পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পর্তोछ [ ১৩ ] _ পর্তুগীজ , ہیبسب ও পর্তুগীজনায়ক ইয়ার্ক্সে-দা-ফুসাকে পদলে বিনাশ করিল। অপরু সকলে গোয়ার গিয়া রক্ষা পাইল । এদিকে প্রবেশপথ পাইয়। আদিল শাহ ৰহু গৈল্পসহ গোল্লায় উপস্থিত হইলেন। আলবুকার্ক বাধ্য হইরা সঙ্গলে দুর্গমধ্যে জাপ্রয় লইলেন ; কিন্তু এখানেও তাছার নিরাপদ হইত্তে পারিলেন না। শীঘ্রই তাহারা জাহাজে পলাইয়া আত্মরক্ষা করিলেন । আদিল শার সৈন্তগণ পর্তুগীজ-জাহাজের উপর অবিশ্রাত্ত গোলাবর্ষণ করিতে লাগিল । এদিকে ক্রমে জাহাজের রসদ ফুরাইরা গেল। একে মুসলমানের গোলায় পর্তুগীজের ছত্রভঙ্গ হইয়া পড়িয়াছিল, তাহাতে রসদ ফুরাইয় যাওয়ায় জালঘুকার্ক মই বিপদে পড়িলেন। ২১এ জুলাই তারিখে বহু কষ্টে তাহার জাহাজ ছাড়িয়া দিল ; কিন্তু প্রস্থানকালে মুসলমানের গোলার, বহুলোক ও কএক খানি পোত বিনষ্ট হইয়াছিল। ২৬এ সেপ্টেম্বর আলবুকার্ক কোচিনে উপস্থিত হইলেন। ইতিপূৰ্ব্বে পর্তুগাল হইতে আরও অনেকগুলি যুদ্ধজাহাজ ও নৌসেনা আসিয়া পৌঁছিয়ছিল। এখন অলব্রুকার্ক সকল জাহাজের অধ্যক্ষ ও প্রধান প্রধান যোদ্ধাদিগকে লইয়া এক মন্ত্রণাসত আহবান করিলেন । আলবুকার্ক পর্তুগীজদিগকে বুঝাইয় বলিলেন, “যদি শীঘ্র আমরা গোয়ী অধিকার করিতে ন পারি, তাহ হইলে বোধ হয় পর্তুগালরাজের নাম ভারত হইতে শীঘ্ৰ বিলুপ্ত হইবে। শুনিতেছি, আদিল শা, খম্ভাৎ ও কালিকটের রাজা শীঘ্র একত্র হইৰে, আবার যদি তুরস্কের হলতান তাহাদিগকে সৈন্ত পাঠাইয়া সাহায্য করেন, তাহা হইলে - আর আমাদের আশাভরসা কিছুই থাকিবে না। কোন কোন পোতাধ্যক্ষ এসময় যুদ্ধ করিতে অসম্মত হন ; কিন্তু আল্‌বুকার্ক বলেন, “যাহাদের ইচ্ছা নাই, তাহারা পশ্চাতে থাকুন, যাহারা পর্তুগীজরাজের মানসম্ভ্রমরক্ষা করিতে প্রস্তুত, তাহারা অামার সহিত অগ্রসর হউন ।” পর্তুগীজ রণতরীসমূহ কমনুরে আসিয়া মিলিত হইল। আলবুকার্ক ২৩ খানি জাহাজ ও প্রায় ২০০০ পর্তুগীজ সৈন্ত লইয়া অগ্রসর হইলেন * । তিনি হনোবরে আসিলে তিমোজী

  • এখান হইতে ১৫১০ খৃষ্টাব্দে ১৭ই অক্টোবর তারিখে আলবুকাক পর্তুগালরাজ ডম মামুএলকে এইরূপে একখানি পত্র লিখিলেন, “গোর। অধিকার পর্তুগালরাঞ্জের প্রধান কর্তব্য। এই গোয় অধিকারে থাকিলে আমরা এক সময় সহজেই সমস্ত দক্ষিণভারত শাসন করিতে পারিব । अभिीएनम्न थथान अयटश्वन-पूंकछांशज ।। ८ण३ अॉशङ cणोझांग्र अशङ शग्र। अन्नान् भाग्न cकांथle इद्र न । *उँशाल श्रेष्ठ भिकी जांनाश्छ। अथltन जोशाख अखड कब्र जरछ नएइ । विप्नषङ: cनष। बाङ्ग, छूद्रां★ौग्न মিষ্ট্ৰীগণ এদেশের উষ্ণ জলবায়ুর গুণে পত্ৰই অকৰ্ম্মণ্য হইয় পড়ে, তাছাদের

XI

  • -T

ও গার্সোপার রাজা জালিয়া জানাইলেন, ‘জাগিল শার অধীনে éांत्र * शजांद्र डूर्यौ, क्रमैौ ७ cथांब्रांगांनी गङ ७ कछकंसणि বালাঘাট তীরগঞ্জ গোর রক্ষা করিতেছে। গোয়ার নিকট আসিয়া আলবুকার্ক আপনার সৈঙদিগকে তিন দলে বিভক্ত করিলেন। ২৫এ মবেম্বর তিন দিক্‌ হুঁইতে তিনদলে গোয়া জাজমণ করিল। তুর্কের প্রথমে পঞ্জীজদিগকে বাধা দিয়াছিল ; কিন্তু আলবুকাক নিজে যুদ্ধস্থলে নামিয়া সৈন্যদিগকে উৎসাহিত করিয়া তুর্কাছ ভেদ করিলেন। পৰ্ব গ্রীজের উন্মত্তেয় মন্ত জীবনে ক্ৰক্ষেপ না করিয়া তুর্কসেন্তের অনুসরণ করিল। উভয় দলে ভীষণ শ্বশ্বযুদ্ধ চলিল। পরে অশ্বারোহী फुर्क-टेनरकृग्न चाक्लयो भर्ड गौप्खच्न झ्ञ्जङन्न श्रेद्र श्रृंगि । অনেক প্রধান সেমানী প্রাণ বিসর্জন করিল। এই সময়ে আলবুকাক নিজে উন্মুক্ত কৃপাণ হস্তে সেই রুধির-সমুদ্রে কক্ষ প্রদান করিলেম । উছার দৃষ্টাৰে বহুসংখ্যক পর্তুগীজ আসিয়া ভীমবেগে তুর্ক অশ্বারোহীদিগকে নিপতিত করিল ও তাঁহাদের জখে জারোহণ করিয়া ভৈরবরষে মুসলমানদিগকে মর্দন করিতে লাগিল। কএকজন মুসলমান-সেনানায়ক শক্রহস্তে বিনষ্ট হইল । সেনাপতির মৃত্যুদর্শনে মুসলমানগণ ভীত হইয়া পৃষ্ঠপ্রদর্শন করিল। আলবুকার্ক গোয়া অধিকার করিলেন। গোয়া অধিকারের পর তিনি ঘোষণা করিলেন, ‘যে যাহা লুটিয়া পাইবে, তাহাতাহারই হইবে ।’ আলবুকার্ক ১• •ট বৃহৎ কামান, বহুবিধ যুদ্ধাস্ত্র, ২• • অশ্ব ও প্রচুর যুদ্ধোপকরণ লাভ করিয়াছিলেন । লুণ্ঠনশীল পর্তুগীজ-সৈন্যদিগের তাড়নায় কত মুসলমান যে প্রাণ হারাইল, কত মুসলমান-রমণী পুর্ব গ্রীজের করায়ত্ত হইল, তাহার ঠিক প্রমাণ পাওয়া যায় না। ছিন্দু ব্রাহ্মণ ও কৃষকদিগের যেন কোন অনিষ্ট না হয়, তজ্জন্ত আলবুকার্ক সকলকে সাবধান করিয়া দিয়াছিলেন । আল্‌বুকার্কের যত্নে গোয়ায় পর্তুগীজরাজধানী স্থাপিত হইল । যে সকল পর্তুগীজ এখানে অধিবাসী হইতে চাছিলেন, তাহাদের সহিত বন্দিনী মুসলমান রমণীগণের বিবাহ হইল । বৃমণী লোভে অনেক পর্তুগীজ সৈনিকই এখানে বিবাহ করিয়া ভারতবাসী হইল এবং তাছাদের কুহকে পড়িয়া অনেক হিন্দু ও মুসলমান পোপের আদিষ্ট খৃষ্টান ধৰ্ম্মগ্রহণ করিল। अब्र भट्रशस्त्र क्षारक मा; किइ cशाग्राम्र cगोग्न विशौभ५ ब्रिकाश३ गभडाएर ७ fक बूबागैइनिष्णब भड कॐ कब्रिध्ना २ारक । अहे शान शनि মুসলমানের অধিকারে থাকে, তাছ ङ्झेरल उtझांद्र अम९था सांहॉछ मि*** স্বারা জামাদের পরাক্রম খৰ্ব্ব করিবে। যে সমুদ্র বাণিজ্যে আমাদের প্রাধান্ত, সেই প্রাধান্ত আয় থাকিবে না। স্বতরাং যেরূপে হউক, গোয়। জধিকার করা পর্তুগালরাজের সর্বাগ্রে কৰ্ত্তব্য।"