পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৮২

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পল্লব-রাজবংশ ه با ] 1 পল্লব-রাজবংশ পল্ল, গতি। ভূমি, পরন্মৈ, সক, সেই লই পন্নতি। লোট পল্লতু। লিই পপল। লুঞ্জ অপপল্লৎ। সন্ পিপল্লিষতি । যজ্ঞ পাপল্ল্যতে । পল্ল (পুং ) পলাতি শস্তাদিপ্রাচুর্য্যং গচ্ছতীতি পল্প-পচাদাচ্‌। স্থূলকুশূলক । চলিত পালুই মরাই, পালি। ইহাতে ধান্যাদি মাপ হইয়া থাকে ( মেদিনী ) “মুপিধীনস্ত তং কৃত্ব যবপল্পে নিধাপয়েৎ ।” (সুশ্রী চি° ১৩ অঃ) ২ নেপালবাসী জাতিবিশেষ । পল্লদম, ( পল্লহ্ম ) মাম্রাজ প্রেসিডেন্সীর অন্তর্গত কোয়স্থাতুর জেলার একটা উপবিভাগ। ভূপরিমাণ ৭৪২ বর্গমাইল । ২ উক্ত উপবিভাগের প্রধান নগর ও সদর । এখানে একট প্রাচীন ফুর্গের ধ্বংসাবশেষ দেখিতে পাওয়া যায় । পল্লব (পুং কী ) পল্যতে ইতি পল-ক্ষিপ্ত, লুতে ইতি লব, লু-অঞ্চ তত: পল চালে লবশ্চেতি। নবপত্রাদিযুক্ত শাখাগ্ৰপৰ্ব্ব, অভিনবপত্রস্তবক। পৰ্য্যায়,—কিসলয়, প্রবাল, নবপত্র, বল, কিসল, কিশল, কিশলয়, বিটপ, পত্রযৌবন। ( জটাধর ) “অভিনয়ান পরিচেতুমিবোদ্যতা g মলয়মাক্তকম্পিতপল্লব।" ( রঘু ৯৩৩) “পল্লবঃ স্তাৎ কিসলয়ে বিটপে বিস্তরে বলে । শৃঙ্গারেহুলত্তরাগে চ’ ( হেম ) ২ বিস্তার । ৩ বল । ৪ অলক্তরাগ । ৫ বলয় । ৬ চাপল ( শব্বর” ) ৭ খিড়গ । ৮ দেশবিশেষ। ৯ তদেশবাসী । “অপরাস্তাশ্চ শূদ্রাশ্চ পল্লবাশ্চৰ্ম্মথণ্ডিকাঃ । গান্ধীর গবলাশ্চৈব সিন্ধুসোরীরমাদ্রকাঃ ॥” (মার্ক পু ৫৭৩৬) পল্লবক (পুং ) পল্লবেন শৃঙ্গারেণ কায়তীতি পল্লব-কৈ-ক। ১ বেগুণপতি। পল্লব ইব কারতীতি । ২ মৎস্তবিশেষ। কেহ কেহ পল্লবক শব্দের অর্থ ‘অশোক বৃক্ষ’ বলে । পল্লবগ্রাহিন (ত্রি ) পল্লব-গ্ৰহ-ণিনি। পল্লবগ্রাহক, যাহার শাস্ত্রে অল্পপরিমাণ জ্ঞান আছে, চলিত খুট আখুরে, নানা বিষয়ের সীমান্ত জ্ঞান থাকা । এই পল্লবগ্রাহিত। বিশেষ নিন্দনীয় । পল্লবন্দ্র ( পল্লবপ্রধানে দ্রবৃক্ষঃ । অশোকবৃক্ষ । (রাজনি") পল্লবময় (ত্রি ) পল্লব-স্বরূপে ময়টু। পল্লবস্বরূপ । পল্লব-রাজবংশ, দক্ষিণাত্যের এক প্রাচীন রাজবংশ। এক সময়ে রাজবংশ উড়িষ্যা হইতে দক্ষিণে পিনাকিনী (পেন্নার) নদীর মোহন এবং কঙ্গুকৰ্ণটি হইতে তুঙ্গভদ্রা পৰ্য্যন্ত বিস্তীর্ণ ভূভাগে রাজত্ব করিতেন । এ প্রদেশ হইতে আবিষ্কৃত পল্লবরাজগণের শিলালিপি ও তাম্রশাসন এবং বহুতর প্রাচীন কীৰ্ত্তি তাছার সাক্ষ্য প্রদান করিতেছে । কোন সময়ে এই রাজবংশের প্রথম জাবির্ভাব হয়, তাহ। এখনও ঠিক জানা ধায় নাই। কোন কোন যুরোপীয়-পুরাবিদের বিশ্বাস যে, মচু, রামায়ণ, মহাভারত ও পুরাণে ভারতের উত্তরদিগ্বাসী যে পহলব বা পল্লবজাতির উল্লেখ আছে, তাহারাই দক্ষিণাত্যে পল্লব নামে খ্যাত হইয় ছিল ॥১ আবার কেহ বলেন পার্থিয়ার লোকেরাই পহুলব নামে খ্যাত হয় ২ অন্ত কোন যুরোপীয়ের বিশ্বাস যে, কুরম্বর জাতিই পল্লব নামে প্রসিদ্ধি লাভ করে ॥৩ বরাহমিহির বৃহৎসংহিতায় পহলবদিগকে ভারতের দক্ষিণ পশ্চিমবাসী বলিয়া উল্লেখ করিয়াছিলেন । পল্লব-রাজগণের ইতিহাস হইতেও জানা যায় যে, তাহার এক সময় দাক্ষিণাত্যের পশ্চিমাংশে বাদামি নামক স্থানে রাজত্ব করিতেন । ইহাতে পহ্লব ও পল্লব একজাতি বলিয়া মনে হয় বটে ; কিন্তু পল্লবরাজগণের শত শত শিলালিপি ও তাম্রশাসন পাঠ করিলে এরূপ বোধ হয় না। পল্লবদিগের সাময়িক বহুলিপিতেই ইহার প্রোণপুত্র অশ্বথামাবংশীয় ও ভরদ্বাজ গোত্র বলিয়া পরিচয় দিয়াছেন ॥৪ - সম্ভবত সম্রাট অশোকের সময় পহলবের গুজরাতে প্রাধান্ত ও প্রবেশলাভ করিয়াছিল, ইহারই কিছুকাল পরে নাসিকের গুহায় উৎকীর্ণ শিলালিপি হইতে জানা যায় যে, গৌতমীপুত্র পল্লবদিগকে জয় করিয়াছিলেন । প্রসিদ্ধ শাহরাজ রুদ্র-দামার গিরনার লিপিতে লিখিত আছে, তাহার মহাসামন্ত দক্ষিণপথাধিপতি শাতকণী দুইবার পল্লবদিগকে জয় করেন। রুদ্রদামার লিপির একস্থানে লিখিত আছে, শাতকণীর প্রধান মন্ত্রী একজন পল্লব ছিলেন, তাহারই নৈপুণ্যে সুদৰ্শনহ্রদের অসাধ্য বাধনিৰ্ম্মাণকাৰ্য্য সুসাধ্য হইয়াছিল ।৭ (3) Journal of the Royal Asiatic Society, Vol. XVII. P. 218 (N. S. ) (3) Journal of the Asiatic Society of Bengal, Vol. VI. P. 386 n. মহাভারতাদিতেও পার্থিয়ান জাতি পারদ নামে বর্ণিত হইয়াছে। পল্লব ও পারদ দুই স্বতন্ত্র জাতি । (9) Dr. Oppert's Original Inhabitants of the BharataVarsa, t (৪) কাঞ্চীপুরের কৈলাসনাখের মন্দিরে উৎকীর্ণ শিলালিপিতে লিখিত আছে, ব্ৰহ্মীয় পুত্র অঙ্গিরা, তৎপুত্র বৃহস্পতি, তৎপুত্র সংঘু, তৎপুত্র ভরদ্বাজ, তৎপুত্র রোগ, তৎপুত্র অশ্বথাম, তৎপুত্র পল্লব। অমরাবতী হইতে আবিষ্কৃত সিংহবৰ্ম্ময় প্রশস্তি লিখিত আছে, অশ্বথাম “মদনী” নামে এক অঙ্গরাকে বিবাহ করেন, তাছায়ই গর্তে পল্লবের জন্ম। ইছা হইতেই পল্লববংশের উৎপত্তি । ठब्रदाय छिद्र नाजकांग्नन cथांजौग्न गल्लवङ्गाएखब्र माभ भी७ब्र पब्रि, हैंशंtनङ्ग नई९ा निष्ठांछ अन्न । * (*) Journal, Bombay, As, Soc. XIII. P. 316.