পাতা:বিশ্বকোষ চতুর্থ খণ্ড.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশী [ ৬৯ ] ਸੀ । జర్స్డా বীন ঘোরি বারাণসী অভিমুখে যাত্রা করেন, তিনি প্রায় সহস্ৰাধিক হিন্দুমন্দির চুর্ণ করিয়াছিলেন । আকবর বাদশাহের সময় মির্জ চীন কলিজ বারাণসীর ফৌজদার ছিলেন। এই সময় বারাণসী অালাহাবাদ মুবার অধীন ছিল । অরঙ্গজিব বারাণসী নাম পরিবর্তন করিয়া ইহার ‘মুহম্মদাবাদ’ নাম রাখেন, তৎপরবর্তী মুসলমান গ্রন্থে ও অযোধ্যার নবাবদিগের সনন্দে বারাণসী মুহম্মদারাদ' নামেই চলিয়া আসিয়াছে। খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর শেষভাগে বারাণসী অযোধাt. সুবেদারীর অধীন হইলেও, একটি স্বতন্ত্র রাজা বলিয়া অস্তিস্থিত ছিল । দিল্লীশ্বর মুহম্মদশাহ হিন্দুর পবিত্র স্থান বারাণসী হিন্দুরাজের অধীনে রাথিতে ইচ্ছা করেন, তদনুসারে ১৭৩০ খৃষ্টাব্দে তিনি বারাণসীর পাচ ক্রোশ দক্ষিণে অবস্থিত গঙ্গাপুর নামক গ্রামের জমীদার মনসারামকে ‘রাজা’ উপাধি প্রদান করেন । তৎপুত্র বলবস্তুসিংহ ১৭৪০ খৃষ্টাব্দে পিতৃরাজ্যের অধিকারী হইয়া পুণ্যভূমি বারাণসীর সিংহাসনে আরোহণ করেন। ১৭৪৮ খৃষ্টাব্দে দিল্লীশ্বর মুহম্মদশাহের মৃত্যু হয়। তৎপুত্র আহ্মদশাহ সফদরজঙ্গকে উজীরপদ এবং অযোধ্যাপ্রদেশ প্রদান করেন । এই সময়ে বারাণসী অযোধা মুবার অন্তর্গত হয় । বলবস্তের উপর সফদরজঙ্গের চক্ষু পড়িল, তিনি বলবন্তকে অযোধ্যার অধীনে একজন সামান্ত জমীদাররূপে পরিচয় দিবার চেষ্টা করিলেন । এই সময় বলবস্তুসিংহ আপনার স্বাধীনতা রক্ষা করিবার জন্ত সাহস ও যথেষ্ট ক্ষমতার পরিচয় দেন । ১৭৫৩ খৃষ্টাৰো সফদরজঙ্গের মৃত্যু হইলে তৎপুত্র সুজাউদ্দৌলা সুবেদার হইলেন । তিনিও পিতার অনুবর্তী হইয়া বলবস্তের পদমর্য্যাদা থৰ্ব্ব করিতে বিশেয় চেষ্টা পান । এই সময় বলবস্ত অযোধ্যার নবাবের করালকবল হইতে রাজ্য ও আত্মরক্ষা করিবার জন্য রামনগরে একটি সুদৃঢ় কুর্গ নিৰ্ম্মাণ করাইলেন । তৎপরে আলমগীর বাদশাহের রাজত্বকালে তৎপুত্র মুহম্মদআলি বিদ্রোহী হইয়া অযোধ্যার সুবেদায়ের সহিত মিলিত হন। তৎকালে মীরজাফর বাঙ্গালায় নবাব । মুহম্মদজালী ও মুজাউদ্দৌলা মীরজাফরকে পদচ্যুত করিয়া বাঙ্গাল অধিকার করিবার জন্য সসৈন্তে পাটনাভিমুখে যাত্রা করেন । ১৭৫৯ খৃষ্টাব্দে মীরজাফর বৃটিশসৈন্ত সাহায্যে পাটনাক্ষেত্রে উপहिज्र ड्म । अग्रगट्र्श श्रृंखोप्लेटकोश्रो शूनब्रोङ्ग दक्रविजद्दश्ख्न উদ্যোগ করেন । এই সময়ে মীরজাফর বলবস্তুসিংহের नॉइॉया भांधम! काञ्चन । ब्रांजी दलदखनिश् ४गमाइॉग्न करनখরের যথেষ্ট সাহায্য করিয়াছিলেন । এই সময়ে ৰঙ্গেশ্বরের ᎥᎳ সহিত বলবস্তুসিংহের সন্ধি হয় ; সেই সন্ধি জয়লারে ক্ষে বলবস্তুসিংহের স্বাধীনতা রক্ষার জন্য বিপদকালে সাহায্য করিতে প্রতিশ্রত হন। ১৭৬৪ খৃষ্টাৰো ২৬এ ডিসেম্বর, দিল্লীশ্বর শাহ আলাম ইষ্টইণ্ডিয়া কোম্পানীকে বারাণসী রাজ্য প্রদান করেন । সুজাউদ্দৌলার সহিত সন্ধি হইলে, ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী ১৭৬৬ খৃষ্টাব্দে বারাণসী রাজ্য অযোধ্যার নবাৰকে ছাড়িয়া দেন । এই সময় হইতে বলবত্তসিংহ বৃটিশ গবর্ণমেণ্টের মিত্ররাজ বলিয়া পরিচিত হন । মধ্যে সুজাউদ্দৌলা বলবস্তুসিংহকে হৃতসৰ্ব্বস্ব করিতে চেষ্টা করেন । কেবল ইষ্টকোম্পানী বলবস্তের পক্ষ হওয়ায় অযোধ্যানবাবের আশা পূর্ণ হয় নাই। ১৭৭০ খৃষ্টাব্দে ২২এ আগষ্ট বলবস্ত সিংহের মৃত্যু হয়। তৎপরে তাহার এক ক্ষত্রিয় রমণীর গর্ভজাত চেৎসিংহ রাজসিংহাসন অধিকার করেন। খৃষ্টাব্দে ৬ই সেপ্টেম্বর, অযোধ্যার নবাব চেৎসিংহকে এক সনন্দ প্রদান করেন । ১৭৭৫ খৃষ্টাব্দে ২১এ মে তারিখ হইতে বারাণসী বৃটশ গভর্ণমেণ্টের অধীন হইল, তদনুসারে ১৭৭৬ খৃষ্টাব্দে ১৫ই এপ্রিল, চেংসিংহ বৃটশগবর্ণমেণ্টের নিকট পুনরায় এক সনন্দ প্রাপ্ত হন। সেই সময়ে যুরোপে ফরাসীবিপ্লব ঘটে, সনন্দানুসারে যুদ্ধবায়নিৰ্ব্বাহাৰ্থ গবর্ণরজেনরল ওয়ারেণ হেষ্টিং চেংসিংহের নিকট তাহার দেয় বার্ষিক কর ব্যতীত ৫ লক্ষ টাকা অধিক চাহিয়া পাঠান। প্রথমে চেৎসিংহ ৫ লক্ষ টাকা দিয়াছিলেন । দ্বিতীয় বর্ষে ঐরুপ ৫ লক্ষ টাকা দিবার সময় হইলে চেৎসিংহ বৃটশ গভর্ণমেণ্টের নিকট কিছু সময় প্রার্থনা করেন, তাহাতে ওয়ারেণ হেষ্টিংস তাহার প্রতি ক্রুদ্ধ হইয় তাহার বিরুদ্ধে সসৈন্তে কাশীতে আসিয়া উপস্থিত হন । চেৎসিংহ নিরুপায় হইয়া আত্মরক্ষার্থ রাজধানী ছাড়িয়া পলায়ন করিলেন । ( ১৮১০ খৃষ্টাকো গোয়ালিয়ারে তাছার মৃত্যু হয়। ) চেংসিংহ পলায়ন করিলে, বলবস্তুসিংহের কন্যা হেষ্টিংসকে জানাইয়া পাঠাইলেন যে, তিনি বলবস্তুসিংহের এক মাত্র কন্য। এবং তাহার পুত্র ( বলবস্তের দৌহিত্র ) মহাপনায়ারণই রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী। হেষ্টিংস মহীপনারায়ণকেই বারাণসীর প্রকৃত রাজা বলিয়া ঘোষণ। করিলেন। ১৭৮১ খৃষ্টাকো ১৪ই সেপ্টেম্বর মহীপনারায়ণ বৃটিশ গবর্ণমেণ্টের নিকট বারাণসীর জমিদারীসনঙ্গ প্রাপ্ত হইলেন । ब्रांया भरौननग्राब्रटभद्र भूट्राग्न भग्न मशब्राथ डेदिक्रमब्राद्र+ পিতৃসিংহাসন লাভ করেন। ১৮৩৫ খৃষ্টাৰে উদিতমারাশের মৃত্যু হইল, র্তাহার ভ্রাতু-পুত্র ঈশ্বরীপ্রসাদনায়ায়ণ রাজা হন। ›ፃፃ ó "שבי • Aiwbison's treaties &o. voi. II, p. e. + Böo.. 辨 هنة و . . . .”