পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- বালাজী ত্যাবঞ্জী [ 5 J . বালাজী বিশ্বনাথ @ গোর গাজী কবিয়া এখানকার পণ্যদ্রব্য পাচেয়া, रुद्रांहे, বাণধর ও ভোওবার পাৰ্ব্বতীয় প্রদেশে নীত হইয়া থাকে। বালাঘাট, বেরার রাজ্যের অন্তর্গত একটা পাৰ্ব্বত্যভূমি। অজণ্টাপৰ্ব্বতের উপরিদেশে স্থাপিত। দক্ষিণাত্য অধিত্যক ভূমির ইহাই সৰ্ব্বোত্তর সীমা । লকেনবাড়ীঘাট নামক পাৰ্ব্বত্যদেশ হইয়া বালাঘাটে প্রবেশ করিতে হয়। অক্ষা” ২৪° ২৯ উঃ এবং দ্রাঘি” ৭৬° ৩৭ পূঃ। বালাজী আবর্জী, মহারাষ্ট্ৰকেশী শিবাজীর শাসনসভায় নিযুক্ত জনৈক প্রভূ-কায়স্থ চিটুনী । ইনি হরিরামান্ত্রীর পৌত্র ও আবর্জীহরির পুত্র। তাহার পিতা পুরুষানুক্রমে হাবসীরাজসরকারে দেওয়ানের কৰ্ম্ম করিতেন। অবিস্ত্রীহরি জেজুরিতে খণ্ডোবার পূজা দিতে গমন করিলে হাবসীরাজের মৃত্যু হয়। জ্ঞাতিশত্রগণ রটনা করে যে, তাছারই পূজায় রাঙ্গার মৃত্যু হইয়াছে। এ সংবাদে আবঙ্গীহরিকে সবংশে সমুদ্রজলে ডুবাইয় দিতে আদেশ হয়। তাহার তিনপুত্র বালালী আবঞ্জী, গুণমজী আবঙ্গী ও চিমনাজী আবর্জী মাতার সহিত রাজাপুর বনারে আনীত হন । এখানে বালাজী আবঙ্গীর মাতুল বিসাজী শঙ্কর ২৫ হোগ মুদ্রা দিয়া চারিজনকেই ক্রয় করেন। বালাজীর মাতা পরিশ্রম দ্বারা ৫ মুদ্র পরিশোধ করেন। পরে শিবাজী বালকের লুনার হস্তলিপি দেথিয় বাকি ২• হোণ মুদ্র দিয়া বালাজীকে ক্রয় করিয়া লইলেন এবং ১৬৪৮ খৃষ্টাব্দে তাছাকে আপনার চিটুনীলীপদ প্রদান করেন। চিট্‌নীস ( Secretary ) পদ প্রাপ্তি হইতেই তাহার সৌভাগ্যোদয় ছয় । শিবাজীর কার্য্যে তিনি প্রাণ-মন-সমর্পণ করেন। র্তাহার সমুদায় গুপ্তকাৰ্য্যই বালাজীর ছাত দিয়া চলিয়া ছিল। অফজলখার হত্য, সম্ভাগ ও জিবিটির মুক্তি, দিল্লীতে শিবাজীর ও সম্ভাঞ্জীর বন্দিত্ব মোচন এবং ইংরাঙ্কদিগের সহিত রাজকারণোপলক্ষে তিনি স্বীয় প্রভুর দক্ষিণ চন্তস্বরূপ হইয়াছিলেন । দিল্লীতে অবস্থানকালে তিনিষ্ট মিষ্টারের ঝুড়িমধ্যে শিবাজী ও সম্ভারীকে রক্ষা করিয়া শত্রুর করালকবল হইতে উদ্ধার করিয়াছিলেন। সেবা, ভক্তি ও নিষ্ঠায় মুগ্ধ হইয়া শিবাজী বালাঙ্গীকে বড়ই তাল বাসিতেন। তাছার পরামর্শ ভিন্ন তিনি কোন কাৰ্য্যই করিতেন না । ক্রমে চিট্‌নীস আবৰ্জী সৰ্ব্বাধ্যক্ষ হইয়া পড়িলেম। মুখ্য প্রধান মোরোপন্ত পিঙ্গলে তাহার প্রতি ঈর্ষাপরবশ হুইয়া ভাছাকে অপদস্থ করিবার মানলে ছল খুজিতে লাগিলেন। চিটুনীস-পুত্র আবঙ্গীবাবার উপনয়ন উপলক্ষে ব্রাহ্মণপ্রবর মোরোপন্ত গোল বাধাইলেন। তিনি বলিলেন, কলিতে ক্ষত্রিয় নাই ; সুতরাং ক্ষত্রিয়োচিত সংস্কারে কায়স্থের অধিকার থাকিতে পারে না। যাহা হউক অনেক তর্কবিতর্কের পর বালাজী পুত্রের উপনয়নক্রিয়া বন্ধ রাখিলেন। শিবাস্ত্রী এই সমস্ত অবগত হইয়৷ কাণীস্থ পণ্ডিতগণের অভিপ্রায় সংগ্রহের আদেশ করিলেন, তামুসারে তিনি কাশীস্থ পণ্ডিতমণ্ডলীয় সন্মতিপত্র সংগ্রহ করেন । রাজ্যাভিষেককালে শিবাজীর উপনয়নাদি সংস্কার হয় নাই । বালাজী আলজী বিশেষ উদ্যোগী হইয়া পণ্ডিতবর গাগtভট্টের শাস্ত্রীয় যুক্তিতে প্রৌঢ়বয়সে শিবাজীকে উপনয়নসম্পন্ন ও রাজ্যাভিষিক্ত করেন। শিবাজী প্রীত হইয়া ঠাহাকে পুরুষামুক্রেমে हिनैौन ( Chief Secretary )"H &nta of tra শিবাজীর অভিষেকের পর চিটুনীল প্রবর নিজ জ্যেষ্ঠপুত্র আবাস্ত্রীবাবার উপনয়ন সমাধা করাইলেন । এষ্ট উৎসবে গাগাত প্রভৃতি অনেক খ্যাতনামা পণ্ডিত উপস্থিত থাকিয় | যথানিয়মে কারন্থপ্রভূর সংস্কারাদি সম্পন্ন করাষ্টয়াছিলেন। সম্ভাঙ্গীর রাজ্যাধিকার লইয়া মহারাষ্ট্রগ্রাজ্যে গোল বঁধে । বালাৱী আবঞ্জী অদ্যাগু অমাত্যবর্গের সহিত এই ব্যাপারে লিপ্ত মা থাকিলেও সম্ভাঞ্জীর তাদেশে ১৬০৩ শকে ( ১৬৮১ খৃষ্টাব্দে ) তিনি হস্তিপদতলে মিক্ষিপ্ত ও তাঙ্কাতে নিহত হন। বালাঞ্জীলক্ষণ, খাদেশের জনৈক মহারাষ্ট্ৰীয় শাসনকৰ্ত্ত । ১৮০৪ খৃষ্টাব্দে ইনি কোপরগী ওর সাত হাজার ভালকে ছলে ভুলাষ্টয় ধৃত করেন এবং তাঙ্গাদের অধিকাংশকে দুইটা কুপে নিক্ষেপ করিয়াছিলেন । বালাজী বাঙ্গীরাও, মহারাষ্ট্ররাজ্যের তৃতীয় পেশবা। ইনি পেশলা ১ম বার্জীর ওর পুত্র। বালারা ও পণ্ডিত-প্রধান নামে ইনি সাধারণের নিকট পরিচিত । ১৭৪০ খৃষ্টাব্দে তিনি পিতৃসিংহাসনে অধিষ্ঠিত হন। ১৭৬১ খৃষ্টাব্দে পাণিপথের যুদ্ধে উপস্থিত ছিলেন । এই যুদ্ধে তাহার জ্যেষ্ঠপুত্র বিশ্বাসরাও নিহত হন। তঁাচার অপর দুষ্টপুত্ৰ মধুরাও ও নারায়ণরাও যথাক্রমে পেশবাপদ পাইয়াছিলেন । [ পেশব দেখ। ] বালাঞ্জী বিশ্বনাথ, মহারাষ্ট্ররাজ্যে পেশব নামক ব্রাহ্মণবংশের প্রতিষ্ঠাতা। জীবনের প্রথমাবস্থায় তিনি কোঙ্কণপ্রদেশের একটা গ্রামের পাটোয়ারীয় কৰ্ম্মে নিযুক্ত ছিলেন। তথা হইতে তিনি যাদববংশীয় জনৈক সর্দারের অধীনে কৰ্ম্ম গ্রহণ করেন। এখানে তাহার গুপ্ত প্রতিষ্টারাশি বিকশিত হয় । মহারাষ্ট্রপতি সম্ভাঙ্গীর পুত্র সাহর রাজ্যকালে তিনি মহারাষ্ট্ররাজসরকারে পেশবাপদে উন্নীত হন। এই সময়ে তিনিই রাজ্যের সৰ্ব্বেসৰ্ব্ব ছিলেন। ১৭২৩ খৃষ্টাব্দে তাহার মৃত্যুর পর তৎপুত্র ১ম বাঙ্গীরাও পেশব হইয় রাজ্যশাসন করেন । [ পেশব দেখ। ]