পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুণা [ ¢०२ ] જૂના ( ১৫৬৩-৬৪ খৃষ্টাব্দে ) তাহার। বিজয়নগরপতি রামরাজকে আপনাদের অপেক্ষ অধিক বলশালী বিবেচনা করিয়া পুরস্পর মিলিত এবং রামরাজের ক্ষমতা-হ্রাসকরণার্থ ১৫৬৫ খৃঃ অব্দে যুদ্ধে প্রবৃত্ত হইলেন । তালিকোটে উভয়দলে ঘোরতর সংঘর্ষ উপস্থিত হয়। যুদ্ধে রামরাজ নিহত ও তাছায় সৈন্যদল বিদ্ধস্ত হইয়াছিল। অতঃপর দাক্ষিণাত্যভূমি কিছুকালের জন্ত শাস্তভাব १ीं;ीं★ कtग्न ! ১৫৯০ খৃষ্টাব্দে বিজাপুর-গতিনিধি দিলাবর খাঁ আহ্মদনগরে পলাইয়া জাসেন এবং ২য় বুর্হানৃ-নিজাম-শাহকে শোলাপুর প্রদান করিবার জন্ত অনুরোধ করেন। ১৫৯২ খৃষ্টাব্দে ইব্রাহিম আদিল শাহ কর্তৃক আহ্মদনগর-সৈন্ত পরাজিত হয় এবং দিলাবর বন্দী হইয়া সাতারা-ভুর্গে প্রেরিত হন। এই বার দক্ষিণাত্যে মোগলরাজবংশের আক্রমণ আরম্ভ হইল । ১৬১০ খৃষ্টাব্দে আহ্মদনগর আকবরের করকবলিত হইয়াছিল। হাবলী-সর্দার মালিক অম্বর উহা পুনরায় অধিকার করিয়া লইলেন। ১৬১৬ খৃষ্টাব্দে জাহাঙ্গীর-পুত্র শাহজাহান্‌ অtহ্মদনগরের কতকাংশ দখল করিয়া লন । ১৬২৯ খৃষ্টাৰো মোগল-শাসনকর্তা বিদ্রোহী হইলে পুনরায় যুদ্ধ স্থচিত হয় । ১৬৬৩ খৃষ্টাব্দে দৌলতাবাদ মোগলের হস্তগত হইল এবং রাজা বন্দী হইলেন। তৎকালের মরাঠাসর্দারগণের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি শাহজা ভোন্সলে পূৰ্ব্বতন রাজবংশের একজনকে সিংহাসনে বসাইলেন। তিনি বিজাপুর-সৈন্য সহ পরেও হইতে মোগলদিগকে তাড়াইয়া দিলেন এবং পুণ৷ ও গঙ্গ4র-জেগা লুট করিয়া লইলেন । শাহজাহান্‌ পরাজয়-সংবাদ পাইয়াই দক্ষিণাত্য অভিমুখে সসৈন্যে যাত্রা করিলেন। ১৬৩৬ খৃষ্টাব্দে ধিজাপুররাজ পরাঞ্জিত হইয় তাহার পদানত হইল। শাহজীর অধিকৃত স্থানসমূহ অধিকার করিতে তাহাকে বিশেষ চেষ্টা করিতে হয় নাই । ১৬৩৭ খৃষ্টাবো শাহজী আত্মসমর্পণ করিলেন এবং সেই সঙ্গে সঙ্গেই নিজামশাহী বংশেরও লোপ হইয়াছিল । ভীমানদীর উত্তরতীরবর্তী জুল্লর প্রভূতি স্থান মোগলসাম্রাজ্যভূক্ত এবং দক্ষিণতীরবর্তী ভূভাগসমূহ বিজাপুররাজকে প্রদত্ত হইল । শাহজী বিজাপুরের অধীনে কৰ্ম্মগ্রহণ করিলেন এবং নিজ কার্য্যের পারিতোষিক স্বরূপ পুণ, মুপা, ইন্দাপুর, বীরামতি ও সাবল নামক স্থান জায়গীর প্রাগু হইয়াছিলেন । বিজাপুর-রাজের অধীনে মরাঠা-সর্বারের শিক্ষিত “বৰ্গা” নামক অশ্বারোহী সেনাদল মোগলযুদ্ধে বিশেষ রণপাণ্ডিত্য দেখাইয়া সাধারণে প্রতিপত্তি লাভ করিয়াছিল। ক্ষুদ্র ক্ষুদ্র স্বৰ্গগুলি মরাঠ{সর্দারদিগের হস্তে ন্যস্ত ছিল। মুসলমান ‘মোকাসদারের অধীনে হিন্দুকৰ্ম্মচারিগণ রাজস্ব সাদায় করিত। এই সময়ে অনেক বনিয়াদি মরাঠাবংশ ‘দেশমুখ’ ও ‘সরদেশমুখের কার্ধ্যভার প্রাপ্ত হইলেন। যখন চারিদিৰেই भग्नtāt११ झtखरुपं मिशूढतः ५५१ Btझि१t८ह्मङ्ग छ्? क्षणि &ltन মরাঠাসর্দারগণের পরিচালিত, ঠিক সেই সময়েই বিজাপুররাজবংশের অবনতির স্বত্রপাত আরম্ভ হয় । শাহঞ্জীর পুত্র মহাবীর শিৰাজী সুযোগ বুঝিয় মস্তকোত্তোলন করিলেন । ॐाशं ब्रहे ¢गांश्मtज भूध इहेछ गङ्गा?t११ लtग नएग श्रांगिा। র্তাহার দলভুক্ত হইয়াছিল । [ মরাঠাগণের উন্নতি ও অবনতি সম্বন্ধে বিশেষ ইতিহাস শিবাজী প্রভৃতি নামে দ্রষ্টব্য। ] ১৮১৮ খৃষ্টাব্দে শেষ পেশব বাঙ্গীরাওর মৃত্যুতে মরাঠাপরাক্রমের অবসান হইল। অতঃপর পুণায় আর কোন ঘটনা ঘটে নাট। ৰিখ্যাত সিপাহীবিদ্রোহের সময়েও এখানে কোনরূপ ঔদ্ধত্ত্যের পরিচয় পাওয়া যায় নাই । বিদ্রোহ গুরু দেশপ্রসিদ্ধ নানাসাহেব এই বাজীরাওর দত্তকপুত্র ছিলেন। পুণ-নগর দক্ষিণভারতের কেন্দ্র বলিয়া পরিগণিত হওয়ায় হিন্দু, মুসলমান, মরাঠা ও ইংরাজ রাজগণের সাময়িক যথাসম্ভব ইতিহাস এস্থানেই বিবৃত হইল। আবশুক-মতে জুন্নর প্রভৃতি উপবিভাগের ঐতিহাসিক তত্ত্ব যথাস্থানে আলোচিত হইয়াছে । [জুনার দেখ। ] এই জেলার প্রত্যেক গ্রাম ও নগরে দেবমন্দির স্থাপিত আছে। কোনটা অতি প্রাচীন, কোনটা বা সম্পূর্ণ আধুনিক । কতক গুলি কালের ধ্বংসক্রোড়ে আশ্রয় লইতেছে, কতক বা উৰ্দ্ধচুড়ে মস্তকোত্তোলন করিয়া পূৰ্ব্বতন গৌরব রক্ষা করিতেছে। এখানকার হিন্দুগণ অধিকাংশই শৈব, এ কারণ শিবমন্দিরের ংখ্যা অধিক । স্থানে স্থানে অসংখ্য শিলালিপিও দৃষ্টিগোচর হইয় থাকে । [ বিশেষ বিবরণ তৎ তৎ গ্রাম ও নগরাদি শব্দে দ্রষ্টব্য । ] ২ উক্ত জেলার প্রধান নগর এবং দক্ষিণভারতে ইংরাজরাজের প্রধান সেনানিবাস । ইহা দক্ষিণাত্যের সাময়িক রাজধানী বলিয়া গণ্য' বোম্বাই-নগর হইতে প্রায় ৫৫ ক্রোশ দক্ষিণপূৰ্ব্বে অবস্থিত। অক্ষা” ১৮° ৩, ৪১° উঃ এবং দ্রাঘি" ৭৩ ৫৬%২১% পুঃ । সমুদ্রপৃষ্ঠ হইতে ১৮৫০ ফিটু উচ্চ এবং মলবার উপকূল হইতে প্রায় ৩১ ক্রোশ পূৰ্ব্বে (মুতা) মুঠ নদীর দক্ষিণতটে মুদৃঢ় কুর্গ দ্বারা-সুরক্ষিত। প্রত্যেক বৎসর জুলাই হইতে নবেম্বর পর্য্যস্ত বোম্বাই গবর্মেন্ট এখানে থাকিয়া রাজকাৰ্য্য পর্যালোচনা করেন। এখানে গ্রেট-ইণ্ডিয়ান্‌-পেনিনসুলারেলওয়ের একটী ষ্টেশন আছে। লোকসংখ্যা ১৬১৩৯• । মুতা ও মুলার সঙ্গম ব্যতীত এখানে নাগবারি, ভৈরব,