পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৫৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরশ্চরণ জপকর্তা প্রতিদিন যতসংখ্যক জপ করিবেন, জপ শেষ হইয় গেলে, প্রত্যেক দিন তাহার দশাংশানুক্রমে হোম, তর্পণ এবং অভিষেক করিবেন। জপের নুনাধিক্য-প্রশমনের জম্ভ প্রত্যহ ব্ৰাহ্মণ ভোজন করাইবেন । অথবা সমুদায় জপ হইয়া গেলে হোম ও তপর্ণাদি সম্পন্ন করিত্বে |& মুণ্ডমালাতন্ত্রে লিখিত আছে—যে দেবতার যত পরিমাণে জপ উক্ত হইয়াছে, জপাস্তে প্রতিদিনই তাহীর দশাংশ অনুক্রমে সেই সেই দেবতার যথোক্ত হোমাদি করিতে হইবে। “যন্ত যাবান জপং প্রোক্তস্তদশাংশমমুক্ৰমাৎ । তত্ত বৈার্জপস্তান্তে হোমং কুর্যাদিনে দিনে ॥” (মুণ্ডমালাতন্ত্র) পুরশ্চরণচন্ত্রিকায় লিখিত আছে—প্রতিদিন যত জপ হইবে তাহার দশাংশ হোম করিবে। অথবা লক্ষ জপ পূর্ণ হইলে হোম করিতে হইবে। “ততে জপদশাংশেন হোমং কুৰ্য্যাদিনে দিনে। অথবা লক্ষসংখ্যায়াং পূর্ণায়াং হোমমাচরেৎ "(পুরশ্চরণচঙ্গিক।) সনৎকুমারীয়ে লিখিত আছে—জপকৰ্ত্ত জপের যে যে অঙ্গহীন হইবে, তাহার দ্বিগুণ জপ করিবেন। ব্রাহ্মণপক্ষেই এই নিয়ম জানিতে হইবে, কিন্তু হোম করিতে না পারিলে ব্রাহ্মণপত্নীর হোমসংখ্যার চতুগুণ জপ বিধেয় । তদ্ভিন্ন ক্ষত্রিয় ও বৈশুপঞ্জীদিগের ক্রমে ছয় গুণ ও আট গুণ জপ করা প্রশস্ত । শূদ্র যদি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় অথবা বৈশ্বের আশ্রিত হয়, তবে যাহার আশ্রয়ে থাকিয়া জপ করিবে, তৎসম্বন্ধে যে নিয়ম নির্দিষ্ট হইয়াছে, তাহাকে ও সেই নিয়মেই চলিতে হইবে । পরস্তু শূদ্র যদি কাছার ও আশ্রয়ে না থাকিয়া জপ করে, তবে তাছাকে দশগুণ জপ করিতে হইবে এবং শূদ্র যদি ব্রাহ্মণের ভৃত্যু হয়, তবে তৎপক্ষে ব্রাহ্মণ-পত্নীর তুল্য জপ প্রশস্ত ॥৬ s &&s (৫) “এবং জপং পুরা কৃত্ব! তেজারপং সমৰ্পয়েৎ । দেবস্ত দক্ষিণে হস্তে কুশপুষ্পার্থ্যবারিতিঃ । সফলং ডশ্বিম্ভ ব্যৈবং প্রাণারামং সমীচরেং । জপস্তাদেী জপান্তে চ ত্রিতয়ং তিয়ং চরেং ॥ এবং জপং পুরা কৃত্ব গন্ধক্ষতকুশোদকৈঃ। জপং সমৰ্পয়েদেব্য বামহস্তুে বিচক্ষণঃ ॥ জপান্তে প্রত্যহং মন্ত্রী হেমিয়েন্তদশfংশতঃ। তপণঞ্চাভিষেকঞ্চ তত্তদশাংশতো মুনে । প্রত্যহং ভোজয়েধিপ্রান্‌ সুনাধিক প্রশান্বয়ে । অথবা সৰ্ব্বপুঞ্জেী চ হোমাজিকমখাচরেৎ। সম্পূর্ণায়াং প্রতিজ্ঞায়াং তৰ্পণাদিকমাচরেৎ।" ( গৌতমীয় ) (৬) “যদৃষদঙ্গং ভবেন্থভগ্নং তৎসংখ্যাদ্বিগুণে জপ । হোমাভাবে জপং কাষে হোমসংখ্যাচতুগুণঃ ॥ ( cशोङभौग्न) — পুরশ্চরণ মোট কথা, হোমাভাবে ব্রাহ্মণ দ্বিগুণ ও ব্রাহ্মণপঞ্জী চারি গুণ জপ করিবেন, এতদ্ভিন্ন ব্রাহ্মণেতর ক্ষত্রিয় বৈপ্ত ও শূত্র ইহুদিগের ক্রমে তিন গুণ, চারি গুণ ও পাঁচগুণ জপিতে হুইবে ७६९ देशनिप्शन्न गप्रैौभ१, कमांचप्छ जेड निग्नष्क्लद्र वि०१ अर्षिक জপ করিবেন। সৰ্ব্বত্রই স্ত্রীদিগের পুরুত্বাপেক্ষ। দ্বিগুণ জপ প্রশস্ত । এদিকে যোগিনীহৃদয় এবং কুলীৰ্ণবেও লিখিত আছে,— ব্রাহ্মণ হেমকৰ্ম্মে অশক্ত হইলে দ্বিগুণ জপ করিবেন, ব্রাহ্মণ ভিন্ন ইতর বর্ণ অর্থাৎ ক্ষত্রিয়, বৈশু ও শূদ্র ইহাদিগের ক্রমে তিন, চারি এবং পাচগুণ জপ করিতে হুইবে । - "হোমকৰ্ম্মণ্যশক্তানাং বিপ্রাণাং দ্বিগুণে জপঃ । ইতরেষাস্তু বর্ণনাং ত্রিগুণাদিঃ সমীরিতঃ ॥” ( যোগিনীহৃদয় ) “যদ্যদঙ্গং বিহীনং স্তাৎ তৎসংখ্যান্ধি গুণে জপঃ । কুৰ্ব্বত ত্রিচতুঃপঞ্চ যথাসংখ্যং ৰিজাদয়ঃ ॥” ( কুলার্ণবতন্ত্র ) অগস্ত্যসংহিতায় লিখিত আছে,—যদি জপকর্তা হোম, পুজা কিংবা তৰ্পণ করিতেও অশক্ত হন, তাহা হইলে সেই নির্দিষ্ট সংখ্যক জপ এবং ব্রাহ্মণরাধন এই ছুইটী করিলেও তাহার পুরশ্চরণ সিদ্ধ হইবে । “যদি হোমেছপাশক্তঃ স্তাৎ পূজায়াং তৰ্পণে২পি বা । তাবৎ সংখ্যজপেনৈব ব্রাহ্মণরাধনেন চ । ভবেদঙ্গদ্বয়েনৈব পুরশ্চরণমাৰ্য্য বৈ ॥” ( অগস্তাসং ) বীরতন্ত্রে লিখিত আছে—জপবিষয়ে স্ত্রীলোকের পূজাদি কোন নিয়মই পালন করিবার অাবগুক নাই। কেবল জপ করিলেই স্ত্রীদিগের মন্ত্রসিদ্ধি হইবে । পূজাদি নির্দিষ্ট নিয়ম সকল পুরুষসম্বন্ধেই জানিতে হইবে। "নিয়মঃ পুরুষে জ্ঞেয়ে ন যোষিৎস্ব কদাচন । ন দ্যাসে যোধিতামত্ৰ ন ধ্যানং ন চ পূজনং। কেবলং জপমাত্রেণ মন্ত্রাঃ সিন্ধ্যস্তি ঘোষিতং ॥* ( বীরতন্ত্র ) বীরতন্ত্রেরই আর এক স্থানে লিখিত আছে,—গুরুকে যথাযোগ্য দক্ষিণ এবং অল্পবস্ত্রাদি দ্বারা পরিতুষ্ট করিতে হইবে। গুরু সন্তুষ্ট হইজে নিশ্চয়ই মন্ত্রসিদ্ধি হইবে ।

  • গুয়বে দক্ষিণং দদ্যাৎ ভোজনাচ্ছিাদনাদিভিঃ । গুরুসন্তোষমাত্রেণ মন্ত্রসিদ্ধির্ডবেঞ্জবং ॥” ( বীরতন্ত্র)

যোগিনীহৃদয়ে লিখিত আছে,— গুরুর অভাব হইলে বিপ্রাণীং ক্ষত্রিয়াণাঞ্চ রসসংখ্যা ৪৪: যুতঃ। বৈশ্ন্যাসাং বহুসংখ্যাকমেষাং স্ট্রীণাময়ং বিধিঃ ॥ যং বর্ণমাশ্ৰিত: শূয়: স চ তস্য বিধি চরেং। অনাশ্রিতস্য শূত্রস্য দিক্‌সংগ্যাকঃ সমীরিতঃ ॥ পুত্রস্য বিপ্রতৃত্যস্য তৎপত্ন্যাঃ সদৃশ্যে জগঃ ” (সনৎকুমাষ্ট্ৰীয় )