পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষ [ లిసె& ] ভারতবর্থ উপস্থিত হন । প্রথম ব্রহ্মযুদ্ধ (১৮২৪-২৬ খৃঃ) ও ভরতপুর অধিকার (১৮২৭ খৃঃ) তাহার শাসনকালের প্রসিদ্ধ ঘটনা, এতদ্ভিয় তাহার শাসন সময়ে বিদ্যাশিক্ষার উন্নতিকল্পে একটী শিক্ষণসমিতি ও কলিকাতায় ‘সংস্কৃত কলেজ” প্রতিষ্ঠিত ছয় । ১৮২৮-১৮৩৫ খৃষ্টান্ধ পর্য্যস্ত লর্ড উইলিয়ম বেণ্টিঙ্ক কাৰ্য্যভার গ্রহণ করেন। . ইনিই বেল্লুর বিদ্রোহের সময় মাঙ্গাজের গবর্ণর ছিলেন। তাহার ৭বর্ষ রাজ্যশাসনকালে ১ম আয়-ব্যয়-সংস্কার, সঙ্গাদাহ-নিবারণ, ঠগীদমন, রাজপুত জাতির কল্পবিধ প্রথা-নিবারণ, খনাজাতির নরবলিনিষেধ, । শাসন-প্রণালী ও শিক্ষাবিষয়ক সংস্কার, দেশীয়দিগের রাজকার্য্যে নিয়োগ-ব্যবস্থা, মহিমুরের শাসনভার গ্রহণ ও কুর্গঅধিকার প্রভৃতি কএকটা কাৰ্য্য-সম্পাদিত হয় । লঙ বেণ্টিঙ্ক দিল্লীর সম্রাটের সাক্ষাতে গৰ্ব্বের সহিত বলিয়াছিলেন যে, ‘ইংরাজেরাহ এক্ষণে ভারতের প্রকৃত অধীশ্বর, তৈমুর বংশীয়দিগকে এখন আর তাহারা সম্রাটু বলিয়া স্বীকার করেন না। ইহাতে ক্ষুব্ধ হইয়া সম্রাট, স্ব প্রসিদ্ধ রাজা রামমোহন রায়কে উকীল নিযুক্ত করিয়া ইংলণ্ডে প্রেরণ করেন । [ রামমোহন রায় দেখ ] কোম্পানীর ১৮১৩ খৃষ্টাব্দে মেয়াদ অতীত হওয়ায়, ১৮৩৩ খৃঃ অঃ পৰ্যন্ত কোম্পানী নূতন সনদ লাভ করেন। তদনুসারে কোম্পানী অজ্জিত-রাজ্যসমুহের ভোগাধিকার প্রাপ্ত হন, xoristfosés foid coatão, (Governor general in council) তত্তাবৎ স্থানের ব্যবস্থা প্রণয়ন করিতে থাকেন। বেণ্টিঙ্ক দেথ ] ১৮৩৫-৩৬ খৃ অ! লর্ড মেটকাফের শাসনকাল। তিনি মুদ্রাঘন্থের স্বাধীনতা প্রদান করিয়া এদেশীয় ব্যক্তিবর্গকে কু তন্ত্রতাপাশে আবদ্ধ করিয়াছেন। কাবুলের সিংহাসন লইয়া উত্তরাধিকারাদিগের গোলযোগ উপস্থিত হইলে, তন্নিবারণ জন্য লর্ড অকুলগু ১৮৩৬ খৃঃ অঃ ভারতে জাসিয়া উপনীত হন। ১৮৪১ খৃঃ অঃ কাবুল যুদ্ধের দুৰ্গতি দেখিয়া ডিরেক্টরগণ ১৮৪২ খৃঃ অঃ লর্ড এলেনবরোর হস্তে কার্ধ্যভার সমর্পণ করেন। [ অকল গু, কাবুল, দোস্ত মহম্মদ প্রভৃতি শৰা দেখ। ] ১৮৪২ খৃঃ জঃ ইংরাজগণ বৈরিনির্য্যাতন-পরবশ হইয়া কাবুল-অধিকার ও মনের সাধে কাবুলীদিগের প্রতি অত্যচার করিয়াছিলেন। অতঃপর ১৮৪৩ খৃঃ অঃ সেনাপতি নেপিন্ধর কর্তৃক সিন্ধুপ্রদেশজয় ও গোয়ালিয়র যুদ্ধ সমারন্ধ হয়। গোরালিঙ্গর যুদ্ধে এলেনৰয়ো স্বয়ং উপস্থিত ছিলেন। নিরন্তর যুদ্ধবিগ্রহে ব্যাপৃত থাকার ডিরেক্টরের লর্ড এলেন ৰয়োকে পদচ্যুত করিয়া লর্ড হাডিঞ্জকে বড়লাট করিয়া ভারতে *ी?ॉड़ेब्र! cमम । লর্ড ছাডিজ (১৮৪৪-৪৮ খৃঃ) এদেশে পদার্পণ করিাষ্ট শিখযুদ্ধে ব্যাপৃত হইয়াছিলেন। বিখ্যাত ওয়াটালু রণক্ষেত্রে তাহার একটা হাত নষ্ট হয়, এজন্তু সকলে উtহাকে ‘ছাতকাটা গবর্ণর বলিত। [ ছাডিঞ্জ, রণজিৎসিংহ ও শিখযুদ্ধ দেখ। ] ছাডিঞ্জ বিলাতে প্রত্যাগত হইলে লর্ড ডালহৌসী ( ১৮৪৮৫৬ খৃ: ) গবর্ণর জেনারল হইয়া ভারতে আইসেন। তাছার শাসনপ্রারম্ভ হইতেই ২য় শিখযুদ্ধ, পঞ্জাবাধিকার, ২য় ব্রহ্মযুদ্ধ এবং অযোধ্য, সাতারা ও নাগপুর প্রভৃতি স্থান অধিকৃত হয়। কোম্পানীর রাজ্যসীমা বুদ্ধি ব্যতীত তিনি দেশীয়দিগের ৪ হিতাকাজী হইয়া কএকটী সৎকার্য্যের অনুষ্ঠান করিয়া যান, তন্মধ্যে রেলপথ-বিস্তার ৬, তাড়িতবার্তাবছ ( Electric Te]ograph ), ডাকবিভাগের সংস্কার ও শিক্ষাবিভাগের উন্নতিকল্পে সাহায্য দান (grant-in-aid) প্রথা প্রবর্তন করিয়া যান। ইহাতে পল্লিগ্রামসমূহের ক্ষুদ্র বিদ্যালয়গুলির বিশেষ সাহায্য ও শিক্ষাকার্য্যের বিস্তার হয়। এই সময়ে কেন্সিলেপ অন্যতম সভ্য মহাত্মা বেথুন কলিকাতায় একটী বালিকাবিদ্যালয় স্থাপন করেন। ১৮৫৬ খৃঃ অঃ লর্ড ক্যানিং কলিকাতায় পদার্পণ করেন । ঐ সময়ে পারস্ত ও চীন দেশায়ের সহিত ইংরাজদিগের যুদ্ধ ঘটে । উভয় যুদ্ধেই ভারতীয় সিপাহীদল ইংরাজপক্ষে যুদ্ধ করিয়া বিপক্ষদিগকে পরাজিত করে । টোটাকাটার হাঙ্গামায় ভারতে সিপাইবিদ্রোহ সংঘটিত হয় । [ সিপাহী বিদ্রোহ দেখ । ] পর বৎসর মালাহাবাদ-দরবারে মহারাণীর ঘোষণাপত্ৰ পঠিত হয়, তদবধি কোম্পানীর রাজ্য মহারাণী ভারতেশ্বরা ভিক্টোরিয়ার শাসনাধীন হইল। এই সময়ে লর্ড ক্যানিং বাছাদুর রাজপ্রতিনিধি (Viceroy) আখ্যা লাভ করেন। তাছার সময়ে ‘ইন্‌কমূটাক্স ও বিশ্ববিদ্যালয়’ স্থাপিত হয়। (ক্যানিং দেখ] লড এলগিন ১৮৬২ খৃঃ অঃ ভারতে আইসেন। এ সময়ে সুপ্রীমকোট ও সদর আদালত মিশিয়া ‘হাইকোট’ নাম প্রাপ্ত হয় । পর বংসর নবেম্বর মাসে হিমালয়প্রদেশে ধৰ্ম্মশাল নামক স্থানে এলগিনের মৃত্যু ঘটে। তৎপরে পঞ্জাব ১৮৫৭ খৃ: অঃ • ১৮es 4 জ: ১লা সেপ্টেম্বর ছাড়া হইতে রেলগাড়ী চলিতে থাকে। S BBB DDDDBBB BBBB BBBB BDDD DDS DDDD DD डांब्रट्ठग्न नकईबई *कविष बांबूल *ञा-वङ्गलग्न ●वश्वl dवबहिष्ठ इग्न !