পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিষ - [ १२ ] - तिमु দেশ, কাল ও পত্র ভেদে সপবিষের অসাধ্যত্ব । অশ্বথ বৃক্ষের তলা, শ্মশান, বঙ্গীকের উপর এবং চতুস্পথ,এই | সকল স্থানে, প্রভাতে ও সায়ংকালে, ভরণী ও মঘা নক্ষত্রে এবং | শরীরের মৰ্ম্মস্থানে দংশন করিলে, সে বিষ অসাধ্য হয় । দবাকর নামে একজাতীয় সৰ্প আছে, এই সকল সৰ্প চক্রলাঙ্গুল, ফণাধারী ও শীঘ্ৰগামী। ইহুদিগের বিষে শীঘ্রই | রোগীর প্রাণবিনষ্ট হয়। উহা মেঘ, বায়ু ও উষ্ণতা সংযোগে | দ্বিগুণ তেজোযুক্ত হয় । উপরে যাহা বলা হইল, তাহা ছাড়া আরও অনেক প্রকার অসাধ্য কি আছে । সে সকল বিধে প্রাণসংহার অনিবাৰ্য্য। অঞ্জীর্ণ-গ্রঞ্চ, পিত্তায়ক, রৌদ্রপীড়িত বালক, বুদ্ধ, ক্ষুধিত, ক্ষীণ, ক্ষতাভিযুক্ত, মেহ ও কুণ্ঠরোগাক্রান্ত, রুক্ষ ও ভূর্বলদেহ ব্যক্তি কিম্বা গর্ভিণী, ইহুদিগের শরীরে বিষ প্রবেশ করিলে কিছুতেই উহার প্রশমন হয় না। অচিকিৎস্ত বিবণীfড়তের লক্ষণ । শস্থ দ্বাবা ক্ষত হইলে ও যাহার দেহ হইতে রক্তক্ষরণ হয় না, লতা দ্বারা প্রহ র করিলে ও যে দেহে আঘাত চিহ্ন লেখা যায় না, কিম্বা শীতল জল সেচনে ও যাহার রোমোগম হয় না, তাদৃশ বিষপীড়িত ব্যক্তিকে চিকিৎসক ত্যাগ করি.পন । যে বিষপীড়িত ব্যক্তির মুখ স্তন্ধ, কেশ শতিন, নাসিকা ৭ ক্র, গ্রীবা ধারণশক্তিহীন, দষ্ট স্থানের শোথ রক্তমিশ্রিত | ও কৃষ্ণবর্ণ এবং হনুদ্বয় সংলগ্ন হয়, সে রোগী ও পরিত্যজ্য । বিযপীড়িত ব্যক্তির মুখ হইতে গাঢ় লাল নির্গত হয়, মুখ, নসিক, লিঙ্গ ও গুহ স্বাবাদি দিয়া রক্তস্রাব হয় এবং সর্প যাহাকে চাবিট দস্তু দ্বারাই দংশন করে, এরূপ ব্যক্তির চিকিৎসা | নিষ্ফল । যে বিষপীড়িত ব্যক্তি উন্মাণের স্যায়, জর ও অতিসারাদি | উপদ্রবে যাহার দেহ আক্রাস্ত, যে কথা কহিতে পারে না, যাহবি শরীর কৃষ্ণবর্ণ এবং যাহাতে নাসাভঙ্গাদি অরিষ্ট লক্ষণ | সকল সম্যক পরিস্কট, তাশ রোগীও চিকিৎসার অযোগ্য। मूतीविष। স্থাবণ এবং জঙ্গম এই উভয়বিধ বিষ জীর্ণাদি কারণে দুষীবিষ শাখায় অভিহিত হয় । যে বিষ অত্যন্ত পুরাতন, বিষয় ঔষধ দ্বারা যাহা বীর্যাচীন, কিংবা দাবাগ্নি বায়ু ও রৌদ্রাদির শোষণে নিবীর্য, অথবা যাহা স্বভাবতঃই দশটা গুণের একট, झक्कै द डिने समझौन ठाइएक प्रो-विरु रु८श्। न्यौतिष অল্পবীর্যা, তাই প্রাণ নষ্ট করে না ; কিন্তু কফালুশ্বন্ধ হইয়া বহুকাল শরীরে অবস্থান করে, দুষ-বিষ-গ্ৰস্ত মানবের মালভেদ, শরীরের বিবর্ণতা, গন্ধযুক্ত মুখের বিরলতা, পিপাসা, মূছ1, ভ্রম, গগন বাক্য, বমি এবং বিরুদ্ধ চেষ্ট হেতু নানাবিধ ক্লেশ হয়। শরীরের স্থানবিশেষে এই দূৰীবিষ থাকিলে, তাছাতে বিভিন্ন প্রকার বাধি ও উপদ্রব ঘটয়া থাকে। শীতে এবং বাস্তবৰ্ষাসস্থল দিবসে দূৰী-বিষ প্ৰকুপিত হয়। দূৰীবিষ প্রফোপের পূৰ্ব্বে নিদ্রাধিক্য, দেহের গুরুতা ও শিথিলতা, জস্তা, রোমহর্ষ এবং শরীরে বেদন উপস্থিত হয়। দুষী-বিষ প্রকুপিত হইলে অন্ন ভোজনে মত্ততা, অপাক, অরুচি, গাত্রে মণ্ডলাকৃতি কোঠের উৎপত্তি, মাংসক্ষয় হস্ত ও পদে শোথ, মুছ1, বমি, অতিসার, শ্বাস, পিপাসা, জর এবং উদর (উদররোগ ) বৃদ্ধি পায়। দূষী-বিধ নানাবিধ, তাই বিষভেদে উন্মাদাদি নানা রোগ জন্মিয় থাকে। দেহগত দুষী-বিষ অনুপদেশ, শীত ও বাতবর্ষাকুল সময় এবং দিবানিদ্রাদি কারণে কুপিত হইয়া ধাতুসমূহকে পুনঃপুনঃ দূষিত করে। হিতাসবী ব্যক্তির পক্ষে সপ্ত:প্রদত্ত দূৰীবিষ সাধা, একবৎসর থাকিলেষ্ট যাপ্য এবং ক্ষীণ ও অতি স্তসেবী ব্যক্তির পক্ষে দূৰী-বিষ অসাধ্য হইয়া থাকে। কৃত্রিম বিষ । গব ও দূৰীবিষভেদে রুমি বিষ দুই প্রকার। তন্মধ্যে দুৰ্ষীবিধে বিধ সংযুক্ত থাকে । কিন্তু গরবিষে তাহ থাকে না । স্ত্রীগণ স্বীয় স্বার্থ সাধনার্থ পুষিদিগকে স্বেদ, রঙ্গঃ বা অন্যান্য অঙ্গগত মল, অন্নাদির সহিত গল্পবিধ ভক্ষণ করায় ও শত্রকর্তৃক ও ঐ প্রকারে উহা প্রযুক্ত হঠয়া থাকে । গরবিধ দেহে প্রবেশ করিলে দেহ পাণ্ডুবর্ণ ও কুশ হয় এবং মৰ্ম্মব্যথা ও আধুনি হুইয়! থাকে। পরস্তু মন্দামি, উদর, গ্ৰহণী, যক্ষা, গুল্ম, ধাতুক্ষয়, জর ও এইরূপ নানাবিধ রোগ ক্রমে উপস্থিত হইতে থাকে। লুত নামক বিষধর স্তুর উৎপত্তি সংখ্যা । বশিষ্ঠের প্রতি কোপাপিষ্ট বিশ্বামিত্র মুনির স্বেদ বিন্দু ! অধোমল হইতে লতার উৎপত্তি হয়। এই ভীষণ মহাবিধ সম্পন্ন লুত ষোল প্রকারে বিভক্ত। স্মধ্যে ত্রিমণ্ডল প্রভৃত্তি আট প্রকারের বিষ কষ্টসাধ্য এবং সোঁবর্ণিকাদি অtট প্রকা লতাবিধ অসাধ্য। ল,ত प्र१४८नम्न भभाग्नु ठान्कन् । লতা কর্তৃক দষ্ট স্থান দুৰ্গন্ধযুক্ত এবং তাহা হইতে রক্তস্র৷ হয়। ইহাতে রোগীর জর, দাহ, অতীসার, ত্রিদোষজ না প্রকার রোগ, বিবিধ পীড়কা, বিস্তৃত মণ্ডল ও শ্রাব বা রক্ত চঞ্চল অথচ কোমল মহাশোথ উৎপন্ন হয়। সামান্ততঃ সক প্রকার লতার দংশনেই এইরূপ লক্ষণ হইয়া থাকে। দূৰীবিষযুক্ত ত্রিমগুলাদি লতার দংশনে দঃ স্থান কৃষ্ণ খাববর্ণ, শোধযুক্ত, জালকাবুত ও দন্ধের স্তায় আকৃতিবিf হইয়া অত্যন্ত পাকিয়া উঠে এবং রোগীর জ্বর হয় ও ক্ষত স্ব হইতে ক্লেদ নির্গত হইতে থাকে। i