পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পালার [ రిStు ] পালি রাজার নাম রাজ্যকাল । ১৫। রামপাল (মগধ ও উত্তরগেড়ে) ১৭৯১—১১৯৩ খৃঃ অঃ । ১৬। কুমারপাল , , ... ي ه لا لالا- دى ه ډ لا ১৭। গোপাল ৩য় . , ... ډ لا ډس ه ډ لا لا )t, ১৮ । মদনপাল &y ... :) ) &– ఫిలిe , ১৯ । মহেন্দ্রপাল , • • ) చితి-సి 86 . ২০ । গোবিন্দপাল . , • • • ১১৪ e—১১৬১ , বৈদ্যদেবের তাম্রশাসনে লিখিত অাছে, পালরাজগণ “মিহির’ বা হুর্য্যবংশীয় । পাললহরী, উড়িষ্যার মধ্যে একটা দেশীয় রাজ্য। অক্ষা ২১ ৮৩. ও ২১ ৪০/৩৫ উঃ এবং দ্রাঘি” ৮৫° ৩ ও ৮৫- ২১ ৩০% পুৰ্ব্বে অবস্থিত। পরিমাণ ৪৫২ বর্গমাইল। এই রাজ্যের উত্তরে ছোটনাগপুরের কোনাই রাজ্য, পূৰ্ব্বে কেউঞ্চর রাজ্য, দক্ষিণে তালচের ও পশ্চিমে বাম্র রাজ্য। এই রাজ্যের উত্তরে কতকগুলি পাহাড় আছে, তন্মধ্যে মলয়গিরি সর্বপ্রধান । এখানকার জঙ্গলে যে সকল শালবৃক্ষ পাওয়া যায়, তাহা সৰ্ব্বোৎকৃষ্ট । এই রাজ্যে শস্ত্যাদি ভাল জন্মে না। শস্তের মধ্যে যব গম প্রভৃতি এবং তৈলবীজ প্রধান। লাহরে স্থানীয় রাজার বাস। ইহা অক্ষা ২১° ২৬% উত্তরে এবং দ্রাঘি” ৮৫° ১৩' ৪৬ পূৰ্ব্বে অবস্থিত। পূৰ্ব্বে এই রাজ্য কেউঞ্চর রাজ্যের অধীন ছিল, কিন্তু এক সময়ে কেউঞ্চররাজ পাললহরার রাজাকে স্ত্রীবেশে নৃত্য করিতে বাধ্য করায় বিবাদ উপস্থিত হয় এবং ইহার ফলে পাললহর রাজ্য কেউষ্ণুর রাজ্যের অধীনতা হইতে মুক্ত হয়। পাললহরার রাজ এখন ইংরাজ গবর্ণমেণ্টকে যে কর প্রদান করেন, তাহ কেউন্থর রাজার নামে জমা করিয়া লওয়া হয় । ১৮৬৭ খৃঃ অব্দে কেউঞ্চরে বিদ্রোহ উপস্থিত হইলে পাললহরীর রাজা ইংরাজদিগের সাহায্য করায় ‘রাজা’ বাহাদুর উপাধি প্রাপ্ত হইয়াছেন। রাজার ৬৭ জন সৈন্য এবং ৫৭ জন পুলিস কৰ্ম্মচারী অাছে। পালহল্লী, মহিমুর রাজা মধ্যে মহিমুর জেলায় একটা গ্রাম, কাবেরী নদীতীরে অবস্থিত। পূৰ্ব্বে এই স্থান চিনির কারখানার জন্ত প্রসিদ্ধ ছিল ৷ এখন এই ব্যবসা প্রায় উঠিয়া গিয়াছে । পাল ( দেশজ ) ১ পল্লব। ২ বার, পর্যায়। ৩ কালনিরূপণ। ৪ কীৰ্ত্তন কিংৰ ধৰ্ম্মসম্বন্ধীয় সঙ্গীতের সম্পূর্ণ ইতিবৃত্তের কিয়দংশ । যেমন রামায়ণে লবকুশের পালা । ৫ রক্ষিত, পোষ, পাখী পালা । ৬ পলায়ন । ৭ সতৃণ ধান্তরাশি। পালন (পারসী ) ১ পশুর স্তনমণ্ডল। ২ পাদানী । পালাগল (পুং ) ১ দূত, সন্দেহবহ । ২ মিথ্যাসংবাদদাতা । পালার, মহিমুর রাজ্য হইতে নির্গত একটা নদী। উত্তর আর্কটু, - উত্তর সালেম প্রভৃতি স্থানের মধ্য দিয়া সত্রস্ হইতে কয়েক মাইল দূরে সমুদ্রে পতিত হইতেছে। পালার নদী দৈর্ঘ্যে ২৫• মাইল। পইনী ও চেয়ার পালার নদীর প্রধান শাখা। এই নদীর তীরে কৃষ্ণপুর, বনিয়েম্বদি, আস্থর, বেরে, জাৰ্কটু, চিঙ্গলপত্তন প্রভৃতি নগর অবস্থিত। পালার নদী হইতে খাল দ্বারা জল আনয়ন করিয়া কৃষিকাৰ্য্য সম্পন্ন হইয় থাকে । তামিল ভাষায় পালার শব্দের অর্থ দুগ্ধ নদী । পালালী, ৰোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত কাঠিবাড়ের আলবার বিভাগের একটী ক্ষুদ্র রাজ্য। পরিমাণ ৪ বর্গ মাইল । রাজ্যের আয় ৪৮০০ টাকা। তন্মধ্যে ইংরাজ গৰমেণ্টকে ৩৫৭ টাকা ও জুনাগড়ের নবাবকে ৪৬ টাকা কর দিতে হয়। গালামে), বঙ্গদেশে লোহারডাগা জেলার একটী উপবিভাগ। পরিমাণ ৪২৪১ বর্গ মাইল। পালামেীতে ২৮৫৯ খানি গ্রাম আছে। পালামে বিভাগে মালজাতি সৰ্ব্বপ্রথম স্থায়িভাবে বাস করিতে আরম্ভ করে এবং তাছারাই পালামে নগর নিৰ্ম্মাণ করে বলিয়া প্রবাদ আছে। মালজাতি এক্ষণে বিলুপ্তপ্রায়। সরগুজা ও উদয়পুর প্রভৃতি করদ রাজ্যে মালজাতিকে দেখিতে পাওয়া যায়। মালজাতির পর রাক্সেল রাজপুতের পালামে অধিকার করে। ১৮১৪ খৃষ্টাব্দে ইছ। ইংরাজ গবর্মেন্টের অধীনে আসিয়াছে। এখানে ২ট ফৌজদারী ও ২ট দেওয়ানী বিচারালয় আছে । পলাশ (ক্লী ) পলাশস্তেদমিতি অণ।। তমালপত্র, চলিত তেজপাত। ( রাজনি" ) “পালাশং দহনাৰ্জ্জনং শঠজয়াম্পামার্গকুষ্মাণ্ডকম।” ( বাভট গুল্মচিকি” ) পলাশস্ত বিকারঃ অবয়বো বা অগ্ । ২ পলাশাবয়ব, আষাঢ়দও । ৩ তদ্বিকার। পলাশঃ তদ্বর্ণ অস্ত্যস্তেতি অণ, । ( পুং ) ৪ হরিদ্বর্ণ । ( ত্রি ) ৫ তদ্বিশিষ্ট । পলাশক (ত্রি) - পলাশস্ত অদূরদেশাদি বরাহাদিত্বাং কক্ । ( পা ৪।২৮• ) পলাশ সন্নিকৃষ্ট দেশাদি । পলাশ্য (ত্রি) পলাশেন নিবৃত্তং সঙ্কাশাদিত্বাৎ গ্য। পলাশ নিবৃত্ত, পলাশদ্বারা নিবৃত্ত । পলাশখগু (পুং ) ১ মগধদেশ। কেহ কেহ ইহার পাঠান্তর ‘পালাশবগু এইরূপ নির্দেশ করিয়াছেন। ২ পলাশসমূহ। পালাশি (পুং ) পলাশগোত্রপ্রবর ঋষিভেদ। ( প্রবরাধ্যায় ) পালি, প্রাচীনকালে এসিয়া মহাদেশে যে সকল ভাষা প্রচলিত ছিল, “পালি” উহাদের অন্যতম। পশ্চিমে বক্তিয়া ( বালিক ) হইতে পূৰ্ব্বে কম্বোজ ( কাম্বোডিয়া ) পৰ্যন্ত এক সময়ে এই ভাষা প্রচলিত ছিল, প্রাচীন শিলালিপি হইতে তাহার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। কথিত আছে, খৃষ্ট পুৰ্ব্ব ষষ্ঠ শতাব্দীতে