পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

घांशष्ट्रब्रभांश् sग সৰেs তাহাকে “সিংহাসনে অভিষিক্ত করিলেন ; কিন্তু নিজ প্রিয়ামাত্য মহম্মদ খাকে মন্ত্রিপদে নিয়োজিত করিয়া স্কুলতানা বড়ই নিৰ্বদ্ধিতার কার্য্য করিয়াছিলেন। মহম্মদের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে চাদের প্রভুত্ব হ্রাস হুইতেছিল। উক্ত বৎসয়ে মছস্মদের দমনার্থ ইত্ৰাহিম আদিলশাহ চাদের প্রার্থনামত সোহেলথাকে সৈম্ভসহ প্রেরণ করেন। চারিমাস তুর্গবিরোধের পর মহম্মদ সুলতানার পদাপ্রয় লইতে বাধ্য হন। ঐ সময়ে নেহঙ্গ থা মন্ত্ৰী হইয়া রাজকাৰ্য্য পৰ্য্যালোচনা করেন। ১৬•• খৃষ্টালে মোগলসৈন্ত আহ্মদনগর জয় করির বাছাস্থরকে সপরিবারে গোয়ালিয়র-ছুর্গে জীবদ্ধ রাখেন, এখানেই তাহার জীবলীলা শেষ হয় । তাহার পর একজন নামে মাত্র রাজা হইয়াছিলেন । { চাদবিবি, আকবর ও নিজামশাহী শৰা দেখ। ] বাহাদুরপুর, আসাম প্রদেশের প্রহট্ট জেলার অন্তর্গত একটা গওগ্রাম। নিম্ন বরাকনদীতটে মাননদীর মোহানার সমীপদেশে অবস্থিত। অক্ষা ২৪° ৪৫ উঃ এবং দ্রাঘি" ৯২° ১৩' ৪৫ * পুং। এখানে ধান্তাদির সামান্ত বাণিজ্য আছে। বাহাদুর শাহ, বন্ধের জনৈক আফগান শাসনকর্তা। মাক্ষা শাহের পুত্র । ৫ বৎসর স্বাধীনভাবে রাজত্বের পর তিনি ১৫৪৯ খৃষ্টাব্দে সেলিম শাহ কর্তৃক রাজ্যচু্যত হন। বাহাদুর শাহ, ( সুলতান ) গুজরাতের শাসনকর্তা। ২য় মুজঃফর শাহের দ্বিতীয় পুত্র। পিতার মৃত্যু সময়ে জৌনপুরে অবস্থিত থাকায়, তদীয় কনিষ্ঠ ভ্রাতা মাঙ্কদ শাহ জ্যেষ্ঠ সিকেনার শাহকে হত্যা করিয়া রাজা হন । বাহাদুর এই সংবাদে স্বরাজ্যে প্রত্যাবৃত্ত হইয়া মাঙ্গদকে রাজাচুত করিয়া ১৫২৬ খৃষ্টাব্দে পিতৃসিংহাসনে অধিরে;হণ করেন। ১৫৩১ খৃষ্টাব্দে তিনি মালব জয় করিয়া তথাক্টার রাজা সুলতান ২য় মাঙ্গদকে বন্দী ও হত্যা করিয়াছিলেন। ১৫৩৬ খৃষ্টাৰো সম্রাট হুমায়ুন কর্তৃক তিনি মাগবে পরাজিত হন এবং সম্রাটের হস্তে স্বীয় মালব রাজ্য সমর্পণ করিয়া কাম্বে অভিমুখে পলায়ন করেন। এখানে আসিয়া তিনি শুনিলেন যে, দীউৰীপের অনতিদূরে একখানি যুরোপীয় বছর অবস্থান করিতেছে। তিনি তাহাদের নৌসেনাপতিকে হত্যামানসে সসৈন্যে তদভিমুখে অগ্রসর হুইলেন। এখানে পর্ব গীজদিগের অস্ত্রাঘাতে তিনি হতচেতন হইয়া সমুদ্রের শীতলক্ৰোড়ে ১৫৩৭ খৃষ্টাঙ্গে সমাধি লইয়াছিলেন। ২•শ বর্ষ বয়সে রাজ্যাধিকারী হুইয়া তিনি ১১ বৰ্ধকাল স্বাজত্ব করেন ; স্বতরাং ৩১ বৎসরেই এই যুবককে জীবলীলা শেষ করিতে হয় । বাহাদুর শাহ ১ম, (শাহ জাল বাশা) মোগল-সমাট ১ম [ ૭6. ] 藝 বাহাদুরশাহ ২য় আলমগীরের দ্বিতীয় পুত্র। আমীর তৈমুর হইতে দ্বাদশ পুরুষ , षषखन । ( १०१७ रिः ) यूनिं जैीशङ्ग चन्ा श्ा । डिनि यूरরাজ মুয়াজিম বা কুজ্ঞৰ উদ্দীন শাহ আলম নামে প্রসিদ্ধ ছিলেন। ১১১৪ ছিঃ, তীয় পিতার আন্ধদাবাদে মৃত্যুর সময় তিনি কাবুলে अरुन्हांन कब्रिटङहिाणन । ॐांशग्न कनिई यांउ जांछम श्रांश অবসর পাইয় রাজধানীতে আপনাকে ভারত সাম্রাজ্যের অধীখর বলিয়া ঘোষণা করিলেন। ওদিকে যুবরাজ মুয়াজিমও কাবুলে থাকিয়াই বাহান্থর শাহ নাম গ্রহণপূর্বক রাজমুকুট পিয়ে ধারণ করিয়াছিলেন। <वंक्लङ ब्रांडण७ श३ग्र! ऎडङ्ग अॉऊांग्न विरुांश बैंििक्षण । फेष्ठछ পক্ষে যুদ্ধের সাজ সরঞ্জম হইতে লাগিল। জাগ্রার সমীপবর্তী ধৌলপুরে উভয় পক্ষীয় সেন সমবেত হইয়া ১১১৯ হিঃ ঘোরতর যুদ্ধে রাজপুত্র আজম ও র্তাহার দুই পুত্র বেঙ্গায় বখৎ ও বালাজার মৃত্যু হয়। তৎপরে তিনি রাজদগু গ্রহণ করিয়া · ৫ বৎসরকাল রাজ্য শাসন করেন । উষ্ঠীর মুনাইম খা প্রস্তুতির সাহায্যে তিনি দিল্লী, আগ্রা, যোধপুর, উদয়পুর প্রভৃতি রাজ্য হস্তগত করেন। ‘শাহ আলম বাহাদুরশাহ’ নামে তিনি মুদ্রাঙ্কন করিয়া খুৎবা পাঠ করান। তাছার রাজত্বের দ্বিতীয় বৎসরে রাজপুত্র মহম্মদ কামবক্স স্বীয় অধিকারচু্যত হন। ইহাতে জুলফিকার ধার প্রতিপত্তি বাড়িয়া যায় এবং তাছার যত্নে মহারাষ্ট্রপতি সরদেশমুণী লইবার জন্ত আবেদন করেন। র্তাহার রাজত্বের তৃতীয় বর্ষে (১১২১ হিঃ) গুরু গোৰিলোর शृङ्काष्ठ ७त्द्धजिङ श्हेग्रा निश्वर्णण बामाग्न अशैष्म हिजोशै श्ब्र, কিন্তু খ খানানের যত্নে পঞ্জীবপ্রদেশে শান্তি স্থাপিত হইয়াছিল। পাচবৎসর রাজত্বের পর বাহাদুর শাহ ৭১ বৎসর বয়সে লাহোরনগরে দেহত্যাগ করেন। খাজা কুতব উদ্দীনের কবরের পাৰে তাহার সমাধি হয়। ঐ সমাধিমন্দির ‘খুগ্ৰদ মঞ্জিল’ নামে খ্যাত। তাহার চারি পুত্রের মধ্যে জাহান্দর শাহ পিতৃসিংহা সনে আরোহণ করেন । বাহাদুরশাহ ২য়, দিল্লীর শেষ মোগল সম্রাট। ইহার পূর্ণ নাম-আবুল মুজঃফর সিরাজ উদ্দীন মহম্মদ বাহাদুর শাহ। ২য় আকবর শাহের মৃত্যুর পর তিনি ১৮৩৭ খৃষ্টাব্দে পিতৃ সিংহাসনে আরোহণ করেন। তাহার মাতার নাম লালবাঈ। ०११८ भूटेरिक टैशं★ छद्म शग्र । দাক্ষিণাত্যে মহারাষ্ট্রশক্তির অভু্যখানে মোগলবল দিন দিন অবপল্প হইতেছিল । বাছাচুর মহারাষ্ট্রহস্তে ক্রীড়াপুত্তলীর স্থায় ছিলেন। কবির তীরুতাই স্বভাবগিন্ধ। তিনি পারস্ত ভাষায় একজন অদ্বিতীয় পণ্ডিত ছিলেন। উর্দু, কবিতা লেখার জন্ত द्धिनि दिष९गमांज श्रेष्ठ ‘जांफ्ब्र' ॐांषि णांस कद्रग्रन । टैशंग्र