পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য [ २७० ] পারস্য আক্রমণে অগ্রসর হইলেন। তিনি গ্রসিদ্ধ থাপিলী নামক গিরিপথে অল্প সংখ্যক স্পার্টানদিগকে পরাজিত করিতে সমর্থ হইয়াছিলেন বটে ; কিন্তু সালামিস্-যুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত হওয়ায় স্বরাদ্যে ফিরিয়া আসিতে বাধ্য হইলেন। ৪৮. খৃঃ পূৰ্ব্বে মার্দেনিয়াস্ পারসিক সৈন্যগণের সহিত প্লাটিয়ার যুদ্ধে পরাভূত ও ৪৭৯ খৃঃ পূৰ্ব্বে নিহত হন । এই সময়ে আথেনীয়গণ জলপথে অত্যস্ত প্রবল হইয়া উঠে। তাহারা কিমনের (Cimon) অধীনে পারসিকদিগের রণতরির অমুসরণ ও ধবংস করে। এই যুদ্ধের পর যুরোপে পারসিকদিগের প্রাধান্ত এককালে বিলুপ্ত হইয়া যায়। ক্ষয়ার্য প্রথমে সার্দিস নামক স্থানে গমন করেন, কিন্তু এপিয়ায় গ্রীকদিগের আগমনে ভীত হইয়া আপন রাজধানীতে আসিতে বাধ্য হন । এই সময়ে তাহার শরীররক্ষক প্রধানসেনানী আৰ্ত্তাবনাস অতক্ষত্রের সহিত ষড়যন্ত্র করিয়া অস্তঃপুর মধ্যে র্তাহাকে এবং তাহার জ্যেষ্ঠপুত্র দরাযুস্তকে গোপনে হত্য করেন । zrý*T ( Arta-xerxes )–sus seo থঃ পুঃ । • অতক্ষত্র সিংহাসনে অধিরূঢ় হইয় প্রথমেই আৰ্ত্তাবনাসকে বিনাশ করিলেন । এই সময়ে অতক্ষত্রের জ্যেষ্ঠভ্রাতা বিশ্বতাম্প (Hystaspes ) বক্রিয়ার শাসনকৰ্ত্ত ছিলেন। তিনি তাপন কনিষ্ঠ ভ্রাতাকে রাজপদ লাভ করিতে শুনিয়া বিদ্রোহী হইলেন, কিন্তু উপৰ্য্যুপরি দুইটা যুদ্ধে হারিয়া পলায়ন করিতে বtধ্য হন । অতক্ষত্রের সভায় গ্রীসের বিখ্যাত বীর থেমিষ্টেক্লিস্ (Themistocles) স্বদেশের অনিষ্টসাধন-মানসে উপনীত হন। পারস্তরাজ তাহার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেন ও তাছাকে মিআন্দারনদীতীরস্থ ম্যাগনেসিয়া নামক স্থান এবং আর দুইট নগর অর্পণ করেন । এই ঘটনার পর ইজিপ্টদেশে ঘোরতর বিদ্রোহ উপস্থিত হয় । বিদ্রোহীর হস্তে দরায়ুসের পুত্র অথমনিশ প্রাণ বিসর্জন করেন। লিবিয়ার রাজা সামেতিকাসের ( Psammetichus ) পুত্র ইনরাস ( Inarus ) মিসরে রাজা হইলেন। এই সময়ে পারসিকদিগের সহিত আথেনীয়গণের বিবাদ চলিতেছিল। এখন মিসরীয়গণ সাহায্য প্রার্থনা করায় ২০ •শত আথেনীয়রণতরি মিসরে প্রেরিত হইল। উপস্থিত নেীযোদ্ধৃবর্গের সহিত বিদ্রোহীদল মেম্ফিস্ নগর ও দুর্গ অবরোধ করিল। অতক্ষত্র বগবুথ ষের (Megabyzus ) অধীনে একদল সৈন্ত পাঠাইলেন । ঘোরতর যুদ্ধের পর মিসরীয়গণ সদলে সম্পূর্ণরূলে পরাজিত এবং ইনরাস শক্রহন্তে নিপতিত ও নিহত হইলেন । ইহার অল্পকাল পরে আথেনীয়দিগের সহিত পারসিকদিগের সন্ধি স্থাপিত হইল । এই সন্ধির পর পারসিকেরা যবন (Ionia)-দিগের সহিত আর কোন ভীষণযুদ্ধে লিপ্ত হয়েন নাই। পারস্তাধিপ গ্ৰীকসৈন্তদিগের শৌর্য্যে মুগ্ধ হইয় তাহাদিগকে আপনার সৈন্তদলে নিযুক্ত করিতে লাগিলেন । এই সময়ে যে পারস্তরাজ্য অধঃপতনোন্মুখ হইয়াছিল তদ্বিষয়ে সন্দেহ নাই । নিহেমিয়ার বিবরণ পাঠে জানা যায় যে, প্রজাবৰ্গ দিন দিন শ্রমকাতর, অলস ও বিলাপী হইয়। উঠিতেছিল। অতক্ষত্র অত্যন্ত দুৰ্ব্বলহৃদয় ও বাসনাসক্ত ছিলেন । রাজকাৰ্য্যে তাহার কিছুই ক্ষমতা বা অমুরাগ ছিল না। রাজকাৰ্য্যতত্ত্বাবধানের ভার কৰ্ম্মচারিবর্গের উপরই মুস্ত ছিল । ৪২৪ খৃঃ পূঃ অব্যে তিনি প্রাণত্যাগ করেন । তাহার মৃত্যুর পর তৎপুত্র ২য় ক্ষয়ার্ষ রাজা হইলেন বটে, কিন্তু অল্পদিন মধ্যেই তাহার এক ভ্রাতার হস্তে নিহত হইলেন। এই হত্যাকারী প্রায় ছয়মাস রাজত্ব করেন, তৎপরে তঁtহার ভ্রাত ওকাস্ (Ochur) তাছাকে হত্যা করিয়া দারয়কুশ নাম ধারণপূর্বক সিংহাসনে অধিরোহণ করেন। so Ft HH77 ( WziąH Darius ) ; দরায়ুকে রাজপদে অধিষ্ঠিত দেখিয় তাহার শ্রাতারী সিরীয়দেশে বিদ্রোহী হইলেন। কিন্তু দরায়ুস তাহাদের অধীনস্থ গ্ৰীকসৈন্তদিগকে অর্থদানে বশীভূত করিয়া অতিসহজেই বিদ্রোহীদিগকে দমন করিলেন । ৪১০ খৃঃ পূঃ অব্দে সামান্ত বিদ্রোহের পর মিসর স্বাধীন হইল । পিলেপিনিসাসের যুদ্ধের পর আথেন্সের অবস্থা শোচনীর এবং ক্ষমতা নিতান্ত হীন হইয়া পড়ে। পারসিকেরা এই সুযোগে সমুদ্রতীরবর্তী স্থানসমূহ অধিকারের প্রয়াসী হইলে তিশফ্রণ। ও ফর্ণাবাজু নামে দুইজন পারসিক শাসনকর্তার মধ্যে বিবাদ উপস্থিত হয় এবং দুইজনেই স্পার্টানদিগের সাহায্য প্রার্থনা করেন। স্পার্টানের অধিকতর ক্ষমতাশালী তিশফ্রণীর (Tissnpuerue৪) পক্ষ অবলম্বন করেন এবং এই স্থির হয় যে, এসিয়াখণ্ডে যত গ্ৰীকনগর আছে, তাহ! তিশফ্রণ। গ্রহণ করিবেন এবং তাছার পরিবর্তে তিনি ম্পার্টানদিগকে সাহায্য করিবেন । কিন্তু তিনি বিশ্বাসঘাতকতা করায় স্পার্টানের ফর্ণাবাজুর পক্ষ অবলম্বন করে । আথেনীয়গণ এই সুযোগে পারসিকদিগের রাজ্যলুণ্ঠন করিতে আরম্ভ করিল। অবশেষে ফর্ণবাজুর কৌশলে আথেনীয়গণ সন্ধি স্থাপন করিল ( 8°ने ५: *?) । ७हे गमप्म कूझन् (Cyrus) भtन