, Francisco de