পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষ [ ७8७ ] ভারতবর্ষ আসাম প্রদেশ -এই প্রদেশ ১২ট জেলায় বিভক্ত, যথা,১ গোয়ালপাড়, ধুবড়ী । ২ কামরূপ, গৌহাটী। ৩ দরঙ্গ, তেজপুর । ৪ লক্ষ্মীপুর, ডিব্ৰুগড় । ৫ শিবসাগর, শিবসাগর । ৬ নওগ, নওগ। ৭ নাগাপাহাড়, কোহিম । ৮ খসিয়া ও । জয়স্তিয়,শিলং। ৯ গারোপাহাড়, তুর। ১• কাছাড়, সিলচর । ১১ খ্রীহট্ট, শ্ৰীহট্ট বা শিলছটু। ১২ উত্তর ও দক্ষিণ লুসাই পাহাড়-লুংলে। মধ্যপ্রদেশ,—৪ট বিভাগ ও ১৮ট জেলায় বিভক্ত যথা,— ১ নাগপুর বিভাগে ৫টা জেলা আছে,-১ নাগপুর, নাগপুর। ২ ভাণ্ডারা ভাণ্ডারা । ৩ টাদ, চাদ । ৪ বন্ধ, হিঙ্গমঘাট । । a বালাখাট, বড় । ২। জব্বলপুর বিভাগে ৫টা জেলা আছে, যথা—১ জব্বলপুর,ঞ্জকবলপুর । ২ লাগল্প,সাগর। ৩ দমো—দমোহ । ৪ সিওনি, , সিওনি । ৫ মণ্ডল, মওলা । ৩ । ছত্রিশগড় বিভাগে ৩টা জেল। যথা,—১ বিলাসপুর, বিলাসপুর । ২ রায়পুর, রায়পুর। ৩ সম্বলপুর, সম্বলপুর । ৪ । নন্মদাবিভাগে এটা জেলা আছে, যথা—১ বৈকুল, বৈকুল। ২ ছিন্দবাড়ী, ছিন্দবাড়। ৩ হেসিঙ্গাবাদ, হোসঙ্গাবাদ । ৪ মিমার, খা গুব । ১৮ নরসিংহপুর, নরসিংহপুর । অঞ্চমীর ও মেরলাড়।, জঙ্গমায় । কোড়গ, কুৰ্গ ) মেয়কর। ৰ৷ মহাদেবপট্ৰলম্। বেরার, অমরাবতী । বুটাশ বলুচিস্থান,—কোয়েট । আন্দামান ও নিকোলয়,—পোর্ট ব্লেয়ার। कछा ९ भिुग्न?छ । ভারতবর্ষে করদ ও মিত্র রাজ্যের সংখ্যা ছয় শতের ও মধিক হইৰে । তন্মধ্যে প্রধান প্রধান রাজ্যগুলির নাম প্রদ স্তু হইল--- | নিজামরাজ্য, সিদিয়ারাজ্য, গাইকবাড়, মহিমুর, তিরু- | বাঙ্কো ডু ও কাশ্মীর রাজ্য প্রধান। এ ছাড়া রাজপুতান। এজেন্সীর অধীনে ১৮ট এবং মধ্যভারতীয় এজেন্সীর অধীনে : ৭১ট রাজ্য আছে । রাজপুতানার মধ্যে জয়পুর, যোধপুর বা মাড়বার, উদয়পুর বা মেৰার, ভরতপুর, জশপমীয়, বিকানীর, cকাটা, মালবার ও ঢোজপুর ; মধ্যভারতের মধ্যে রেবা, পল্লী, ভূপাল ও বুন্দেলখণ্ড এই কয়ট রাজ্য প্রধান । यन्नीष भयाभ tछे ग्र अशैौम ¢कोछदिशग्न, नांझर्वङ, बिभूब्र, , উত্তরপশ্চিম প্রদেশীয় গবমেন্টের অধীনে রামপুর ও গড়বাল, । পঞ্জাব গৰমেন্টের অধীনে পাতিয়াল, কিন্ম, নাভা, কপূরভল, ৰহাৰলপুর ও চম্বা ; বোম্বাই গবমেন্টের অধীনে কচ্ছ, কাঠিয়াবাড়, কাম্বে, সাবন্তবাড়ী, কোলহাপুর প্রভৃতি প্রধান । স্বাধীন রাজা । নেপাল ও ভূটান এই দুইটা মাত্র স্বাধীন রাজ্য। যুরোপীয় অন্যান্ত জাতির অধিকার । চন্দননগর, পদিচেরী, মহা, করিকাল ও যুনান এই কয়টা স্থান ফরাসা অধিকারে এবং গোয়, দমন ও দীউ এই কএকটা স্থান পৰ্তুগীজদিগের অধিকারে আছে। পূৰ্ব্বোক্ত প্রতি শব্দের বিস্তৃত বিবরণ তৎ তৎশবে দ্রষ্টব্য } জলবায়ু ও কৃষি । এই বিশাল ভারতভুমি নান নদ, নদী, বন, উপবন, হ্রদ ও গিরিমালায় সমাচ্ছন্ন । বন, গিরিনদী ও শস্তক্ষেত্রাদির প্রাকৃতিক সমাবেশহেতু স্থানবিশেষে জলবায়ুরও উৎকৰ্ষাপকর্ষ লগিত হয়। উত্তরে হিমালয় পৰ্ব্বতের তুষারমণ্ডিত শিখরসমুহ গগনতল স্পর্শ করিতেছে। বিশাল বাহুবেষ্টনে গিরিরাজ যেন ভারতের উত্তরপশ্চিম ও উত্তরপূৰ্ব্ব কোণদ্বয় অঙ্কগত করিয়া রাখিয়াছে। মেঘমালাসমন্বিত এই সকল পৰ্ব্বতবক্ষে প্রতিহত হঠয়া বায়ু সকল বিভিন্ন গতিতে ইতস্ততঃ বিচরণ করিতে থাকে । তাই সমডলক্ষেত্র ও হিমালয়প্রদেশের বায়ুগতি স্বতন্ত্র । ইহার পশ্চিম, দক্ষিণ ও পূৰ্ব্ব সীমায় যথাক্রমে আরব্যোপসাগর, ভারত মহাসাগর ও ৰঙ্গোপসাগরের প্রশাস্ত জলধি স্বীয় বিস্তীর্ণ বক্ষে উৰ্ম্মিমালা ধারণ করিয়া নানা রঙ্গে বায়ুতরঙ্গে খেলা করিতেছে। সেই বিশাল বারিধি-হৃদয়ে কর্কট ৪ মকর ক্রাস্তিদ্বয়ের মধ্যে স্বৰ্য্যের প্রখর কিরণজীলে অালোড়িত বায়ুরাশি একট প্রবল প্রবাহ প্রাপ্ত হয়। উহা সাধারণে মসুমবায়ু নামে খ্যাত । ইতস্তত: সঞ্চরমান ভারত প্রবেশোমুখ বামুরাশি গিরিকদের ও সমতলক্ষেত্রসমুহ অতিক্রম করিয়া ভারতবক্ষে যে বায়ুর ক্রিয় উপনীত করে, তাহাতেত ঝড় বৃষ্টি ও ভূমির উৎপাদিক-শক্তিসমূহ সমানীত হইয়া দেশের একটী মহামঙ্গল সাধিত হয় । কি রূপে এই অবস্থক্রিয়া ভারতবাসীর উপকারিতা সাধিত করিয়াছে, তাছা ভারতভূমের প্রাকৃতিক অবস্থান-নিৰ্ণয় ৰ্যতীত জানিবার উপায় নাই । তাই এখানে প্রাকৃতিক সেীমার্য্যেয় একটী সংক্ষেপ চিত্র প্রদত্ত হইল।-- উত্তরে পৃথিবীর সৰ্ব্বোচ্চ হিমালয়-পৰ্ব্বতমালা বিশাল ৰাহু ধারণ কষ্কিন্ধ ভাৱতের পশ্চিম, উত্তর ও পূৰ্ব্ববিভাগ আচ্ছন্ন করিয়াছে । উছার অসংখ্য উপত্ত্যক, অধিত্যক,