পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उवफूऊ ভবনদ ( পুং ) ভবসাগর, সংসার-সমুদ্র । ভবনন্দ ( পুং ) জনৈক প্রাচীন অভিনেতা । (কথাসরিৎসা ২৩a) ভবনন্দিন (পুং ভবের পুত্র। ভবনপতি ( পুং ) ভবনস্ত পতিঃ ৬তং । ২ রাশুধীশ, রাশিচক্রের প্রতিঘরের অধিপতি । ভবনাগ, ১ আশ্বলায়নস্থলভাষ্য বা প্রয়োগ-ভাষ্যপ্রণেতা। ২ ভারশিৰ জাতির জনৈক অধিপতি । ভবনাথ, খণ্ডনখ ওখাগুটাক রচয়িত। ভবনাথ মিশ্র, ১ অনর্বরাঘবটকা প্রণেতা । ২ মীমাংসানয় বিবেকরচয়িত্তা । ৩ ভাব প্রকাশ-রচয়ি তা ভাবমিশ্রের নামান্তর । s शृङ्षाम्रो ভবনাধীশ (পুং ) ভবনস্ত অধীশ । ভবনপতি, গৃহস্বামী। ভবনাশিনী ( স্ত্রী ) ভবং সংসারং গুম্মাদিকং বা নাশয়তি | উৎপাদয়তি নাশয়িতুং শীলমস্তেতি বা লশশিচ-ণিনি। সরযু নদী, এই নদীতে স্নান করিলে পুনবার আর জন্ম হয় না, এই জন্য ইহাকে ভবনাশিনী কহে । ( পুরাণ ) ভবনীয় (ত্রি ) ডবিতুমহামিতি ভূ-অনীয়র। ভব্য, উৎপৰ্যহঁ। ভবন্ত (পুং) ভবতাত্রেতি ভূ-(তৃ ভূ বহিবগীতি। উ4, ৩১২৮) ইতি কচ, স চ বিদভবতি । বর্তমান কাল । ( উজ্জল ) ভাস্তি ইতি ভা-ডবভূ—ভবৎ । ভৰত শঙ্গের পুংলিঙ্গে প্রথমার वट्यफ़ान “छवश्रु:' हञ्च । ダ “কে বৈ ভবন্ত: কশালে বস্তাং দূত ঈপ সিতঃ।” ভবিতব্য, ( ভারত ৩,৫৪২ ) | উপনয়নের পর ব্রাহ্মণ ভিক্ষা করিবার সময়, ব্রাহ্মণকে ভবৎ-পূৰ্ব্ব, ক্ষত্রিরকে ভবম্মধ্য এবং বৈঠকে ভবদন্ত সম্বোধন করিয়া ভিক্ষা করিখে । “ভবৎপূৰ্ব্বং চরেছুৈক্ষমুপনীতো দ্বিজোত্তমঃ। ভবম্মধ্যং তু রাজন্যে বৈগুস্ত ভবছত্তরম্ ॥” ( মন্ত্র ২৪৯ ) ভবন্তি (পুং) ভূ ( ভুবো ঝিছ। উণ, ৩e • ) ইতি ঝিছ। বর্তমান কাল। ( উজ্জল ) ভবম্নাথ (পুং ) বিষ্ণু । ( ভারত ১৩১৪৯৪e ) ভবম্মনু্য (পুং ) রাজপুত্রভেদ। (বিষ্ণুপুরাণ) ভবপীঠ, শিবলিঙ্গাধিটিত পীঠভেদ । ( শিবপুরাণ) ভবভট্ট, জনৈক গ্রন্থকার। ইনি তত্ত্বকৌমুদী নামে শিশুপালবধ টীকা ও স্বৰোধিনীনামে রঘুবংশটীকা প্রণয়ন করেন। ভবভাবন (পুং ) বিষ্ণু । ভবভূত (ফ্ৰী ) ভৰস্কপ, জৰিতথস্বরূপ পরমেশ্বর। “বিশ্বরূপং ভবভূতমীভাং” ( শ্বেতা উপ• ) [ ఇనిd ] उदफूडि ভবভূতি (পুং । ভবেন শিবেন ভূতিরৈশ্বর্য্যাদকং যন্ত ভব এব ভূতির্যন্তেতি বা, শুিবোপাসনন্ধৈৰান্ত বিদ্যা উৎপত্তে স্তথা ত্বং মালতীমাধবাদি নাটক কর্তা, একজন কবি । পর্য্যায়—ভূগর্ভ। ( জটাধর ) প্রসিদ্ধ মহাকবি ভৰভূতি মালতীমাধব ব্যতীত উত্তররামচরিত ও ধারচরিত নামে আরও ছুইখানি নাটক প্রণয়ন করিয়া নাট্যজগতে প্রসিদ্ধিলাভ করিয়াছেন । তদ্রচিত গ্রন্থসমূহ পাঠ করিলে নাট্যকারের অত্যন্থত রচনা-কৌশলের পরিচয় পাওয়া যায় । কবি নাটকাঙ্ক মধ্যে অভিনব দৃশুসমূহের অবতারণা করিয়া স্বীয় নাট্যশক্তির ও বুদ্ধিবৃত্ত্বির তীক্ষ প্রফুরণ সাধারণের গোচরাভূত করিয়াছেন। নাটকের ভাবগভারত ও অভিনয়-নিপুণতা অনুধাৰন করিলে অস্তঃকরণে যুগপৎ বিস্ময় ও অপুৰ্ব্বত্ব সমুদিত হয়। উত্তরচরিতে শলুকনিধনকামী রামচন্দ্রকে জনস্থানে আনাহয়৷ কিরূপ কৌশলে কবি সকল দিক্ রক্ষা করিয়াছিলেন, তাহ ভাৰিলে চমৎকৃত হয়তে হয়। পাছে সেই পূৰ্ব্বস্তুতিসমূহ সন্শনে তাছার চিত্ত্বে অবশুম্ভাবী পরিতাপ ও বেদন সমুপস্থিত হয় এবং তজ্জg ভাবী কোন দুর্ঘটনা সম্পাদিত হইতে পারে, এই আশঙ্ক। করিয়া কৰি অপুৰ্ব্ব-কৌশলে রামহৃদয়ে শাস্তিবিধান স্থা ছায়ারূপী সীতাকে আনয়ন করিয়া নাট্যশক্তির পরাকাষ্ঠা দেখাইয়াছেন। উক্ত গ্রন্থের সপ্তমাঙ্কে, তিনি রাম-চরিত্র অভিনয়ের মধ্যে স্বতন্ত্র গীতাচরিত্রের অভিনয় অবতারণা করিয়া নাট্যশক্তি ও বুদ্ধির অপূৰ্ব্ব-বিকাশ প্রকটন করিয়াছেন । নাট্যাভিনয়ের এই অলৌকিক আলোকরশ্মি তিনিই স্বীয় প্রখর-কুশলী বুদ্ধিপ্রভাবে সৰ্ব্বপ্রথমে প্রাচীন ংস্কৃত জগতে প্রদীপিত করিয়া গিয়াছেন * । গ্রন্থকারের জীবনেতিহাসের কোন বিশিষ্ট ঘটনা লিপিবদ্ধ হয় নাই । এই কারণে র্তাহার বাল্যজীবন ও বান্ধক্যের কোন অপুৰ্ব্ব আখ্যায়িকা পাওয়া যায় না । ধারচরিত ও মালতীমাধবের প্রস্তাবনায় কবি স্বত্রধার মুথে এইরূপ আত্মপরিচয় জ্ঞাপন করিয়াছেন ;-দক্ষিণাপথের বিদর্ডদেশের অন্তঃপাতি পদ্মপুর নগরে কবির জন্মভূমি। ঐ নগরে বন্ধুৰ্ব্বেদের তৈত্তিরীয় শাখাধ্যায়ী, কাশুপগোত্রসস্তৃত, ধৰ্ম্মানুষ্ঠানরত, পংক্তিপাবন, পঞ্চাঙ্গিক ও সোমযজ্ঞকারী ব্ৰহ্মবাদী ব্রাহ্মণ গণের বাস ছিল। তাহাদেয় বংশে বাজপেয়বজ্ঞসম্পাদনকারী • উক্ত উত্তরচরিতের অনুবাদক পণ্ডিতবর উইলসন লিখিয়াছেন ৰে, *IG*^* ❤f& 8hakesper.r, I}eiuiiiiiwnt e Fletcher &yfē ai5. BD DBB BBD DDBBB DDD DBDS DD DBBB BBBBB टाब्रटैौष्ठ महाकवि छयङ्कठिद्र •ब्रवर्डौं ।