পাতা:বিশ্বকোষ একবিংশ খণ্ড.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তশলাকচক্র [ ३५० } সপ্তসাগর নারী সেই রাত্রিতেই বিবাহের রক্ত বস্ত্র পরিধান করিয়া স্বামীর মুখানল করিবার জন্ত শ্মশানে গমন করে । জুতরাং বিবাহের দ্বিনে সপ্তশলাকা বেধ আছে কি না, তাহা বিশেষ করিয়া দেখা অবিশুক । উত্তরাষাঢ়ার শেষ পঞ্চদও এবং শ্রবণার প্রথম চারিজওকে অভিজিৎ কহে। এই অভিজিতের গতি রোহিণী নক্ষত্রের লেধ, অর্থাৎ অভিজিৎ নক্ষত্রে যদি বিবাহ হয় এবং ঐ দিন রোহিণী নক্ষত্রে যদি চন্দ্র ভিন্ন অন্ত কোন গ্রহ থাকে, তাহা হইলে ঐ দিন সপ্তশলাকা বেধ হইয়াছে বুঝিতে হইবে। এইরূপ কৃত্তিকার সহিত শ্রবণার বেধ, মৃগশিরায় সহিত উত্তরাষাঢ়ার বেধ, মঘার সহিত তরণীর বেধ, এবং পূর্বফল্গুনীর সহিত অশ্বিনীর বেধ জালিতে হইবে । নিয়ে সপ্তশলাকচক্র অঙ্কিত হইল, উহাতে যে সকল নক্ষত্রের অঙ্ক সন্নিবিষ্ট হইল, তাহা দ্বারা সহজেই বেধ নক্ষত্র স্থির করা বাইৰে। ' সপ্তশলাকচক্র একটা ঘরে যে শূন্ত বসান হইয়াছে, উহা অভিজিতের অঙ্ক জানিতে হইবে। ঐ সকল নক্ষত্রের অঙ্ক দেখিয়া সহজেই সপ্ত পলাকা জানা যাইবে । যুক্তবেধ, যামিত্রবেধ প্রভৃতিতেও বরং বিবাহ দেওয়া যাইতে পারে, কিন্তু সপ্তশলাকায় বিবাহ কখনই দিবেন, ইহা বিশেষ নিষিদ্ধ। “কৃত্তিকাদি চতুঃসপ্তরেখারশে পরিভ্রমন। ওহুশ্চেদেকরেখাস্থো বেধঃ সপ্তশলাকজঃ ॥ .সপ্ত সপ্ত বিলিখেৎ প্ররেখিক স্তির্ব্যগুদ্ধমত কৃত্তিকাদিকং। লেখয়েদভিজিতাসমদ্বিতং চৈকরেথগখগেন বিধাতে ॥ বৈগুস্ত চতুর্থে ইংশে শ্রবণাদে লিপ্তিকা চতুষ্কে চ । অভিঞ্জিতস্থে থেচরে বিজ্ঞেয় রোহিণী বিদ্ধা ॥ যগুtঃ শশী সপ্তশলাক গুন্ন পাপৈর পাপৈরথৰ বিবাহে । রক্তাগুকেনেবতু রোদমান শ্মশানভূমিং প্রমদা খাতি ॥” । ( জ্যোতিঃসারস” ) সগুশির (গ্ৰী) সপ্তশির বস্তাঃ। মাগবীলতা" ( রাজনি" ) সপ্তশিব (ত্ৰি ) সপ্তলোকে শিবকর, লগুলোকের মঙ্গলকর। “সপ্তশিবাস্থ মাতৃৰু” ( ঋক্ ১৷১৪১২) 'লগুশিবাস্থ সৰ্ব্বলোকक्किीबू भाङ्गश्ानौब्राश् श्डिकोबू' (नास्त्रण) সপ্তশীর্ষন (ত্রি । সপ্তধর্ষবিশিষ্ট । সপ্তম্বষ্ঠ (ত্ৰি ) সপ্তষষ্টি সংখ্যার পূরণ । ৬৭ সংখ্যা । সপ্তষষ্টি (স্ত্রী ) সপ্তাধিক বষ্ট সংখ্যা, ৬৭ সংখ্যা । সপ্তষষ্টিতম (ত্রি) সপ্তষষ্টি সংখ্যার পূরণ। ৬৭ সংখ্যার পূরণ । সপ্তসগুক (ত্রি ) উনপঞ্চাশত সংখ্যা । ( রামা ৩৫৩৪১ ) সপ্তসগুতি (ত্রি) সপ্ত সপ্ততি সংখ্যার পূর্ণ। ৭৭সংখ্যার পূরণ । সপ্তসগুতিতম (ত্রি) ৭৭ সংখ্যার পূরণ । সপ্তসপ্তি । পুং ) লগুলপ্তয়ে ঘোটক যন্ত স্বর্য্য, সপ্তাশ্ব । (হেম) সপ্তসমুদ্র (পুং ) দধি, দুগ্ধ প্রভৃতি ৯টী সাগর । সপ্তসমুদ্রবৎ (ত্রি) সপ্তমুদ্র অস্ত্যৰ্থে মতুপ, মন্ত ব। সপ্তসমুদ্রবিশিষ্ট। স্ত্রিরাং উীপ। সপ্তসমুদ্রবর্তী,সপ্তসাগরবিশিষ্ট পৃথিবী। ( ভাগবত ৫৬i১৩ ) সপ্তসাগর (পুং ১ সপ্তসমুদ্র। ২ সপ্ত-সাগঃ ইব কুণ্ডালি যন্ত্ৰ । মহাদানবিশেষ । তুলা-পুরুষাদির স্থায় একটী মহাদান । ৭টা কুও করিয়া ঐ সকল কুণ্ডে লবণ, স্বত, ও গুড় প্রভৃতি পূর্ণ করিয়া উহ। দান করিতে হয় । মৎস্তপুরাণে এই দানের বিবরণ আছে। যিনি এই দান করেন, তাহার সকল পাপ दिनटे श्ब्र ! cग ८कन भूभा निtन ७हे भान रुद्र याहेtछ পারে। এই দান করতে হইলে দিন স্থির করিয়া ব্ৰাহ্মণকে আমন্ত্ৰণ করিবে । যে দিন এই দান হইবে, সেই দিন সুবর্ণনিৰ্ম্মিত ৭ট কুও প্রস্তুত করিতে হইবে, এই সকল কুও প্রাদেশ বা অরতুি মাত্র হইৰে, ইহার ওজন ৭ পলের উদ্ধ হওয়া আবগুক । এই সকল কুও কৃষ্ণাজিনের উপর তিল ছড়াইয়। দিয়া তাহার উপর রাখিতে হইবে । প্রথম কুণ্ড লবণ, দ্বিতীয় কুও দুগ্ধ, তৃতীয় স্থত, চতুর্থে গুড়, পঞ্চম দধি, যষ্ঠ শর্কর এবং সপ্তমকুণ্ড তীর্থঙ্গল দ্বার পুর্ণ করিবে । তৎপরে প্রথম কুও মধ্যে কাঞ্চননিৰ্ম্মিত ব্ৰহ্মা, দ্বিতীয়ে কেশব, তৃতীয়ে মহেশ্বর, চতুর্থে ভাস্কর, পঞ্চম কুণ্ডে ইন্দ্র, যঠে লক্ষ্মী এবং সপ্তম কুণ্ডে তীর্থজল মধ্যে পাৰ্ব্বতী প্রতিমা স্থাপন করিবে। পরে এই সকল কুণ্ডমধ্যে সঞ্চরত্ন ও ধান্ত ছড়াষ্টয়া দিতে হয়। তাহার পর তুলা-পুরুষের বিধানানুসারে লোকেশাদির আবাহন করির বারুণ-হোম করবে। তৎপরে ঐ সকল কুও তিনবার প্রদক্ষিণ করিয়া মন্ত্রপাঠ পূৰ্ব্বক দান করিতে হয়। মন্ত্র যথা—

  • নমো বঃ সৰ্ব্বসিন্ধুনাং আধারেভ্যঃ সনাতনাঃ । জন্ত না প্রাপদেভ্যশ্চ সমুদ্রেভ্যে। নমো নমঃ ॥