পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পামর ১৮৩৭ খৃষ্টাব্দে পাবনার ৪ মাইল দূরে পদ্মানদী গর্ভে ৪টা প্রস্তরস্তস্ত পাওয়া যায়। ইহাদের প্রত্যেকট ৭ কিটু উচ্চ । প্রত্যেকটারই বর্গ ক্ষেত্রাকৃতি তলদেশে একটা করিয়া খিলান পধ, তন্মধ্যে একট মনুষ্যকৃতি আছে । এই তলদেশ ৯ ইঞ্চ উচ্চ। এই অংশের উপরিভাগের একটা প্রশস্ত প্রাস্তভাগ বাহির হইয়া অসিয়াছে এবং তদুপরি নৰ্ত্তক নৰ্ত্তকীর আকৃতি সুন্দরন্ধপে খোদিত আছে। স্ত্রীলোকদিগের কর্ণদেশ স্নবৃহৎ ও শোভিত । একটী স্তন্তে স্ত্রীলোকদের নৃত্য অঙ্কিত আছে । প্রত্যেক স্ত্রীলোক দুইহস্তে দুইখানি যষ্টিধারণ করিয়া নৃত্য করিতেছে। প্রত্যেক স্তম্ভের এই অংশের উপরিভাগ জুই ফিটু দীর্ঘ এবং স্বাদশটা প্রান্তদেশবিশিষ্ট । নিম্নভাগের খহির্গামী ংশের ছায় এই স্থানেরও একটা প্রাপ্তভাগ বাহির হইয়। আসিয়াছে। ইহার এবং ইহার উপরিভাগের আর একটা ংশের মধ্যে প্রায় ৬ ইঞ্চ উচ্চ একটী পুষ্পাকৃতি, তাহার উপরিভাগে একটা নলাকৃতি এবং সৰ্ব্বোপরি একদিকে একটি মৌমাছি এবং অন্যদিকে একটা টিকৃটিকির আকৃতি অাছে। পুাপুনি ( পুং ) পা-মশিন ( নাম সীমন্নিতি । উ, ৪।১৫• )।

  • পুর্গাগমে নিপাতনাৎ সাধু । পাপ ।

“আনেন ক্রমযোগেন পরিব্রজতি যে দ্বিজঃ । স বিধুয়েহ পাপানং পরং ব্রহ্মাধিগচ্ছতি ॥” ( মনু ৬৮৫ ) পামসু (পুং) পাম হস্তীতি হন-টক্ । গন্ধক । ( জটাধর ) পামন্ত্রী ( স্ত্রী ) পামন্ত্র-টিত্বাং ভীষ । কটুকা । ( স্লাজনি" ) পামন (ক্লী) পা-মনিন। বিচচ্চিক, খোসপাচড়া। “সুক্ষ্মা বাহাঃ শ্রাববত্যঃ প্রদাহাঃ পাযেভুক্তাঃ পিড়কাঃ কঙুমত্যঃ " (সুশ্ৰুত”নি ) পামন (ত্রি ) পামাস্ত্যন্ত ইতি ( লোমাদি পামাদি পিচ্ছাদিভাঃ BBB S g gDBS BBB BBBBBS SBBBBBS DD S ন। পাপরোগবিশিষ্ট, পর্যায়—কছুর । ( হেম । ) পামপুর, কাগরের একটা নগর। মেলাম নদীর বামতীরে অবস্থিত। এই স্থানে মুসলমানদিগের ছুইটী মসজিদ অাছে। ইহার নিকট জাফরণ উৎপন্ন হয় । রাজতরঙ্গিণীতে এই স্থান ‘পদ্মপুর’ নামে বর্ণিত হইয়াছে। | পমর ( ত্রি ) পাম-পাপাদিদেীরীষ্মমস্তান্তেতি পামন (অশ্ব দিভো রঃ । পা ৪।২৮• ) ইত্যস্ত বাৰ্ত্তিকোত্তম র, ততো ন লোপে সাধু । ১ খল। ২ নীচ । ৩ অধম, পাপিষ্ঠ। (মেদিনী ) “দূরাং পামরক্ষুৎকৃতৈঃ শ্রতিপথ প্ৰাপ্তৈঃ প্রবুদ্ধত্বস্তু দৃষ্টে নির্ব্যরবারিতিঃ সহমনঃ খন্ত্রে নিমজ্জরিব।” - )הterוכן ל "הס( 8 मूं । ( cश्म ) t જ ] וזכןפי পামরোদ্ধার (স্ত্রী ) পামরং উদ্ধরতি উৎ-ধু-অণু, ততো অজাদিত্বাং টপ্‌। গুড়,চী । (শব্দচ" ) পামবও (ত্রি ) পাম বিদ্যতেৎত পাম-মতুপ, মস্ত ব। পামরোগী, পামরোগযুক্ত । পাম৷ ( স্ত্রী) পামন (মনঃ । পা ৪।১।১১ ) ইতি ন উীপ, নলোপে সাধু। কচ্ছ, চলিত খোসপাচড়া। এই রোগ একপ্রকার ক্ষুদ্র কুষ্ঠভেদ । ভাবপ্রকাশে ইহার লক্ষণ এইরূপ লিখিত আছে,—যে কুষ্ঠে পিড়কাসমূহে অতিশয় কও, (চুলকুনি ) স্বাহ ও পু্য রক্তাদি প্রাব হয়, তাহাকে পাম কহে । ইছায় চিকিৎসা—জীরা ৮ তোলা, সিন্মুর ৪ তোলা, অৰ্দ্ধসের তৈলের সহিত ইহা পীক করিয়া প্রয়োগ করিলে পামারোগ প্রশমিত হয়। মঞ্জিষ্ঠ, ত্রিফল, লাক্ষা, বিষলাঙ্গল, হরিদ্র ও গন্ধক এই সকল চুর্ণ করিয়া রৌদ্রের উত্তাপে তৈলপাক করিয়া প্রয়োগ করিলে এই পামারোগ অচিরে বিনষ্ট হয়। এই তৈলের নাম আদিত্যপাক তৈল। সৈন্ধব, চক্রমর্গ, সর্ষপ ও পিপ্পলী এই সকল কাজি দিয়া পেষণ করিয়া ক্ষতস্থানে লাগাইলে পাম। ও কণ্ড রোগ প্রশমিত হয়। সর্ষপতৈল ৪ সের। কন্ধাৰ্থ মরিচ, তেউড়ী, মুখ, হরিতাল, মনঃশিলা, দেবদারু, হরিদ্র ও দারহরিদ্র, জটামাংগী, কুড়, চৰ্ম্মন, রাখtলশসা, করবীর, অাকদের আট ও গোময়রস এই সকল দ্রব্য প্রত্যেকে মোড়াইতোলা, বিষ একছুটাক, জল ১৬ সের, গোমুত্র ৮ সের, যথাবিধানে এই তৈল পাক করিয়া গাত্রে মর্দন করিতে হয়। এই তৈল মর্দনে কুষ্ঠ, শ্বিত্র, ক্ষতজগু বিবর্ণতা, কং ও পামা প্রভৃতি রোগ আগু প্রশমিত হয় । সর্ষপতৈল ১৬ সের। কন্ধাৰ্থ মরিচ, তেউড়ী, দন্তী, সাকদের অtট, গোময় রস, দেবদারু, হরিদ্রা ও দারুহুরিদ্রা, জটামাংসী, কুড়, চন্দন, রাখtলশসা, করবীর, হরিতাল, মনঃশিলা, চিত, বিষলাঙ্গল, মুখ, বিড়ঙ্গ, চক্রমর্দ, শিরীষ, কুটজ, নিম্ব, ছাতিম, গুলঞ্চ, সিজ, গুণমালতী, ডহরকরঞ্জ, খদির, সোমরাজী, বচ ও লতাফটুকি এই সকল প্রত্যেকে অৰ্দ্ধপোয়। এবং বিধ এক পেীয়া, গোসূত্র এক মণ ২৪ সের । এই তৈল যথাবিধানে মুহ অগ্নির উত্তাপে পাক করিয়া গাত্রে মর্দন করিলে কুষ্ঠ, ত্রণ, পাম, বিচৰ্চিক প্রভৃতিরোগ প্রশমিত হয় এবং ইহাতে বলী, পলিত, মুখবাঙ্গ নষ্ট হয় এবং গোঁকুমাৰ্য্য বৰ্ধিত হইয়। থাকে। প্রথম বয়স্ক স্ত্রীগণ—এই তৈলের নতগ্রহণ করিলে বৃদ্ধাবস্থাতেও স্তনম্বর নমিত হয় না । ( ভাবপ্রকাশ ) ভাবপ্রকাশের মধ্যখণ্ডে আরও অনেক ঔষধের বিষয় লিখিত গাঙ্কে, বাহুল্যভয়ে তাহ লিখিত হইল না । সকল বৈদ্যকগ্রন্থেই কুষ্ঠাধিকারে ইহার লক্ষণ ও চিকিৎসাদি লিখিত আছে।