পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভদ্রাচল [ ২৬৩ ] ভদ্রার্শ্ব ভদ্রাকুণ্ডলকেশা, বৌদ্ধভিক্ষুণী ভেদ । ভদ্রাঙ্গ (পুং ) ভদ্রমঙ্গমস্ত । বলরাম । ( হেম ) ভদ্রাচল, মাদ্রাজ প্রেসিডেন্সীর গোদাবরী জেলার অন্তর্গত একটা তালুক। অক্ষা • ১৭° ৩৫' ৪৫" হইতে ১৭৫৬ ৩•র্ণ উঃ এবং দ্রাঘি• ৮•৫৪৩•র্ণ হইতে ৮১ ৮' পূ.। ১৮৬৭ খৃষ্টাব্দে নিজাম কর্তৃক এই স্থান ইংরাজহস্তে সমপিত হওয়ায়, ইহা গোদাবর-কলেক্টরের এজেন্সীভুক্ত হয়। ১৮৭৪ খৃষ্টাব্দে রেকপল্লী ও রম্প প্রদেশ ইহার অস্তনিবিষ্ট হইয় পড়ে । ভূপরিমাণ সৰ্ব্বসমেত ৯১১ মাইল । ২ উক্ত তালুকের প্রধাননগর । দ্রাঘি• ৮১°পুং। এই নগরের তটভূমি দিয়া খরস্রোতা গোদাবরী নদী প্রবাহিত। নিকটস্থ একটা পৰ্ব্বতশিখর ভদ্রভুর যজ্ঞকুও বলিয়া প্রসিদ্ধ। এখানকার রামচন্দ্র মন্দির দাক্ষিণাত্য বাসীর একট পবিত্র তথ। প্রবাদ, কপিকুল সঙ্গে লইয়৷ ভগবান রামচন্দ্র লঙ্কাযাত্রাকালে গোদাবরী উত্তীর্ণ হইয়। এখানে অবস্থান করিয়াছিলেন । তাহারই সেই গু ভাগমন স্মরণ করিয়া আজি ও নগর বাসিগণ বৎসরে একটী মহামেলার মায়োজন করিয়া থাকে। ঋষি-প্রতিষ্ঠ নামক জনৈক সাধু পুরুষ কর্তৃক চারি শতাব্দ পুরে এই মন্দির প্রথম প্রতিষ্ঠিত হয় । তংপরে সময়ে সময়ে সংস্কারাদি দ্বারা উহার আয়তন ও বদ্ধি ত হইয়াছে । দেবতার আভরণ মধ্যে অনেক বহু মূল্য হার কাদি ও দেখিতে পাওয়া যায় । এই দেবমুঠির ব্যয় - প্লবহনের জন্তু নিজাম-সরকার হহতে প্রতিবৎসর ১৩ হা স্ত্র টাকা প্রদ বু হইয়া থাকে। ঐ মেলা প্রতিবৎসর বৈশাখ ম সে মারম্ভ হয় । রামচন্দ্রের মন্দির ব্যৰ্তাত এথানে মঞ্জক তাম্বিক নামে আর একটী শক্তিসৃষ্টি স্থাপিত আছে । ঐ মন্দিরগুলি স্থানীয় জমিদার ও নিজাম সৈন্যের অহরহ যুদ্ধে নষ্ট হইয়া যায়। নিজাম এথানকার সম্পূর্ণ রাজস্ব সংগ্রহে বিফলপ্রযত্ন হুইয়া ১৮৬০ খৃষ্টাব্দে এই সম্পত্তি ইংরাজের হস্তে সমর্পণ করেন। প্রায় ১৭৫ বর্ষ পূৰ্ব্বে রামদাস নামক জনৈক নিজাম-কৰ্ম্মচারী এখানকার রাজস্বসংগ্রহে প্রেরত হন । তিনি রাজসরকারে অর্থ প্রেরণ না করিয়া তদ্বারা একটা মন্দির ও গোপুর নিৰ্ম্মাণ করিয়া যান। নিজাম তা সর ঈদৃশ ব্যবহারে অসন্তুষ্ট হইয়া তাহাকে কারাবদ্ধ করেন। তৎপরে তীরুম লক্ষ্মী নরসিংহ রউ নামা অপর এক পাক্তি রাজস্ব-সংগ্রহে নিযুক্ত হন। তিনি নিজামকে যৎসামান্ত সদায় দিয়া বক্রী অর্থ মন্দিরের সংস্কার কার্য্যে ব্যয় করিয়াছিলেন । এই সময়ে মাঙ্গাঙ্গবাসী ধনী বরদরাম দাস মন্দির নির্মাণে তাহার সহযোগিতা করেন । বল্পদরামের মৃত্যু হইলে অক্ষা • ১৭°১৪’ উঃ এবং उिनिe ॐ*ांच्चोंखुग्न नी ¢भ९िब्रl fमछापभग्न छtब्र छैौड झईब्र। গোদাবরীতে ঝাপ দেন । এই তাথের অনতিদূরে পর্শশাল তীখ। প্রবাদ, রাক্ষসপতি রাবণ এই স্থান হহতে সীতাদেবীকে হরণ করেন। এখানকার BSBBB BBBBBBB BBDD BBBS BBBDD DBBB প্রভৃতি অনেক প্রাচীনস্থান নির্দেশ করিয়া থাকে। ভদ্রাত্মজ ( পুং ) ভদ্র: হিতকর আত্মজ হব রক্ষাকরস্থাৎ । थक्लै । ( fजका० ) ভদ্রানগর ( ক্লী ) নগরভেদ । ভদ্রানন্দ, শিবাচ্চনমহোদধি প্রণেতা। ভদ্রায়ুধ (পুং ) রাগসভেদ । ২ উৎকৃষ্ট অস্ত্রৰিশেখ । ভদ্রারক ( পুং ) অষ্টাদশ ক্ষুদ্রদ্বীপের অস্তগত ধাপবিশেষ । ভদ্রলেপত্রিকা ( স্ত্রী ) ভদ্রায় অপতি পৰ্য্যাপ্লোতাতি মল আচ, ভদ্রালং পত্ৰং যস্যাঃ কপ, টাপ, অভ ইত্বং । গন্ধালী । ভদ্রাণী ( স্ত্রা ) ভদ্র-অল অচ ভদ্রাল গোরাদিপ্তাং ওঁধে । গন্ধা লা। ( শব্দমালা ) ২ মঙ্গলশ্রেণী । ভদ্রাবকাশ৷ ( স্ত্র ) পুণ্যসলিলা নর্দাভেদ । ভদ্রাবতী (স্ত্রী ) ভদ্রমস্যা অস্তাfত মতুপ, মস্য বঃ, সংজ্ঞায়াং পুঞ্চপদস্য দীর্ঘ । কট্‌ফলৰ্ব্বক্ষ । ( রাঞ্জনি• ) ভদ্রাবতী, একটা প্রাচীন নগর। পাওবগণ এখান হ৩ে যুবনাশ্বের অশ্বমেধ হয় অপহরণ করিয়াছিলেন । ভদ্ৰেশ্বর দেখ।] ভদ্রাত্র ও প্লী ) বিষ্টয়ত । ভদ্রা শ্রম । পুং ) আশ্ৰমভেদ । ( স্কনপুংশপ্তলমাহাত্মা ) ভদ্রাশ্রয় ( পুং ) ভদস্য আশ্ৰয়: চন্দন । ( শব্দচ• ) ভদ্রাস্য ( ক্ল: ) ভদ। অশ্ব অত্র । জম্বুদ্বীপের নববর্ষের মস্তুগত BBSSSBBB S BBBBBB BB BBBB SBBBB BBBB LLgBJ আছে,—ইলাবৃতবর্ষের পূৰ্ব্ব ও পশ্চিমদিগে যথাক্রমে মালাবান ও গন্ধমাদন পৰ্ব্বত, উত্তরে লালপৰ্ব্বত এবং দীগণে নিষধাচল পৰ্য্যন্ত দুই সহস্ৰ যোঙ্গল বিস্তীর্ণ কে ঠুমাল ও ভদ্রশ্বেবর্ষের সীমা নির্দিষ্ট হঠয়াছে । স্বমেরুর চতুদিকে মন্দর, মেরুমন্দর, সুপার্শ্ব, এবং কুমুদ নামে চারিট অধঃস্ত পৰ্ব্ব শু আছে। ঐ সকল পৰ্ব্বতের বিস্তার ও উচ্চতা অযুত যোজন । উক্ত পৰ্ব্বত চতুষ্টর মধ্যে পুৰ্ব্ব ও পশ্চিমদিকের পঞ্চত দক্ষিণে স্তুর বিস্তীর্ণ এবং দক্ষিণ ও উত্তরদিকের পর্বত পুৰ্ব্বপশ্চিমে বিস্তৃত। উক্ত চারিপর্কতে আম্ৰ, জং, কদম্ব ও গুগ্রোধ নামে চারিট প্রধান পাদপ আছে। ঐ সকল বৃক্ষের বিস্তার শত যোজন। ইহাদের শাখা সকল ও শতযোজন বিস্তৃত । উক্ত চারিট বৃক্ষের অদূরে চাঙ্কিট হ্রদ আছে। তন্মধ্যে একটা দুগ্ধজল, দ্বিতীয় মধুঞ্জল, তৃতীয় ইক্ষুরসঙ্গল এবং চতুৰ্থ