পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালিদ্বীপ [ v. j বালিদ্বীপ ধরগণের বালিদ্বীপে আগমন ও অবস্থানকথা বালিবাসিগণ মুক্ত কণ্ঠে স্বীকার করিয়া থাকেন। t বালিদ্বীপের গেলগেল নগরে দেব অগুঙ্গ রাজপাট স্থাপনপূৰ্ব্বক সমগ্র বালিরাজ্য স্বীয় সেনানী ও অমাতারুন্মের মধ্যে বিভাগ করিয়া দেন। আর্য্য ডাময় প্রধানপতি ( সচিব ) পদে অভিষিক্ত হইয়া তবনান প্রদেশ লাভ করিয়াছিলেন । লাজ দেব অগুঙ্গ মাৰ্য্যডামরের পরামর্শ ব্যতীত কোন কাৰ্য্যই করিতেন না। ক্রমে ডামর মাৰ্য্যকেঞ্চেঙ্গ’ নাম গ্রচণপূৰ্ব্বক বাজ প্রতিনিধিরূপে রাজকাৰ্য্য পৰ্য্যালোচনা করিতে লাগিলেন । আর্যাডমিরের ভ্রাতাগণ-আর্য সেণ্টে, আর্য বেবেতেঙ্গ, আৰ্য্য পরিঙ্গীন, আর্য্য রোগ, আর্য্য কগকিসন, আর্য্য বিঞ্চলুকু প্রভৃতিও রাজামুগ্ৰছে অপেক্ষাকৃত ক্ষুদ্রতর প্রদেশের শাসনভার প্রাপ্ত ষ্টয়াছিলেন । এতদ্ভিন্ন আর্যামঞ্জুরী দখুনামক স্থানে এবং তন কুলের, তন কবুর ( কুমার ) ও তনমনার নামক প্রভাবশালী শৈশুরা ও ভিন্ন ভিন্ন স্থানে রাজ্যশাসন লাভ করিয়াছিলেন । গতিগজমঙ্গও মেদুইবিভাগের শাসনকর্তৃত্ব প্রাপ্ত হইয়াছিলেন । এষ্টরূপে বিভিন্ন ব্যক্তির হস্তে থাকিয় বালির শাসন কাৰ্য্য পরিচালিত হইত। ১৬৩৩ খৃষ্টাকে ওলন্দাজ রাজদূতের বর্ণমায় জানিতে পারা যায় যে, দেব-অগুঙ্গই সমস্ত বালিদ্বীপের । অধীশ্বর ছিলেন এবং অপর সামন্তু সকলে তাহার অধীনতা স্বীকার করিতেন। তৎপরে গেলগেল-রাজধানী-ধ্বংসের পর Lরাঙ্গ কোঙ্গ, বঙ্গলি, গিয়ান্যর ও বোলেলেঙ্গ প্রদেশ দেব অ গুঙ্গ-লাঞ্জপরিবারের শাসনাধীন থাকে । পুর্যোক্ত রাজষ্ঠ্যগণ ক্ষ{৫য় বলিয়া পরিচিত ছিলেন । ক্রমে বৈগুজাতির প্রাচুর্ভাবে উreার ফীনবল হইয়াছিলেম । সামন্ত-বিপ্লবে বালিদ্বীপে অনেক বিপর্যায় সাধিত হইয়াছিল। মেগুইরাজের প্রভাব বুদ্ধির সঙ্গে সঙ্গে করঙ্গ-অসেম প্রভৃতি বাঙ্গা জয়, ডামররাজবংশের বদেঙ্গ আক্রমণ এবং তদ্বংশীয় শ্বে ষ্টিদিগের বোনানে স্বাধীনভাবে রাঙ্ক্যস্থাপন প্রভৃতি অনেক আভ্যন্তরীণ পরিবর্তন দৃষ্টিগোচল হয়। এতদ্ভিন্ন ক্লোঙ্গকোঙ্গ ও BBBBBBSBBBBB BBBB BBB BB BB BBBS যোগ্য ঘটনা । গেলগেলের রাজদরবারে অবস্থানকালে গজমঙ্গবংশীয় জনৈক রাজপুত্র দেব-অণ্ডঙ্গের আদেশে নিহত হন। এই হত্যার প্রতিশোধ লইবার জন্ত মেলুই ও করঙ্গ অসেমবাসিগণ তদ্বিরুদ্ধে অস্ত্ৰধারণ করে। দেবআগুঙ্গ পরাজিত হইবার পর তাহার গেলগেলের সিংহাসন বিধ্বস্ত হইয়াছিল। দেব মওজ করঞ্জঅসেম-রাজকণ্ডার পাণিগ্রহণ করায় উভয়পক্ষের বিবাদ মিটিয়া যায়। এই রাণী বীরোচিত হৃদয়ে উভয় প্লীজ শাসন কলিয়াছিলেন। এই সময় হইতে দেব অগুঙ্গবংশীয় রাজগণের ক্ষমতা হ্রাস হইয়াছিল। এই বংশ বিজিত হইয়াও বিজয়ীদিগের নিকট হইতে পুৰ্ব্ববৎ সন্মান পাইক্লেও, করঙ্গ অসেম-রাজগণ আর র্তাহার করদ রছিলেন না, কেবল তাহাকে বালির সর্বপ্রধান রাজা বলিয়া স্বীকার করিয়াছিলেন মাত্র । তৎপরে করঙ্গ-অসেমরাজগণ বোলেলেঙ্গ ও লম্বক জয় করিয়া তাহদের প্রভাব বিস্তার করিয়াছিলেন। দক্ষিণে তবনানের গোষ্ঠীরাজগণ পশ্চিম বদোঙ্গ ও পূর্বের কতকাংশ অধিকার করিয়া লন । আবার দেব অগুঙ্গবংশীয় দেবমঙ্গীশ নাম জনৈক ‘পুঙ্গকন গিয়ান্তর লুণ্ঠন করিয়া তথায় স্বতন্ত্র রাজ্য স্থাপন করেন । এই সময়ে আমরা দেখিতে পাই যে, ক্লোঙ্গকোঙ্গের প্রাচীন ক্ষত্রিয়-রাজগণ ব্যতীত অপর সকলেই পতিত বা নিম্নজাতি প্রাপ্ত হইয়াছিলেন। নিয়ে আটট সামস্তরাজবংশের সংক্ষিপ্ত ইতিহাস প্রদত্ত হইল – ১ ক্লোঙ্গকোঙ্গ—দেব অগুঙ্গ-বংশপরিচালিত । ইহার অধীনে প্রায় ৬ হাজার লোকের বাস। করঙ্গ অসেম ও বোলেলেঙ্গ সামস্তরাজগণ ইহার সহিত একমত হইয়া কাৰ্য্য করেন । ইনি শূদ্রাণীর গর্ভজাত । ইহার বিমাতা করঙ্গ-অসেম-রাজকন্যার গর্ভে এক কন্য। জন্মে। রাজপত্নীগণের মধ্যে কেহই পুত্রবতী না হওয়ায় এই শুদ্ৰাপুত্ৰই ( জ্যেষ্ঠপুত্র ) রাজপদ প্রাপ্ত হন । ২ গিয়ান্তর—১৮৪৭ খৃষ্টাব্দে দেবমঙ্গীশের মৃত্যু হওয়ায় তৎপুত্র দেবপহান রাজ্যাধিকার লাভ করেন। ইহারা ক্ষত্রিয়বংশোদ্ভব হইলেও শুদ্রত এবং পুঙ্গকন বা পতিত আখ্যা লাভ করিয়াছেন । হহার প্রপিতামহই এই বংশের স্থাপয়িত । পূৰ্ব্বে দেবআগুঙ্গ পুঙ্গবগণের অধীনে তিনি এই প্রদেশে দুই শত সৈন্থের নায়ক ছিলেন । ছলে বলে তিনি নিজ স্বামীকে হস্তগত করিয় মেঙ্গুইরাজ্যের অন্তর্গত ক্রমশ দেশ অধিকার করেন । ওলন্দাজগণ বোলেলেঙ্গ আক্রমণ করিলে, গিয়ান্যরপতি দেব অগুঙ্গের আদেশে সদলে অগ্রসর হইয়াছিলেন। বদোঙ্গরাজের সহিত ইহাদের মিত্রতা বিশ্বাসযোগ্য নহে বলিয়া বদোঙ্গ-সীমান্তে রাজা কাশীমন একটী বাসস্থান নিৰ্ম্মাণ করাইল । ৩ বঙ্গলী-দেব জদে পুটঙ্কেবান ১৮৭৮ খৃষ্টাব্দে এখানে রাজা ছিলেন । ইহারাও দেব অগুঙ্গের বংশ বলে,কিন্তু অগুজবংশ অপেক্ষা মৰ্য্যাদায় হীন । ইহার দেব অগুঙ্গের অধীনতা স্বীকার করেন না ; বদোঙ্গ ও তবনানের সামস্তরাজের সহিত ইহাদের বিশেষ প্রণয় আছে । এখানকার অধিবাসিগণ সাহসী ও বীর । বঙ্গলীরাজ এক সময়ে দেব অগুঙ্গের সেনাপতিপদে নিযুক্ত ছিলেন। ১৮৪৯ খৃষ্টাব্দে ওলন্দাজ আক্রমণের সময় ইহার ওলন্দাজ গবর্মেন্টের সহায়তা করিয়াছিলেন এবং তজ্জন্ত