পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:్చ বলির পুত্র পুণ্ডের বংশধর। সভাপর্কে তাহারাই মুজাতি ও ক্ষত্রিয় বলিয়া বর্ণিত হইয়াছে। বলিপুত্র পুণ্ড হইতে পুওদেশের নাম হুইয়াছিল এবং এখানে তাহার বংশধরের বাস করিত বলিয়া এই স্থান পৌণ্ড নামেও খ্যাত ছিল । মৎস্য, মার্ক:গুর ও ব্রহ্মা গুপুরাণে এই জনপদ প্রাচ্যদেশের বা পুৰ্ব্বভারতের অস্তর্গত । "প্রাগজ্যোতিবাচ্চ গেীংশ্চ বিদেহাপ্তামলিপ্তকাঃ। মালা মাগধগোনন্দtঃ প্রাচ্যাং জনপদাঃ স্থতাঃ ॥” (ব্রহ্মাও ১।৪৮৫৮, বামন ১৩।৪৫, মার্কপু ৫৮১৩, মৎস্তপু ১১৩৪৫) এদিকে বিষ্ণু ও মার্কণ্ডেয়পুরাণে দক্ষিণাত্যগণের সহিত পুংদেশের বর্ণনা আছে – “পুগুশি কেরলাশ্চৈব গোলাঙ্গুলাস্তথৈব ।" (মার্কপু" ৫৭) “পুণ্ডাঃ কলিঙ্গা মগধা দাক্ষিণাত্যাশ্চ সৰ্ব্বশঃ ” (বিষ্ণুপু ২।৩১৫ ভবিষ্যৎপুরাণের ব্ৰহ্মাণ্ডখণ্ডে লিখিত অাছে, ভারতের পূৰ্ব্বাংশ পুং দেশ-সপ্তখণ্ডে বিভক্ত, যথা—গৌড়, বরেন্দ্র, নিবৃত্তি,মুহ্মের নিকট বনসন্মাচ্ছন্ন রীরিথও, বরাহভূমি, বৰ্দ্ধমান এবং বিন্ধ্যপাদস্থিত বিন্ধ্যপাশ্ব ॥৬ উক্ত বিভাগ নির্দেশ হইতে বোধ হইতেছে, ইহার উত্তরসীমা ব্ৰহ্মপুত্র ও হিমালয়ের পূর্বাংশ, পশ্চিমে বিহার, রেবা ও বুনোলখণ্ড ও দক্ষিণে গঙ্গাসাগর পর্যন্ত । ইহার মধ্যে মুর্শিদাবাদ, রাজশাহী, দিনাজপুর, রঙ্গপুর, নদীয়ার কিয়দংশ, বীরভূম, বৰ্দ্ধমান, মেদিনীপুরের কিয়দংশ, জঙ্গল-মহল, রামগির, পঞ্চকুট ७ श्रiव्यष्ट्रियोद्ा द्झिश् ि। ব্ৰহ্মাণ্ডখণ্ডের বর্ণনা-পাঠ করিলে খৃষ্টীয় ১৫শ কি ১৬শ শতাদের রচনা বলিয়া সহজেই মনে হয়। এরূপ স্থলে ব্ৰহ্মাণ্ডখণ্ডের সীমা-নির্দেশ সাবধানে গ্রহণ করা উচিত। বিভিন্ন পুও দেশের বিভিন্ন সময়ের সীমা ব্ৰহ্মাণ্ডখণ্ডকার এক করিয়া প্রকাশ করিয়াছেন। পূর্বেই লিখিয়াছি, মহাভারতে পেণ্ডিক, পুণ্ড, ও মুণুগুক এই তিনটী জনপদের উল্লেখ আছে । ইহার মধ্যে বিষ্ণুপুরাণে দাক্ষিণাত্যের সহিত যে পুণ্ডের উল্লেখ আছে, সম্ভবতঃ এই পুণ্ড সভাপর্ক্সে স্বপুওর্ক নামে বর্ণিত। আবার বৈশ্বামিত্র-পুত্র পুং,গণ ঐতরেয়-ব্রাহ্মণে ‘উদস্তা’ অর্থাৎ ‘অত্যন্ত নীচজাতিভব’ বলিয়াই বর্ণিত হইয়াছে। ব্ৰহ্মাও পুরাণে লিখিত আছে— “উদ্‌গ, হিমবতঃ শৈলান্থত্তরস্যশ্চ দক্ষিণে । পুণ্ড,ং নাম সমাখ্যাতং নগরং তত্ৰ বৈ স্থতম্।।” (অনুষঙ্গপা”৫৫৷৪৮) উত্তরদিন্থী হিমালয়ের দক্ষিণ দিকে পুণ্ড, নামক নগর আছে। সম্ভবতঃ মন্থপ্রোক্ত বৃধলত্ব প্রাপ্ত পৌণ্ড, জাতি ঐ উত্তর [ &eసి ] " (o) Iudian Antiqriary, Vol. XX, 419. XI পুণ্ডক --- দিগ্বাসী । সভাপর্বে ইহার শকাদির শহিত উক্ত হইয়াছে । পুং, নামকু ক্ষত্রিয় জাতির নিবাসভূত প্রাচ্য দেশান্তর্বর্তী গোঁও অঙ্গ ও বঙ্গের মধ্যবৰ্ত্তী বলিয়া বোধ হইতেছে। এখন ব্রহ্মাওখণ্ডের সাহায্যে তিনটা পুণ্ডের এইরূপ বর্তমান অবস্থিতি মোটামুটি স্থির করিতে পারি। ১। পেণ্ডিক বা পেংক—দিনাজপুর ও রঙ্গপুরের উত্তরাংশে এবং হিমালয় প্রদেশের পূর্ধ্বাংশে। ২ । পুণ্ড, বা পেগু-পশ্চিমে অঙ্গ বা ভাগলপুর জেলা, পূৰ্ব্বে বঙ্গ (ঢাকা ও ময়মনসিংহ জেলা ), উত্তরে দিনাজপুরের কতকাংশ, মালদহ, রাজশাহী, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিয়দংশ । ৩। সুপুওক—(দক্ষিণপুণ্ড ) বৰ্দ্ধমানের দক্ষিণাংশ, জঙ্গলমহল ও মেদিনীপুরের পশ্চিমাংশ । পুণ্ড, বা পেগু শব্দের অপভ্রংশে পুড়া, পেড়ে, পাণ্ডুয়া ইত্যাদি নামকরণ হইয়া থাকিবে। এখনও বৰ্দ্ধমানে পুড়া, ২৪ পরগণায় পুড়া, মানভূমে পাওর, পাটনার নিকট পাওরক প্রভৃতি নাযাবলী প্রাচীন পুণ্ড, বা পোণ্ডেরই আভাস দিতেছে। যাহা হউক এই সকলের মধ্যে পুণ্ড, বা পেগু, নামক জনপদটী বিশেষ প্রসিদ্ধি-লাভ করিয়াছিল। ইহারই রাজধানী পুণ্ডবৰ্দ্ধন বা পেগু বৰ্দ্ধন । [ পুণ্ড বৰ্দ্ধন ও পাণ্ডুয়া দেখ। ] এখন পেণ্ডিক জাতির নিদর্শন পাওয়া যায় না। পৌণ্ডে র প্রাচীনতম রাজধানী পুণ্ডবৰ্দ্ধন বা পুড়ার এখনও ভগ্নাবশেষ রছিয়াছে, কিন্তু পুং, নামক ক্ষত্রিয় জাতিও কালগর্ভে বিলীন হইয়া গিয়াছে। ২৪ পরগণা ও মালদহ জেলার ইক্ষুজীবী ও কৃষিজীবী পুঁড়ানামে এক নীচ জাতি দেখা যায়। ইহাদের মধ্যে অনেকে প্রাচীন পেীও জাতির সন্তান বলিয়া পরিচয় দিতে উদ্যত হইয়াছেন, পেদিজাতির মধ্যেও এক থাক আপনাদিগকে প্রাচীন পেীগুজাতীয় বলিয়া পরিচয় দিতেছে, কিন্তু এই সকল নিম্ন শ্রেণীভুক্ত জাতিকে মহাভারতোক্ত সুপুণ্ডক জাতি বলিয়। বোধ হইতেছে। { পে\ওক বাসুদেব দেখ ] । পুণ্ডক (পুং) গুগুইৰ এতিকৃতি (ইব এতিক্ষতে। প। ৪৩৯৬ )। ইতি কন্‌। ১ মাধবীলতা। ২ তিলকবৃক্ষ । পুও-স্বার্থে কৰু। ৩ ইক্ষুভেদ। পৰ্যায়=য়গাল, ইক্ষুবাটী, ইক্ষুযোনি। গুণ-মধুর, শীতল, রুচিকারক, মৃদ্ধ, পিত্তদাহনাশক, বৃষ্য, ও তেজোবলবিবৰ্দ্ধক । ( রাজনি" )। ৪ তিলক, ফোট, ব্রাহ্মণ উদ্ধপুণ্ডক করিবে। [ তিলক দেখ ] । ( পুং কী ) ৫ অশ্বশরীরস্থিত চিহ্নবিশেষ। অশ্ববৈস্তকে এই চিহের বিষয় এইরূপ লিখিত আছে,—গুক্তি, শখ, গদা, খড়গ, পদ্ম, চক্র, অঙ্কুশ ও শরাসন সদৃশ চিহ্ন হইলে তাহাকে পুণ্ডক কছে। SRb*