পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○弾や5 [ २१२ ] ... " ভরতপক্ষী অংশে শাৰিভূত হইয়াছিলেন। বিদর্ডরাজের তিন কgার সহিত তাহার বিবাহ হয় । ইনি বৃহস্পতিতনয় ভরদ্বাদকে পালন করেন। (ভারত ১৭৩ জs, বিষ্ণুপু•,ভাগ•) ৪ সঙ্গ তাচাৰ্য্য জনৈকমুনি। ইনি জগতে সৰ্ব্বপ্রথমে নাট্য ও সঙ্গীতশাস্ত্র প্রবর্তন করেন। ভরত, মিবারের জনৈক রাজা। মিবায়রাজ সমরসিংহের শ্ৰাত স্বৰ্য্যমপ্লের পুত্ৰ। সময়সিংহের মৃত্য হইলে তৎপুত্র কৰ্ণ পিতৃসিংহাসনে সমান্ধঢ় হন। কর্ণ রাজসিংহাসনে সমাসীন হইলে ভরত শক্রয় খড়ম্বন্ত্রে পতিত হইয়া চিতোর পরিত্যাগপুৰ্ব্বক সিন্ধুদেশে গমন করেন। তথায় উপস্থিত হইবার অব্যবহিত পরেই, তিনি তথাকার মুসলমানরাজের নিকট হইতে অরোর নগর প্রাপ্ত হন। তিনি পুগলের ভট্টবংশীয় কোন রাজকুমারীর পাণিগ্রহণ করেন । ঐ রমণীর গর্ভে রাছপ নামে তাহার এক পুত্র হয়। এই পুত্ৰ, মাতুলালয়ে অবস্থান করিতেন । এদিকে রাজ। কর্ণ প্রিয়তম ভ্রাতা ভরতের দেশান্তরে গমন এবং পুত্র মাহুপের অনুপযুক্ততা হেতু নিতান্ত মনঃকষ্টে কাল যাপন করিয়া অল্পদিন মধ্যেই মানবলীলা সম্বরণ করেন। ঝাশোরের শণি গুরুবংশীয় সর্দার কর্ণের কল্পায় পাণিগ্রহণ করেন । এই কস্তার গর্ভে রণধবল নামে এক পুত্র হয়। থালোরপতি জঘন্য বিশ্বাসঘাতকতা অবলম্বনপুৰ্ব্বক চিতোরের প্রধান প্রধান গিহেলাটগণকে নিহত করিয়া তথাকার সিংহাসনে স্বায় পুত্র রণধবলকে সংস্থাপিত করেন। কর্ণপুত্র মাছপ স্বায় স বাধিকার রক্ষা করিতে সম্পূর্ণরূপেই অক্ষম ছিলেন। পিণ্ডু রাজ্য অপর এক এক ব্যক্তির দ্বারা অধিকৃত হুইল, sথাপি অকৰ্ম্মণা মাহুপ তদুস্কারে অণুমাত্র ও উত্ম্যোগ করিলেন ন। বাপ্পার সিংহাসন চৌহানকুলের হস্তগত, বাপ্পার কীৰ্ত্তিস্তম্ভ উম্মলিত গ্রাম, হয় ত অল্পদিনের মধ্যে চিতোর হইতে বাপ্পা রাবলের নাম অন্তহিত হইবে, এই চিন্তা একজন উন্নতমনা কুলপাঠকচায্যের ( রাজভাটের ) হৃদয়ে লমুখি ত হইল । fগুলি এই অনিষ্টপাড়ের প্রতিবিধানের জন্ত ভরতের নিকট উপস্থিত হইয়া তাহাকে এই বৃত্তান্ত জ্ঞাপন করেন। স্বীয় পূৰ্ব্বপুরুষগণের প্রনঃরাজ্য ও গৌরব উদ্ধারমানসে সিন্ধুদেশীয় সেনাদল সমভিব্যহারে ভরত মিবার রাজ্যাভিমুখে যা বা করিলেন। চিতোরেশ্বরের অধীনস্থ সমস্ত সর্দারগণ এই শুদ্ভসমাচার শ্রবণে সানন্দহািদয়ে আপনাদের উদ্ধার-কৰ্ত্তার প্রো দুট্টীন পতাকাতলে মাসিয়া সমবেত হইল। পল্লি নামক স্থানে প্ৰতিৰক্ষ্মী শণিগুরুবংশীয়দিগকে যুদ্ধে পরাজয় করিয়া তিনি চিতোর সিংহাসনে সমান্ধঢ় হন। T - w-*-* এই ঘটনার কিছু দিন পরে ভরততনয় রাহুপ চিতোর সিংহাসনে আরোহণ করেন। রাজ্যে অভিষিক্ত হইবার . অল্পদিন পরেই তিমি নাগোর নামক স্থানে যুবনলেন পতি সামসুদ্দীনের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইয় তাহাকে পরাজয় করেন। এই নরপতির রাজত্বকালে তাহার রাজ্যে ছুইটী মহৎ পরিবর্তন ঘটিয়াছিল। ইতিপূৰ্ব্বে মিবারের রাজপুতগণ গিহেলাট নামে অভিহিত হইতেন, কিন্তু এখন হইতে তাহার। সেই নামের পরিবর্তে শিশোদীয় আধ্যায় অভিহিত হইতে লাগিলেন। এতদ্ব্যতীত বাপ্পার বংশধরগণের রাজোপাধি রাওল’ শব্দের পরিবর্তে “রাণী হইল। স্নাহপ অতি দক্ষতার সহিত ৩৮ বৎসর স্বরাজ্য শাসন করিয়াছিলেন । [ রাহুপ দেখ ] ভরত, জনৈক টাকাকার। ইনি স্বীয় জ্যেষ্ঠ রামচন্দ্রকৃত সমরলার ও সমরসারসংগ্রহ গ্রন্থের দুইখানি টীকা প্রণয়ন করেন। ভরত আচাৰ্য্য, জনৈক সঙ্গীতাচাৰ্য্য। ইনি নাট্যশাস্ত্ৰ ৰ৷ ভরতশাস্ত্র এবং সঙ্গীতৰূত্যকর নামে দুই খানি গ্রন্থ রচন করেন । ভরতখণ্ড ( ক্লা ) ভারতবর্ষের অন্তর্গত কুমারিকা খণ্ড । “কুমারিকেতি বিখ্যাত। যস্য নামা প্রকথ্যতে । ইদং কুমারিকাখওং চতুৰ্ব্বৰ্গফলপ্রদম্ ॥ যথা কৃতাবনীয়ঞ্চ নানা গ্রামাদিকল্পনা। ইদং ভরতখওঞ্চ ধয়া সম্যক প্রকল্পিতম্ ॥” ( স্কন্দপু• কুমারিকfখ• ভূসংস্থিতিনামাধ্যায় ) ভরতগড়, বোম্বাই প্রেসিডেন্সীর রত্নগিরিজেলার একটা গিরি দুর্গ। বালবলি খাড়ির দক্ষিণকুলে অবস্থিত। এই দুর্গের চুড়াপরে দাড়াইয়া মম্বরের মালবন গ্রাম দেখিতে পাওয়া যায়। গড়ের চতুৰ্দ্দিকৃস্থ প্রাকার ১৮ ফিট উচ্চ এবং ৫ ফিটু প্রশস্ত। উহার উত্তরপূর্ব ও দক্ষিণপশ্চিম কোণে ছুইটী বুরুজ আছে। এতদ্ভিন্ন গড়ের বহিঃপ্রাচীরের উপর প্রায় ১২টা অৰ্দ্ধগোলাকার বুরুজ দেখিতে পাওয়া যায়। এই প্রাচীরও প্রস্থে প্রায় ১২ফিট। প্রাচীরের সন্মুখ দেশে বিস্তীর্ণ খাত আছে । ভরতদ্বাদশাহ (পুং ) ভরতকৃত দ্বাদশাহসাধ্য ৰজ্ঞভেদ । কাত্যায়ন শ্রেীভস্থত্রে এই যজ্ঞের বিধান বিশেষরূপে অভিহিত হইয়াছে। এই যজ্ঞে সকল প্রকার অগ্নিষ্টোম যজ্ঞ করিতে হয়। “গৰ্ব্বাগ্নিষ্টোমঃ ভরতম্বাদশাহঃ” (কাতা- শ্রেী• ২৪,৭১২ ) ভরতপক্ষী, স্বনামপ্রসিদ্ধ পক্ষিজাতিবিশেষ (Alauda gul gula) ftarafut" di stfsts Alaudilla c="wor করিয়াছেন। সাধারণতঃ খাস্তক্ষেত্ৰাধিতে এই পক্ষিগণ