পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্র [ 8૭૦ ] भशंद्रश्छे জন্য র্তাহার কবিতা বিশেষ প্রসিদ্ধ । কথিত আছে, তিনি প্রত্যহ দেড়শত পয্যন্ত কবিতা মাৰ্য্যাচ্ছদে রচনা করিতেন। তথাপি তাহার রচনায় মধুরতা, বিচিত্রত ও কল্পনায় কৌতুকক্রীড়া বহুরূপ পরিলক্ষিত হয় । তিনি সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত ছিলেন। তিনি স্বীয় রচনার ভাষায় ব্যাকরণগত দোষসমূহ পরিহারপূর্বক ভাষার সংস্কারের বিশেষ প্রয়াস পাইয়াছিলেন । তাহার কাব্যে কধিজনসুলভ সাধারণ দোষসমুহও অধিকমাত্রায় বিদ্যমান নাই। তাহার চিত্তসংযম ও তেজস্থিত। যথেষ্ট ছিল । রাণী অহল্যা বাঈ ও পেশব বাজীরাও তাহাকে নিষ্কর ভূসম্পত্তি প্রদান করিতে চাহিয়াছিলেন। কিন্তু স্বাধীনচেতা মোরোপস্ত তাহ গ্ৰহণ করেন নাই । মোরোপস্তের কবিতা এখনও মহারাষ্ট্র-সাহিত্যের গৌরব বৃদ্ধি করিতেছে। মহারাষ্ট্রক (পুং ) মহারাষ্ট্র-দেশজাত। মহারাষ্ট্রী ( স্ত্রী ) মহারাষ্ট্রস্তদেশ উৎপত্তিস্থানত্বেনাস্ত্যস্ত। ইত্যচ, গোরাদিত্বাং, উীষ, ১ জলপিপ্পলা । ( রাজনি• ) ২ শাকভেদ, চলিত মারাট, ইহার গুণ,—কফ ও বায়ুনাশক । । ৩ অষ্টাদশ [ প্রাকৃত দেখ । ] “ আসামেব তু গাথাম মহারাষ্ট্রং প্রয়োজয়েৎ । মাত্রাক্ত মাগধী ভাষা রাজান্ত:পুরচারিণামূ৷” ( সাহিত্যদর্পণ ৬ পরি০ ) মহারিস্ট । পুং ) মহান আরিষ্ট । মহানিম্ববিশেষ। পর্য্যায়— কৈটগ্য, বামন, রমণ, গিরিনিম্ব, শুক্লসাল। ইহার গুণ-কটু, ‘ত ফ, কমায়, শীতল, লঘু, সন্তাপ, শোষ, কুষ্ঠ, অস্ত্ৰ, কৃমি ও 'বষনাশক । ( রাজনি • ) মহান রিঃঃ । ২ জ্যোতিষোক্ত মহদমঙ্গলসূচক চিহ্ন । জ্যাতিষশাস্ত্রে লিখিত আছে—বালক জন্মগ্রহণ করিলে প্রথমে aম রূপে রিঃ বিচার করিবে । জাতবালকের ২৪ বৎসর রষ্টকাল, ১৪ বৎসরের পর তাহীর আয়ুর্দায় অর্থাৎ আয়ুগণন। করবে। এই সময় পৰ্য্যস্ত কেবল রিষ্ঠের বিচার করিয়া তাহার শুভ শুভ স্থির করিতে হইবে । মহারিষ্টযোগ বা তাহার ভঙ্গ যোগ হইয়াছে কি না, তাহ বিশেষরূপে বিবেচনা করিয়৷ ফলাফল নিণয় করা আবশুক । [ রিষ্ট দেখ। ] মহারুঞ্জ (ত্রি) অতিশয় পীড়া । মহারু জ ( ত্ৰি ) মহতী ব্লগ যন্ত । নিরতিশয় পীড়িত । মহারুদ্র (পুং) রুদ্রাণাং মহান স্বয়ং ঈশ্বর ইত্যর্থঃ । মহাদেব । “মহাকা ল্য। মহাকালশচণক কাররূপত । মায়য়াচ্ছাদিতাত্মা চ তন্মধ্যে সমভাগতঃ । . মহারুদ্র: স এবাত্মা মহাবিষ্ণু: স এব হি ।” (নিৰ্ব্বাণভক্ত) রাদ ব০ ) মহারাষ্ট্রাণামিয়ং অণু, ঙাপ । প্রকার ভাষার আস্তর্গত ভাষাবিশেষ । মহারুদ্র, কালজ্ঞান নামক বৈষ্ণুক-গ্রন্থপ্রণেতা। মহারুদ্র, হিমালয় পৰ্ব্বতস্থিত শিবলিঙ্গভেদ। মহারুদ্রসিংহ, বিজ্ঞানতরঙ্গিণী-প্রণেতা। মহারুদ্রতৈল ( ক্লী) তৈলৌষধবিশেষ। প্রস্তুতপ্রণালীকটুতৈল ৪ সের, বাসকপত্র-রস ৪ সের, কাথের জন্য গুলঞ্চ ৮ সের, জল ৬৪ সের, শেষ ১৬ সের, কষ্কাথ পুনর্ণব, হরিদ্র, নিমছাল, বেগুণ, দাড়িমফলের ছাল, বৃহতী, কণ্টকারী, নাটামুল, বাসকছাল, নিশিন্দা, পটোলপত্র, ধুতুরা, অপাঙ্গমূল, জয়ন্তী, দস্তী ও ত্রিফল প্রত্যেকে ৪ তোলা, বিষ ১৬ তোলা, ত্রিকটু প্রত্যেকে ৩ পল, জল ৪ সের। পরে তৈল পাকের নিয়মানুসারে এই তৈল পাক করিবে। এই তৈল মৰ্দ্দন করিলে বাতরক্ত, কুষ্ঠ, ত্রণ, কণ্ডু ও দাহ প্রভৃতি রোগ নিরাকৃত হয় । ( ভৈষজ্যরত্না- বাতরক্তাধি• ) মহারুদ্রগুড় চীতৈল ( ক্লী) তৈলৌষধবিশেষ। ইহার প্রস্তুতপ্রণালী-কটুভৈল ৪ সেক্স । কন্ধাৰ্থ গুলঞ্চ ১২॥৪ সেয়, জল ৬৪ সের, শেষ ১৬ সের, গোমুত্র ৪ সের। কন্ধার্থ গুলঞ্চ, সোমরাজাবাজ, দস্তিমূল, করবীমূল, ত্রিফল, দাড়িমৰাজ, নিমবাজ, হরিদ্র, বৃহতা, কণ্টকারী, গোরক্ষ-চাকুলে, ত্রিকটু, তেজপত্র, জটামাংস, পুনর্ণব, পিপুলমুল, মঞ্জিষ্ঠ, অশ্বগন্ধ, গুলফ, রক্তচন্দন, গুণমালতা, অনস্তমূল, ছাতিমছাল ও গোময়রস প্রত্যেকে ২ তোলা । এই তৈল মদন করিলে বাতরক্ত, কুষ্ঠ, বিসর্প ও ব্ৰণাদি বিনষ্ট হয়। ( ভৈষজ্যরত্নাe ৰাতরক্তরোগাধি০ ) মহারুরু (পুং ) মৃগবিশেষ । মহারূপ (পুং ) মছৰ মহত্তস্থাদিরূপং যন্ত । ১ মহাদেব । ( ভারত ১৩৷১৭৩৪ ) (ত্রি) মহন্ধপং যন্ত । ২ অতিশয় রূপযুক্ত। অতি রূপবান। মহারূপক ( ক্লী ) মহৎ রূপকং যত্র । নাটক। (ত্রিক ) মহারেতস (ত্রি) ১ সাভিশয় বার্য্যবান। ২ শিব। মহারোগ (পুং ) মহান ঘোরানিষ্টকারক রোগঃ যদ্বা মহান্‌ জন্মান্তরীণ-ভুক্তাবশিষ্টাতিশয়ুপাতকেন জনিতে। রোগঃ । পাপরোগ। এই মহারোগ অষ্টবিধ,—উন্মাদ, ত্বকৃদোষ, রাজযক্ষ্মা, শ্বাস, মধুমেহ, ভগন্দর, উদর ও অশ্বরী । ( শুদ্ধিতত্ত্বে নারদ ) “মহারোগেণ বাভিতপ্তঃ প্রাষ্ট্ৰীয়াস্তুতরাং গতিং গচ্ছতি” ( श्रावणाम्रन २॥१॥२१ ) রসেন্দ্রসারসংগ্রহ-টীকার মতে ৮টী মহারোগ, যথা— বাতব্যাধি, অশ্মরী, কুষ্ঠ, মেদ, উদয়, ভগঙ্গার, অর্শ ও অৰুণী । “ধাতৰ্যাধ্যশরীকুম্ভমেলোদয়ভগঙ্গয়াঃ । আশাংসি গ্রহণীক্ষ্যষ্ট্ৰেী মছায়োগা: প্রকার্ভিতা ॥”