পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটলিপুত্র [ రిట్ర ] পাটলিপুত্র --- যায়,-ভগবান বুদ্ধ শেষবার নালন্দ ছইতে বৈশালীগমনকালে । পাটলীগ্রামে আগমন করেন। এখানে অধিবাসিগণ একটা “অবস্থাগার’ বা বিশ্রামাগার নির্মাণ করিয়াছিলেন, তাছ। বৈশালী ও রাজগৃহের মধ্যবৰ্ত্তী উচ্চ পথে অবস্থিত ছিল। উক্ত বিশ্রামাগারে অবস্থানকালে বুদ্ধদেব বলিয়াছিলেন যে, এই গ্রামে বহু জনাকীর্ণ নগর হইবে এবং এই স্থান অগ্নি, জল ও বিশ্বাসস্বাতকতার আঘাত সহ করিবে । তৎকালে মগধরাজের জুই জন মন্ত্রী মুনীধু ও বেস্সকর বৃজীদিগের আক্রমণ হইতে দেশ রক্ষা করিবার জন্স নগর নিৰ্ম্মাণ করিতেছিলেন । এই নগরদ্বার দিয়া বুদ্ধদেব গমন করেন । যেখানে তিনি নদী পীর হন, সেই স্থান গৌতমঘাট নামে বিখ্যাত হয় । মহাবংশেও লিখিত আছে,-মহারাজ অজাত-শত্রুর পুত্র উদয় ( উদায়ী ? ) এই পাটলীপুত্র নগর স্থাপন করেন। মহারাজ চন্দ্রগুপ্ত ই তৎপৌত্র অশোকের সময় এই নগরীর যথেষ্ট শ্ৰীবৃদ্ধি সাধিত হয় । এই সময়ে গ্রীসের যৰনয়াজদূত পাটলীপুত্রের রাজসভায় অবস্থান করিত্তেন। গ্রীকদূত মেগেস্থিনিসের বর্ণনায় জানা যায়, এই নগর দৈর্ঘ্যে ৮• ষ্টেডিয়া (প্রায় ৮ ক্রোশ ) ও প্রস্থে ১৫ ষ্টেডিয়া এবং চারিদিকে গড়খাই শার বেষ্টিত ছিল । সমস্ত রাজধানীর আয়তন প্রায় ২২• পাটলক্রি: পবিক্রোইয়ং মহামুনিকরোটভুঃ। একবিতারোহস্য মুলী জশেচfত বিশেষত: । তদত্ত্বে পাটলিভদ্রো: প্রঙালমশলশ্ব চ । দৃষ্ট, চাষনিমিত্তং চ মগরং সন্নিবেশস্তম্ ॥ একে নৈমিত্তিকশোচে সৰ্ব্বনৈমিত্তিকাঙ্কয়। দাতব্যমশিব শব্দং সুত্ৰং পুরনিবেশনে । প্রমাণং যুয়মিত্যুক্ত, তাfন্নমিত্তবিদ্ৰো নৃপঃ। অধিনগল্পনিবেশং সুত্রপাত{থম দিশ । পটলাং পুৰ্ব্বত: কৃত্ব পশ্চিমাং তত উত্তরাম । ততোহপি চ পুনঃ পুৰ্ণাং তস্তশ্চাপি হি দক্ষিণামূ। শিবশঙ্কাষধিং গত্ব। তেওখ পুত্রমণাত্য়ন। চতুরস্ৰ: সন্নিবেশ: পুরস্যৈবমতুত্তদা । তত্ৰান্ধিতে ভু প্রদেশে নৃপঃ পুরমকাররং । তদভুৎ পটী নাম পাটগাপুএনামকম্ ॥ পুরস্য তস্য মধ্যে তু জিনীয়তনমুত্তমম্। নৃপতি: কান্নয়ামাস শাশ্বতীয়তনোপমম্ ॥ গঙ্গাখশালাবস্থলং সৃপ প্রাসাদৃহন্মরম। বিশালশালমুদামগোপুল্লং সৌধখন্ধুরম্ ॥ পণ্যশালাসএশালাপোবধাগারভূষিতম্। ভুভুজ। তদলঞ্চত্রে শুভেইছ্যুৎসূৰ্যপূৰ্ব্বকং ॥ ब्रांश्च। তাক্ষরোম্ৰাজ্যষ্ণুবুদ্ভিাকৃতির !" ( হেমচন্ত্রের স্থবিয়াবলীচরিত ব৯৭-১৮e ) ষ্টেডিয়া বা ২৫ মাইল ছিল। গ্রীক ঐতিহাসিক মোরিয়ান ffŵrtzşH, “fsgeirstų (Erannaboas) s orto Myrna নিকট পাটলীপুত্র অবস্থিত।’ মহাভাধো পতঞ্জলিও লিখিয়াছেন, “অন্থশোণং পাটলিপুত্ৰং’ অর্থাৎ শোণের উপর পাটলিপুত্র । শোণ ও হিরণ্যবাহু একই নদী । দিওগোরাস লিখিয়াছেন—হেরাঙ্কিস (বলরাম) এই নগর স্থাপন করেন। কিন্তু ইহার মূলে কোন ঐতিহাসিকতা নাই। শুধিয্য ব্রহ্মখণ্ডে পাটলীপুত্রের নামোৎপত্তি সম্বন্ধে এইরূপ লিখিত আছে-- ‘জঙ্গ ভূমির নিকট গঙ্গার দক্ষিণভাগে পাটলীপুত্র নামক একট পরম স্বন্দর নগর অাছে। কুশলাভের পুত্র মহাবল-পয়াক্রান্ত গাধিনামক এক রাজ ছিলেন, পাটল নায়ী তাহার একটা সৰ্ব্বলক্ষণাস্থিত কত জন্মে। ঐ কgা বিশ্বামিত্রের জ্যেষ্ঠ এবং বিবিধ ৰিঙ্গায় বিভূষিত ছিল। একদা ক্রেতাযুগের শেষ সময়ে কৌণ্ডিল্যমুনির পুত্র, বিবাছ করিবার জচ্চ জাবাল মুনির নিকট মন্ত্র শিক্ষা করিতে গমন করিলেন । জাবালমুনি ঐ কৌণ্ডিল্যপুত্রকে আকর্ষণী সিদ্ধবিস্কা ও মন্ত্রাদি দ্বান করিলেন। অনভয় মুনিপুত্র কৃতবিম্ভ হইয়৷ তথা ইষ্টতে মগধদেশে গমন করিলেন । তথায় গিয়া দেখিলেন, একটা রমণীয় আশ্রমে কামশাস্ত্রাভিজ্ঞ এবং বিবিধকলানিপুণ কামিনীগণের কামদমনকারী মুঠিমান্‌ মদনের গুtয় চ্যবননামক এক মুমি বাস করিতেছেন । মুনিপুত্র বসস্তুসমাগমে ৭ার পর সহ করবার নিমস্ত ঐ চ্যবনমুনির আশ্রমে উপনীত হইলেন এবং ঐ মুনির নিকট একটা বস্থ৷ gBBBS BBBBS BBB BBBBSD ktBBBS ttttS নামে গাধিরাজের একটী পরমসুন্দরী ক৪) আছে । ঐ কণ্ঠ। বিদ্যা এবং অষ্টান্য ধৌপর্যা হেতু পুথিবীতে অতুলনীয় । হে বৎস! তুমি মন্ত্রবলে উহাকে হরণ কiaয়। পত্নীরূপে গ্রহণ কর । মুনিপুত্র চাবণের আদেশে ছদ্মবেশে গাtধরাঙ্গভবনে উপনীত ছইয়া মন্ত্রবলে অস্তঃপুঞ্জস্থ কোন একটা গৃহ হইতে কন্যাটীকে ছরণ করিয়া বায়ুক্তরে আকাশপথে গমন করিলেন । সমস্ত রামি ঐভাবে ভ্রমণ করিয়া প্রভাত কালে ভাগীরথীর দক্ষিণপার্শ্বস্থ কচ্ছভূমিতে এক নিবিড় কালন মধ্যে পতিত হইলেন । তথায় পতিত হইল পাটল কছিল, হে প্রশেখর। আমাদের উভয়ের নামামুসারে এই স্থানেই একটী উত্তম নগল্প নিৰ্ম্মাণ করুন। পাটীর কথা শুনিয়া মুনিপুত্ৰ মন্ত্রবলে এখানকার কানন সকল ছেম্বন করিয়া পাটলীপুত্র নামে একটা নগর মিশ্মাণ করিলেন। তদবধি এই নগর পাঢ়লীপুত্র নামে প্রসিদ্ধ হইয়াছে। এই নগর সম্বন্ধে আরও অন্যান্য অনেক ভবিষ্যৎবাণী আছে, তন্মধ্যে ই নগরে ক্ষত্রিয়াগের গৃহে নানক নামে এক