পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रऊबर्ष [ లిసి 8 ] ভারতবর্ষ হেষ্টিংসের শাসনাবসানে ভারতের শাসন-বিশৃঙ্খলা দেখিয়৷ পার্লিমেণ্ট-সভায় ঘোর আন্দোলন উপস্থিত হয় । তদনুসারে রাজমন্ত্ৰী পিট শাসন-প্রণালীর সুব্যবস্থার জন্তু ‘ইণ্ডিয়া বিল’ প্রস্তুত করেন । हैं:ब्रांज्ञ श्रृंय4ग्न 0छबांग्नशं★१ ।। ওয়ারেণ হেষ্টিংস ১৭৭২-৭৪ খৃঃঅঃ পর্যন্ত বাঙ্গালার গবর্ণর ছিলেন, পরে ভারতের গবর্ণর জেনারল পদাভিষিক্ত হইয়। রেগুলেটিং co (Regulating Act one ) নিদিষ্ট কেন্সিল সভ। লইয়। ভারতের শাসনবিধি পরিচালিত করিতে থাকেন । তাছার পদত্যাগের পর, সর জন ম্যাকফার্সন ২•মাস কাল গবর্ণর জেনােরলের কার্য্য করেন। তৎপরে লর্ড কর্ণওয়ালিস্ (১৭৮৬-৯৩ খৃঃ)ঐ পদে নিযুক্ত থাকিয়া ভারতের শাসনপ্রণালীর । সুব্যবস্থা করিয়া যান । বিচার-প্রণালায় সুবিধার জন্তু তিনি প্রভিন্সিয়াল কোর্ট ও প্রজাবৰ্গকে জমিদারের শোষণদায় হইতে রক্ষা করিবার জন্য ১৭৯৩ খৃষ্টাব্দে ‘দশধাল। বন্দোবস্ত’ করিয়৷ যান। তৃতীয় মহিমুর যুদ্ধে টিপু সুলতানের সহিত তাহার সন্ধি চয় ; তাছার ফলে ইংরাজের দিfওগাল, বড়মহল, সালেম ও মলবার প্রদেশ প্রাপ্ত হন এবং টিপুর দুইটি পুত্র ইংরাজের নিকট প্রতিভূস্বরূপ অবস্থান করেন । লড কর্ণওয়ালিস্ যে সকল হিতকর কার্য্যের অনুষ্ঠান করিয়াছিলেন, সর জন সোর ( লড টেমমাউথ ) ১৭৯৩-৯৮খৃ: ) তাহার সহকারিত করেন। সর জন সোর কর্তৃক টিপু সুলতানের প্রতিভূপুত্রদ্বয় প্রত্যপিত হইলে, টিপু পুনরায় যুদ্ধায়োজন করিতে লাগিলেন। তাহার অাশা ছিল, জগদ্বিখ্যাত ফরাসি-বীর নেপোলিয়ন্স এবার ফরাসিপক্ষে তাহার সহায়তা করিবেন। মার্ক ইসঅব ওয়েলেসলি লড মণিংটন ১৭৯৮-১৮•৫ খৃঃ) ১৭৯৮ খৃষ্টাব্দে নিজামের সহিত সন্ধি করিয়া, তৎসৈন্ত-সাহায্যে ফরাসিদিগকে ছডবল করিলেন। পর বৎসর ৪র্থ মহিমুর-যুদ্ধে টিপু সদলে পরাজিত ও নিহত হইলে, ইংরাজ-প্রভাব চারিদিকে প্রচারিত হয় । স্বচক্ষুর রাজনীতিজ্ঞ গবর্ণর ওয়েলেসলী এই সুযোগে কএকটা । সামস্তরাজ্য হস্তগত করেন। ফোট উইলিয়ম কলেজস্থাপন, গঙ্গাসাগরসঙ্গমে বর্ষীয়সার প্রথমোৎপন্ন সস্তানটিকে নিক্ষেপक” कू यथामियाग्न५, २ब्र बशो हेमूल्य, cश्ाणकब्र ७ मिtन्लग्न যুদ্ধ উাহার সাময়িক ঘটনা। ওয়েলেসলির রাজ্যকালে যুদ্ধবিগ্ৰছে ইংরাজকোম্পানীর বিলক্ষণ ক্ষতি হয় । ডিরেক্টরগণ ভারতীয় রাজভৰগের সহিত दान-दिनशcष अनिष्कूक श्ग्रा »v०० ९डेाश्च शिडौबवाब्र गs ; কর্ণওয়ালিসকে গবর্ণর-জেনারল করিয়া পাঠান। প্রায় ৩ মাস কাল পরে বাৰ্দ্ধক্যবশতঃ তিনি গাজিপুরে প্রাণত্যাগ করেন। উক্ত বর্ষে সর জর্জ বালে ডিরেক্টর সভ কর্তৃক সন্ধিস্থাপনে আদিষ্ট হইয়া ভারতের গবর্ণর জেনারল-পদে নিযোজিত হন। ১৮৯৬ খৃষ্টাব্দে তিনি হোলকরের সহিত সন্ধি করিলেন বটে, কিন্তু বেল্লুর নগরস্থ সিপাহীরা ৰিয়ূেৰী হইয়া পড়িলে ইংরাজগণকে বিশেষ বিচলিত হইতে হইয়াছিল। ডিরেক্টরগণ মান্দ্রীজের শাসন-শৃঙ্খলার জন্ত তথাকার গবর্ণর বেণ্টিঙ্ককে পদচ্যুত করিয়া বালে কে তংপদে নিযুক্ত করেন । ১৮৯৭ খৃষ্টাঙ্গে লর্ড মিণ্টে গবর্ণর জেনারল হইয়। কলিকাতায় উপস্থিত হন। কর্ণওয়ালিসের দ্যায় শাস্তিস্থাপনপুৰ্ব্বক কাৰ্য্য করাই তাহার অভিপ্রেত ছিল,কিন্তু কাৰ্য্যগতিকে তিনি এদেশীয় রাজন্তগণের শাসমসম্পৰ্কীয় কোন কোন বিষয়ে হস্তক্ষেপ না করিয়া থাকিতে পারেন নাই । ফরাসী-ইংরাজের বিরোধ এক ভাবেই রহিয়াছে, যুরোপে যাহাই হউক, এদেশে ইংরাজগণ ফরাসাদিগকে অত্যস্ত ভয় করিতেন । ফরাসীদিগের ভারতের প্রতি বিলক্ষণ লোভ ছিল। ভারতে ফরাসার অধিকার ইংরাজের বাঞ্ছনীয় নহে, সেই ফরাসী ক্ষমতা হ্রাসের সমুহ নিজাম,সিন্দে ও হোলকর প্রভৃতির সহিত যুদ্ধ ঘটে। এই সময়ে যুরোপখণ্ডে নেপোলিয়ন প্রবল হওয়ায় ইংরাঞ্জের আশঙ্কা দ্বিগুণ বৰ্দ্ধিত হয় । আশঙ্কায় উদ্বেলিত হইয়া লর্ড মিণ্টে পঞ্জাবপতি রণজিৎ এবং আফগানস্থান ও পারস্তের শাহের সহিত সন্ধি করিয়া রাজনৈতিক বন্ধনে আবদ্ধ হইলেন। ১৮১৩ খৃঃ অঃ মিণ্টো ইংলণ্ডযাত্রা করিলে লর্ড ময়র (মার্ক ইস্ অব হেষ্টিংস) কলিকাতায় পৌছিলেন। ১৮১৪-১৮১৫ খৃষ্টাব্দের নেপাল যুদ্ধ, সিগোলীর সন্ধি, ১৮১৭ খৃষ্টাব্দের পেন্ধারি যুদ্ধ ও ১৮১৭-১৮খ,ঃ অঃ শেষ মহারাষ্ট্র-যুদ্ধ তাহার সময়ের ঘটনা । ১৮২৩ খৃষ্টাব্দে ১লা জানুয়ার লড় ময়রা স্বদেশমাত্র। করেন । তাহার পত্নী এদেশীয়দিগের ইংরাজিশিক্ষার জন্য বারাকপুরে একটা ইংরাজী বিদ্যালয় ও ডেভিড হেয়ার কলিকাতায় ‘হিন্দুকলেজ’ সংস্থাপিত করেন। প্রীরামপুরস্থ কেরি, মাস মান প্রভৃতি মিলনরিগণ চুচুড়া, শ্রীরামপুর প্রভৃতি স্থানেও কএকটা বিদ্যালয় স্থাপন করিা যান। র্তাহাজের যত্নে ১৮১৮ খৃষ্টাকে সমাচারদর্পণ নামে একখানি বাঙ্গাল সংবাদপত্র মুদ্রিত ও প্রকাশিত হয় । গড় হেষ্টিংস স্বদেশে গমন করিলে মিঃ এডাম নামক জনৈক সিভিলিয়ান ক একমাস শাসনকাৰ্য্য নিৰ্ব্বাছ করেন, পরে উক্ত বর্ষের আগষ্ট মাসে লঙ জামছাই কলিকাতায়