পাতা:বিশ্বকোষ তৃতীয় খণ্ড.djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঞ্চীপুর [ 8२० ] কাঞ্জিকবটক _ -e-ب লিঙ্গসম্বন্ধে একটি প্রবাদ আছে যে, কোন সময়ে একাক্সমাথ একমুষ্টি বালুক ছড়াইয়াছিলেন । ইহাতে বতগুলি বালুকfকণ ভূমিতে পড়ে, তাহার প্রত্যেকটা এক একটি লিঙ্গরূপে পরিণত হয়। এখন সকল লিঙ্গের পূজা হয় কি না সন্দেহ । একান্ত্রনাথের পূজার জচ্চ ১৪০০২ শত টাক। আয়ের কয়েকখানি গ্রাম ও নগদ ৮৫ টাকা কালেক্টরী হইতে বরাদ অাছে । এই মন্দিরে প্রত্যহ বেদপাঠ ও বেদগান হইয় থাকে । উৎসবের সময় ভোগমূৰ্ত্তি রত্নালঙ্কারে শোভিত হইয়া বাহকব্রাহ্মণস্বন্ধে নীত হয়। পশ্চাতে ব্ৰাহ্মণের বেদগান করিতে করিতে যাইতে থাকেন । ফাল্গুনমাসে ইহার রথোৎসব হয় । ঐ সময় বিস্তর যাত্রীর সমাগম হইয়া থাকে। এই দেবালয় কর্ণাটক যুদ্ধের সময় সৈন্যবাস বা হাসপাতালরূপে ব্যবহৃত হইত স্বারের উপর সেই যুদ্ধের একটি গোলার দাগ আজ ও আছে । উক্ত শিবমন্দির হইতে ২ ক্রোশ দূরে বিষ্ণুকাঞ্চী, এখানেই বরদরাজস্বামীর প্রসিদ্ধ মন্দির। স্থলপুরাণে ৰরদরাজ স্বামীর উৎপত্তি সম্বন্ধে এইরূপ লিখিত আছে— “কোন সময়ে ব্ৰহ্ম অশ্বমেধযজ্ঞ করেন, কাঞ্চীপুরে যজ্ঞস্থল নিরূপিত হয়। যজ্ঞভূমির উত্তরপ্তার নারায়ণ, পশ্চিম দ্বার ষিরিঞ্চীপুর, দক্ষিণস্বfর চিঙ্গলিপুত, পুৰ্ব্বদ্বীর মহাবলীপুর। সরস্বতীদেবী ব্ৰহ্মার ষজ্ঞের কথা শুনেন নাই, নারদ ব্ৰহ্মলোকে গির। তাহাকে সংবাদ দিলেন । ব্ৰহ্মা তাহীকে না জানাইয় যজ্ঞ করিতেছেন শুনিয়! তাকার অতিশয় ক্রোধ হইল । তিনি যজ্ঞস্থল ভাসাইয়া দিবার উদ্দেশে নদীরূপ ধারণ করলেন। ব্ৰহ্মা জানিতে পারিয়া বিষ্ণুর সাহায্যপ্রাণী হইলেন। বিষ্ণু আসিয়া সরস্বতীর গতি রোধ করিলে অস্তঃসলিল হইয়। বহিতে লাগিলেন। বিষ্ণু আর কি করেন—উলঙ্গভাবে এদেক্ষোরি নামক স্থানে নদীয় মুখে পতিত হইলেন । তখন সরস্বতীদেবী লজ্জায় অধোমুখী হইয়। আপনার পূর্ব সংকল্প পরিত্যাগ করিলেন । এদিকে যথাসময়ে বঙ্গীয় অশ্বমাংস আহুতি দেওয়া হইল, ভগবান বিষ্ণু সেট ছতমাংস ভক্ষণ করিতে করিতে বঙ্গীর অগ্নি হইতে আধিভূত হইলেন । বিষ্ণুদর্শনে ব্ৰহ্মার মনস্কামনা সিদ্ধ হইল । সমাগত ঋবি ও ঋত্বিকগণ বিষ্ণুকে সেই স্থানে থাকিবার জন্ত প্রার্থন कग्निtणन । नांद्रांग्रण ऊँीशtनग्न ७थार्षनांग्न मरुहे छ्हेत रुॉर्षोপুরে শ্রীবর দরাজস্বামী নামে বিরাজ করিতে লাগিলেন।” কিংবদস্তি এইরূপ যে, একাদশ শতাব্দীতে কাঞ্চীপুরের শাসনকৰ্ত্ত গঙ্গাগোপালরাও বরদরাজের বিষ্ণুমন্দির প্রতিষ্ঠা করেন। পূৰ্ব্বে তিনি অপুত্রক ছিলেন, বরদরাজের কৃপায় তাছার পুত্রসস্তান হয়। তাই তিনি এক শিবমন্দির তাজিয়া সেই ইষ্টকে এক বৃহৎ-বিষ্ণুমন্দির নিৰ্ম্মাণ করাইলেন এবং তাহাতে বরদ রাজ স্বামীকে আনাইর স্থাপন করিলেন । এই বিষ্ণুমন্দির হইতেই এই স্থান বিষ্ণুকাঞ্চী নামে অভিহিত হইয়। থাকে । বিষ্ণুমন্দিরের দেধীমহলের এক স্তম্ভে ১৭৩২' শকের একথানি শিল্পলিপিতে লিখিত আছে, লোলনূতন্ত্রমল্পঞ্জী নামে কোন ব্যক্তি উদৈয়ার পলেয়ম্ হইতে বরদরাজের মূৰ্ত্তি বিষ্ণুকাধাভে আনয়ন করেন। বিষ্ণুমন্দিরের দ্বিতীয় প্রকে ষ্ঠে কৃষ্ণরায়নিৰ্ম্মিত প্রসিদ্ধ শতস্তম্ভমণ্ডপ বিদ্যমান । একখানি পাথর কাটিয়৷ এই মণ্ডপ নিৰ্ম্মিত হইয়ttছ । ইহার নিকট আরও ক একটি মণ্ডপ আছে, তন্মধ্যে বtহনমণ্ডপ ও কল্যাণমওপই শ্রেষ্ঠ। এই মন্দিরের দেবদেবার জন্ম ৩•••N টাকার অায়ের একখানি গ্রাম এবং মান্দ্রাজ গবর্ণমেণ্ট হইতে ৯৯৬১ টাক। বরাদ্য আছে । এই মন্দির অতি সমৃদ্ধিশালী, কেৰল ইহার মণিমুক্তাদিয় মুল্যই লক্ষ টাকার অধিক হইৰে । লর্ড ক্লাইব ৩৬৬১২ টাকা মূল্যের মক্রান্তি নামক একখানি কণ্ঠাগুরণ প্রদান করিয়াছিলেন। বৈশাখমাসে ১৯ দিন वTांत्रिग्ना हेक्ष्tङ्ग मररुi९नद श्हेग्ना थाcरु, ७ई नभघ्र ७५itन প্রায় পঞ্চাশ হাজার যাত্রীয় সমাগম হয় । কাঞ্চীপুরী (স্ত্রী) নগরবিশেষ। কাঞ্চীপুর । কাঞ্চীপ্রস্থ ( পুং ) নগরবিশেষ । কাঞ্চীপুর । কাঞ্জিক ( ক্লী) অঞ্জ-৪,লু-টাপ্‌-অত ইত্বম, অঞ্জিক ; কু কুংসিত। অঞ্জিক। প্রকাশে যন্ত, কো: কাদেশঃ । কাঞ্জি ; অন্নে জল দিয়া পর্যষিত করিলে সেইজল যখন অম্নরস হুইয়। উঠে, তাহাকেই কাজি কহে, আমানী । ইহার সংস্কৃত পৰ্য্যায়—আয়নাল, সেীবীর, কুষ্মাষ, অভিযুত, অবস্তিসোম, ধান্তান্ন, কুঞ্জল, কুন্সাস কুষ্মাষাভিযুত, কাঞ্চিক, কাঞ্জাক, কাল্লিক, কঞ্জিক, কাঞ্জা, ভক্তবার, ধtষ্ঠমুগ, ধান্তযোনি, তুষাঙ্গু, গৃহান্ন, মহারস, তুযোদক, গুক্ত, চুক্ৰ, ধাতুয়, উয়াছ, রক্ষোঘ, কুণ্ডগোলক, সুবীরাম, বীর, অভিধব ও অম্নসীয়ক । রাজবল্লভের মতে ইহার গুণ—ভেদ ক, তীক্ষ, উষ্ণ, স্পর্শশীতল, শ্রম ও ক্লাস্তিনাশক, অগ্নিবৃদ্ধিকারক এবং পিত্ত, রুচি, ও বাস্ত শুদ্ধিকারক । রাঞ্জনির্ঘণ্টের মতে কাজি অঙ্গে মৰ্দ্দন করিলে, বায়ু, শোথ, পিত্ত, জর, দtছ, मृष्इ1, मूंल, णाश्वान ७ fददक दिनछे ह्छ । কাঞ্জিক কটক (পুং) কাঞ্জিক যোগেন কৃতে রটকঃ, মধ্যলো- •