পাতা:বিশ্বকোষ চতুর্থ খণ্ড.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালচিহ্ন [ ( ) কালচিহ্ন LiAAAALLLAAAAALLLAAAAAA কেহ ইহাকে কালচক্র বলিয়া থাকেন। (সুশ্রুত সুত্র ৬অঃ ) ২ জ্যোতিশচক্রবিশেষ । ৩ রাজাদিগের বিজয়প্রদ ৮৪ প্রকার চক্রমধ্যে একপ্রকার চক্র । চক্র দেখ] । ৪ দানের জন্ত রৌপ্যনিৰ্ম্মিত চক্রবিশেষ ; এই চক্র দান করিলে অপমৃত্যুভয় নিবারিত হয়। ৫ দণ্ডবিশেষ । ৬ ভোট প্রচলিত কালজ্ঞাপক চক্র । কালচিত্তক ( পুং ) কালং চিন্তয়তি বিচারয়তি, কাল-চিস্তি পুল। জ্যোতিৰ্ব্বি । কালচিহ্ন (স্ত্রী) কালন্ত যুত্যোজ্ঞাপকং চিহ্নম, মধ্যলো । মৃত্যুজ্ঞাপক লক্ষণবিশেষ ; যে সকল লক্ষণ দ্বারা মৃত্যুকাল জানিতে পারা যায়। কাশীখণ্ডে ইহার কতকগুলি লক্ষণ উক্ত আছে। যথা—“যাহার দক্ষিণ নাসাপুট দ্বারা নিশ্বাস এক অহোরাত্র কাল বহে, তাহার ৩ বৎসর মধ্যে আয়ু শেষ হয়। ঐৰূপ তুই অহোরাত্র বা তিন অহোরাত্র পর্য্যন্ত বহিলে ১০ বৎসর পর্য্যন্ত তাহার আয়ুঃকাল । নাসাপুটম্বয় পরিত্যাগ করিয়া বায়ু যদি মুখ দিয়া বহে, তাহা হইলে ৩ দিন মাত্র জীবিত থাকে। এইরূপ সুৰ্য্য সপ্তম রাশিস্থ এবং চন্দ্র জন্মনক্ষত্রস্থ হইলে অকস্মাং মৃত্যু হয়। অকস্মাৎ কোনও ব্যক্তিকে যে ব্যক্তি কৃষ্ণ বা পিঙ্গলবর্ণ বলিয়া বোধ করে, তাহার আয়ুঃকাল দুই বৎসর। মল, মূত্র ও শুক্র অথবা মল, মূত্র ও হাচি একসঙ্গে পতিত হইলে তাহার একবৎসরমাত্র আয়ু:কাল । যে ব্যক্তি আকাশে ইন্দ্রনীলবর্ণ সর্প সকল সঞ্চরণ করিতেছে এইরূপ দেখে, তাহার আয়ুঃকাল ৬ মাস। পরিস্কার দিবসে স্বর্য্যের বিপরীতদিকে ফুৎকার দ্বারা জল নিঃক্ষেপ করিলে তাহাতে যদি ইন্দ্ৰধনুঃ দেখিতে পাওয়া যায়, তাহা হইলে তাহার আয়ুকাল ৬ মাস। নিজের জিহবা, নাসিকার অগ্রভাগ, ক্রদ্বয়ের মধ্যস্থল এবং নেত্রজ্যোতিঃ দেখিতে না পাইলে, অল্পদিন মধ্যেই মৃত্যু হয়। নীলাদিবর্ণ বা অম্নাদি রস অন্যথাভাবে অনুভব করিলে, অর্থাৎ ষে বস্তুর যে বর্ণ তাহ না দেখিয়া মন্তবর্ণ দেখিলে এবং যে বস্তুর যে আস্বাদ তাহ না পাইয়া অস্ত আস্বাদ পাইলে, ৬ মাস মধ্যে মৃত্যু হয়। কণ্ঠ, ওষ্ঠ, জিহ্বা ও তালু প্রভৃতি স্থান নিরস্তর শুষ্ক হইলে ৬ মাস মধ্যেই মৃত্যু ঘটে । যাহার দত্ত, নখ ও নেত্রকোণ নীলবর্ণ হয়, তাহারও স্বায়ুঃ কাল ৬ মাস। মৈথুনকালে মধ্য ও শেষ সময়ে ইচি হইলে, তাহার ৫ মাস মধ্যে মৃত্যু হয়। দানের পর প্রথমেই যাহার বক্ষঃস্থল ও হস্তপদ শুষ্ক হয়, সে ব্যক্তি ও মাস মাত্র জীবিত থাকে। গুলি ও কর্দম মুধ্যে যাহাৰ পদচিহ্ন খগুরূপে ।

ििक्लक्क श्द्र, डरत्र अङ्ककोण ९ मान धोछ । cनङ् जिन्झण থাকিলেও যাহার ছায়া কম্পিত হয়, তাছার চতুর্থমাসে

IV. মৃত্যু ঘটে। যে ব্যক্তি নিজের প্রতিবিম্ব মধ্যে মুকুট বা মস্তকাদি দেখিতে না পায়, তাহার সেই মাসেই মৃত্যু ঘটিয়া থাকে বুদ্ধি ভ্ৰাস্ত হওয়া, বাক্য খলিত হওয়া এবং রাত্রে ইন্দ্ৰধন্থ, দুইটি চজ অথবা আকাশ নক্ষত্রশূন্ত, দিবাভাগে দুইটি স্বৰ্য্য, আকাশে নক্ষত্রসমূহ, চারিদিকে একসময়ে ইঙ্গধনু দর্শন, কিম্বা থিশাচের নৃত্য, বৃক্ষ বা পৰ্ব্বতের উপর গন্ধৰ্ব্বলোক দৰ্শন এইগুলি আশু মৃত্যুর লক্ষণ ; ইহার একটিমাত্র লক্ষণ উপস্থিত হইলেও একমাসের মধ্যে তাহার মৃত্যু ঘটে । হস্তদ্বারা কর্ণ আবরিত করিয়া যে ব্যক্তি তাহাতে কোনরূপ শব্দ শুনিতে না পায়, তাহার জীবন থাকে মাত্র । স্থল ব্যক্তি হঠাৎ কৃশ হইলে, অথবা কৃশ ব্যক্তি হঠাৎ স্থল হইলে এক মাস মধ্যেই তাহার মৃত্যু হয়। নিজের ছায়া দক্ষিণদিকে অবস্থিত দেখিলে, পাচদিনের মধ্যে তাহার পঞ্চত প্রাপ্তি হয় । পিশাচ, অমুর, কাক, ভূত, প্রেত, কুকুর, গৃধিনী, শৃগাল, গর্দভ, শূকর, শরত, উষ্ট্র, বানর, বাজপক্ষী, অশ্বতর বা বৃক প্রভৃতি জন্তুগণ তাহাকে ভক্ষণ কিংবা অাকর্ষণ করিতেছে, যে ব্যক্তি এইরূপ স্বপ্ন দর্শন করে, এক বৎসর পরে তাহার মৃত্যু ঘটে। স্বপ্নে নিজের শরীর গন্ধ, পুষ্প ও রক্তবস্ত্র দ্বারা ভূষিত দেখিলে ৮ মাসের মধ্যে মৃত্যু হয়। ধূলিরাশি, বল্পীক, যুপ অথবা দণ্ডে আরোহণ করিতেছি, এইরূপ স্বপ্ন দেখিলে ও মাস মধ্যে মৃত্যু হয়। স্বপ্নে গর্দভে আরোহণ করিয়া ভূষিত শরীরে দক্ষিণদিকে গমন করিলে অথবা নিজের মস্তক কিম্বা শরীর শুষ্ককাষ্ঠ ও তৃণযুক্ত দেখিতে পাইলে ৬ মাস মধ্যে মৃত্যু ঘটে। কৃষ্ণবস্ত্র পরিধান করিয়া লৌহদণ্ডধারী কৃষ্ণপুরুষ সম্মুখে দাড়াইয়া আছে, এইরূপ স্বপ্ন দেখিলে তিনমাসের মধ্যে মৃত্যু হয়। স্বপ্নে অতি কৃষ্ণবর্ণ কুমারী আলিঙ্গন করিলে একমাস মধ্যে মৃত্যু হয়। বানরে আরোহণ করিয়া পূৰ্ব্বদিকে গমন করিতেছি, এইরূপ স্বপ্ন দেখিলে পাঁচদিন মধ্যে মৃত্যু ঘটা থাকে। কৃপণ ব্যক্তি হঠাৎ দাতা হইয়া উঠিলে এবং দাতা ব্যক্তি হঠাৎ কৃপণ হইলে, তাহাও তাহাদের মৃত্যুলক্ষণ। এইরূপ বহুবিধ মৃত্যুচিহ্ন কথিত আছে।” + ( কাশীখণ্ডে ৪১ মিঃ । ) আয়ুৰ্ব্বেদশাস্ত্রেও ইহার নানাপ্রকার লক্ষণ নির্দিষ্ট আছে । যখ সুশ্রাতে-“শরীর বা আচার ব্যবহার স্বাভাবিক অপেক্ষ অকারণ বিকৃত হইলেই সংক্ষেপে তাহ মৃত্যু লক্ষণ বলা যায়। ষে ব্যক্তি কোনরূপ শস্ব না হইলেও দিব্য শব্দ শুনিতে পায়, ঐরূপ সমূদ্র মেঘ প্রভৃত্ত্বির শব্দ না হইলেও দিব্য শব্দসমূহ শুনিতে পায় এবং শব্দ হইলে