পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

en পারস্য উপস্থিত হয়। এই যুদ্ধের পূৰ্ব্বে হুবক্ষত্র আর্মেশিয়া এবং কল্পাদোকিয়া অধিকার করেন । লিদীয়দিগের সহিত ৫ বৎসর যুদ্ধ চলে। শেষ যুদ্ধের সময়ে দার্শনিক থেলিসের (Thales ) ভবিষ্যদ্বাণী অনুসারে স্বৰ্য্যগ্রহণ ঘটে। লিদীয়গণ ভীত হইয়৷ সন্ধি করিতে বাধ্য হইল । গণনা দ্বারা ইহা স্থির হইয়াছে যে এই গ্রহণ ৫৮৪ খৃঃ পূঃ অন্ধে হইয়াছিল। ইহার অল্পকাল পরে হুবক্ষত্রের মৃত্যু হয় এবং তাহার পুত্র ইস্তবিগু (Astyages) সিংহাসন লাভ করেন । ইস্তুবিগুর বিষয় অধিক কিছু জানা যায় না। এই সময়ে সিদীয় সাম্রাজ্য সভ্যতার সোপানে অনেক দূর অগ্রসর হইয়াছিল । পারস্যদেশের অধিবাসীর মিদীয়দিগের নিকট হইতে রাজনৈতিক এবং যুদ্ধসম্বন্ধীয় নিয়মাবলী, বেশভূষা প্রভৃতি গ্রহণ করিয়াছিলেন । মিদীয়দিগের নিৰ্ম্মিত অট্টালিকাদির ভগ্নাবশেষ এখন দেখা যায় না, কেবল তাহদের নিৰ্ম্মিত বৃহৎকায় সিংহমূৰ্ত্তি আজও ভগ্নাবস্থায় পড়িয়া অাছে। প্রাচীন পারঙ্গী কদিগের পুরোহিতকে মঘু (চলিত মগি ) বলে । হিরোদোতাসের মতে পূৰ্ব্বে পারসিক পুরোহিতগণ মিদীয়দিগের মধ্য হইতে নিৰ্ব্বাচিত হইতেন । ইহাতে বোধ হয় যে, মিদীয় বা উত্তরমদ্রের রাজারাই সৰ্ব্বপ্রথম জরথুস্থ-ধৰ্ম্ম প্রচলিত করেন । পারস্ত রাজ্য । ইস্তুবি গুর পর মিদীয় সাম্রাজ্যের অধঃপতন ঘটে, এবং কুরুস্ ( Cyrus ) সিংহাসন অধিকার করেন । এই সময় হইতে পারস্তরাজ্যের প্রথম স্বত্রপাত হয় । কুরুস রাজ ংশে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম কম্বুজীয় (Cambyses)। বেহিস্তন নামক স্থানে দরায়ুসের যে খোদিত লিপি আছে, তাহাতে কুরুসের পুৰ্ব্বাপর এইরূপ বংশাবলী

  • ाँ उप्रां सूॉग्न ६

E-of-" (Achsemenes) o ਾਂ (Teispes) s ziņģNH (Cambyses) ৩ কুরুস (Cyrus) ৪ চিশপেশ ir) | ৫ কুরুস —

  • fNati (Åriaramnes) | | ভ কম্বুষ্ট্ৰীয় forst” (Hystaspes)

| * ##n (Cyrus the great) ৮ কষ্টুঞ্জীয় » Ft333° (Darius) XI.

&ዓ

Woo: J পারস্য , -. অখমনিশ (Achaemenes) এই রাজবংশের আদিপুরুষ। ইহার পর চিশপেশ (Teispes) রাজা হন । চিশূপেশ মিদীয়। সাম্রাজ্য স্থাপনের পূর্বে ৭৩০ খৃঃ পূঃ অব্দে জীবিত ছিলেন। কুরুসের শিলালিপি হইতে জানা যায় যে, তাহার পূর্বপুরুষের পারস্তদেশের রাজা ছিলেন না ; কেবলমাত্র অনুসন নামক নগর তাহদের অধিকারভুক্ত ছিল । হিরোদোতস লিখিয়াছেন যে, কুরুস্ ইস্তুবিগুর কন্ঠার গর্ভে জন্মগ্রহণ করেন ; কিন্তু ইহা কতদূর সত্য তাহ বলা যায় না। কুরুস্ পারসিকদিগের সাহায্যে ইস্তবিগুর বিরুদ্ধে অস্ত্ৰধারণ করেন। র্তাহাকে দমন করিবার জন্ত হপগি ( Harpagus ) প্রেরিত হন ; কিন্তু হর্পাগের সহিত কুরুসের ষড়যন্ত্র থাকায় মিদীয়সৈন্তের একাংশ বিশ্বাসঘাতকতাপুৰ্ব্বক যুদ্ধকালে কুরুসের পক্ষাবলম্বন করে এবং অবশিষ্ট সৈন্তাগণ পলায়ন করিতে বাধা হয়। তৎপরে ইস্তুবি গু মিজে কুরুসের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন ; অবশেষে তিনি পরাজিত ও বন্দী হন । বাবিলনের শিলাফলকে লিখিত আছে, মিদীয়-সাম্রাজ্যের পতন ৫৫৯ খৃঃ পূঃ অন্ধে সংঘটিত হইয়াছিল। কুরুস্ এই যুদ্ধের পর হগমতান ( Ecbatana ) অধিকারপূর্বক অনদনে প্রত্যাগমন করেন। •

    • h (Cyrus) |

(রাজ্যকাল ৫৫৯ খৃঃ পুঃ হইতে ৫৩০ খৃঃ পুঃ । ) হগমতান অধিকারের পর কুরুস মিদীয় সাম্রাজ্যের অধীশ্বর হন ; কিন্তু এ সময়ে সাম্রাজ্যের দূরবর্তী স্থান সকলে বিদ্রোহ উপস্থিত হয় । কুরুস অতি কষ্টে এই সকল প্রদেশ শাসন করিতে সমর্থ হন । রাজ্যের সর্বত্র শান্তি স্থাপিত হইলে কুরুস্ মিদীয় প্রদেশের অধিপতি ধনকুবের কেরেশাস্পের ( কৃশাশ্ব ) বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন । কপছুক্ক ( Cappadocia ) নামক প্রদেশে প্রথম যুদ্ধ উপস্থিত হয়। এই যুদ্ধে কেরেশাস্প পরাজিত হইয়া পুনরায় সৈন্তসংগ্রহের নিমিত্ত স্বদেশভিমুখে যাত্র করেন ; কিন্তু কুরুস্ সসৈন্তে র্তাহার অনুসরণ করিয়া উহাকে সম্পূর্ণরূপে পরাজিত ও বন্দী করেন। কুরুস প্রথমে কেরেশাশকে অগ্নিতে দগ্ধ করিবার জন্য তাদেশ দেন ; কিন্তু পরিশেষে তাহাকে ক্ষমা করেন । ৫৪৬ বা ৫৪৭ খৃঃ পূঃ অব্দে কেল্পেশাস্পের পরাজয় ঘটে । সিদীয়দিগের স্বাধীনতা-লোপের পর এপিয়াবাসী গ্ৰীকৃ (যবন)দিগের সহিত কুরুসের বিবাদ উপস্থিত হয়। গ্রীকেরা বহুপূৰ্ব্বে এলিয়া-মাইনরে উপনিবেশ সংস্থাপন করিয়াছিলেন। কালক্রমে এই প্রদেশ বহুনগরপূর্ণ ও সমৃদ্ধিশালী হইয় উঠে। মিদায়ের ক্রমে এই গ্ৰীকদিগকে বশে অনিয়াছিলেন ; কিন্তু