পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাস্করপস্ত [ 8२8 ] ভাস্কররবিবৰ্ম্ম৷ • ৰাক্যপঞ্চাধ্যান্ত্রিপ্রণয়নকৰ্ত্তা। জনৈক বিখ্যাত জ্যোতিৰ্ব্বিদ । মহেশ্বরের পুত্র, ১১১৫ ९डेरिक র্তাহার জন্ম হয়। করণকুতূহল, গ্রন্থাগমকুতূহল, ব্ৰহ্মতুল্য করণকুতূহল, ব্ৰহ্মতুল্যসিদ্ধান্তকাণকেশরী, গণিতপদী, গ্ৰহগণিত, গ্ৰহলাঘব, জ্ঞানভাস্কর, রেখাগণিত, লিঙ্গশাস্ত্র, বিবাহপটল, সটীকসিন্ধান্তশিরোমণি ও বাসনাভাষ্য, শ্রুতগণিত স্বৰ্য্যসিদ্ধান্তব্যাখ্যা ও ভাস্করদীক্ষিতীয় নামক গ্রন্থ প্রণেতা । ইনি ১১৫১ খৃষ্টাব্দে সিন্ধান্তশিরোমণি ৪ ১১৪৮ খৃষ্টাব্দে করণকুতূহল রচনা সমাধা করেন। [ ভাস্করাচার্য্য দেখ। ] ভাস্করকণ্ঠ, চিত্ৰান্ধবোধটীকারচরিতা । ভাস্করর্তীর্থ, শৈবতীর্থভেদ । (শিৰপুরাণ) ভাস্করদীক্ষিত, ১ তপ্তযুদ্রাবিস্ত্রাবণ প্রণেতা। ২ রত্নতুলিকা সিদ্ধান্তসিদ্ধাঞ্জনটীকারচয়িত । ভাস্করদেব, জনৈক প্রাচীন কৰি। ভাস্করদেব, কোগুৰিডু, গজপতিরাজ বিশ্বম্ভর দেবের পুত্র। ভাস্কর্যাতি (পুং ) ভাস্কয়ে ট্যুতিরস্ত। বিষ্ণু। (ভারত ১ ১৪৯৪৩ ) ( স্ত্রী ) ২ হুর্য্যের ট্যুতি, সুর্য্যের কিরণ। ভাস্করনুসিংহ (পুং) বারাণসীবাসী জনৈক ভাষ্যকার। ইনি ব্রজলাল কর্তৃক অনুরুদ্ধ হষ্টয়া ১৭৮৮ খৃষ্টাব্দে বাৎস্তায়নকৃষ্ঠ কামসূত্রের ভাষ্য প্রণয়ন করেন। ইনি সৰ্ব্বেশ্বর শাস্ত্রীর ছাত্র। ভাস্করপস্ত, জনৈক মহারাষ্ট্রসেনাপতি। তিনি রঘুী ভোসলের দেওয়ান ছিলেন। বাঙ্গালায় ১৭৪২ খৃষ্টাবে মুর্শিদকুলির পরাজয়ের পর তদীয় মন্ত্ৰী মীর হবীব ভাস্কর প মুকে কটক আক্রমণে আহ্বান করেন । কিন্তু আলীবর্দী খাল সেন। সহস। আসিয়া উপনীত হওয়ায় তাহীর মনোরথ পুণ হয় নষ্ট । অবসর বুঝিয়। ভাস্কর বেহার আক্রমণ করিলেম । তথা হইতে মুর্শিদাবাদ-আক্রমণ-মানসে পাচেট রাজ্য পর্যাস্তু অগ্রসর হইলেন। এখানে আসিয়া বগীগণ ক্ষিপ্রতার লঙ্কিড লুণ্ঠনকার্ষ্য সমাধা করিল। আলীবী ttt BBB DDHBB DBB BBBBD DYS BBBB • লেন । উভয় পক্ষের ঘোরতর যুদ্ধারম্ভ হইল। নবাবcमनाश्नउि भैौद्ररुदौब यशग्नाड़े-श्रख बमौ इन । भू{ि sষ্টতেই তাহায় ৰঙ্গেশ্বরের উপর ক্ৰোধ ছিল । এবারেও ঙিনি মহারাষ্ট্ৰীয়ের পক্ষ হইয়। মুর্শিদাবাদ আক্রমণ ও জগৎশেঠ মালমৰ্চাঙ্গেয় যথাসৰ্ব্বস্ব লুণ্ঠন করিলেন । এই সময়ে মেদিনীপুর হইতে কাটোয়৷ পয্যন্ত প্রায় সকল স্থান মহারাষ্ট্রকরতলগত্ত হইয়াছিল । গঙ্গানদী বর্ষায় স্ফীত থাকায় তাহারা সদ্বলে উত্তীর্ণ হইয়া মুশিদাৰাঙ্গে উপনীত হইতে পারিলেন না। এদিকে আলীবর্দী দলবল সংগ্ৰছ করিতে লাগিলেন। নদীপার হইয়া নবাব মহারাষ্ট্রদিগকে বাঙ্গালা হইতে তাড়াইয়া দিলেন। এই সময়ে কর্ণাট-প্রত্যাগত রঘুজী ভোস্লে সদলে র্তাহার সহিত মিলিত হন। তাহাদের দমনের জন্ত সম্রাটু মহম্মদ শাহ পেশব বালাজী বাঙ্গীরাও ও অযোধ্যাপতি সফ দর জঙ্গকে প্রেরণ করেন। ১৭৪৩ খৃষ্টাব্দে কাটোয় ও বদ্ধমান পৰ্য্যস্ত অগ্রসর হইয়াও শেষে রঘুঙ্গী ভোঁসলে পরাজিত হন। এই সময়ে ভাস্করপস্তু সদলে উড়িষ্যা-অভিমুখে পলায়ন করিয়৷ রক্ষা পান। রঘুজী পুনরায় বাঙ্গালা লুণ্ঠন মানস করিয়া ১৭৪৪ খৃষ্টাব্দে ভাস্করপস্তকে প্রেরণ করেন। এই সময়ে নবাব আলীবন্দী সন্ধিপ্রস্তাবের ভাণ করিয়া ভাস্কর পণ্ডিতকে নিমন্ত্রণ করিলেন। তাহার সৈন্তগণ সশস্ত্র লুক্কায়িত রহিল। ভাস্কর পণ্ডিত সদলে মুসলমান-শিবিরে উপনীত হইলেন। নবাবাদেশে *डिनि অনুচর সহ নিহত হন। ভাস্করপ্রিয় ( পুং ) ভাস্করস্ত প্রিয়ঃ ৬তৎ। পদ্মরাগ মণি, চলিত চুনি। ভাস্করভট (পুং ) ১ কেশবমিশ্র-কৃত তর্কভাষার তর্কপরিভাষাদর্পণ নামক টীকারচয়িতা। ২ তু্যচভাস্করপ্রণেতা। ৩ ভোজরাজের সভাপণ্ডিত । শাণ্ডিল্যগোত্রীয় কবিচক্রবর্তী ত্রিবিক্রমের পুত্র। স্বীয় প্রতিপালক কর্তৃক তিনি বিদ্যাপতি আখ্যা লাভ করেন । ভাস্করভর্ট্রপণ্ডিত, দত্তসিদ্ধাস্তমঞ্জরী-প্রণেতা। ভাস্করভট্টমিশ্র ত্রিকাগুমগুন, জনৈক প্রসিদ্ধ স্বত্রনিবন্ধ কার। কুমারস্বামীর পুত্র। ইনি জ্ঞানযজ্ঞ নামে তৈত্তিরীয়সংহিতার ভাষ্য প্রণয়ন করেন । এই ভাষ্য মধ্যে তিনি ভবস্বামীর নামোল্লেখ করিয়াছেন । এতদ্ভিন্ন আপস্তম্ব° সূত্র, ধ্বনিতাৰ্থকারিক, বৌধায়নসহস্ৰভোজনটীকা, স্বত্রনিবন্ধ, যজুর্বেদাষ্ট্রকভাষা, আরণ্যকভাষ্য, ঋগ্বেদ্ধভাষ্য, তৈত্তিরীয় ব্রাহ্মণকাঠকভাষা ( কাঠৰুত্রয়ভাষ্য), তৈত্তিরীদোপনিৰন্তুাষ্য ও ভট্ট ভাস্করীয় নামে বেঙ্গভাষ্য প্রভৃতি তদ্রচিত কএকখানি গ্রন্থ পাওয়া যায়। ভাস্করভূপতি, ৰিজয়নগর-রাজবংশের জনৈক রাজা। ভাস্করমিশ্র ( পুং ) পদ্মনাভকৃত সিদ্ধসারস্বতদীপিৰোক্ত জনৈক গ্রন্থকার। ভাস্কররৰিবৰ্ম্ম, জিৰাৰোড়ের জনৈক হিন্দু নৱপতি। ইনি য়িহদী খৃষ্টানদিগকে কোচিনে বসবাসের নিমিত্ত অনুমস্তি দেন । छ९७धभद्ध चकूछांनद्ध छषीकांब्र भिड6ांक्षारकब्र निकtछे ब्रक्रिठ আছে। অঙ্কেশৰাসী হিনীগণ বলে যে, ঐ ছাড়পত্র ধৃষ্টীয় ७१> अरण थषख झझेब्राझिल ; किरू फेशंब्र ऊांभिज बर्षमांशा