পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলতা -- সৰ্ব্বসমেত ২১ট গ্রাম আছে। ১৮৫৬ খৃষ্টাৰ পৰ্য্যন্ত এই সম্পত্তি কাম্ঠ রাজগণের অধীন হইয়াছে। এখানকার সর্দার ও অধিবাসিগণ কুম্বী জাতীয়। পলগণ্ড (পুং ) পলং মাংসং তদ্বৎ গগুতি ভিক্তে মৃদানি লিম্পতীন্তি গণ্ড-অস্থা। লেপক, চলিত রাজমিস্ত্রী ( অমর ) পলগুরলপল্লী, মাত্রাজ প্রেসিডেন্সীর কড়াপা জেলার অন্তর্গত একটী গওগ্রাম। কড়াপা নগর হইতে ১৯ ক্রোশ উত্তর পূৰ্ব্বে অবস্থিত। এখানে প্রচুর পাণিতেল ও বক পক্ষী দেখা যায়। অধিবাসিগণ ইহাদিগের রক্ষণে বিশেষ যত্নবান । পলঙ্কট (ত্রি ) পলং মাংসং কটতি আকুঞ্চিতং করোতীতি পল-কট বাহুলকাৎ খচু মুম্ চ । ভয়শীল, ভীরু। (ত্রিকা” ) পলঙ্কর (পুং ) পলং মাংসং করোতীতি পল-কু-অৰ্ছ (তৎপুরুষে কৃতীতি। পা ৬৩।১৪ ) ইতি দ্বিতীয়ায়াঃ অলুক্‌ ৷ পিত্ত । ( ত্রিকা” ) পলঙ্কম (ত্রি ) পলং কষতীতি কষ হিংসায়াং অছ, ততো দ্বিতীয়াঃ অলুক্ক । রাক্ষস । ( রাজনি” ) পলঙ্কষা(ঘ) ( স্ত্রী) পলঙ্কষ-টপ্‌। ১ গোকুরক। ২ রান্ন। ৩ গুগগুল । ৪ কিংশুক । ৫ মুণ্ডারী। ৬ লক্ষী। (মেদিনী) ৭ ক্ষুদ্র গোকুরক। ৮ মহাশ্রাবণী । “অজাব্যোশ্চৰ্ম্মরোমাণি বলাকুষ্ঠং পলঙ্কষা।” ( সুশ্রুত উত্তরত ৩৯ অঃ ) ৯ মক্ষিক । ( রাজনি" ) পলঙ্কষো ধাতুধানে পলঙ্কষী তু কিংশুকে । গোস্কুরে গুগগুলো লাক্ষ রামা মুণ্ডারিকাস্ব চ।। ( হেম ) পলঙ্ক্যাদি তৈল, ঔষধবিশেষ। প্রস্তুত প্রণালী-গুগগুল, বচ, হরিতকী, বিছাটমুল, আকন্যমূল, সর্ষপ, জটামাংসী, ভূতকেশী, ঈষলাঙ্গল, চোরকাচকী, রগুন, আতইচ, দন্তী, কুড়, গৃধ্র প্রভৃতি মাংসাশী পক্ষীর বিষ্ঠা এই সমুদায় কত্ব দ্রব্য মিলিত ১ সের, ছাগমুত্র ১৬ সের, তৈল ৪ সের। এই তৈল মৰ্দ্দনে অপস্মার নষ্ট হয় । পলচর, রাজপুতজাতির পুরাণোক্ত উপদেবতা বিশেষ। ইহার যুদ্ধ বিগ্রহের পর হতাবশিষ্টের রক্তপান ও মৃত্যগীত করে। পলত, (ফলতা) বাঙ্গালার ২৪ পরগণার অন্তর্গত একটা গ্রাম গঙ্গানদীর বামকুলে বারাকপুর হইতে ১ ক্রোশ উত্তরে অবস্থিত। অক্ষা ২২° ৪৭’ ৩•৫ উঃ এবং দ্রাঘি• ৮৮° ২৪ পূঃ । পূৰ্ব্বে এখানে ইংরাজ বাহাদুরের বারুদ ও গোলাগুলির কারখানা ছিল। বর্তমানকালে কলিকাতায় যে কলের জল সরবরাহ হয়, পলতার জলের কারখানা হইতে সেই জল ১৪ মাইল বাহিয়া কলিকাতায় আসিয়া পৌছে। [ ७१ ] পলনি পলতা, পটােল লতার পত্র। ( পটােল দেখ। ] পলটন, ( ফরাসী ) "peloton” শব্দের অপভ্রংশ । সেনাদল । পলদ (ত্রি ) পলং মাংসং দদাতি সেবনেন দা-ক। সেবন স্বারা মাংসকারক দ্রব্যভেদ । যাহা ভক্ষণ করিলে মাংসকৃদ্ধি হয় । ২ দেশভেদ । ( স্ত্রী ) ৩ নগরীভেদ। • পলদ্যাদি (পুং ) পলদী অাদি করিয়া অণু প্রতায় নিমিত্ত পাণিমুক্তি শব্বগণভেদ। যথা—পলী, পরিষদ, রোমক, বাহিক, কলকীট, বহুকট, জলকীট, কমলকীট, কমলকীকর, কমলভিদ, গোষ্ঠী, নৈকর্তী, পরিখা, শূরসেন, গোমতী, পটচ্চর, উদপান, যকৃল্লোম । ( পাণিনি ৪।২।১২০ ) পলনাডু, মাম্রাজ প্রেসিডেন্সীর কৃষ্ণা জেলার অন্তর্গত একটা উপবিভাগ। ভূপরিমাণ ১০৫৭ বর্গমাইল । এখানে সৰ্ব্বসমেত ৯৭টি গ্রাম আছে। জেলার পশ্চিমাংশে বিস্তীর্ণ বনরাজী। এখানে শ্বেত মাৰ্ব্বল প্রস্তর বহুল পরিমাণে পাওয়া যায় বলিয়৷ ইহার নাম পলনাড়* বা পালনাড় হইয়াছে। এখানকার মৰ্ম্মর প্রস্তরে অমরাবতীর প্রস্তরপ্রতিমূর্তিসমূহ কষ্ঠিত হইয়া থাকে । ওরঙ্গলের গণপতি রাজগণের সময়ে এখানকার সর্দারগণ যুদ্ধবিগ্ৰহাদিতে বিশেষ পরাকাষ্ঠা দেখাইয়া অক্ষয়খ্যাতি লাভ করে। পলনাট-বিরুলভাগবতম্ নামক বীরচরিতাখান উক্ত ধীরগণের জীবনী বর্ণিত হইয়াছে। ১২৫৫ ও ১৩০৮ শকে উৎকীর্ণ শিলালিপিতেও তাহার প্রমাণ পাওয়া যায় । ১৫০৯ খৃষ্টাব্দে পলনাড়বাসিগণ মহোল্লাসে পর্তুগীজদিগকে পুলিকটে পরাজিত করিয়া কুলিম্ বন্দরে তাড়াইয়া দেয়। এই যুদ্ধে পর্তুগীজদিগের বিশেষ ক্ষতি হইয়াছিল। পলনি (পয়নি, পলনি ) মাম্রাজ প্রেসিডেন্সীর মন্থরা জেলার অন্তর্গত একটা উপবিভাগ। ভূমির পরিমাণ ৯১০ বর্গমাইল । এথানে একটা প্রধান নগর ও ১২৫টা গ্রাম আছে। ২ উক্ত উপবিভাগের সদর । অক্ষা” ১০° ২৭’ ২০% উঃ এবং দ্রাঘি” ৭৭° ৩৩ ১ পুঃ । দিণ্ডিগল হইতে ১৭ ক্রোশ পশ্চিমে ও ম্যুর হইতে ৩৪ ক্রোশ উত্তরপশ্চিমে অবস্থিত । এখানে একট প্রাচীন দুর্গ অাছে। পাশ্ববৰ্ত্তী বরাহপৰ্ব্বতের প্রাচীন শিবমন্দিরের জন্ত এইস্থানের মাহাত্ম্য অধিক । এখানকার দেবমনিীর দক্ষিণভারতে পবিত্র তীর্থক্ষেত্র বলিয়। প্রসিদ্ধ। মন্দিরট প্রস্তর নিৰ্ম্মিত । উচ্চ প্রবেশদ্বারের উপরের

  • পাল শব্দের অর্থ দুগ্ধ। প্রস্তরগুলি দুগ্ধের স্তায় সাদা বলিয়া এরূপ নামকরণ হইয়াছে। কেহ কেহ বলেন “কুটিরাচ্ছন্ন দেশ’ অর্থে পলনাড় নাম প্রাপ্ত হইয়াছে। তেলগুভাবায় ইহার প্রকৃত নাম পল্লিনাডু বা পলনাডু।